আজ আমি কিছু স্বজন হারানোর কষ্টের অনুভুতি প্রকাশ বরবো আপনাদের মাঝে আশা করি সবাই ভালোবেসে মনোযোগ সহকারে পড়বেন।
🕋বিসমিল্লাহির রহমানির রহিম 🖐️🖐️আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ
❤️❤️প্রিয় ভালবাসার প্ল্যাটফর্ম নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন এর প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন?
❤️🌿প্রথমেই মহান আল্লাহ পাক রব্বুল আলামীনের দরবারে লাখো কোটি শুকরিয়া। মহান আল্লাহ পাক রাব্বুল আলামীন বিশ্বব্যাপী এই ভয়াবহ মহামারী কোভিড ১৯ এর মধ্যে আমাকে আমার পরিবারকে প্রিয় প্ল্যাটফর্মের সকল ভাই বোন এবং প্রিয় স্যারের পরিবার সহ সকল পরিবারকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন।
🌻ধন্যবাদ কৃতজ্ঞতা ও ভালোবাসা জ্ঞাপন করছি এ শতাব্দীর শ্রেষ্ঠ আবিষ্কার জীবন্ত কিংবদন্তি আমাদের সকলের অনুপ্রেরণা লাখো লাখো তরুন-তরুনীর স্বপ্নদ্রষ্টা পথপ্রদর্শক ভালো মানুষ গড়ার কারিগর এবং স্বপ্নবাজ সিংহ পুরুষ বর্তমান তরুণ প্রজন্মের আইডল ও আইকন শ্রদ্ধেয় মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি।
🌹🌿স্যার আমাদের মাঝে এত সুন্দর একটি প্ল্যাটফর্ম নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন যদি তৈরি করে না দিতেন হয়তো অন্ধকারে নিমজ্জিত হয়ে যেতো আমাদের এই তরুণ সমাজ আমাদের এই লাখো লাখো তরুণ তরুণী ভাই-বোনেরা।
প্রিয় স্যারের এই অক্লান্ত পরিশ্রমের জন্য আমরা স্বপ্ন দেখছি একজন ভালো মানুষ হবার এবং একজন সফল উদ্যোক্তা তৈরি হওয়ার। ইনশাআল্লাহ স্যারের প্রতিটা সেশন স্যারের প্রতিটা বাণীকে যদি আমরা বুকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে পারি আমরা আমাদের স্বপ্নের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হব ইনশাআল্লাহ।
আজ আমি কিছু স্বজন হারানোর কষ্টের অনুভুতি প্রকাশ বরবো আপনাদের মাঝে আশা করি সবাই ভালোবেসে মনোযোগ সহকারে পড়বেন।
👉এইতো ২০১৩ সালে যখন প্রবাসে পাড়ি জমাই আমার প্রান প্রিয় ফুফু আম্মা আমাকে জড়িয়ে ধরে কেদেছিলো আর আমাকে চুমু খেয়ে বলেছিলো তুমি ফিরে এসে আর আমাকে পাবেনা আমিও কেদেছিলাম বাট ফুফু আম্মার সেই পাবোনা কথাটা বিশ্বাষ করছালম না আমি তাকে বলেছিলাম তুমি মরবেনা মরলে কত আগেই মরে যেতে তোমার কত বড় বড় অসুখেই তুমি মরনাই ১০০ বছর পার করে দিয়েছো আর আল্লাহ্ তোমাকে এতো তাড়াতাড়ি মরন দিবেনা আমি ফিরে এসেও তোমাকে পাবো ফুফু আম্মা।
সত্যি সেদিন আবেগে নয় ফুফু আম্মাকে বেসি ভালোবাসতাম বলেই ওনার কথাটা বিশ্বাষ হচ্ছিলোনা।
ফুফু আম্মা আমাকে বাপজান বলে ডাকতো আমি নাকি ওনার বাপজানের মতো দেখতে কখনও নাম ধরে ডাকেনি বাপজান বলেই ডেকেছে। আমিও মাঝে মাঝে ফুফু আম্মার নাম ধরে ডাকতাম মাজু খাতুন বলে এই ডাকটায় আমার ফুফু মনে শান্তি পেতো হয়তো তার বাপজান মরহুম আমার দাদা দুদু মিনা তাকে ডাকছে।
আমার পরিবারের সবার কাছে প্রিয় একজন মানুষ ছিলো আমার ফুফু, আমার বাপ চাচারা তিন ভাই, আর একই ফুফু। ফুফু সবার বড় থাকায় বাপ চাচাদের কাছেও ছিলো খুবই প্রিয়। সবার বাড়ির ভালো খাবার গুলো ফুফুর ঘরেই আগে আসতো আর আমাদের বাগির খাবার গুলো আমিই নিয়ে যেতাম। ফুফুর বাড়িটা আমাদের বাড়ির পাশে থাকায় এবটু সুবিধা হতো স্কুল যাবার পথে ফেরার পথে ফুফুর খোজ নেওয়া তার খাবার দেওয়া এসব খুব সহয ছিলো।
প্রিয় ভাই বোনেরা সেই ভালোবাসার ফুফুকে ছেড়ে প্রবাসে আশার দেড় বছর পর একদিন ভাগিনাকে ফোন দিয়ে বড় বোনকে চাইলাম সে বল্লো মামা, মা আপনাদের বাড়িতে গেছে তিন দিন আগে নানিকে দেখতে আর আসেনি। তখন ওর মুখ ফসকে বেরিয়ে গেছে যে আপনার ফুফু মারা গেছে সুনেন নি?
