ভুলগুলো চোখে পড়ার পর আমাদের সেই ভুল শুধরানোর উপায় খুঁজে বের করতে হবে
#সবার_ জীবনের_ গল্পই _কিছুটা _ধাপ_ ভিন্নতা থাকে_আজ _নিজের _বলার_ মতো_একটা _গল্প ফাউন্ডেশন_ থেকে _জীবনের_ কিছু _শিক্ষার অর্জনের _বিষয় তুলে_ ধরার _চেষ্টা _করলাম।
__আমরা কখনো ভেবে দেখেছি??__ঘড়ির কাঁটা কারো জন্য থেমে নেই। প্রতিটি মুহূর্তেই নিয়ম অনুযায়ী জীবন থেকে একটি একটি করে সেকেন্ড হারিয়ে যাচ্ছে। যারা বুদ্ধি মাত্রার কারণে সেকেন্ড ধরে ধরে জীবনকে রাঙাতে পারে তারাই একসময় সাফল্যের শীর্ষে পা রাখে।মাথা উঁচু করে সময়ের সাথে মোকাবেলা করতে পারে।অসাধ্যকে সাধন করে প্রতিটি মুহূর্তকে রাঙিয়ে জীবনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়াই সংগ্রামে
তাড়াতাড়ি ভূমিকা রাখবে সেরা মানুষ হিসাবে, সেই সংগ্রামের গল্প আমাদের জীবনে নানা রকম। একেক জনের গল্প একেক রকম হলেও ভিন্নমাত্রায় ভিন্ন রাস্তা ধরে সবার জীবন সামনে এগিয়ে চলছে সময়ের ভেদাভেদে কেউ বা ধীরে আবার কেউ বা দ্রুত-সবাই সামনে এগোনোর প্রচেষ্টায় প্রহর গুনছে,সবাই যেন পরিস্থিতি পরিবেশের অধরাই হিমালয় জয় করার প্রচেষ্টা চালাচ্ছে,জীবন থেকে কিছু বাস্তব শিক্ষা নিতে পারি,,কিছু মানুষের জীবন থেকে,,কিছু পরিস্থিতি থেকে,কিছু সমস্যা থেকে...........





#নিজের _মনোবল _স্থিরতা_ পরিস্থিতি যাই_ আসুক_ না কেন _নিজেকে _শক্ত করে _তৈরি করতে হবে।











__সাফল্য এটি কোন মরীচিকা নয়, সারাজীবন অধরা থেকে যাবে এমন কোন অসাধ্য বস্তুও নয় তারপরও কেন আমাদের চারপাশে এত এত মানুষ সারাজীবন হায় হুতাশ করে যায়, সাফল্যের দেখা না পেয়ে কেন কবিতার সেই কাব্য রচনা,,দেখিস_একদিন_আমিও_পারবো কথাটা অনেকের জীবনে কোনদিন সত্যি হয়না ? উত্তরটা খুব সহজ, বিন্দু বিন্দু জলকণা থেকে যেমন ১টি বিশাল সমুদ্র হয়ে উঠেতে পারে, তেমনি প্রতিদিন একটু একটু সাধনা আর সংকল্পের ছোঁয়ায় একজন সাধারণ মানুষও মহান রূপে পরিণত হয়ে উঠতে পারেন।





#এ প্লাটফর্ম _থেকে_ অনেক_ কিছু _শিখেছি।
__প্রিয় স্যার থেকে শিখছি কিভাবে নিজের আত্মবিশ্বাস বাড়ানো যায়,, আমরা সবাই সমান মানুস সমান ক্ষমতার অধিকারী,, আমাদের দ্বারা জগতে সকল কঠিন কাজে সফল হওয়া সম্ভব যদি আমরা তা নিজে বিশ্বাস করি,,এই আত্মবিশ্বাস আপনি যখনি বুঝতে পারবেন যে আপনার ধারাই সম্ভব,, আপনি পারবে,, আর আপনার জন্মই হয়েছে সফল হওয়ার জন্য,, দেখবেন আপনাকে আর কেউ ঠেকিয়ে রাখতে পারবেনা,, এ বিশ্বাসটা নিজের ভিতরে জালিয়ে তুলতে হবে,, 















