✍বিষয় :- আত্মবিশ্বাস
আমরা কোন কিছু করার আগে নিজেদের মনে মনে একটা ছক এঁকে নেই।কি করব? কিভাবে করব? কেথায় করব? কবে করব?এসব ভেবে নিয়েই কিন্তু একটা কাজ শুরু করি।একটা কাজ সুন্দর ভাবে শুরু করে শেষ করবো এই বিশ্বাসটা আমাদের মনের মধ্যে থাকে বলেই আমরা কাজটা শুরু ও শেষ করতে পারি। আমাদের নিজেদের প্রতি এই বিশ্বাসের নামই হলো আত্মবিশ্বাস।
আমাদের মধ্যে অনেকেই পরিকল্পনা ছারাই অনেক সময় কালের স্রত্রে গাভাসিয়ে অনেক কিছু শুরু করেদেই, এমন ভুলটা যেন না করি।
কারন যেখানে বিশ্বাস বা আত্মবিশ্বাস থাকেনা সেখানে সফল হওয়ার সম্ভাবনা মোটেও নাই।
কোন কিছু করার আগে ভেবে নিতে হয় যে আমি কাজটা পারব,আমার দ্বারা কাজটি করা সম্ভব, আমি আমার কর্মের মধ্যে দিয়ে জীবনে উন্নতি সাধন করতে পারব এমন একটা বিশ্বাস স্থাপন করতে হয়,এই যে ইতিবাচক মনোভাব এর নামই হলো আত্মবিশ্বাস।
আত্মবিশ্বাস ছাড়া জীবনে সফলতা পাওয়া ভার।
আমরা যেই উদ্যোগই নেইনা কেন থাকা চাই আত্মবিশ্বাস।
আত্মবিশ্বাসের বলে বলিয়ান যারা তাদের কাছে হতাশা,দুশ্চিন্তা, ব্যর্থতার কোন স্থান নাই।
একটু খেয়াল করে দেখুন,👇 এবং ভাবুন 🤔আমাদের প্রিয় মেনটর স্বপ্নের রাজা,আমাদের অন্ধকারের দিশা প্রিয় ইকবাল বাহার জাহিদ স্যারের কথা।🌅
দুইটা বৎসর একটানা আমাদেরকে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন নিরবিচ্ছিন্ন ভাবে। হতাশা দুশ্চিন্তা অসুখ বিপদাপদ কোনকিছুই স্যারকে দমিয়ে রাখতে পারেননি,কারন স্যারের মধ্যে ছিল আত্মবিশ্বাস।
আত্মবিশ্বাস ও সাফল্য এই দুইটি একে অপরেরে সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত 🤝
ব্যাক্তি জীবনে আত্মবিশ্বাসের অভাব থাকলে সেখানে ব্যর্থতা,হতাশা,না পাওয়ার বেদনা ফুটে ওঠে।😭 আত্মবিশ্বাসহীন মানুষের কাছে স্বপ্ন,সাফল্য ও উন্নতি এসব যেন সোনার হরিণ। 😱
নিজের উপর বিশ্বাস থেকেই আত্মবিশ্বাসের জন্ম হয়। আত্মবিশ্বাস মানুষকে আত্মশক্তিতে বলীয়ান করে তোলে,আত্মনির্ভরশীল হয়ে উঠতে সাহায্য করে।
আর একজন আত্মবিশ্বাসী মানুষই পারেন তার কর্মের মাধ্যমে নিজেকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যেতে।
✍আবারো বলছি আমার প্রিয় স্যারের কথা আত্মবিশ্বাস ও কর্ম এই দুইটিকে এক সাথে মিলিয়ে আজ হয়েছেন আত্মনির্ভর একজন সফল উদ্যোক্তা 🌅
যথাযথ সফলতার জন্য হতে হবে আত্মনির্ভরশীল। আর আত্মনির্ভরশীল হওয়ার জন্য চাই আত্মবিশ্বাস ও দৃঢ় মনোবল।
আত্মবিশ্বাস ছাড়া কোন কাজে সফল হওয়া যাবে না।আর কাজে সফলতা না আসলে জীবনে সফলতা আসবে না।
আর জীবনে সফলতা না আসলে কখনো আত্মনির্ভরশীল হওয়া যাবে না।
আত্মনির্ভরশীল না হয়ে অন্যের দয়া, বা সাহায্য নিয়ে বাঁচার কোন মানে হয় না। 😱