😢ভাগিনার মুখে এই কথাটা শুনতে পেরে আমার মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়লো এটা কি শুনলাম আমি এই খবর আমাকে শুনতে হলো এর জন্য আমি প্রস্তুত ছিলাম না।
মনের ভিতর নানা প্রশ্ন তখন নতুন করে জেগে উঠল তাহলে কি ফুফু আম্মার সেই কথাটাই সত্যি হয়ে গেল যে তুমি আর আমাকে এসে পাবেনা?
হঠাৎই মোবাইলটা হাত থেকে পড়ে গেল অঝোরে কাঁদতে লাগলাম চিৎকার করে কাঁদতে থাকলাম হায়রে প্রবাস তুই আমার জীবনের সবচাইতে প্রিয় মানুষটিকে কেড়ে নিয়ে গেলি।
🍀তারপরে বাড়িতে ফোন করে সকলের উদ্দেশ্যে বললাম যে কষ্ট পাব বলে তোমরা জানাও নি বাট একটু জানালে তো শেষ দেখাটা দেখতে পারতাম এই আধুনিক দুনিয়াতে ইন্টারনেটের ব্যবহার একবার তো শেষবারের মতো মুখটা দেখতে পারতাম সেটাও কপালে হলো না
এভাবেই মনের কষ্ট মনে চাপা দিয়ে চলতে থাকলো প্রবাস জীবন।
😥আরেকটা বিদায়
বাড়িতে বড় ভাইয়ের বিয়ে ধুমধাম আয়োজন সবকিছু চলছে হঠাৎ কান্নার আওয়াজ শুনতে পেলাম মাকে জিজ্ঞেস করতেই মা বললো শাহিনুরের মা তোমার ভাবি মারা গেছে।
আমাদের মিনা পরিবারের আঠারোটা ভাইয়ের মধ্যে সবচাইতে বড় ভাইয়ের স্ত্রী আমার ভাল মনে আছে আমি যখন ছোট ছিলাম আমার এই ভাবিকে যখন আমার ভাইয়ের বউ করে নিয়ে আসে তো প্রতিবেশী কেউ একজন আমাকে কোলে করে নিয়ে তার কোলে দিয়েছিল যে এটাই তোমার ছোট দেবর তোমার ছোট ভাই সেদিন থেকে আমার এই ভাবি আমাকে ছোট ভাই এবং সন্তানের মত লালন পালন করতেন সবদিক দিয়ে আমার খেয়াল রাখতেন। অবশেষে তার চিরবিদায়েও একবার দেখার সৌভাগ্য হলো না দিতে পারলাম না এক মুঠো মাটি তার শেষ বিদায়ে।কতরাত দুমড়ে-মুচড়ে কেঁদেছি আফসোস করেছি
কত কষ্ট বুকে লালন করেছি সেটা আমি আর আমার আল্লাহ ছাড়া কেউ জানে না।
এভাবেই একের পর এক প্রিয়জন চলে যেতে লাগল শুধু মোবাইল ফোনে শোনা ছাড়া কিছুই করার ছিলনা।
🌻এইতো কিছুদিন আগে সবচাইতে প্রিয় মানুষটিকে হারালাম আমার মাথার উপরে থাকা বটগাছ সমতুল্য জন্মদাতা বাবা ২১/০৮/২০২০ রাত ১০ টায় আমাদের পাঁচ ভাই তিন বোন কে এতিম করে দিয়ে চির বিদায় নিয়ে চলে গেলেন পরপারে
বাবাকে হারিয়ে আজ আমি পাগল প্রায় চার পাচ মাস আমি মানষীক ভাবে খুবই বিপদগ্রস্থ অসুস্থতা আমকে ছাড়ছেই না।
আজ আর কেউ বলেনা বাজান তোমার পায়ের ব্যাথাটা কেমন? শরীরের কি অবস্থা কি রান্না করেছো বা খেয়েছো?
