গল্পে_গল্পে_সেল_পোষ্ট
আমি প্রবাসী, প্রিয় স্যারের শিক্ষা বুকে লালন করে স্বপ্ন দেখে শুরু করে দিলাম Top Choice BD ( টপ চয়েজ বিডি) নামে অনলাইন ব্যবসা প্রতিষ্ঠান। বর্তমানে ভাইয়াদের জন্য শার্ট, হুডি এবং আপুদের জন্য চায়না ওড়না এবং থ্রি পিছ নিয়ে শুরু করি।
মহিন আর সুমন সবসময় নাছিরের ট্রেইলার্স দোকানে প্রায় দিনের বেশীরভাগ সময় কাটিয়ে দেয়, একসময় আমিও ছিলাম তাদের সাথে।
পাশের গ্রামের এক বন্ধুর বিয়ে কিছু দিন পর, বন্ধু পরিচয়ে সেখানে মহিন,সুমন, নাছির সহ আরো দুই বন্ধু দাওয়াত পায়। সবাই নাছিরের দোকানে বসে কথা বলতেছে তারা ৫ বন্ধু নাকি একই ড্রেসে বন্ধুর বিয়েতে যাবে। সবাই একই ডিজাইনের ৫ টা শার্ট কেনার সিদ্ধান্ত নেয়। (তাদের মধ্যে মহিন জানতো আমি নিজের বলার মত একটা গল্প প্লাটফর্মে অনলাইন বিজনেস করি) ঠিক সেই সময়ে মহিন আমাকে ইমুতে কল করে কিন্তু আমাকে অনলাইনে পায়নি। তার পরের দিন সকাল বেলায় ঘুম থেকে উঠে দেখি ইমুতে ৫ টা কল মহিনের। দেখা মাত্রই আমি কল ব্যাক করি, কল রিসিভ করল,
আমি : কিরে মহিন কি হয়েছে,আজ৷ এতো সকাল সকাল কল ??
মহিন : তোমাকে গতকাল ইমুতে ফোন করে পাইনি, তাই আজ সকাল সকাল কল দিলাম।
আমি : তো কিছু বলবি নাকি, মনে হচ্ছে ইমারজেন্সি কিছু বলবি।
মহিন : বলার জন্যই তো ফোন দিয়েছি, শোনন বন্ধু জামালের বিয়ে আগামি ১৫ তারিখে, এখন আমাদের জন্য ৫ টা শার্ট লাগবে একই ডিজাইনের, তোমার কাছে আছে নাকি।
আমি : একই ডিজাইনের ৫ টা হবে কিনা জানিনা তবে চেক করে তোমাকে জানাচ্ছি,
ঠিক ৩০ মিনিট পর আবার কল দিলাম, ফোন রিসিভ করল। আমি বললাম হ্যা একই ডিজাইনের ৫ টা হবে , দেখতো পছন্দ হয় কিনা।
মহিন: অন্য ডিজাইনের নেই? এগুলো একটু কম পছন্দ।
আমি : আছে তবে ৪ টা হবে , দেখতো এগুলোর মধ্যে হবে কিনা
মহিন : আচ্ছা বন্ধু তোমাকে আমি বিকেলে জানাবো।, সুমন, নাছির,জাহিদ, বেলাল এর সাথে কথা বলে।
আমি তার ইনবক্সে আরো অনেক গুলো ছবি পাঠিয়ে দিয়েছি।
মহিন বিকেলে কল দিল,
হ্যা মহিন বল, কোন ৫ টা পছন্দ হয়েছে।
মহিন : তোমার ইনবক্স ২ ডিজাইনের ৫টা দিয়েছি, এই ৫ টাই লাগবে,
আমি : ওকে আগামী কাল দুপুরে/বিকেলে তোমার দোকানে নিয়ে আসবে শার্ট গুলো আমি বলে দিচ্ছি।
পরদিন বিকেলে মহিন ফোন দিয়ে বলল হ্যা শার্ট গুলো পেয়েছি, ওদেরও পছন্দ হয়েছে, মোবাইলে যেমন দেখেছি ঠিক তেমনই পেয়েছি,
সুমন : আমি অনেকবার অনলাইন থেকে পন্য কিনে ঠকেছি, তাই অনলাইন বিশ্বাস করতাম না। কিন্তু আজ দেখি ছবিতে যেমন দিলে তেমনই পেলাম। আচ্ছা সাইফুল তুমি কোন গ্রুপে বিজনেস করতেছ।
আমি : নিজের বলার মত একটা আয়োজন প্লাটফর্ম যা বর্তামানে সরকারি অনুমোদিত ফাউন্ডেশন। এখানে শুধু বিজনেস না, এখানে , উদ্দোক্তা তৈরী কর্মশালা, ভালো মানুষি চর্চা, ১১ টি স্কিল শেখানো হয় সম্পূর্ণ বিনামূল্যে।
এবং প্রতি ব্যাচে টানা ৯০ দিন অনলাইন প্রশিক্ষণ দিচ্ছেন আমাদের প্রিয় মেন্টর জনাব iqbal bahar jahid স্যার।
সুমন : তুমি যে ভাবে বলছ আমার মনে হয় না অন্য কোন প্লাটফর্মে এত সুযোগ সুবিধা পাবো বলে। তাহলে তুমি আমাকে তোমাদের গ্রুপে এড করে দাও।
আমি তাকে আমাদের প্লাটফর্ম লিংকটা দিয়ে বললাম জয়েন হয়ে যাও। তোমাকে একটু পর রেজিষ্ট্রেশন করে দেবো।
অনেক অনেক কৃতজ্ঞতা জানাই প্রিয় মেন্টর প্রিয় শিক্ষক জনাব Iqbal Bahar Zahid স্যারের প্রতি যার অক্লান্ত পরিশ্রমে পেয়েছি এতো বড় একটা নেটওয়ার্ক,
যেখানে যেখানে আমি স্যারের প্রতিটি কথা বুকে লালন করে চলতে শিখি। আমি প্রবাসে বসে বিজনেস করার সাহস এবং সুযোগ হয়েছে প্রিয় প্লাটফর্মে যুক্ত হয়ে।
প্রতি মঙ্গলবার মানে প্রিয় ফাউন্ডেশনের হাটবার।
আমাদের প্রিয় মেন্টর সবসময় বলে থাকে
আমারই ক্রেতা আমরাই বিক্রেতা।
আজকের হাটবারে আপনাদের সবাইকে আমার স্টলে স্বাগতম।
আমার স্টলে আজকের হাটে যা যা পাচ্ছেন
সবাইকে ধন্যবাদ আমার এই লেখাটা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে পড়ার জন্য।
"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৪৭৯
Date:- ০৯/০৩/২০২১
সাইফুল ইসলাম
কমিউনিটি ভলান্টিয়ার
সদস্য রেজিষ্ট্রেশন টিম
দশম ব্যাচ
রেজি নং ১৬০৬৯
জেলা ফেনী
ওমান প্রবাসী