জেলা মিটআপ এর ভালোলাগা নিয়ে কিছু লেখা।
সাতক্ষীরা জেলা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে অবস্থিত । বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের নিদর্শন সুন্দরবন সাতক্ষীরা জেলায় অবস্থিত। সাতক্ষীরার মানুষ অনেকটা পিছিয়ে পড়া এবং অবহেলিত। ফেসবুকে নিজের বলার মত একটা গল্প প্লাটফর্মে অংশগ্রহণের মাধ্যমে জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের নির্দেশনায় জেলা মিটআপে অংশগ্রহণ করতে থাকি। ফলে স্বপ্নবাজ মানুষগুলোর সাথে দেখা হতে থাকে। এবং তাদের সাথে পরিচয় হতে থাকে। ধীরে ধীরে গ্রুপের মিটআপের প্রতি এমন এক ভালোলাগা তৈরি হয়, যে শতকর্মব্যস্ততার মধ্যেও মনে সব সময় একটা অস্থিরতা কাজ করতো, কবে যে আমরা নিজের বলার মত একটা গল্প প্ল্যাটফর্মের জেলা টিমের মিটাতে অংশগ্রহণ করব। এই মিটআপে অংশগ্রহণের মাধ্যমে সাতক্ষীরা জেলার উদ্যোক্তাগণ এর সাথে আমার
পরিচয় হয়। আরো পরিচয় হয় যারা ভবিষ্যতে উদ্যোক্তা হবে বলে দৃঢ় প্রতিজ্ঞ। গ্রুপে অংশগ্রহণ করার ফলে আমাদের সাথে নিয়মিত পরিচয় হয় সোহাগ আরাফাত ভাই, ফয়সাল আহমেদ ভাই, পারভেজ ভাই, রুবেল আহমেদ ভাই, জহিরুল ইসলাম ভাই, শামীম ভাই সহ আরো অনেকে। আমি হয়তো সবার নাম মনে করতে পারছিনা এজন্য কেউ আপনারা দুঃখ পাবেন না।আর আমাদের আসাদুজ্জামান ভাই সাতক্ষীরা জেলার অ্যাম্বাসেডর প্রবাসে আছেন উনার সাথে যোগাযোগ হয় আমাদের। সব মিলিয়ে আমরা যেন একটা পরিবার হয়ে গেছি। আর এই জেলা মিটাতে অংশগ্রহণের মাধ্যমে সকলের সাথে পরিচয় লাভ করতে থাকি আমি। ফলে আমার জেলার সকল সিনিয়র ভাইদের নজরে আসতে থাকি। একপর্যায়ে ভাইদের সাথে মিট অংশগ্রহণ করায় এবং তাদের সাথে মেলামেশার ফলে তারা আমার সম্পর্কে খোঁজ নিতে থাকেন এবং আমার পরিশ্রম দেখে আমার আগ্রহ দেখে জনাব ইকবাল বাহার স্যার এর কাছে আমার কথা জানান। ফলে আমি 4 জানুয়ারি উদ্যোক্তা সম্মেলনে অংশগ্রহণ করে স্যারের কাছ থেকে উদ্যোক্তা হওয়ার জন্য অনুদান পেয়েছি। এটি আমার জীবনের বড় পাওয়া। আমি 4 জানুয়ারি সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য খুব আগ্রহী ছিলাম, তখন আমি জানতাম না যে আমি এমন একটি সুযোগ পেতে যাচ্ছি। ঐদিন স্যারের হাত থেকে অনুদান টি পেয়ে আমি যখন মঞ্চ থেকে নিচে নেমে এসেছিলাম। তখন আমার সাতক্ষীরা জেলার হাসান ভাইয়ের সাথে দেখা হয়। উনি আমাকে জরিয়ে ধরে এবং অনেক স্নেহ করেন এবং উনি আমার সম্পর্ক সংক্ষেপে জানতে চান। আমি তার সাথে কথা বলি এবং এক পর্যায়ে আমাদের দুজনেরই চোখে জল এসে যায়। তো আমি মনে করি মানুষের জীবনে এমন কিছু স্মৃতি থাকে যেগুলো ভোলার নয়। এই ঘটনা আমার জীবনে এমন। নিজের বলার মত একটা গল্প আমার জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। খুব শীঘ্রই আমি আমার উদ্দেশ্য জীবন শুরু করতে যাচ্ছি আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন। প্রিয় স্যার আপনি যদি আমার এই লেখাটা পড়ে থাকেন তাহলে আপনার কাছে অনুরোধ থাকবে আপনি আমার জন্য দিকনির্দেশনা দিয়ে যাবেন যেন আমি একজন সফল উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারে পারি। আমি যদি আমার জীবনে এমন কোন বিষয় না বুঝতে পারি আমি যদি পোস্ট লিখি তো আমাকে সঠিক নির্দেশনা দিয়ে সহযোগিতা করবেন বলে আমার লেখা আমি এখানেই শেষ করছি।
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- 138
Date:14/02/2020
মোঃ মাহবুব হোসেন সোহাগ
জেলা সাতক্ষীরা
ব্যাচ নং ষষ্ঠ
রেজিস্ট্রেশন নাম্বার 6431
মোবাইল নাম্বারঃ 01995 137896