প্রতিনিয়ত বাবাকে খুব মিস করি বাট নিয়তির কাছে আমরা সকলেই যে দারুন ভাবে জিম্মি।
নিয়তি যেটা লেখা সেটা খন্ডানোর ক্ষমতাযে মানুষের নেই।
বাবা চলে গেলেন আমি হয়ে গেলাম অভিভাবক সুন্য তবে না আজ আমি অভিভাবক সুন্য নই
যেদিন বাবা চলে গেলেন সেদিন আমি এই কবিতাটা লিখে পোস্ট করেছিলাম
★কৃতজ্ঞ আমি ★
লেখক মোঃ মুজাহিদ মিনা
★বাংলাদেশে আইলোরে ভাই এমন একজন গুনি,
৬৪ জেলায় ৫০ দেশে তাহারই গুনগান সুনি।
★ভালো মানুষ গড়েন তিনি বড়ই স্বপ্ন বাজ,
সারা বিশ্ব্যে তাহার সুনাম সবাই সুনি আজ।
★বেকার তরুন তরুনীদের নিয়ে তার হৃদয়ে এতো ব্যাথা,
বুক ফুলিয়ে বলবো সবাই আজ তাহারই গুনের কথা।
★যখন মোরা হারিয়ে ফেলেছি জিবনের সকল আশা,
ঠিক তখনই এই মহামানব এসে দেখালেন তার ভালোবাসা।
★ব্যাবসা মোদের শেখান তিনি ভালোবেসে অতি যতনে,
১০ টি ক্সিলে ৯০ দিনের প্রতিটা সেশনে।
★ইকাবল বাহার জাহিদ স্যার নামটা সুনি যখন,
বুকের ভিতর শ্রদ্ধা ভালোবাসা উতলে ওঠে তখন।
★স্যার দিয়েছেন উপহার মোদের নিজের বলার মতো একটা গল্প,
এই জিবনে মোদের শ্রেষ্ঠ পাওয়া মোটেও নয় অল্প।
★চাকুরী করবোনা চাকুরী দিবো স্যারের মহাবানী,
তাইতো আজ দেখি চারিদিকে তাহার জয়োধ্বনী।
★স্যারের কাছে চির কৃতজ্ঞ আমি মোঃ মুজাহিদ মিনা,
আপনার পরিচয়ে পরিচিত আমি আজ উচু করে সিনা।
🌿হয়তো বাবা আমাকে প্রিয় স্যারের মতো অভিভাবকের হাতে তুলে দিয়েই চলে গেলেন পরপারে।
তাইতো সেদিন থেকে আমি আমার বাবার পরেই অভিভাবক হিসেবে আমাদের সকলের প্রান প্রিয় স্যার জনাব ইকবাল বাহার জাহিদ স্যারেকে আমার পরম অভিভাবক হিসেবে মেনে চলছি।
🌹সকলের কাছে আমার প্রিয়জন যারা আমাকে ছেড়ে চলে গেছে অনেক দুরে নাফেরার দেশে।
তাদের আত্তার শান্তির জন্য মাগফেরাকের দোয়া চেয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। 🤲🤲
এতোক্ষন যারা কষ্ট করে পোস্ট টি পড়েছেন সবাইকে আন্তরীক ধন্যবাদ।
"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৪৯৯
Date:- ৩০/০৩/২০২১
🌿🌹🌿আমি🌿🌹🌿
🌷মোঃ মুজাহিদ মিনা
🇲🇺কান্ট্রি অ্যাম্বাসেডর মরিশাস্
☘️ব্যাচ নং১০ ম
🌹রেজিঃনং ১৫৪১১
🇧🇩জেলা ফরিদপুর
🇲🇺বর্তমানে মরিশাস্ প্রবাসী