প্রায় 1700 কিলোমিটার পথ পাড়ি দিয়ে চলে যাই দাম্মাম ছেড়ে তাবুক এরিয়াতে
সাহস করে লেগে থাকার ফল
বেশ ক'দিন খুব বেশি সমস্যা আর হতাশায় দিন কাটছিল। একটার পর আরেকটা সমস্যা লেগেই ছিল কোনভাবেই যেন কোনো কিছু হচ্ছিল না।
তার উপর সিদ্ধান্ত নিলাম কোম্পানি ছেড়ে দিয়ে নিজে নিজে কন্টাক্ট করে কাজ করব।
যেই ভাবা সেই কাজ কন্ট্রাক্ট শেষ করে কোম্পানিতে পেপার জমা দিয়ে তাদের সাথে তিন বছরের পথচলা শেষ করলাম।
আগে থেকেই ঠিক করেছিলাম কোথায় যাব, প্রায় 1700 কিলোমিটার পথ পাড়ি দিয়ে চলে যাই দাম্মাম ছেড়ে তাবুক এরিয়াতে।কিন্তু সেখানে গিয়ে মন টিকেনি আবার ফিরে আসি দাম্মামে।।
তারপর কোথায় কি করবো অনেকটা দিশেহারা, কাজ খুঁজে যাচ্ছি অনবরত।
আমাকে নিয়ে অনেকে হাসিঠাট্টা করছে কেন কোম্পানি ছেড়ে দিলাম কোম্পানিতে তো ভালোই ছিলাম।।
সকলের কথা শুনে কোন কিছু না বলেই নিজের মতো করে যতটুকু পারি দিনমজুরের কাজ করে গেলাম এবং সাথে করে আমার যে স্কেল গুলো জানা আছে তার এগেনস্টে কাজ খোঁজ করতে থাকলাম।
খুব বেশিদিন অপেক্ষা করতে হয়নি এক মাসের মাথায় একটি প্রজেক্ট এর সন্ধান পেলাম এবং সেখানে নিজে গেলাম।
তারা আমার সাথে কথা বললো তারপর আমার কাছ থেকে সিম্পল দেখতে চাইল। আমি তাদেরকে আমার কাজের সিম্পল দেখিয়ে চলে আসলাম।
দুদিন পরই আমার কাছে কল আসলো বলল সকল এগ্রিমেন্ট করে যান আপনার কাজ আমাদের পছন্দ হয়েছে।
আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জানিয়েছি তখন। যখন একদম মেরুদণ্ড ভেঙে পড়ে গিয়েছিলাম তখনই যেন আল্লাহ আমাকে আবার দাঁড় করিয়ে দিলেন।।
পুরো 20 তলা বিল্ডিং এর সম্পূর্ণ ফার্নিচারের ইলেকট্রিক কাজের কন্টাক্ট পেয়ে গেলাম এবং এটা ছিল সৌদি আরবে আমার প্রথম কোন কন্টাক্ট।।
মাশাআল্লাহ আপনাদের দোয়ায় এই কয় দিনে আমি কাজের থার্টি পার্সেন্ট সম্পন্ন করে ফেলেছি।
বাকি কাজগুলো আমি ইনশাল্লাহ করে ফেলতে পারব এবং সময়মতো সম্পূর্ণ পূরণ করে ফেলবো আমার প্রথম প্রজেক্ট।।
যেখানে কোম্পানিতে আমার এক বৎসরের আনুমানিক ইনকাম ইনশাআল্লাহ এই একটি প্রজেক্ট থেকেই মাত্র এক মাসের ভিতরে চলে আসবে।।
শুধু স্বপ্ন দেখে সাহস করেছিলাম বলেই আজ নিজে প্রজেক্ট করতে পারছি।
তাই সবাইকে আমিও বলব আমাদের প্রিয় Iqbal Bahar Zahid স্যারের কথাগুলো হৃদয়ে ধারণ করুন স্বপ্ন দেখুন সাহস করুন শুরু করুন লেগে থাকো সাফল্য আসবে।
"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৪৮১
Date:- ১১/০৩/২০২১
মোঃ মুকিত খান
সৌদি আরব
মৌলভীবাজার
৫ম ব্যাচ
রেজিস্ট্রেশন ৬৫০