আমরা যারা প্রবাসে থাকি তাদের মন মানুষিকতা অনেক
আমাদের মাঝে কিছু মানুষ আছে যাদের মধ্যেই কোন বিবেকেই নেই এমন কিছু কাজ করবে মনে হচ্ছে ওনি বুঝি সব কিছুর মালিক অন্য কেউ পাবে সেই চিন্তা বা খেয়াল রাখেন না এই সব মানুষদের কে আমরা বিবেকহীন মানুষ বলেই চলে।
আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো মানুষ কতটা বিবেকহীন হলে আমার সাথে এই কাজ টা করেছে তারা ।
আমারা সবাই জানি এই মহামারী করোনা জন্য আমরা কতই না কষ্ট করছি ,কাজ নিয়ে বা নানা সমস্যার মধ্যেই দিন পার করছি ।কারো কাজ আছে আবার কারো কাজ নেই মানেই তো বেতন নেই ।
একটা মানুষের যখন কোন কাজ বা বেতন না দেয় তখন সেই মানুষ টা চলতে কষ্ট হবেই এটাই স্বাভাবিক।
আমাদের মাঝে এমন কিছু মানুষ আছে যাদের কথা কি বলবো ওদের আছে অনেক কিন্ত আরো লাগবে এই মানুষ গুলো র মাঝে কোন বিবেক আছে আমার তো মনে হয় ওরা বিবেকহীন মানুষ।
আমার সাথে দুজন মানুষ ছিল আমরা একেই রুমে থাকতাম হঠাৎ দুজনেই দেশে চলে যায়,এরই মধ্যেই আসলো মহাকরোনা ময় রোগ যার জন্য সব কিছুই বন্ধ হয়ে যায় ।
এমন অবস্থায় তারা দেশ হতে আসতে পারবে কি না নানা সমস্যা দেখা দিচ্ছে।তাদের কে কল করে বললাম ভাই আমি কি রুম রাখবো না ছেড়ে দিবো তারা বললো ভাই ভাড়া চালিয়ে যান আমরা এসে দিয়ে যাবো ।
রুমের ভাড়াটা বেশিই ছিল আমার জন্য কষ্ট হত দিতে তখন আমার পুরো বেতন আসতো না তারপর কষ্ট করে ভাড়া দেয় 5 মাস ।যখন আর পারছে না তাদের কে আবার কল করি।বললাম ভাই আমার ধারা আর সম্ভব হচ্ছে না আমি রুম টা ছেড়ে দিবো ।
আমি ও সিদ্ধান্ত নিলাম কোথাও একটা সিঙ্গেল সিট দেখে চলে যাবো আর তাই করলাম অনেক কষ্ট করে রুম ছেড়ে দিলাম । তাদের জিনিস গুলো আমার বন্ধুদের সাথে মিলে অন্য জায়গার রেখে আসলাম ।
তারপর এই ভাবেই কয়মাস চলে যায়।
হঠাৎ খবর আসলো তারা দুজনেই আসবে, তারা আসলো তাদের মত আমার বাসাই 15দিন ছিল,থাকার পর তারা তাদের মত রুম থেকে চলে
গেলো ।
পরের যে কাজ টা হলো তাহ একজন বিবেকহীন মানুষ কখনও করতো না কিন্ত আমার সাথেই কাজ টা হয়ে গেল।
যাদের জন্য এতকিছু করলাম তারাই কষ্ট দিলো । তারাই বিবেকহীনের মত কাজটা করলো ।
তারা আমাকে তাদের রুমে সকালে দাওয়াত করে নিলো আমি আর আমার বন্ধু মিলে যায় কিছু সময় দেয় তাদের সাথে কথা বলি।এখন হিসাব নিকাশ ভাইয়েরা বললো আমাকে ভাই কত খরচ করেছেন বলেন । আমি আমার মত হিসাব দেয় ।
তারা হিসাব দেখে বললো ভাই কয় মাস ঘর ভাড়া ধরেছেন বললাম যে কয়মাস ভাড়া দিয়েছি সেই কয় মাস বেশি তো ধরে নাই ।তারা বললো হিসাব ভুল কি ভুল বলেন। বললো আমরা আপনাকে দুই মাসের ভাড়া দিবে না ।
আমি বললাম কেন তারা বলে আমরা তো আপনাকে মানা করি দিয়েছি, আমি বললাম আপনারা মানা করলে আমি কেন এত টাকা দিয়ে একা থাকতে যাবো আমি কি পাগল ।
তখন কথাটা শুনে এত খারাপ লাগছিল মনে হয়েছিল মানুষের বিবেক কোথাও হারিয়ে গেছে। আমি আর কিছুই বলি নি শুধু বললাম আপনাদের হিসাবে যাহ আসে তাই দিবেন ।এই বলে রুম থেকে বেড়িয়ে আসি।
আমি ঝগড়া বা কথা কাটাকাটি পছন্দ করি না। তারা তাদের মতই বলছে আমি শুনছি ।লাস্ট তারা সিদ্ধান্ত নিলো দুই মাসের ভাড়া দিবে না । আমি বললাম ঠিক আছে না দিলে তো কিছুই করার নেই আমি আর কি বলবো ।
এই হলো মানুষের বিবেকহীন কাজ কারো উপকার করে যদি জরিমানা দিতে হয় সেটা কে আপনারা কি বলবেন ?
আমার জীবনের বড় শিক্ষা পেয়েছি উপকার করে ।আমরা যারা প্রবাসে থাকি তাদের মন মানুষিকতা অনেক ভাল থাকে কিন্ত কিছু অমানুষ আছে যাদের মধ্যেই বিবেকহীন নেই ।
এই মহামারী করোনা সত্যিই অনেক কিছুই শিখেয়ছি আবার অনেক মানুষকে অমানুষ করে তুলেছে ।
আসলে কথাটা শেয়ার করলাম এই জন্য যারা প্রবাসে আছেন তাদের জন্য আজকে আমার এই লেখা আমি যে ভুলটা করছি আপনারা এই ভুলটা যেন না করেন।
সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন কিছু বিবেকহীন মানুষ থেকে দুরে থাকবেন ।ধন্যবাদ
"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৪৮১
Date:- ১১/০৩/২০২১
কমিউনিটি ভলান্টিয়ার
নাম -রাশেদুল ইসলাম রাশেদ
জেলা - ময়মনসিংহ
থানা - ভালুকা
ব্যাচ নং - 12 তম
রেজিস্ট্রেশন নং: 40173
রক্তের গ্রুপ - বি +
NRB_____Kuwait .
মোবাইল - 00965 98587299
মেইল আইডি / rashedislaam@gmail.com