হঠাৎ জীবনের মোড় এলো বুঝতে পেরেছেন সেটা কি ছিলো সেটা আর কিছু না নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন।
-----------বিসমিল্লাহির রাহমানির রাহিম ---------
৫০০ তম দিনে স্ট্যাটাস অব দ্যা ডে অনুভূতি প্রকাশ------
-----------------------------
জীবনে প্রত্যেক মানুষ নানাবিধ সমস্যার সমুক্ষিন হয়
কেউ কেউ পারিবারিক সমস্যা, কেউ কেউ তাদের ব্যবসায়ীক জীবনে সমস্যা
বিভিন্ন সমস্যা দেখা দেয় জীবনে।
আমিও থমকে গিয়েছি কত,
হারিয়ে ফেলেছিলাম আলোর রাস্তাটি
স্তব্দ ছিলাম অনেক দিন।
হঠাৎ জীবনের মোড় এলো
বুঝতে পেরেছেন সেটা কি ছিলো
সেটা আর কিছু না নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন।
জীবনে সমস্যা যেমন আছে তার সমাধান ও আছে যেটা আমি শিখেছি এইখানে এসেই প্রিয় স্যারের কাছে।
আজকে না লিখলেই নয়
আজকে আমাকে লিখতেই হবে কারন আজকে একটা বিশেষ দিন প্রিয় প্লাটফর্মের ৫০০ তম দিন স্ট্যাটাস অব দ্যা ডে এর।
নিত্যদিনের অভ্যাস ছিলো ফেসবুকিং করা ওপর থেকে নিচ স্ক্রল করা। সময় তো এভাবেই কাটতো আমার।
যখন থেকে দেখা পাই প্লাটফর্ম তখন থেকে যেনো এক স্বস্থি অনুভব করলাম। গ্রুপেই সারাদিন সময় দিতাম। পোস্ট পড়তাম।
স্যারের প্রতিটি কথা মনে যেনো গেঁথে থাকতো,সামনে ভাসতো।
আর এইখানে এসে যেটা চমক ঘটলো আমার লিখায় পারদর্শীতা।
লিখতে অলসতা লাগতো, সাজিয়ে তেমন লিখতে পারতাম না😅
আর বড় লিখাতো দূরের কথা😄
আগে লিখতাম ততটা না একটু আধটু ছোট ছোট করে।
হঠাৎ যখন স্তব্দ হয়ে গেলাম তখন এই লিখার আগ্রহ নষ্ট হয়ে যায়।
ভাবি নি আবারো নতুন রুপে আমার লিখালিখি শুরু হবে।
যেটা এই সুন্দর প্লাটফর্মে এসে রুপ নিলো।
প্রথমে ছোট ছোট লিখা লিখতাম গ্রুপে।
আস্তে আস্তে লিখার পরিমান বাড়তে থাকলো।
লিখতাম লিখতাম কখন যে বড় হয়ে যেতো লিখাটা বুঝতেও পারতাম না😀
প্রথম আমার লিখা স্ট্যাটাস অব দ্যা ডে হয়। অইদিন টা যে কতটা ভালো কেটেছিলো বলে বুঝাতে পারবো না।
এইখানে ধন্যবাদ না দিলেই নয় আমার প্রিয় ভাই Md Iqbal Hossain
Nurun Nabi Riyaz ভাইয়া সহ অনেকে--
ওনারা অনেক কষ্ট করেন এই প্লাটফর্মে।
প্রতিদিন সবার পোস্ট পড়ে স্ট্যাটাস অব দ্যা ডে নির্বাচন করা
কম কষ্টের কাজ ভাবলে ভুল হবে।
ধৈর্য আছে বলেই ভাইয়ারা এতটা মূল্যায়ন করে প্লাটফর্মের প্রত্যেকটা কাজ সুন্দর ভাবে সম্পূর্ণ করতেছে।
আমি এই নিয়ে ৩০+ স্ট্যাটাস অব দ্যা ডে হয়েছি আলহামদুলিল্লাহ।
২ বার মান্থ হোল্ডার হওয়ার সুযোগ হয়েছে 🥰
সব মিলিয়ে আলহামদুলিল্লাহ।
প্রাপ্তির শেষ নেই আমার😊
আমি মনে করি এই স্ট্যাটাস অব দ্যা ডে আমাদের প্রত্যকের জন্য অনেক বড় প্রাপ্তি আর এটার মাধ্যমেই কমিউনিটি ভলান্টিয়ার নির্বাচিত হওয়া যায়।
তাহলে এই সুযোগ কেনো হাতছাড়া হবে😊
লিখলে লিখার স্পিড বাড়ে যেই স্পিড টা আমার এইখানে এসেই তৈরি হয়েছে।
বাংলিশ লিখতাম সবসময়। আর এখন বাংলা ছাড়া কিছুই বুঝি না সবসময় বাংলা লিখি। আর স্পিড টাও অনেক বেশি বেড়েছে।
"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৫০০
Date:- ০১/০৪/২০২১
ফাতেমাতুজ লিমা
কমিউনিটি ভলান্টিয়ার
রেজিষ্ট্রেশন টিম মেম্বার
ব্লাড ডোনেশন ম্যানেজমেন্ট টিম
কমিউনিটি ভলান্টিয়ার
টপ টুয়েন্টি ক্লাবের সদস্য
দশম ব্যাচ/২০০২৬
কুমিল্লা জেলা