ইচ্ছা_থাকলেই_উপায়_হয়”
সেই আদিকাল থেকেই এ প্রবাদ বাক্যটা মানুষের মুখে-মুখে চলে আসছে। কিন্তু সঠিকভাবে কাজ করার ইচ্ছা পোষণ করা এবং সে ইচ্ছাকে শেষ পর্যন্ত ধরে রাখা সত্যিই কষ্টকর ব্যাপার। মানুষের ইচ্ছা শক্তি বাড়ানোর উপায় বের করতে গবেষকরা বিস্তার গবেষণা করেছেন। পরিশেষে তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে, ইচ্ছা শক্তি একটি পেশির ন্যায়, যা বেশি কাজ করার দরুণ ক্লান্ত হয়ে পড়ে এবং সে ক্লান্তিকে পূরণ করতে পরিমিত খাদ্য দরকার। গবেষণায় এটাও প্রমানিত হয়েছে যে, সঠিক পরিচর্যার মাধ্যমে দেহের অন্যান্য পেশির মত ইচ্ছাশক্তির ক্ষমতাও বাড়ানো সম্ভব। ইচ্ছা শক্তি প্রবল হলে মানুষ পারেনা এমন কোনো কাজ নেই।
#নিজেকে _শুধরানোর_উপায়_খুঁজে_বের_করা,
ভুলগুলো চোখে পড়ার পর আমাদের সেই ভুল শুধরানোর উপায় খুঁজে বের করতে হবে। সেজন্য আমাদেরকে যা করতে হবে, তা হল একটু ফ্লাশব্যাকে চলে যাওয়া। মাথা ঠান্ডা করে ভাবা ওই ভুলটা করার সময় ওই ভুল কাজটা করা ছাড়া আমাদের অন্য কিছু করার ছিল কিনা? যদি থাকে তাহলে সেই কাজটা করলে সেটার ফলাফল কি হতে পারত!! এভাবে ভাবতে ভাবতে আমরা এমন একটা পথ পেয়ে যাবে যেটা করলে ওই ভুলটা হত না।
ভেবে_চিন্তায়_কাজ_করা।
যদি একই ভুল বারবার করা থেকে বাঁচতে চাই তাহলে উপরের ধাপটির মত তা শুধরানোর উপায় খুঁজে বের করে রাখ উচিত। পরেরবার একই অবস্থার সম্মুখীন হলে ভেবেচিন্তে সেই উপায় অবলম্বন করে চলতে পারলে হয়তো সেই ভুল আর হবে না,,এই প্ল্যাটফর্মের শিক্ষায় শিক্ষিত হয়ে নেগেটিভ কে পরিহার করে পজেটিভ কে বুকের মাঝে ধারণ করার অসাধারণ শক্তির সাথে মোলাকাত করতে পেরেছি,একটা ক্ষেত্রে মাথা খাটিয়ে কাজ করার শক্তি পেয়েছি,লজ্জা ও সংকোচের প্রাচীর ভেঙ্গে চুরমার করে শত্রুকে আপন করে বুকে টেনে নিতে শিখেছি অযোগ্য মানুষের হাত ধরে সামনের দিকে টেনে নেওয়া উৎসাহ পেয়েছি,বাবা মাকে প্রকাশ্যে বলতে শিখেছি,তোমাদেরকে খুব ভালোবাসি,সব সময় তোমাদের কথাই ভাবি, সরাসরি প্রকাশ্যে এই বলার মধ্যে কত যে পরম আনন্দ নিহিত তা ভাষায় প্রকাশ করা একেবারেই বিরল। প্রত্যেকটি সন্তানের জন্য বাবা-মা হচ্ছে জান্নাত। আর সেই জান্নাত কে ভালবাসা দিয়ে জয় করতে সক্ষম হয়েছি প্রিয় এই প্ল্যাটফর্মের আদর্শ শিক্ষায় শিক্ষিত হয়ে।





