উদ্যোক্তা ও ব্যবসায়ীদের প্রতি আহবান
**উদ্যোক্তা ও ব্যবসায়ীদের প্রতি আহবান আপনাদের নিজের উৎপাদিত বা ব্যবসায়িক পন্য নিয়ে প্রতিদিন গ্রুপে উপস্থিতি নতুন ও পুরাতন সদস্যদের উদ্বুদ্ধ ও প্রেরনা দিবে**
প্রানপ্রিয় ইকবাল বাহার স্যারকে সালাম জানাচ্ছি। তাঁর অসীম স্পৃহা ও ধৈর্য্য আমাকে প্রতিনিয়ত প্রেরনা দেয়।
বিবাড়ীয়ার মত একটি উদ্যোক্তা সম্মেলন করে স্যারকে আমাদের নওগাঁ জেলায় আমন্ত্রন করার খুব ইচ্ছা আমার। আপনারা দোয়া করবেন। আমি যেন আমার সে আশা পূরন করতে পারি।
গ্রুপের সদস্যদের মাঝে ব্যবসা বানিজ্য বা তথ্যের আদান প্রদান অত্যন্ত নিরাপদ বলে আমি জানি বা মনে করি। প্রতিদিন যখন বিভিন্ন পোষ্ট দেখি তখন ধীরে ধীরে বিভিন্ন আইডিয়াও আমরা পেয়ে যাই।
আইডিয়া থাকলেও বা পেলেও যে মন ঐ ব্যবসায় বসবে বা বসাতে পারবে এমন হয় না। ধীরে ধীরে ভেবে চিন্তে তারপর ঐ ব্যবসা কেন্দ্রিক চিন্তা ভাবনা বা টাকা পয়সার জোগাড় করে থাকি। শুরু হয় পরবর্তী পদক্ষেপ।
যেমন ধরুন আমি টেলিকম ব্যবসা করি। কিন্তু অনেকদিন আগে থেকে এবং গ্রুপের পোষ্ট থেকে উদ্বুদ্ধ হয়ে এলইডি লাইট নিয়ে ব্যবসা করার চিন্তা ভাবনা শুরু করি। এই জন্য কিছুদিন আগে গ্রুপের এক ভাইকে নক করেছি ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়েছি। হয়ত ব্যস্ততার কারনে সে এখনও আমার মেসেজগুলো দেখেনি।
সামান্য ব্যাপারে হতাশ হওয়ার কিছু নাই। এছাড়াও আমাদের গ্রুপে টেলিকম ব্যবসা ব্যক্তিদের সংখ্যা নিতান্তই কম। তাই এইগুলো ব্যবসার ব্যাপারে অপ্রাপ্তি থাকলেও বলা হয়ে উঠে না। তারপরেও আজ কিছু পন্য আমাদের সদস্যদের মাঝে উল্লেখ করব। কেউ সহযোগীতা করলে অনেক উপকৃত হব।
আমাদের সদস্যদের মাঝে কেউ কি------ আকাশ ডিটিএইচ, স্কিটো সিম, ঘর সাজানো চায়না বাল্ব, ছোট বা মাঝারি ধরনের বিভিন্ন মডেলের ব্লুটুথ স্পিকার, পেনড্রাইভ, ছোট এ্যাপস ভিত্তিক সিকিউরিটি ক্যামেরা, মগ, টি শার্ট প্রিন্ট মেশিন এগুলো মেশিন বা পন্য কি কেউ পাইকারী দামে পরবর্তী সেবা সহ দিতে পারবেন ? দয়া করে কমেন্টে আপনাদের ঠিকানা সহ নম্বর দেবার জন্য অনুরোধ করছি। আমি আপনাদের সাথে যোগাযোগ করব।
ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ভাল থাকবেন সবাই।
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- 141
Date:17/02/2020
খন্দকার জোসেফ লেনিন
ষষ্ঠ ব্যাচ, রেজিষ্ট্রেশন নং-5460
কমি্উনিটি ভলান্টিয়ার-নিজের বলার মত একটা গল্প
নওগাঁ জেলা।