বৈশাখী মেলাঃ স্যারের প্রশংসনীয় উদ্যোগ এবং আমার কিছু কথা
"ঢাকায় ২ দিন ব্যাপী বৈশাখী মেলা ১৩-১৪ এপ্রিল ২০২০ " এই মেলার কনভেনর Kazi Nazmul Alam Hamim
স্যারকে মনের গভীর থেকে ধন্যবাদ জানাচ্ছি বৈশাখী মেলার আয়োজন করার জন্য। আমাদের প্ল্যাটফর্মের নতুন উদ্যোক্তাদের জন্য মাঝে মাঝে এমন মেলা খুবই প্রয়োজন। স্যারকে আমি আরো ধন্যবাদ জানাই Kazi Nazmul Alam Hamim ভাইকে এই মেলার কনভেনর করার জন্য। ইতিপূর্বে Bhuiyan Shabbir ভাই ৪জানুয়ারীর সম্মেলনে কনভেনর দায়িত্ব খুব ভালো ভাবে পালন করেছেন। আশা করছি এবার নাজমুল আলম হামীম ভাইও সুন্দর ভাবে তার উপর অর্পিত দায়িত্ব পালন করতে সক্ষম হবেন। এভাবেই আমাদের মধ্য থেকে নতুন নতুন নেতৃত্ব তৈরি হবে।
যেহেতু আমাদের মূল উদ্দেশ্য উদ্যোক্তা ও ব্যবসায়ী হওয়া এবং একজন ভালোমানুষী চর্চা করা - তাই বছরে অন্তত ১-২ টা বড় উদ্যোক্তা মেলা আয়োজন করা আমাদের উচিৎ। এটা হবে শুধু মেলা। এই মেলার উদ্দেশ্য হল, আপনাদের প্রোডাক্ট ও সেবাকে প্রমোট করা, আপনাদের ব্রান্ডিং করা এবং আপনাদের পণ্যের অধিক বিক্রয়ের সুযোগ তৈরি করে দেয়া।
আমি মনে করি আমাদের "নিজের বলার মতো একটা গল্প" প্ল্যাটফর্মের নতুন উদ্যোক্তাদের জন্য এটি হবে অসাধারণ সুযোগ। এই সুযোগে আমারা নিজেদের উদ্যোক্তা হিসেবে সারা দেশসহ বিশ্বের কাছে উপস্থাপন করতে সক্ষম হবো। খুব সহজে নিজের প্রোডাক্ট সবার কাছে তুলে ধরতে পারবো, আমাদের ব্রান্ডকে পরিচিত করতে সক্ষম হবো।
এবার আমরা ১০০-১২০ টি স্টল নিয়ে এই মেলা করবো। প্রতিদিনের দিনের জন্য ৩০০০ টাকা করে ২ দিনে প্রতিটি স্টল বাবদ ৬০০০ টাকা খরচ হবে। ৪ জানুয়ারীর প্রোগ্রামের মতো যদি বাজেটে শর্ট পড়ে আমি দিবো, আর যদি টাকা বেঁচে যায় স্টল যারা দিবেন সবাইকে অনুপাতিক হারে টাকা ফেরত দেয়া হবে।
এখানে আমি স্যারের সাথে সম্মানের সাথে একটু দ্বিমত প্রকাশ করতে চাই। স্যার আপনি আপনার মূল্যবান সময় আমাদের পিছনে ব্যায় করেন, এটাই যথেষ্ট। বিভিন্ন সম্মেলন, মেলায় আপনার ব্যাক্তিগত ফান্ড থেকে টাকা খরচ করবেন এটা আমরা চাই না। প্রয়োজনে স্টল ফি আরো বাড়িয়ে নেয়া হোক। মেলার পরে যদি কোন টাকা অবশিষ্ট থাকে তা যারা স্টল নিবেন সবাইকে অনুপাতিক হারে টাকা ফেরত দেয়া হোক।
একটা কমিউনিটি সেন্টার ভাড়া করা হবে ২ দিনের জন্য, থাকবে ১ টা করে টেবিল প্রতিটি স্টলের জন্য, নিরাপত্তা ব্যবস্থা, মেলা নিয়ে পোস্টারিং ও ডিজিটাল প্রচার, যাতে বেশী কাস্টমারকে মেলায় আনা যায়। এছাড়া আমাদের ঢাকার প্রতিটি জোন থেকে সবাই ব্যক্তিগত ভাবে প্রতিদিন লাইভ করবে ও Utv লাইভ থাকবে।
ব্যাপক প্রচারের ব্যবস্থা করা হোক। এতে বেশি মানুষের কাছে প্রোডাক্ট উপস্থাপন করা যাবে এবং এটিই হচ্ছে এই মেলার মূল উদ্দেশ্য। Utv লাইভ এর মাধ্যমে প্রতিটি স্টলকে উপস্থাপন করা হোক।
সারা দেশের আমাদের সকল উদ্যোক্তা ও ব্যবসায়িদের আমন্ত্রণ জানানো হল এবং মেলা পরিদর্শন সবার জন্য উন্মুক্ত থাকবে। কে কে স্টল নিবেন কমেন্টে লিখুন।
নিজেকে তুলে ধরার জন্য, নিজের প্রোডাক্ট পরিচিতির জন্য আমাদের নতুন উদ্যোক্তাদের প্রত্যেকের এই মেলায় স্টল নেয়া খুবই জরুরী বলে আমি মনে করি। তাই আশা করছি আমাদের কোন উদ্যোক্তাই এই সুযোগ হাত ছাড়া করবেন না। যারা যারা স্টল নিবেন অবশ্যই এখন থেকে যোগাযোগ শুরু করুন।
অবশেষে স্যারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এমন সুন্দর একটি উদ্যোগ নেয়ার জন্য।
(বিঃদ্রঃ পোস্টে বোল্ড করা লেখাগুলো স্যারের পোস্ট থেকে কপি করা এবং নরমাল ফন্টের লেখাগুলো আমার ব্যাক্তিগত অভিমত।)
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- 149
Date:26/02/2020
লোকমান বিন নূর হাসেম
রেজিষ্ট্রেশন নং ১৫৪
৩য় ব্যাচ, কোর ভলান্টিয়ার এবং মডারেটর
নিজের বলার মতো একটা গল্প প্ল্যাটফর্ম,
ডিস্ট্রিকঃ (শিবচর ) মাদারীপুর।
রিয়াদ,সৌদি আরব প্রবাসী।
lokmanbd22@yahoo.com