#অনেক_ পেয়েছি _যা-বড় -বড় _বইয়ের_ পাতায় _পাইনি __অনেক_শিখেছি_ যে শিক্ষা__যা- কোন- দিনেই_ স্কুল-কলেজে_শিক্ষা _ দেয়নি।



















____প্রিয় স্যারের শিক্ষায় দীক্ষা লাভ করে ভালো মানুষ হয়ে,সফলতার পথ ধরে চলতে শিখেছি,হাজার সমস্যার মাঝে ছোট ছোট সমাধান খোঁজে বের করার কৌশিক শিখেছি,
বিনয়ী নম্র ও ভদ্র ব্যবহারকে হৃদয়ে ধারণ করে চার পাশের মানুষগুলোর ভালোবাসা অর্জন করে সফলতার কঠিন দ্বার অতি সহজভাবে উম্মুক্ত করে এই মানুষগুলোর হৃদয়ে মৃত্যুর পরেও বেঁচে থাকার চিরঞ্জীব সম্পর্কের সাথে আলিঙ্গন করার সৌভাগ্য হয়েছে।প্রিয় এই প্লাটফর্মের ছাত্র হয়ে পেয়েছি একটি ভালো মানুষের বিশাল পরিবার যুক্ত হতে পেরেছি একটি চমৎকার বড় মাপের নেটওয়ার্কের সাথে। যা জীবনের জন্য অতি অপরিহার্য,যা দৈনন্দিন জীবনের প্রত্যেকটি কাজে আসবে।এই প্ল্যাটফর্মের ভাই বোনদের শ্রদ্ধা সম্মান ও ভালোবাসায় প্রতিমুহূর্তে হচ্ছি মুগ্ধ বিমোহিত ও আনন্দিত। চারপাশের মানুষগুলোর ভালোবাসা পাওয়া,এর চেয়ে বড় প্রাপ্তি মানুষের জন্য আর কি হতে পারে!এখানে যুক্ত হয়ে দুচোখ ভরে দেখতে পেরেছি মন দিয়ে অনুভব করতে পেরেছি প্রিয় স্যার এর ইউ টিভি লাইভ এর মাধ্যমে অনেক বড় বড় গুনী জনদের সাথে। প্রতিনিয়ত তাদের কথা শুনছি আর শিখছি সাথে সাথে হৃদয়ে ধারণ করার চেষ্টা করছি,চেষ্টা করছি তাদের দেখানো দিকনির্দেশনা মত চলে নিজের জীবনটা আরেকটু সুন্দর পর্যায়ে নিয়ে যেতে।

#নিজেকে_ চমৎকার_ভাবে_ তৈরি করার _পথ__ খুজে__ পেয়েছি।















___প্রানের প্রিয় এই প্লাটফর্ম থেকেই শিখছি বেশি মুনাফার মন মানসিকতা পরিহার করে মানবিক ব্যবসা,বিনা খরচে নিজেকে চমৎকারভাবে ব্র্যান্ডিং করার সুযোগ পাচ্ছি এই প্ল্যাটফর্মের মহান শিক্ষকের মহৎ শিক্ষায় শিক্ষিত হয়ে অন্যের ভালো কাজের প্রশংসা করতে শিখেছি।সমাজের দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর মন মানসিকতা তৈরির শিক্ষা অর্জন করেছি এই প্ল্যাটফর্ম থেকে। শিখেছি ভলান্টিয়ারিং এর মতো মানবিক কাজ,,হিংসাকে চিরতরে হৃদয় থেকে বিতাড়িত করার আদর্শিক শিক্ষার সাথে মধুময় আলিঙ্গন করার সৌভাগ্য হয়েছে এই প্ল্যাটফর্মের কারণে,,মূলধন ছাড়া ব্যবসা করার সাহস সঞ্চিত হয়েছে, এই প্রিয় স্যারের শিক্ষা থেকে। অল্পপুঁজিতে কিভাবে ব্যবসা করা যায়, কিভাবে পার্টনারশিপ নির্বাচিত করতে হয়, সব ই শিখেছি নিজের বলার মত একটা গল্প গ্রুপ ফাউন্ডেশন থেকে।নিজে একা বাঁচার নাম জীবন নয় মহৎ শিক্ষা অর্জন করেছি প্রিয় এই প্লাটফর্ম থেকে।
শুদ্ধ ভাষায় কথা বলার উপকারিতা জানতে পেরেছি এখান থেকেই,আমাকে দিয়েই হবে ,আমিই পারবো ইনশাআল্লাহ এই মন্ত্রটি হৃদয়ে পুঞ্জিভূত করে রাখার কৌশল শিখেছি প্রিয় এই প্লাটফর্ম থেকে।















