হ্যাঁ এই গল্পটাই শেয়ার করবো আজকের এই ৫০০ তম স্ট্যাটাস অফ দ্যা ডে এর দিনে আপনাদের সাথে....
আসসালামু আলাইকুম।
আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন...
দু'লাইন লিখতে না পারা এই আমি ব্যক্তিগত ১২ টি স্ট্যাটাস অফ দ্যা ডে এর মালিক...
অনেকেই হয়তো ভাবছেন দুই লাইন লিখতে না পারলে স্ট্যাটাস অফ দ্যা ডে নির্বাচিত হলাম কিভাবে.?
হ্যাঁ এই গল্পটাই শেয়ার করবো আজকের এই ৫০০ তম স্ট্যাটাস অফ দ্যা ডে এর দিনে আপনাদের সাথে....
আমি যখন গ্রুপে নতুন যুক্ত হই, সবার পোস্ট গুলা শুধু পড়তাম কিন্তু কোন কমেন্টই করতাম না এবং কি স্যারের সেশনেও নয়...
হঠাৎ করেই একদম স্যারের একটা পোস্ট দেখতে পাই
"বেশি বেশি করে কমেন্ট করলে নাকি একদিন বড় বড় বই লিখার উৎসাহ পাবো"
স্যারের এই কথা ধরেই কমেন্ট করা শুরু করলাম, যেহেতু কমেন্ট করতে গেলে কোন কিছুই লিখতে পারতাম না তাই প্রতিটি পোস্টেই প্রথম প্রথম শুভকামনা, শুভেচ্ছা এবং অভিনন্দন দিয়েই শুরু করেছিলাম....
স্যারের কথা যে আমার মাথার মধ্যে গেথে গেছেন তাই, বার বারই মনে হতো কিভাবে বই লিখা যায় কোথা থেকেই বা শুরু করা যায় আর বা কিভাবে....
এই সব চিন্তা করতে করতেই সময় পার করে দিতাম..
গ্রুপে তখন নতুন থাকায় তেমন কিছুই বুঝতাম না,
মাথার মধ্যে সব সময় কাজ করতো কিভাবে বেশি বেশি লিখার অভ্যাস করা যায়, এটা চিন্তা ভাবনা করতে করতেই আস্তে আস্তে পোস্টে সুন্দর সুন্দর কমেন্ট করা শুরু করলাম......
যতই না সুন্দর সুন্দর কমেন্ট করি ততই কেমন যেন মনের ভেতর থেকেই সুন্দর সুন্দর লিখা অটোমেটিক বেড় হয়ে যায়.....
এটা যেন ম্যাজিক,,,,,,,,,
ভাবতেই পারছিলাম না যেই আমি, কোন কিছু না লিখতে পারায় কমেন্ট করার সাহস পেতাম না যদি ভুল কোন কমেন্ট করি সেই ভেবে..
দিন যতই যেতে থাকলো গ্রুপ সম্পর্কে ততই ভালোবাসা বৃদ্ধি পেলো এবং কি গ্রুপের নানা বিষয় সম্পর্কেও ধারণা পেলাম....
হঠাৎ করেই একদিন
অভিনন্দন 😍😍
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"
Date:-
এই লিখায় চোখ পড়ে গেলো, ভাবলাম এটা আবার কি পড়ে দেখি।
সত্যি কথা বলতে কি তখন আমি "স্ট্যাটাস অফ দ্যা ডে" সম্পর্কে কিছুই জানতাম না। তাই খুবই আগ্রহ নিয়েই পড়াটা শুরু করলাম......
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"
Date:-
এই পোস্টটি "স্ট্যাটাস অফ দ্যা ডে" কারন জানতে নিম্নোক্ত লিংক পড়ে আসুন।
লিখাগুলো পড়তে এখানে ক্লিক করুণ 🔎🔎
★
আপনার জন্য অনেক দোয়া ও ভালোবাসার রইলো।
আসুন সবাই অভিনন্দন জানাই ।
"স্ট্যাটাস অব দ্যা ডে" পোস্ট প্রতিদিন রাত ৯টা থেকে ১১টার মধ্যে পোস্ট করা হবে । তাই এর আগেই পোস্ট করুন ।
"স্ট্যাটাস অব দ্যা ডে" হতে হলে
#নিজের লিখা হতে হবে
#কোন কপি পোস্ট হবে না
#আপনার পোস্ট থেকে কেউ অনুপ্রেরণা পাবে,কিছু শিখতে পারে এমন পোস্ট হতে হবে
#নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করতে পারেন বা এমন কিছু শেয়ার করবেন যা থেকে কিছু না কিছু শেখা যায় এমন পোস্ট।
Iqbal Bahar Zahid স্যার কে অসংখ্য ধন্যবাদ, আমাদের জন্য নতুন এই উদ্যোগ টি চালু করার জন্য।
🖌🖌🖍সবাই প্রতিদিন ভালো ভালো পোস্ট দিন, নিজের লিখার প্রতিভা প্রকাশ করুন।
এই লিখা গুলা যখন প্রিয় Md Iqbal Hossain ভাইয়ের আইডি থেকে পেলাম তখন বার বার পড়লাম।
দুঃখের বিষয় কিছুই বুঝতে পারলাম না, সব কিছুই মাথার উপর দিয়েই গেলো...
