বিষয় : নিজের বলার মত একটা গল্প গ্রুপের মিট-আপ নিয়ে কিছু বলার চেষ্টা
ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি কৃতজ্ঞতা সহিত শুরু করছি, স্যার আজকে বলেছেন বা কোন কিছু লেখার জন্য ভাই অনেকদিন পরে লিখতে আসা।
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু
প্রাণপ্রিয় গ্রুপের প্রাণপ্রিয় ভাই বোনেরা নিশ্চয়ই সবাই অনেক ভাল আছেন সুস্থ আছেন এমনটাই প্রত্যাশা করি তবে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি আজকে অনেক ভাল আছি অনেক সুস্থ আছি।
এন আর বি কাতারের প্রথম মিটট-আপের উপস্থিতি ছিল মাত্র দুজন/ তিনজন সভাপতিত্ব করেছিলেন শওকত আলী
তারপর ফেসবুকের পোস্ট দিয়ে সবার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে দ্বিতীয় মিটআপের অ্যারেঞ্জ করেন মোঃ আল-আমিন হোসেন।
কাতারের দায়িত্বরত এম্বাসেডর মোঃ আল-আমিন হোসেনের সভাপতিত্বে নিজের বলার মত একটা গল্প গ্রুপ ২০১৯ সালের ২৭ই সেপ্টেম্বর রোজ শুক্রবার বিকাল ৫ টা থেকে এন আর বি কাতার তাদের দ্বিতীয় মিটআপ করতে সবাই একত্রিত হয় মোট সদস্য ছিলাম ২২ জন বিকেল পাঁচটা থেকে আসা শুরু করে রাতের সাড়ে আটটা পর্যন্ত সর্বশেষ কর্মব্যস্ততা থেকে এসে যোগদান কাতারের দায়িত্বরত এম্বাসেডর শওকত আলী, মিটিং টা অনেক সুন্দর ও প্রাণবন্ত ছিল অনেকগুলো লোক একসাথে বসে আলোচনা করেছিল নিজেদের মনের ভাব সত্যি কথা বলতে সময়টা অনেক সুন্দর ছিল। আমরা সবাই সবার সাথে সুন্দর ভাবে পরিচয় পরিচিত হই তারপর বৃদ্ধি পায় কাতারের কার্যক্রমগুলো এক্ষেত্রে বিশেষ করে আমি সিএম হাসান নিজে নিজে প্রতিজ্ঞা করি আগামীতে কাতারের মিট-আপ গুলো আরো অনেক সুন্দর করে তুলবো সে থেকে চেষ্টা শুরু করি দ্বিতীয় অমিতাপের প্রচার করি দুটো অনলাইন নিউজ ও একটা অনলাইন টিভি থেকে।
তারপরে আমাদের দুই অ্যাম্বাসেডর শওকত আলী ও আল-আমিন হোসেন ভাইদের সাথে আমার সুন্দর একটা সম্পর্ক গড়ে তোলি দারুন একটা সম্পর্ক হতে থাকে গ্রুপের প্রতিটি মেম্বারের প্রতি প্রথমবারের মতো আমাদের গ্রুপের একজন ফিমেল মেম্বার এড করতে গিয়ে সাক্ষাৎ হয় শওকত আলী ভাইয়ের সাথে ওইদিনই সাক্ষাৎ হয় গ্রুপের আরেকজন মেম্বার ফরহাদ হোসেনের সাথে তারপর আমরা সবাই একজন আরেকজনের প্রেমে পড়ে যায় এমন চাই শুরু হয় গল্প কাহিনী দারুন ভাবে পার করতে থাকি প্রতিটা দিন কথায় কথোপকথনে শুরু হয়ে যায় তৃতীয় মিট-আপ নিয়ে পরিকল্পনা আমাদের, সবার একটাই চিন্তা তৃতীয় মিষ্টি হবে কাতারের সেরা মিট-আপ তখন থেকে গ্রুপের ফরহাদ হোসেন চিন্তা করতে থাকে আমি কিছু করব তখন উনি ইতি টেনে উনার চাকরির লাইফের শুরু হতে চান নিজ উদ্যোগে একজন উদ্যোক্তা যেমন স্বপ্ন তেমন লেগে থাকা সেই লেগে থাকা থেকে উনি আজও আছেন নিচের মত করে
তৃতীয় মিটআপ কে নিয়ে আমরা শুরু করি আমাদের কিছু সাপ্তাহিক আলোচনা গ্রুপের সদস্যদের সাথে তৈরি করি ছোট্ট একটা পরামর্শ কমিটি যেখান থেকে সবাই প্রতিনিয়ত পরামর্শ দিয়ে থাকে কি করে গ্রুপের উন্নতি করা যায় গ্রুপকে অগ্রগতি নিয়ে যায় একটা সময় চলে আসে আমাদের তৃতীয় মিটআপের
