ভেজালের বাজারে খাটি পণ্য
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওবারাকাতুহু।
আশাকরি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন।
আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজকে আমি একটি বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চাই।
আমরা ঘুম থেকে উঠার পর থেকে আবার ঘুমাতে যাওয়া পর্যন্ত, প্রয়োজনীয় সকল বিষয় নিয়ে আমরা ক্ষতিগ্রস্ত এবং খুবই ঝুঁকিপূর্ণ জীবন যাপন করছি।
আমি এখানে নিছে একটি পিক দিয়েছি।
যেখানে ছোট বড় সকল পাতা গুলো পড়ে শুকিয়ে মৃত হয়ে পড়েছে। কিন্তু তার মাঝখানে ছোট্ট একটি নতুন গাছ জন্মিয়েছে।
এটা নিয়ে যদি আমরা একটু একটু করে চিন্তাকরি, তাহলে এখান থেকে অনেক কিছু বেড়িয়ে আসবে।
এখানে অনেক স্বপ্ন, আত্মবোধ, আত্ববিশ্বাষ গড়ে উঠে।
আমাদের সমাজে এমনি ভাবে মানুষের স্বপ্নগুলো ভিবিন্ন সমস্যা পেজ করে ধাপেধাপে ধংশ ও নিস্তেজ হয়ে পড়ে।কেননা আমরা ভালোকে বর্জন করে, খারাপ বা ভেজালকে গ্রহণ করছি। তাই হাড়িয়ে যাচ্ছে আমাদের আত্ববিশ্বাষ ও আত্মবোধ।আমরা প্রবাহিত হচ্ছি ক্ষতির মহা স্রুতে।
সেখান থেকে বেরিয়ে এসে আবারো নতুন করে স্বপ্ন দেখা এবং সেই স্বপ্নকে লালন করে, প্রতিষ্ঠিত হওয়া যে সম্ভব, তা এখান থেকে শিক্ষা নেওয়া যায়।
বর্তমান বাজার নিয়ে একটু বলা:
বর্তমান বাজারে বিজনেজ সেক্টর নিয়ে ভিবিন্ন তথ্য উপস্থাপিত হয়,সেখানে দেখা যায়,শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য ভেজাল পণ্য ও ভেজাল পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান বা মালিক রাই দাবিদার।
কিন্তু এই ভেজাল পণ্য ও খারাপ সার্ভিস দিয়ে মানুষের কতটা ক্ষতি করতেছে তার জন্য বিন্ধু পরিমাণ দায়বদ্ধতা নেই। আমি যেই পণ্যটি খাটি বলে ভেজাল দিয়ে যাচ্ছি, সেটি তো একদিন আমার পরিবারের কারোনা কারো হাতে যেতেই পারে,তারা ও তো বেবহার করে ক্ষতিগ্রস্ত হতে পারে আমরা কি তা নিয়ে চিন্তাকরা উচিৎ নয়???
হুম আমি বুক ভড়া এক সাহসিক বীরের মতো করে বলতে পারি। এই ভেজালের বাজারে খাটি পণ্য ও সঠিক সার্ভিসের মাধ্যমে হাড়িয়ে যাওয়া শ্রুতিপথ থেকে তীরে এনে,আপনাকে দেখাবে এক নতুন সূর্য।।
আর সেটাই হবে" নিজের বলার মত একটা গল্প"।
আমি বিশ্বাস করি এবং আশাকরি আমরা এখানে যত গুলো ভালো মানুষের পরিচয় হচ্ছে , সবাই সবার জায়গা থেকে খাটি পণ্য ও সর্বোচ্চ সার্ভিস দেওয়ার অঙ্গিকার নিয়ে কাজ করলে, এই ভেজালের মহামারি থেকে দেশ ও জাতিকে পিরিয়ে সাঠিক ও ভেজাল মুক্ত পরিবেশ গড়ে তুলা সম্ভব হবে।
একটি সময় এই "নিজের বলার মতো একটি গল্প" গ্রুপটি ই বট বিক্ষ হয়ে দাড়াবে এই সমাজ, দেশ ও জাতির কল্যাণে।
ধন্যবাদ ও শ্রদ্ধা ঙ্গাপন করছি আমাদের সকলের প্রিয় ব্যক্তি প্রিয় স্যার জনাব #ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি। আপনার ও আপনার পরিবারের সকলের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো স্যার।
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- 142
Date:18/02/2020
মোঃআব্দুল্লাহ আল রাসেল
১ম ব্যাচ।
থানা:কচুয়া,.
জেলাঃ চাঁদপুর।
রেজিঃনং ৩৩৯৯
মোবাঃ০১৬২০-১২৩১১১
সদস্য "নিজের বলার মতো একটা গল্প"