শুধু একটিই কল্পনা ছিল আমি আমার গন্তব্য স্থানে পৌঁছাতে হবে
#জামাল_রিফাত_এগ্রো_ফার্ম
যা আমার জন্য একটা মাইলফলক কর্ম। যেটা তিলে তিলে বাস্তবায়ন করেছি তা নিয়ে কিছু কথা শেয়ার করব আপনাদের মাঝে।
#ইকবাল_বাহার_জাহিদ_স্যার_বলেছেন
যে জিতবে সে বারবার পড়বে, আবার উঠে দাঁড়াবে – বলবে আমি খেলবো। যে পরার পর উঠে দাড়ানোর চেষ্টা করবে না, সে কোন দিন জিতবে না।
তেমনি আমি @JAMAL REFAT বিদেশের মাটিতে অসম্ভবকে সম্ভব করার জন্য লড়ে যাচ্ছি। তৈরি করেছি, #জামাল_রিফাত_এগ্রো_ফার্ম যা সবার জন্য সহজ নয়। লেবানন প্রবাসে সর্বপ্রথম চারটি টার্কি মুরগি বাচ্চা দিয়ে শুরু করি। চারটি বাচ্চার বয়স এক মাস ছিল।
মাঝে মাঝে ভাবতাম পরের জমিতে এত বড় স্বপ্ন কিভাবে তৈরি করব। কিন্তু একটা সাহস ছিল, আমি পারবো! মানুষ সব কিছু করতে পারে, আমি পারবো না কেনো। এটা ছিল আমার মনের সাহস। লেগে থাকি ছয় মাস। তারপর ডিম পাড়ে।
#এবার_মাথায়_এলো_আরেক_আইডিয়া
কিভাবে ডিম ফুটে বাচ্চা বের করা যায়। এবার প্রেসার পরলো নিজের প্রতি, অনেক ভাবতেছি কিছুই করতে পারছি না। মাথায় কিছুই আসছে না, কি করব, কিন্তু হতাশ হয়নি।
মনে পড়ে গেল নিজের দেশের কথা। যোগাযোগ করলাম নিজের দেশের মানুষের সাথে। পেয়ে গেলাম একটা সন্ধান, ডিম ফুটানোর একটি মেশিন #ইনকিউবেটর_পার্স কিন্তু সেটাকে এই দেশে আনতে হবে কিভাবে আনবো, কিভাবে সেটা রিসিভ করব, পড়ে গেলাম চিন্তায় তারপর হাল ছাড়েনি। সহ্য ধৈর্য পরিশ্রম করে, নিয়ে আসলাম বাংলাদেশ থেকে ডিম ফোটানোর মেশিন এই বিদেশের মাটিতে এক লোকের মারফতে। শুরু করলাম ইনকিউবেটর দিয়ে কিভাবে ডিম ফুটানো যায়। নতুন স্বপ্নের জাগরণ শুরু হল।
#স্যার_বলেছেন
খেলাটা (কাজ) মজা লাগতে হবে তাহলে আর খেলা থেকে বের হতে ইচ্ছে করবে না।
প্রাণপ্রিয় মেন্টর প্রিয় শিক্ষক জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের কথার সাথে মিলে যায় আমার সেই দিনের কথা। আমি @JAMAL REFAT তেমনি অনেক আনন্দময় ও মজা উপভোগ করতেছিলাম। কারন আমার স্বপ্নটাকে এক ধাপ বাস্তবায়ন ও সফল করতে পেরেছি।
তখন আমার চারটা টার্কি মুরগির বাচ্চা ছিল এক মাস বয়সের, ছয় মাস তাকে লালন পালন করেছি তারপর সে আমাকে ডিম দেয়, তখন আমি অনেক খুশি হই আর সবচেয়ে বেশি খুশি হয় যখন বাংলাদেশ থেকে ডিম ফুটানোর এক মেশিন আনতে পেরেছি বলে। তাই দ্বিতীয় ধাপের খেলাটা খুবই মজা লাগে।
#স্যার_আমাদের_প্রতিনিয়ত_বলে_যায়।
৭-৮ বার চেষ্টা করেও যখন পারছেন না – তখন নিজেকে বলবেন “আমি তো এখনো শুরুই করেন নি”
তাই আমিও @JAMAL REFAT স্যারের এ কথা গুলো মনের ভাবনা চলে আসতো। তবে প্রতিটি মুহূর্তে চেষ্টা করি আরো সামনে এগিয়ে যাওয়ার। আর মাঝে মাঝে মনকে বুঝাই এখনো তো কিছু করিনি ,এখনো পারিনি কিছু, একটা ধাপ এগিয়ে দেখি সামনে আরেকটি রাস্তা দেখা যাচ্ছে কি'না। তখন মনের আবেগ আসে আরো এগিয়ে যায়, দেখি সামনে কি আছে। এভাবেই আগাতে চেষ্টা করি।
#স্যার_এ_কথাও_বলেছেন।
