জানেন, এই গ্রুপ আমাকে নুতন করে নিজেকে চিনতে শিখিয়েছে।
💦 স্ট্যাটাস অফ দ্যা ডে (SOD) ৫০০ তম কার্যদিবস।
আমার SOD 500 তম এর অনুভুতি প্রকাশ💦
🌿নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশানে সকলের প্রিয় মেন্টর জনাব Iqbal Bahar Zahid স্যার। তিনি আমাদেরকে এই প্লাটফর্মে, রেজিস্ট্রেশন এর মাধ্যমে আজীবন সদস্য পদ লাভ করার সুযোগ করে দিয়েছেন।
আমি গ্রুপের সাথে জয়েন হয়েছিলাম ১০ম ব্যাচ থেকে। আমার রেজিষ্টেশন নাম্বার ১৫২৩৩.। 🌿
💢স্যারের মূল্যবান বাণী না বললেই নয়..
স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন, লেগে থাকুন, সফলতা আসবেই।
☘️জানেন, এই গ্রুপ আমাকে নুতন করে নিজেকে চিনতে শিখিয়েছে। নিজের মধ্যে থাকা ভালো গুণগুলোকে প্রতিনিয়ত খুঁজে পেতে সাহায্য করেছে। ভয়কে দুর করতে শিখয়েছে। নিজের মনুষ্যত্বের বিস্তার ঘটাতে শিখিয়েছে। আমাকে আলোর মুখ দেখিয়েছে আমাদের এই প্রিয় প্ল্যাটফর্ম নিজের বলার মত একটি গল্প গ্রুপ।
আজ আমি বুক ফুলিয়ে বলতে পারছি যে, আমি একজন ভালো মানুষ, আমি আছি এখানে সব ভালো মানুষেরই সাথে, আছি এমন একটা গ্রুপের সাথে যেখানে খারাপ কিংবা নেগেটিভ বলে কিছু নেই এখানে আছে শুধু ভালো ভালো মানুষদের মিলনমেলা।☘️
💥আপনাদের সকলের সহযোগীতায় সকলের বিচার বিবেচনায় আমি প্রথম "Status of the day " হই ১৬/০৭/২০২০ তারিখে।
♥সত্যিই বলতে কি জানেন, এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মত না।
♥একজন মা যখন সন্তান প্রসব করে তখন তার যে অনুভূতি সেটা যেমন প্রকাশ করার মত ভাষা থাকে না। ঠিক তেমনই আমার অনুভূতিও আমি ঠিক ভাবে প্রকাশ করতে পারছি না।
♥জানেন, আমি ১৬/০৭/২০২০ তারিখে 1st girls group এ মিটআপ করি। জীবনে 1st মিটআপ ছিল সেটা নিজের বলার মত একটা গল্প গ্রুপে তাও আবার zoom এ।
♥কিছু ভয়, কিছু লজ্জা নিয়ে কথা বলেছি, কিছু জড়তা তো ছিলই। Julekha Khatun Suma আপু খুব খুশি হয়েছিলেন আমার সাথে পরিচিতি হয়ে। কথা বলে দেখলাম, আসলে জুলেখা আপু অনেক ভালো মানুষ। আরও আপুরা Meher Negar আপু Asha Sporshomoni আপু Tania Akter আপু Sabina Yasmin আপু সহ আরও অনেক আপুরা অনেক ভাল মাশাআল্লাহ্। কিভাবে মানুষ কে আপন করে নেন তা দেখে আমার খুব ভাল লাগে। আপুদের সাথে প্রায়ই কথা হয় নানা বিষয় নিয়ে।
♥মাশাল্লাহ আর সেই রাতেই আমার 1st
" Status of the day " এর রেজাল্ট বের হয়। জানেন, সেদিন আমার মিটআপটা বেশ রাত অবধি হয়েছিল আমি জুলেখা আপুর কাছে কিছু সময়ের জন্য leave নিয়েছিলাম কারণ আমার নামাজ বাকি ছিল তাই। যখন ওযু করছি ঠিক সেই মুহুর্তে অহনা আমার বড় মেয়ে চিৎকার দিয়ে বলে যে," মা তোমাকে তো অভিনন্দন দিচ্ছে সবাই, কেন আম্মু? আমি বললাম,
" তাই " দেখি সত্যিই,
♥আমি " Status of the day " হয়েছি। খুশিতে কান্না আসছিল কি করব এত আনন্দ হচ্ছিল যে বোঝাতে পারব না। বড় মেয়ে অহনা এসে জড়িয়ে ধরে। আমার ছোট মেয়ে অনন্যা সেই খুশিতে একবার জড়িয়ে ধরে, একবার লাফায়, একবার বাবার কাছে যেয়ে বলে। ওরাও মহা খুশি। Rozi Rafin আপু messenger এ congratulations জানালেন।
♥ Imrul Kawser Sogeb ভাই ও তার দায়িত্ব পালন করলেন। এদিকে হাতে সময় কম। রাত হয়ে যাচ্ছে তাই আমি নামাজে গেলাম। সেখানে মন থেকে দোয়া করলাম আমার প্রিয় ইকবাল বাহার জাহিদ স্যার এর জন্য এবং আমার গ্রুপের সকল ভাই - বোনদের মংগল কামনায়।
💦এর পর গ্রুপে আমি রেজিস্ট্রেশনে কাজ করার দায়িত্ব পাই। ভালো একটা প্লাটফর্মে কাউকে যুক্ত করাতে পেরে সত্যিই আমার অনেক ভালো লাগা কাজ করে। এর মাধ্যমে তাদের সাথে একটা নেটওয়ার্ক তৈরি হয়।
