মানুষ বাচে স্বপ্নে। স্বপ্ন দেখা রাতগুলোর ভোর হবার আকুলতা বেশি থাকে।
#স্ট্যাটাস_অফ_ডে_এর_৫০০তম_দিনে_প্রিয়_প্লাটফর্ম_নিয়ে_আমার_অনুভূতি।
🌀🌀#জীবন_জল_তরঙ্গ 🌀🌀 : জলতরঙ্গ দেখেছেন কখনো?
🌊পুকুরের জলে যদি ঢিল ছুড়ে দেই, দেখবেন পুরো পুকুর আন্দোলিত হয়েছে। আমাদের এই প্লাটফর্ম হচ্ছে পুকুরের মতো, আমরা সবাই জলের মতো, স্বচ্ছ স্বপবাজ। আমাদের স্বপ্নগুলো কে আন্দোলিত করে চলেছে একজন মানুষ। একজন সাদা মনের #ইকবাল_বাহার_জাহিদ স্যার।
🌠🌠একটা সময় আমার কিছু স্বপ্ন ছিলো। ঠিক কখন ওরা একটা একটা করে হারাতে শুরু করলো, তা আমি খেয়াল করিনি। হয়তো একদিন ভোরে ঘুম থেকে উঠেছি, দেখি একটা স্বপ্ন আর নাই। তখন অতো গুরুত্ব দেইনি। চিরচেনা রাস্তাটা ধরে হাঁটছি, হঠাৎ কখন একটা স্বপ্ন রাস্তায় পড়ে গেলো টেরই পাইনি। যখন টের পেলাম, তখন অন্য কাজে ভীষণ ব্যস্ত। মনে হলো, একটা স্বপ্ন হারিয়েছে তো কী হয়েছে? আরেকটা নতুন স্বপ্ন হবে।
শেষ স্বপ্নটা ঠিক কীভাবে হারালাম বলতে পারবো না। শুধু জানি, একদিন ভোরে ঘুম থেকে উঠে দেখি, আমার আর কোনো স্বপ্ন নাই। তখন রোজ সকালে ঘুম থেকে উঠতাম, খাই-দাই, কাজে যাওয়া, কাজ থেকে ফিরে, ঘুম। বন্ধুদের সঙ্গে কখনো আড্ডায় অল্প-স্বল্প হাসি-ঠাট্টা । ছুটির দিনে বেলা পর্যন্ত ঘুমানো। কখনো হারিয়ে যাওয়া স্বপ্নদের কথা মনে হলে ভাবতাম, ঠিক কবে আমি একদম স্বপ্নশূন্য হয়ে গেলাম? যদি দিনক্ষণ জানা থাকতো, তাহলে আমি কি ওদের আয়োজন করে বিদায় দিতাম? অথবা ধরে রাখার বিশেষ চেষ্টা করতাম? আচ্ছা, বেঁচে থাকার জন্য কি স্বপ্ন থাকা গুরুত্বপূর্ণ?🌠🌠
🌙🌙মানুষ বাচে স্বপ্নে। স্বপ্ন দেখা রাতগুলোর ভোর হবার আকুলতা বেশি থাকে। স্বপ্ন ছাড়া বাচার তাগিদ গুলো স্তিমিত হয়ে যায়। সামনে এগিয়ে যাবার পথ গুলোকে সংকীর্ণ মনে হয়। ঠিক এমন টাই হচ্ছিল আমার সাথে।
🌈তারপর একদিন এই প্লাটফর্ম পেলাম, চিনতে পারলাম স্বপ্ন দেখানোর কারিগরকে। তিনি বললেন :
"স্বপ্ন দেখুন, সাহস করুন
শুরু করুন এবং লেগে থাকুন
সফলতা আসবেই "🌈
🌟🌟আবার নতুন উদ্যোমে, নতুন উদ্যোগে লেগে পড়লাম স্বপ্ন দেখতে। এবার কিন্তু শুধু স্বপ্ন দেখলেই চলবে না। স্বপ্ন এমন হতে হবে, যা আপনাকে ঘুমাতে দেবে না।🌟🌟
📚শুরু করলাম লেগে থাকা। নিজের কাজের সাথে লেগে থাকা, নিজের পরিবারের সাথে লেগে থাকা, আমার প্রিয় এই প্লাটফর্মের সাথে লেগে থাকা।
হুম পেছন ফিরে আর চাইব না কখনো, এখন শুধু সামনের দিকে পথচলা। 📚
📌ভাবছেন এক কাঠখোট্টা উকিল কি করে বলে এত সব?
📚এসব সম্ভব হয়েছে Nurun Nabi Riyaz
ভাইয়ের কল্যাণে। তিনি ই সর্বপ্রথম প্রস্তাব করলেন লেখার স্বীকৃতি স্বরুপ #স্ট্যাটাস অফ ডে 🎈🎈 করার আর যেখানে প্রতিভার বিকাশ ঘটানো সম্ভব সেখানে কি করে রাজি হতে দেরি করেন #স্যার।
🎈🎈তারপর থেকে পরম্পরা ধরে রেখেছেন একদল দায়িত্বশীল ভালো মানুষ। যারা প্রতিদিন প্রায় ৫০০-৭০০ লেখার মাঝ থেকে তুলে আনেন সেরার সেরাটা। তাদের মধ্যে Md Iqbal Hossain ভাইয়ের নাম না নিলে চলে না।
🥀🥀 যাদের অনুপ্রেরণা লেখা শুরু করি তাদের কথা না বললে নিজের অনুভূতি পুরাপুরি প্রকাশ হয় না। Mohammed Iftekher Alam, Cm Hasan, Sagar Banik ভাইয়াদের কথা বলছি যারা সব সময় সাপোর্ট ও পরামর্শ দিয়ে গেছেন, কৃতজ্ঞতা জানাই তাদের প্রতি।
🛑বেশ লাগে কিন্তু সেরা হতে। #কিশোর বয়সে সুন্দর ছন্দে #প্রেমিকা কে যখন চিঠি লেখা হয়, তখন নিজেকে মনে হয় #জীবনানন্দ। তারপর তারুণ্য, জীবনের ছন্দপতনে লেখালেখির ধৈর্য না থাকাটা দোষের কিছু না। তবে রোজ রোজ এমন উৎসাহ পেলে আবার ইচ্ছে করে কবি হতে। সেই থেকে শুরু আমার লেখালেখির পথচলা।
🛑সত্যি বলতে কি , যখন জীবনের গল্প লেখি, আবার হারিয়ে যাই শৈশবে। আবার ফিরে আসে সোনালি সেই মুহূর্ত গুলো। এই লোভে হাজার টা গল্প কেন #মহাকাব্য লিখে ফেলতে পারি আমি।
🛑# SOD এর এই পরম্পরা টিকে থাকুন আমৃত্যু। বৃদ্ধকাল অবধি লিখে যেতে চাই ভালোলাগার মুহূর্ত গুলো।
"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৫০০
Date:- ০১/০৪/২০২১
👉ইছমত_ হাসান
👉 মডারেটর_ ও _ওয়ারী (ঢাকা)_ জোন_ এম্বাসেডর
👉মেম্বার -_রিসার্চ_অ্যান্ড প্রোমোশন_ টিম।
👉ব্যাচঃ _অষ্টম
👉রেজি.নংঃ _৯২৫৩
👉 জেলাঃ_ ফেনী
👉 বর্তমান_ অবস্থানঃ _ঢাকা