কখনো শুধু টাকার জন্য কাজ করবেন না, কাজটাকে ভালবেসে করে যাবেন, ওটা এমনিতেই আসবে।
এই কথাটি আমার বাবাও বলতেন। বাবা বলতেন তুমি চেষ্টা করতে থাকো, তোমার হাতের কাজটা কে ভালোবাসো, তুমি খুশিমনে পরিশ্রম করে যাও, তুমি একদিন সঠিক জায়গায় পৌঁছে যাবে, গিয়ে দেখবে তোমার জন্য টাকা দাঁড়ানো। তাই আমি @JAMAL REFAT বাবার আদর্শ মেনে কাজকর্ম করতাম আর সেই বাবার কথার সাথে আজ আমার প্রিয় স্যারের কথা। যে কথা আমাদেরকে বলে দিয়েছেন____কাজটা কে ভালবেসে করে যান টাকা এমনিতেই আসবে।
#স্যারের_কথা_গুলো_একদম_সঠিক।
কেউ যদি আপনাকে হিংসা বা ঈর্ষা করে – ধরে নেন আপনার উন্নতি শুরু হয়ে গেছে।
তেমনি আমি @JAMAL REFAT যখন এগ্রো_ফার্ম নিয়ে কাজ শুরু করি তখন আমার আশেপাশের মানুষগুলো আমাকে অনেক কথা বলেছে। বলে এই টা কিভাবে করবে এখানে হাঁস-মুরগী পালন, কারণ এটা তো পরের দেশ পরের জায়গা।
তাই মানুষ আমাকে কত কিছু বলেছে, আমি নাকি পাগল হয়ে গেছি। সারাক্ষণ ইউটিউবে হাঁসমুরগির, গরু ছাগল ও ফার্ম নিয়ে ব্যস্ত থাকি। কিন্তু তারা বুঝে না আমার ইচ্ছা এটা বুঝতে হবে ,জানতে হবে, কিভাবে উৎপত্তি হলো ,কিভাবে শুরু করবো, তাহলে আমি কাজ করতে পারবো। ইনশাআল্লাহ এটাই ছিল আমার প্রচেষ্টা। লোকে অনেক কিছু বলে গেল ,বললো, তাতে কর্ণপাত করি নি কখনও।শুধু একটিই কল্পনা ছিল আমি আমার গন্তব্য স্থানে পৌঁছাতে হবে, এবং আমি শুরু করবো।
#স্যার_বলেন।
ঘুমানোর আনন্দ আর ভোর দেখার আনন্দ একসাথে হয় না, সুতরাং কিছুদিন শুধু ভোর দেখেন, ঘুমানোর অনেক সময় পাওয়া যাবে।
আমিও @JAMAL REFAT ঘুমানোর আনন্দ আর ভোর দেখার আনন্দ একসাথে হয় না ,তা বাস্তব। এক সময় ঘুমিয়ে ছিলাম। কিছুই জানতাম না। এখন প্রতি ভোরবেলা ওঠে নতুন সাফল্য মুখ দেখি তাতে অনেক আনন্দ পাই। এখন দেখতে পাচ্ছি পূর্ব দিকে সূর্য ওঠে সেই সূর্য আলো পৃথিবী ছড়িয়ে দেয়। মন বলে আমি পারব আমাকে পারতে হবে আমি এগিয়ে যাব বহুদূর দূরান্তে। ইনশাআল্লাহ।
#স্যার_এ_ও_বলে_থাকেন।
এক্সট্রা পরিশ্রম না করলে এক্সট্রা মাইলেজ পাবেন না।
আমি @JAMAL REFAT প্রবাসের মাটিতে সকাল সাতটা থেকে রাত দশটা পর্যন্ত করি তারপরে পার্টটাইম কাজ করি রাত দুটা তিনটা পর্যন্ত। তারপরও স্বপ্ন দেখি একজন সফল উদ্যোক্তা হবো। তার জন্য এই কাজের ফাঁকে ফাঁকে #জামাল_রিফাত_এগ্রো_ফার্ম নিয়ে পরিশ্রম করছি এই লেবানন মাটিতে এর নাম প্রবাসী রেমিটেন্স যোদ্ধা।
#স্যার_বলেছেন।
কোন সমস্যা যখন দেখবেন, তাঁর অন্তত ৩ টা সমাধান খোঁজার চেষ্টা করবেন – পেয়ে যেতে পারেন কোন বিজনেস আইডিয়া।
বর্তমান আমাদের লেবাননের রাজনৈতিক, অর্থনৈতিক, বিপর্যয়ের কারণে, আমরা এখন কোন রাস্তা খুঁজে পাচ্ছিনা। তবু হাল ছাড়ছি না আপনার দেওয়া শিক্ষা বুকে ধারণ করে। রাস্তার খুঁজে নিতে চেষ্টা করছি। ইনশাআল্লাহ একটি পথ বের হবেই ইনশাআল্লাহ।
#স্যার_বলে_গেছেন।
জীবনে শুধু ১ টা চাকরী বা ১টা কাজ করার জন্য আপনার জন্ম হয়নি, আপনার ভিতরে অনেক সম্ভাবনা ঘুমিয়ে আছে সেই গুলোকে জাগিয়ে তুলুন !