তবে এটা ঠিকই বুঝতে পেরেছিলাম এই পোস্টে যেটাই বুঝাচ্ছে না কেন অবশ্যই ভালো কিছু আছে।
ভালো কিছুর অপেক্ষায় আমাদের টাঙ্গাইল জেলা প্রতিনিধি ইবনে সাইম রানা ভাইয়ের কাছে জানতে চাইলাম স্ট্যাটাস অফ দ্যা ডে এর ব্যাপারে প্রিয় ভাই আমাকে অন্তত সুন্দর ভাবে বুঝিয়ে দিলেন।।
এর পর থেকেই মনের ভেতরে কেমন যেন একটা লোভ কাজ করতো "স্ট্যাটাস অফ দ্যা ডে" হওয়ার জন্য।
কিন্তু আমি যে লিখতেই পারতাম না, লিখতে না পারলেউ কিন্তু আমি চেষ্টার কম কিছু করিনি।
মাঝে মাঝেই ভালো কিছু লিখার প্রত্যাশায় লিখতাম আর তাকিয়ে থাকতাম ঘড়ির কাটার দিগে কখন রাত ১১টা বাজবে.......
আর কিছুক্ষণ পর পরই ইকবাল ভাইয়ের পোফাইল থেকেই ঘুরে আসতাম এই ভেবে যে এখনই বুঝি প্রিয় ভাই স্ট্যাটাস অফ দ্যা ডে এর পোস্ট দিয়েছেন, কিন্তু না।
এইভাবে চলতে থাকে আমার লুকুচুড়ি খেলা।। যদিও ইকবাল ভাই স্ট্যাটাস অফ দ্যা ডে এর পোস্ট দিতেন কিন্তু আমার না খুজে পাইনি কখনো।।
ভাবতাম এর চিন্তা করতাম কি জন্যই যে আমার লিখাটা নির্বাচিত হননা, তাই চিন্তা করতে করতে রাতের ঘুম অর্ধেকটা হারাম হয়ে যেতো।
প্রতিদিনের স্ট্যাটাস অফ দ্যা ডে নির্বাচিত পোস্ট গুলা ভালো ভাবে পড়তাম, পড়ার পর বুঝতে পারতাম কি জন্য আমার লিখা গুলা নির্বাচিত হয় না। আসলে তাদের লিখার কাছে আমার লিখার যে কোন ভ্যালুই ছিলো না। এতো সুন্দর সুন্দর লিখা লিখতে যা আমার লিখাটা তাদের লিখার কাছে কিছুই না।।
মাঝে মাঝে চিন্তা করতাম প্রতিদিন হাজার হাজার পোস্টের ভেতরে কিভাবে সেরা লিখাটা নির্বাচিত হয়...
এভাবেই কেটে যায় কয়েকটি মাস, আমি কিন্তু লিখা ছেড়ে দেইনি লিখেই গেছি প্রতিনিয়ত।
শুরু হলো হাটবার প্রথম হাটে স্যার ঘোষণা দিলেন গল্পে গল্পে সেল পোস্ট লিখতে সেরা পোষ্ট গুলা স্ট্যাটাস অফ দ্যা ডে নির্বাচিত হবেন।
প্রথম হাট বারের গল্পে গল্পের সেল পোস্ট গুলা ভালো করে পড়ে নিলাম কিভাবে সবাই লিখেন তাদের থেকে কিছুটা আইডিয়া নিয়ে আমি নিজেও লিখলাম আর মনে মনে ভাললাম আজকে যেহেতু প্রথম হাট বার আর প্রথম গল্পে গল্পে সেল পোস্ট হয়তো আমার লিখাটাও বেষ্ট হবে...