💦কিছুদিন পর profile' মনিটরের কাজ করি। সত্যিই সে এক অন্য রকম এক্সপ্রিয়েন্স। গ্রুপে প্রচুর সময় দেই। অনেক ভালো লাগে কাজ করতে। কাউকে সঠিক পথে আনতে পারলে সত্যিই খুব ভালো লাগে।
💦তারপর আবার ১ মাসেই ৩ বার sod হই। পরের মাসে আরো ২ বার sod হই।
এবং আবারও পরের মাসে আরো ২ বার sod হই।
💦এরপর অনেক দিন আর লিখিনি। অন্যদেরকে সুযোগ করে দিয়েছিলাম। তারাও হোক। তাদেরও SOD হওয়ার অধিকার আছে।
💦এদেকে আমিও নিজেকে ভাল মানুষ হিসেবে তৈরি করতে কাজ করে যাচ্ছি অবিরাম। সকলে আমাকে একটিভ মেম্বার হিসেবে চিহ্নিত করে। তারপর আমাকে #ঢাকা কাফরুল থানার এম্বাসেডর এর দায়িত্ব দেয়া হয়। গ্রুপকে ভালোবেসে গ্রুপের মানুষদেরকে ভালবেসে কাজ করে যাচ্ছি।
💦বেশ অনেকদিন পর আবার লিখতে ইচ্ছা করেছিলো। লিখতে লিখতে অনেকখানিই লিখেছি। অনেক কান্নাও করেছি লেখাটার সময়। অনেক কষ্টে ফিনিশিং দিয়েছি। আর সেই লেখাটাতে আমি লাস্ট SOD হই ২৫/০৩/২০২১ ইং তারিখে SOD ৪৯৭।
❤️❤️ অনেকেই গল্প পড়ে আমাকে ফোন দিয়েছেন। তাঁদের সাথে কিছু মতবিনিময় হয়েছে। সবাই আমার সুখি হতে চাই, কেউ হয় কেউ হয় না। তা বুঝেছি ২৫ তারিখের লিখায়। কত কষ্ট, কত দুঃখ, কত আশা থাকে এ মনে। তারাও কান্না করে একটু কষ্ট কমিয়েছেন।
❤️❤️ এতে করে আমি সত্যিই খুব খুশি হয়েছি যে, আমার লেখা স্বার্থক। আমি সার্থক। মানুষের হৃদয় ছুয়ে গেছে আমার লিখায়। আমার SOD না হলেও দুঃখ নেই। নানা কাজে বিজি হয়ে গেছিলাম। কখন যে ১০টা বেজে গেছে, জানিনা না। হঠাৎ অহনাকে বললাম দেখতো SOD result হয়েছে কি না। অহনা বলে কেন? ওকে বলিনি যে, আজ লিখা দিয়েছি।
🥰 🥰অনেক মেসেস দেখে, অহনা ও অনন্যা চিৎকার দিয়ে উঠে। মা, তুমি কি করছো। সবাই তোমাকে উয়িশ করছে কেন ইনবক্সে। আমি বুঝলাম SOD হয়েছি. অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি দায়িত্বরত দের উপর। অনেক দোয়াও করেছি তাদের বিজনেস এর সফলতার জন্য।
❤️❤️ ব্লাড ডোনেশন ম্যানেজমেন্ট টিম মেম্বার করে দেন Abu Taher ভাই সেখানেও একটিভ সদস্য হিসেবে মানবতার কাজ করছি। অসুস্থ রোগীর পাশে নিজেকে দাঁড় করাতে পারলে সত্যি খুবই ভালো লাগে।
👩🦰👩🦱বিনোদন এর আয়োজক Mahbub Hasan ভাই গানে গানে বন্ধন এর আয়োজন করেছেন। আমার মেয়ে অন্যন্যা গানে ২য় স্থান অধিকার করে।
💦এসো কোরআন শিখি Jamshed Hossain Bappy ভাই আয়োজন করেন। ওখানে আমরা শিখছি।
🥰নিজের বাড়ি বগুড়া ও শ্বশুরবাড়ি সিরাজগঞ্জ। দুই জেলার হয়ে কাজ করছি। বর্তমানে থাকি ঢাকা মিরপুরে। এখানেও সুপার একটিভ মেম্বার হিসেবে কাফরুল থানার দায়িত্ব পালন করে যাচ্ছি।
💢দেখতে দেখতে স্ট্যাটাস অফ দ্যা ডে এর 500th দিন আজ। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি স্যারসহ
এই SOD এর প্রস্তাবক Nurun Nabi Riyaz ভাইকে ও Md Iqbal Hossain ভাইকে Cm Hasan ভাইকে @Imrul Kawser Sogeb ভাই সহ সফল আয়োজকদেরকে। সাথে আন্তরিক ধন্যবাদও জানাতে চাই।
"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৫০০
Date:- ০১/০৪/২০২১
আমি,
জেসমিন আক্তার জুঁই
"নিজের বলার মতো একটা গল্প" ফাউন্ডেশানের একজন
💢কাফরুল থানা এ্যাম্বাসেডর
💢কমিউনিটি ভলেন্টিয়ার,
💕প্রোফাইল মনিটরিং টিম মেম্বার
💥রেজিস্ট্রেশান টিম মেম্বার,
💥ব্লাড ডোনেন্ট ম্যানেজমেন্ট টিম মেম্বার
🌺১০ম ব্যাচ, রেজিস্ট্রেশান নং ১৫২৩৩
✳️জেলা বগুড়া ও সিরাজগঞ্জ
⭕বর্তমান অবস্থান মিরপুর, ঢাকা।
💗 owner of the Oditiya's Collection
💕owner of the Art's of Jui