আমি @JAMAL REFAT ইনশাআল্লাহ চেষ্টা করে যাচ্ছি। পৃথিবীতে জন্ম হয়নি শুধু প্রবাস করি বেঁচে থাকবো। প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা হয়ে শেষ নয়। এখনো প্রবাসের মাটিতে দুই জায়গায় ডিউটি করি তারপর #জামাল_রিফাত_এগ্রো_ফার্ম নিয়ে কাজ করছি আরো কিছু পরিকল্পনা আছে মাছ নিয়ে কাজ করব ইনশাআল্লাহ। আমার ভিতরে যে প্রতিভা আছে। যে স্বপ্ন আছে, তা বাস্তবে রূপান্তরিত করবো বলে আশাবাদী ইনশাআল্লাহ।
#প্রিয়ো_স্যার_চমৎকার_কথা_বলেছেন।
তাঁদের সাথে মিশুন ও সময় কাটান, যা আপনি হতে চান, এক সময় আপনি তাঁদের ছাড়িয়ে যেতে পারেন !
প্রিয় শিক্ষক জনাব #ইকবাল_বাহার_জাহিদ স্যার আপনার কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করতে পারবো না আপনি দিয়েছেন প্রিয় প্ল্যাটফর্ম।
যেখানে যা প্রয়োজন তাই আমরা সঠিক স্থানে সঠিক সময়ে পেয়ে যাই। দিয়েছেন ভালো মানুষের পরিবার। আমার যখনই প্রয়োজন হয় প্রিয় প্ল্যাটফর্মের ভাই ও আপুদের সাথে যোগাযোগ করলে সঠিক সময়ে আমাকে সাজেশন দেন। আমাকে ফার্ম সম্পর্কে বিভিন্ন মেডিসিন দিবার জন্য সাহায্য করেন
প্রিয় প্ল্যাটফর্মের প্রিয় ভাই শাহেদ খান শাহেদ ভাই আমাকে সহযোগিতা করে, উনি আমাকে চাঁদপুর নিজের বলার মত একটাগল্প ফাউন্ডেশন পশুপাখি চিকিৎসক সাথে পরিচয় করিয়ে দিয়েছেন। উনি আমাকে যথাসময়ে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেন। রাত 9 দিন নয় যখনই আমি প্রিয় ভাইয়ের নিকট সাহায্য চাই। সাহায্যের জন্য সাথে সাথে উনি হাত বাড়িয়ে দেন। আমি বাস্তবতা আপনাদের সামনে তুলে ধরছি। প্রিয় স্যারের এ প্লাটফর্মে যখন আমি যার কাছে, সহযোগিতা চাই সাথে সাথে আমাকে সহযোগিতা করেন। তারি বাস্তব প্রমান।
মুহিত তালুকদার চাঁদপুর
সর্বদায় আমাকে সহযোগিতা হাত বাড়িয়ে দেন।
প্রিয় শিক্ষক জনাব #ইকবাল_বাহার_জাহিদ স্যার
আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আল্লাহ আপনাকে দীর্ঘ হায়াত দান করুন আমিন।
এটাই ছিল প্রিয় স্যার এর স্লোগান***""""""
স্বপ্ন দেখুন,
সাহস করুন,
শুরু করুন এবং
"লেগে থাকুন"......
সাফল্য আসবেই ।
প্রিয়ো শিক্ষক জনাব #ইকবাল_বাহার_জাহিদ স্যারের কিছু বাণী সাথে আমার #জামাল_রিফাত_এগ্রো_ফার্ম কিছু বাস্তব গল্প তুলে ধরলাম। আশা করি আপনারা সবাই সম্পূর্ণ পড়েছেন
আর সম্পূর্ণ পড়ার জন্য আপনাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে
"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৪৮২
Date:- ১২/০৩/২০২১
জামাল রিফাত
ব্যাচ:- ১১
রেজি:- ৩৬১৭৭
জেলা:- বি, বাড়িয়া /কসবা
বর্তমানে লেবানন অবস্থান
রেমিটেন্স যুদ্ধা
#উদ্যোগতা_জামাল_রিফাত_এগ্রো_ফার্ম
#ফোন_০০৯৬১৭০৮৫০৫০৪