কিন্তু না,এবারও পেলাম স্বপ্নে দেখা সেই স্ট্যাটাস অফ দ্যা ডে এর অভিনন্দন।
তবুও কিন্তু আমি থেমে যাইনি লেগে থেকে দ্বিতীয় হাটে আবারও লিখলাম। পূর্বের মতো এবার আর বার বার ইকবাল ভাইয়ের পোফাইলে চেক করছিনা স্ট্যাটাস অফ দ্যা ডে এর পোস্ট দিয়েছেন কিন্তু আসলে চেক করছিনা বললে ভুল হবে কেননা সেই হাটে আসলে সময়ই পাইনি।
অনেক কাস্টমার ছিলো আমার কাছে তাদের সাথে কথা বলতে বলতে ভুলেই গেছিলাম ঘড়ির কাটার দিগে তাকাতে....
ম্যাসেঞ্জার গ্রুপ গুলা টুং টাং শব্দ হচ্ছে আবার ইবনে সাইম রানা ভাই আমায় মেনশন দিয়েছেন পোস্টে সেটাও নোটিফিকেশন এসেছে। এগুলো দেখার সময় পাচ্ছিলাম না। হঠাৎ করেই SB Shahed ভাইয়ের ফোন, ফোন ধরতে না ধরতেই প্রিয় ভাইয়ের অভিনন্দনের বার্তা কানে ভেসে আসলো...
প্রিয় ভাইয়ের অভিনন্দনের বার্তা পেয়ে আমি আর বুঝতে বাকি ছিলাম না কি জন্য অভিনন্দন দিচ্ছেন..
এই খুশিতে আমি প্রায় হতভম্ব হয়ে গেছিলাম, কি বলবো বুঝতেই পারছিলাম না। সত্যিই জীবনের প্রথম পাওয়া স্ট্যাটাস অফ দ্যা ডে আমায় আরও বেশি লিখার উৎসাহ এবং অনুপ্রেরণা দিয়েছেন।
এ জন্য ১২ বার স্ট্যাটাস অফ দ্যা ডে এর অভিনন্দনে আমি রঞ্জিত হয়েছি...
যে আমি কিনা দু লাইন লিখতে পারতাম সেই আমি ভালো ভালো লিখা উপহার দিয়ে ১২ বার স্ট্যাটাস অফ দ্যা ডে নির্বাচিত হয়েছি যা আমায় এখন বই লিখার অনুপ্রেরণা দিচ্ছে।।
স্ট্যাটাস অফ দ্যা ডে এর সিস্টেম যদি না থাকতো তাহলে হয়তো বা আমি কোন দিনও পোস্টে কমেন্ট করতে পারতাম না, এবং কি আমি যে বই লিখার অনুপ্রেরণা পাচ্ছি সেটাও কিন্তু এই স্ট্যাটাস অফ দ্যা ডে এর জন্যই সম্ভব হয়েছে....
ধন্যবাদ দিয়ে ছোট্ট করতে চাইনা স্ট্যাটাস অফ দ্যা ডে নির্বাচিত কমিটিকে শুধু এটাই বলতে চাই যতোদিন আমাদের এই গ্রুপ থাকবে ততদিন যেন আপনাদের এই কার্যক্রম অব্যাহত থাকে....
যে আমি কোন কিছু লিখতে পারতাম না সেই আমি আজ অনেক কিছুই লিখতে পারছি,আর এটা সম্ভব হয়ে শুধু মাত্র প্রিয় এই প্লাটফর্ম নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের জন্য।।
পরিশেষে আমার মতো যারা কোন কিছু লিখতে পারেন না তাদেরকে বলতে চাই আপনি লিখুন, দেখবেন আমার মতো আপনিও একদিন স্ট্যাটাস অফ দ্যা ডে নির্বাচিত এবং আপনার মতো আপনি বই লিখার সাহস এবং অনুপ্রেরণা পাচ্ছেন।।
"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৫০০
Date:- ০১/০৪/২০২১
ধন্যবাদান্তে,
👷মোঃ সোহেল রানা
ক্যাম্পাস এম্বাসেডর (NPI University Of Bangladesh)
সদস্যঃ ক্যাম্পাস অর্গানাইজ টিম
টপ_২০ ক্লাব মেম্বার।
ব্যাচ ৮ম,রেজিঃ৫০০২
জেলাঃ টাংগাইল
বর্তমান অবস্থানঃ গাজীপুর
ব্যবসায়ী পেজঃ https://www.facebook.com/ekhaneache.com.bd/