তৃতীয় মিটআপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন কাতারের প্রথম ইকবাল স্যার থেকে স্বীকৃতিপ্রাপ্ত কান্ট্রি এম্বাসেডর চৌধুরী হাসান মাহমুদ ম্যানেজিং ডাইরেক্টর অফ নুজুম গ্রুপ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রুপের মেম্বার মাওলানা হাফিজুর রহমান নাহিদ এডমিন ডাইরেক্টর অফ নুজুম গ্রুপ, মোঃ ফরহাদ হোসেন ম্যানেজিং ডিরেক্টর অফ লাক্সারিয়াস ফ্যাশন, আলামিন হোসেন কান্ট্রি এম্বাসেডর কাতার - নিজের বলার মত একটা গল্প। সভাপতিত্ব করেন শওকত আলী - কান্ট্রি এম্বাসেডর কাতার।
উক্ত অনুষ্ঠানে আমাদের সদস্য সংখ্যা ৩৫+ ছিল সকলের এই উপস্থিতিতে সুন্দর হয়ে উঠেছিল আমাদের এই গল্প গ্রুপ।
তারপর থেকে শুরু হয়ে যায় আমাদের প্রিয় প্ল্যাটফর্মের প্রতি সপ্তাহে একটা করে ছোট মিট-আপ।
শুরু করে দেই জোন ভিত্তিক কার্যক্রম গুলো এতে করে
সুন্দর সময়
পার করতে থাকে গল্প গ্রুপের সম্পন্ন সদস্যরা।ধীরে ধীরে যেমনটা মেম্বারের অগ্রগতি হচ্ছে যেমনটা সবার মনে স্বপ্ন যাচ্ছে একজন উদ্যোক্তা হওয়ার,
তখন উদ্যোক্তা হিসেবে পরিগণিত হয় ফরহাদ হোসেন লাক্সারিয়াস ফ্যাশন ওপেন করেন, এইসব আরে উনি চট্টগ্রাম মহাসম্মেলন থেকেই স্বীকৃতি পান এবং ঢাকা সম্মেলনে একটা স্টল নেন।
তারপরে ২০১৯ সালের বিজয়ের মাসের প্রথম দিনে শুরু হয় গল্প গ্রুপের ৫ জন সক্রিয় সদস্য নিয়ে
১. সিএম হাসান ২. আল আমিন ৩. আবু বক্কর সিদ্দিক ৪. এমরান হোসেন ৫. আরিফ ইসলাম
যাত্রা শুরু করি, QB Fashion World নামক ফেইসবুক ভিত্তিক একটি এফ কমার্স শুরুটা তেই সম্পর্ক তৈরীর লক্ষ্যে এই ব্যবসা শুরু করলেও পরবর্তীতে আমরা দারুণ সাড়া পেতে শুরু করি আমাদের কার্যক্রম বর্তমানে অনেক সুন্দর হবে চলছে তা নিয়ে আমরা বিস্তারিত পোস্ট কিছুদিনের মধ্যেই করব।
তারপরও আরও কয়েকজন উদ্যোক্তা হওয়ার পরিকল্পনা নিতে শুরু করে আর এর মধ্যে আমাদের চতুর্থ মিটআপের ধীরে ধীরে সফলতা সাহিত চতুর্থ মিটআপ শেষ করে পঞ্চম মিট-আপ ও শেষ করি।
নিজের বলার মত একটা গল্প গ্রুপ ছড়িয়ে আছে সমগ্র কাতার জুড়ে।
এখন শুধু প্রতিটা মাসিক নয় আমরা সাপ্তাহিক মিট-আপও করি প্রতিনিয়ত।
আপনারা দোয়া করবেন আমরা যেন সব সময় এভাবে গল্প গ্রুপটা কে সকলের সামনে তুলে ধরতে পারি,
নিজের বলার মত একটা গল্প গ্রুপ কাতারে অনেকগুলো সামাজিক কাজ করেছে তারমধ্যে উল্ল্যেখযোগ্য, মেড ইন বাংলাদেশ ২০২০ কাতারে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করে স্বীকৃতি সনদ নেওয়া, বিভিন্ন সামাজিক কার্যক্রমে নিজেদের জড়িত রাখা, নিজেদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা সবকিছু মিলিয়ে গল্প গ্রপ ছড়িয়ে আছে সমগ্র কাতারে হয়তোবা একটা সময় আসবে যে সময়ে সারা কাতার জোরে চিনবে গল্প গ্রুপ কে চিনবে ইকবাল বাহার জাহিদ কে।
পরিশেষে সকলের দোয়া ও ভালোবাসা চেয়ে আজকের পোস্ট এখানেই সমাপ্ত করছি দীর্ঘায়িত না করে।
সিএম হাসান
কমিউনিটি ভলেন্টিয়ার
তৃতীয় ব্যাচ
রেজি.নং: ৩৫২৭
ফাউন্ডার উদ্যোগতা : QB Fashion World
ব্লাড গ্রুপ: A+
লক্ষ্মীপুর জেলা
রেমিটেন্স যোদ্ধা - কাতার প্রবাসী
+97433 492465
cmhasan790@gmail.com