#শিখেছি_ পরিকল্পিত_ ব্যবসা-বাণিজ্যের _সমস্ত নিয়ম-কানুন_ সুকৌশলে _জবাব _দেওয়ার _উত্তম রাস্তা।







__জিতবে ,না হয় শিখবে,হারবে না কখনো -----জীবনে সফলতার জন্য এই অমূল্য বাণী হৃদয়স্থ করার অপূর্ব সক্ষমতা অর্জন করেছি এই প্ল্যাটফর্ম থেকে,,আমাদের কলুষিত সমাজের চারপাশের মানুষগুলোর অহেতুক সমালোচনার গণ্ডি উপেক্ষা করে জীবনকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই সুন্দর শিক্ষা অর্জন করেছি প্রিয় এই পারফর্ম থেকেই।কোন কথার সাথে সাথে জবাব না দিয়ে একটু সময় নিয়ে জবাব দেওয়ার সু কৌশল অবলম্বন করার শিক্ষা পেয়েছি। পেয়েছি মুখে জবাব না দিয়ে কাজের মাধ্যমে জবাব দেওয়ার পরম সু শিক্ষা,,হৃদয় উজাড় করে কাজকে ভালোবেসে করতে হবে। ভালবাসার কাজে কোনো ক্লান্তি নেই। এতদিনে তাও শিখে গেছি। সর্বোপরি এখানে পেয়েছি এমন একজন উদার মহৎ মহান মেধাবী সমাজের নিবেদিতপ্রাণ, অন্ধকারের আলোকবর্তিকা, অসহায় মানুষদের অতন্দ্র প্রহরী,









পরিবর্তন_হওয়া :
নোট করে প্রতিদিনের কাজগুলো থেকে ভুল চিহ্নিত করে তা থেকে শিক্ষা নেওয়া জরুরি। এভাবে প্রতিদিন একটি করে ভুল শুধরাতে থাকলে নিজের মধ্যে স্বাভাবিকভাবেই পরিবর্তন আসতে থাকবে। তাই নতুন নতুন বাধা আসলে তাকে মোকাবেলা করার জন্য নিজের মধ্যেই পরিবর্তন আনতে পারা আত্মবিশ্বাস বৃদ্ধির একটি ভালো উপায়।আপনি আপনার ভবিষ্যৎ পরিবর্তন করে দিতে পারবেন না, কিন্তু আপনি আপনার অভ্যাসগুলো পরিবর্তন করতে পারবেন। আর এটাই আমার /আপনার ভবিষ্যৎ পরিবর্তন করে দিবে।আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রম ব্যথতা নামক রোগকে মারার সবচেয়ে বড় ওষুধ। এটাই আপনাকে একজন সফলকাম মানুষে পরিণত করবে।আমি যদি সূর্য হতে চাই তবে সূর্যের মতো আমি নিজেকে পোড়াতে হবে। মানুষের জীবনে প্রতিবন্ধকতা থাকা দরকার। বাধা না থাকলে সফলতা উপভোগ করা যায় না।জীবন এক কঠিন খেলা। সত্যিকারের মানুষ হয়ে উঠতে পারলেই এ খেলায় জেতা যায়।
"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৪৮২
Date:- ১২/০৩/২০২১
আমি নাঈম উদ্দিন
ব্যাচ : ৭ম
রেজিস্ট্রশন : ২৪৪৫
জেলা :
চট্টগ্রাম
চট্টগ্রাম
বর্তমানে:- সোদি এরাবিয়া
