_স্ট্যাটাস_অফ_দ্যা_এর_500_তম_দিন তমস্ট্যাটাস_অফ_দ্যা_ডে_এবংআমার_অনুভূতি
____বিসমিল্লাহির রাহমানির রাহিম।️ ___
_____আসসালামু আলাইকুম____
_স্ট্যাটাস_অফ_দ্যা_এর_500_তম_দিন
তমস্ট্যাটাস_অফ_দ্যা_ডে_এবংআমার_অনুভূতি
নিজের বলার মতো একটা গল্প" ফাউন্ডেশন এর সম্মানীত প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন??আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন।ভাল থাকাই আমাদের কাম্য।
বিশ্ব সেরা নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের সদস্য হতে পেরে সব সময় নিজেকে গবির্ত মনে করি,আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি, যার অক্লান্ত পরিশ্রমে আমরা এত সুন্দর একটি প্লাটফর্ম পেয়েছি,সেই প্রিয় শিক্ষক,আমাদের নয়নের মনি, মানবতার সেবক,জীবন্তকিংবদন্তি শ্রদ্ধেয় জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি।
___স্ট্যাটাস_অফ_দ্যা_ডে_(SOD)___
স্ট্যাটাস অফ দ্যা ডে হলো যুগান্তকারী একটি পদক্ষেপ,এই আয়োজনের মাধ্যমে প্লাটফর্ম এর প্রিয় ভাই ও বোনেরা তাদের নিজেদের জীবনের সুখ,দুঃখ,হতাশা,সফলতার গল্প সকলের মাঝে তুলে ধরতে পারছেন।পাচ্ছেন অনেকের প্রতিভা প্রকাশের সু্যোগ।এটা হলো ভাল লেখার প্রতিযোগিতা।আমাদের জীবনটা হলো একটা গল্প দ্বারা আবদ্ধ। এ-ই জীবনে কত ঘটনা থাকে, প্রতিটি ঘটনায় আমাদের জন্য শিক্ষনীয় অনেক কিছুই থাকে, যদি আমরা এসব গল্প থেকে শিক্ষা নিতে পারি!............
স্টাটাস_অফ_দ্য_ডে_এর_গুরুত্ব
SOD এর গুরুত্ব অপরিসীম। এর ফলে ভালো মানুষ ও লেখক লেখিকাদের প্রতিযোগিতা হয় এখানে। এতে আমরা প্রতিদিন সুন্দর সুন্দর লেখা পাই। যা আমাদের অনুপ্রেরণা ও উৎসাহ দেয়। ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে SOD এর লেখা গুলোর প্রভাব রয়েছে।এই প্লাটফর্মে এসে আমি শুধু একটা জিনিস পাইনি আর তা হলো "নেগেটিভিটি"এছাড়া আল্লাহর রহমতে সবটাই পেয়েছি পজিটিভ।
আমি আরো পেয়েছি ৯০ দিনের একটি ফ্রী কোর্স সাথে পেয়েছি ১১টি স্কিলস,,সবকিছুই বিনামূল্যে স্যারের ভালবাসা থেকে।
সবে মিলে করি কাজ___
একা একা তুমি বেশ দ্রুত আগাতে পারবে, কিন্তু বেশিদূর আগাতে পারবে না। আর সবাইকে নিয়ে আগালে হয়তো যাত্রাপথে হোঁচট খেতে হবে একটু বেশি, কিন্তু একজন আরেকজনকে সাহায্য করতে পারব! বিপদের মোকাবিলায়, বন্ধন হবে অনেক দৃঢ়, এগোতে পারবে বহুদূর_তাই সফল মানুষরা সবসময় সবাইকে নিয়ে এগিয়ে যেতে চায়। জ্ঞান যেমন ছড়ালে বাড়ে, কল্যাণের কলেবরও তেমনি প্রতি পদক্ষেপে বেড়েই চলে। মানুষের মুখে হাসি ফোটানোর যে তৃপ্তি তার কি কোন তুলনা চলে?আসুন আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে আমাদের এই প্রিয় প্ল্যাটফর্ম কে এগিয়ে নিয়ে যাই বহুদূরে।