তাতে আত্মসম্মান বলে কিছু থাকে না।
সরাটা জীবন পরগাছার মতো বেঁচে থাকতে হবে। উচ্চাকাঙ্ক্ষা, মনোবল,স্বপ্ন বলতে কিছু থাকবে না।
আর এগুলো না থাকলে জীবনে সাফল্য বা জীবনেরই কোন মানে হয় না।
একারনেই আত্মনির্ভরশীল হতে হবে।
তাহলে স্বাধীন ও মহনীয় ব্যক্তিত্বের অধিকারী হওয়া সম্ভব।
জীবন একটি সংগ্রাম ও প্রতিযোগিতার ক্ষেত্র।
তাই জীবন সংগ্রামে লিপ্ত হওয়ার জন্য চাই আত্মবিশ্বাস।
আর আত্মবিশ্বাস তৈরি হবে কর্মপ্রেরণার উৎস থেকে।আত্মবিশ্বাস কোন ম্যাজিক নয় বরং এটা ম্যাজিকের মতো সাফল্য বয়ে আনে।
আমরা ইচ্ছাকৃতভাবে কাজ না করে অযথাই হতাশা,দুশ্চিন্তা ও অভাব অনটনের জন্ম দেই।মানুষিকভাবে ভেঙে পড়ি সাফল্য সম্পর্কে নেতিবাচক চিন্তা করি,আস্থাহীনতায় ভুগি।
এখান থেকে বেরিয়ে আসার জন্য দরকার আত্মবিশ্বাস।
কাজের প্রস্ততি ও কর্মপরিকল্পনা তৈরি করে কাজ করতে হবে।
ক্যারিয়ার মানুষকে বিখ্যাত করে না বরং মানুষই ক্যারিয়ার তৈরি করে।
নিজেকে অযোগ্যা ভাবার মানেই হলো বিধাতার বিপরীতে গিয়ে কথা বলা।
কারন তিনি আমাদেরকে শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করেছেন।
শ্রেষ্ঠ জীব কী করে অযোগ্য হয়?
🔥আগুন নেভাতে কোন ধরনের পানি লাগে?
মিনারেল ওয়াটার,ফুটন্ত পানি, বৃষ্টি কিম্বা পুকুরের নাকি নদীর পানি? ভাই,🔥আগুন নেভাতে শুধু পানিই দরকার হয়।
সেটা পুকুরের পানিই হোক আর নর্দমার পানিই হোক।
আর কতদীন এভাবে প্রবাসে একাকি যুদ্ধ করবো নিজের শরীর ও মনের সাথে?
এখনতো আমরা আর একা নাই, সাথে আছেন আমাদের প্রিয় ইকবাল বাহার জাহিদ স্যার।
সেই সাথে দুই লক্ষাধিক সদস্যের পরিবার।পৃথিবী জুরা এখন আমাদের পরিবারের সদস্য তাহলে আর ভয় কিসে উদ্যোগ নিতে?এখন থেকে স্যারের কথাটা বলব
চাকরী করবোনা চাকরী দেব।
হে রেমিটেন্স যোদ্ধারা! চলুক তবে যুদ্ধের প্রস্তুতি।এ যুদ্ধ অস্তিত্ব টিকিয়ে রাখার যুদ্ধ, মা- বাবা স্ত্রি সন্তানের মুখে হাসি ফোটাবার যুদ্ধ,এ যুদ্ধ একটি আত্মপরিচয় নির্মাণের যুদ্ধ।
যদী এখন আপনার সামনে গিয়ে চিৎকার করে জিজ্ঞেস করা হয়, হে যোদ্ধা আপনি প্রস্তুত নিতে আছেন আগামী যুদ্ধের?
তবে কি হাতের মুষ্টিবদ্ধ করে বুকভরা আত্মবিশ্বাস নিয়ে একবার বলবেন না, "ইয়েস,আমি প্রস্তুত যুদ্ধের জন্যে?
চলুন স্বপ্ন গড়ি একসাথে।
স্বপ্ন যেখানে অটল,বিশ্বাস যেখানে অনড়,মনোবল যেখানে ইস্পাত কঠিন,স্বপ্ন যেখানে বিজয়ের; আত্মবিশ্বাস যেখানে বুকভরা, সেখানে সকল বাধা পেরিয়ে ভাগ্যচাকা ঘুরিয়ে ট্রেন গন্তব্যে পৌঁছাবেই ইনশাআল্লাহ্।
সবাই ভাল থাকবেন,সবাইকে ভাল রাখবেন।
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- 139
Date:15/02/2020
আব্দুস শাকুর ৭ম ব্যাচ
রেজিস্ট্রেশন নং ৮৫৩
পাবনা সৌদী রিয়াদ।