শুধু মাত্র উদ্যোক্তাই হবেন না। হবেন একজন ভালোমানুষ।
একটা বিষয় লক্ষ করলাম আমরা অনেকেই অনেক গ্রুপ এর সাথে যুক্ত আছি। এতে করে বিষয় টা আমার কাছে মনে হয় দিন, মাস, বছর শেষে নট = জিরো।
কি ভাবছেন ভুল বল্লাম না অবশ্যই না।
মনি করি,
গ্রুপ সংখ্যা J, A, K
আজ J তে একটা পোস্ট দেখে ঝাপিয়ে পড়লাম সারাদিন সে পোস্টের লাইক কমেন্ট এ সময় দিলাম, রেজাল্ট আউট হওয়ার আগেই গ্রুপ A তে একটা দারুন তথ্য বহুল পোস্ট পেলাম আবার A তে ঝাপিয়ে পরলাম, এটাতে সময় দেওয়া শুরু গেলো সারাদিন, রেজাল্ট আগের টাই কারন সেইম সময়ে গ্রুপ K তে ব্যবসায়িক ইনভেস্টমেন্ট নিয়ে পোস্ট, আর আমাদের মাথা ঠিক নেই ব্যবসা করতে তো টাকা লাগবে সব বাদ এটার পিছনে দুই দিন।
রেজাল্ট হলো, ইনভেস্টমেন্ট তারাই পাচ্ছেন যারা বিগত ৪দিন নিয়মিত গ্রুপ K তে সময় দিচ্ছেন।
তাহলে!
আমার কি দোষ আমি কেন পেলাম না মন খারাপ, মন খারাপ করে হতাশা, বিদ্বেষ বিভিন্ন স্টাটাস নিজের টাইমলাইনে।
আবার গ্রুপ J , A তে। আপনি যে ২দিন গ্রুপ K তে সময় দিলেন এর মাঝে গ্রুপ J, A তে যারা নিয়মিত ছিলো তার আপনাকে পিছনে ফেলে সামনে এগিয়ে গেছেন।
তাহলে এখন করনীয়?
করনীয় যদি প্রকৃত একজন ভালোমানুষ হতে চান, নিজেকে এজজন সফল উদ্যোক্তা হিসেবে তৈরি করতে চান একটা গ্রুপ বা ফাউন্ডেশন কে বেছে নিন। যেটা আপনার সাথে আপনার মনের সাথে মিলে যায়।
আর সত্যি সত্যিই যদি আপনি আমাদের ফাউন্ডেশনকে ভালোবেসে আমাদের ফাউন্ডেশনের ভিশন ক্লিয়ার হয়ে আগামীদিনের একজন সফল উদ্যোক্তা হতে চান।
আমি বলব এ শতাব্দীর সেরা আবিষ্কার জীবন্ত কিংবদন্তি জনাব Iqbal Bahar Zahid স্যারের শিক্ষা গুলো ফলো করুন নিয়মিত সময় দিন, লেগে থাকুন যে কোন একটা গ্রুপে আপনার চাওয়া পাওয়াতে পরিনত হবে।
শুধু মাত্র উদ্যোক্তাই হবেন না।
হবেন একজন ভালোমানুষ।
একজন যোগ্য সন্তান।
সারা বিশ্ব ব্যাপি সেলেব্রিটি।
গত ৫বছর অনেক গ্রুপ এর সাথে যুক্ত ছিলাম নিয়মিত ছিলাম, আবার ছিলাম না। আমার এই খুদ্র অভিজ্ঞতা থেকে বলছি আমি আমার স্বপ্নের চাইতেও বড়, ভালো, সুখ-সমৃদ্ধিতে ভরপুর গ্রুপ পেয়েছি হ্যা আমি
#নিজের_বলার_মতো_একটা_গল্প_ফাউন্ডেশন এর কথা বলছি।
এই গ্রুপ আমাকে শুধু সমৃদ্ধ নয় আমার জীবন যাত্রার মান তৈরি হওয়ার রাস্তা করে দিয়েছে, ভালো মানুষ হওয়ার স্বপ্ন দেখাচ্ছে, বিশ্বের ৫০টি দেশে আমার ব্যবসা পরিচিত হওয়ার সুযোগ দিচ্ছে, মা, বাবা কে ভালোবাসি বলতে শিখাচ্ছে, জীবনে একটা বলার মতো গল্পের তৈরির সুযোগ করে দিচ্ছে আমার আর কিছু লাগবে না।
বিশ্বাস করুন আপনাকে বলছি এ গ্রুপ থেকে আপনি যা পাবেন আর অন্য কোথাও আপনি আপনার নিজেকে তুলে ধরতে পারবেন না, না, না।
আপনার জীবনের ২০/৩০/৩৬ বছর কেটে গেছে পড়াশোনা করতে, চাকুরী করতে বা যেকোনো কিছু। একটু ভাবুন তো প্রতিটি দিন, মূহুর্ত, মাস, বছর কি একই ভাবে কেটেছে?
না কিন্তু, তাহলে আপনি আপনার এই জীবনে সুখ, সমৃদ্ধি, ভালোমানুষি, বাবা মাকে ভালোবাসি বলা শিখতে, সফল উদ্যোক্তা হতে, সেলিব্রিটি হতে সারা জীবন যে পরিমান কষ্ট সহ্য করেছেন সে পরিমাণ বা তার বেশি কষ্ট, অভিমান যা-ই বলি না কেনো এখানে থাকবে না কি করে ভাবেন?
আপনি ভিন্নমতের হতে পারেন আমার কথায় কেউ কষ্ট নিবেন না আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করলাম। আর আমার মতের সাথে যারা একাত্মতা পোষণ করতে চান তাদের বলবো কোন দিক না তাকিয়ে এ গ্রুপেই সময় দিন সফলতা সময়ের ব্যপার।
আমি সারাজীবন এ ফাউন্ডেশনের সাথেই সময় কাটাতে চাই। দয়া করে আমার প্রানের গ্রুপ রিলিডেট এর বাহিরে অন্য কোন গ্রুপে আমাকে অ্যাড করবেন না।
শুধু এতোটুকু বলবো ইকবাল বাহার জাহিদ স্যারে মতো ভালো মনের মানুষ পাওয়া দুস্কর।
শুধু স্যার এর জন্য আন্তরিক ভাবে দোয়া করুন যেন আল্লাহ স্যার কে সুস্থতার সহিত নেক হায়াত দান কর
"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৪৮০
Date:- ১০/০৩/২০২১
জাহাঙ্গীর খান
৪র্থ ব্যাচ, রেজি নং ১৮৮, মডারেটর
রিসার্চ এন্ড প্রমোশন টিম
ফাউন্ডারঃ ইউফোরিয়া শপস