সবার গল্প গুলো পড়ে আমাদের জীবনে যদি ভুল ত্রুটি হয় সেগুলো শুধরে নিতে সহজ হচ্ছে।শিখছি অনেক অজানা অভিজ্ঞতার কথা।যে শিক্ষা কোন পাঠ্যপুস্তক এর দ্বারা অর্জন করতে পারি নি,নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন এমন ভালো লেখার প্রতিযোগিতা কে status_of_the_day(SOD) হিসেবে ঘোষনা করেছেন। এ-ই সুন্দর প্রতিযোগিতার মাধ্যমে আমাদের এ-ই নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের সকলে নিজের দূঃখ,সুখ, আমাদের সাথে শেয়ার করেন।
তাদের এমন এমন দূঃখ সুখের গঠনা থেকে আমরা অনেক কিছুই জানতে পারি, শিখতে পারি।এমন কি নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনে প্রায় ৫০০০০০+ সদস্য আছেন, একেকজনে একেক বিষয়ে অভিজ্ঞতা সম্পূর্ণ।
যেমনঃ.......
ব্যবসা
বানিজ্য
উদ্যোক্তা
ই-কমার্স
ডিজিটাল মার্কেটিং
ফ্রিলান্সিং
বিজ্ঞান-প্রযুক্তি
সেলস ও মার্কেটিং সহ বিভিন্ন।
তাদের এ-ই সুন্দর লেখার প্রতিযোগিতায় প্রতিদিন নতুন নতুন শিখতে পারি।
_______ঐ_দিনে_আমার_অনুভূতি____
নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উপযোগী কার্যক্রম স্ট্যাটাস অফ দ্যা ডে(SOD)। নিজেদের লেখার মান উন্নয়নে,মেধা বিকাশে ও দক্ষ হয়ে গড়ে উঠার একটি যুগান্তকারী প্রক্রিয়া এই স্ট্যাটাস অফ দ্যা ডে কার্যক্রম। আমার লেখার প্রতি ছিল প্রচুর আগ্রহ। আমার সামনে খাতা এবং কলম থাকলে তখন আমার হাত কে স্থির রাখা যেত। যতক্ষন না কলম নিয়ে লেখা শুরু করতে পেরেছি। লিখিত খাতার উপর যেখানেই খালী দেখেছি সেখানেই লেখা শুরু করেছি। কোন নির্দিষ্ট বিষয় নিয়ে লিখতাম না, যা মনে আসতো তাই লিখতাম,যখন বিদেশে চলে আসি,তখন সাথে করে পেড এবং কলম নিয়ে এসেছি। এগুলো হলো মানুষের প্রয়োজনীয় বস্তু যা সাথে রাখা প্রয়োজন। এখানে ও অবসর সময়ে লিখালিখি করেছি। তবে ব্যস্ততার কারনে তেমন লেখার সুযোগ হয় না।
__জ্ঞান অর্থ-সম্পদের চেয়ে উত্তম। জ্ঞান অর্জন করতে হলে শিক্ষা চর্চা অপরিহার্য। যে ব্যক্তি যত বেশি শিক্ষাচর্চা করবে সেই ব্যক্তি ততবেশি জ্ঞানী হবেন। শিক্ষা চর্চার মাধ্যমে কিন্তু নিজের জ্ঞান যে ভাবে বিকশিত হচ্ছে তদ্রুপ নিজের ভেতর লুকিয়ে থাকা প্রতিভাকে অন্যের সামনে ফুটিয়ে তোলা হচ্ছে জ্ঞান চর্চার মাধ্যমে,,প্রিয় ফাউন্ডেশনে যারা যুক্ত হয়েছি তারা সবাই কোন না কোন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষা নিয়ে বেরিয়ে এসেছি বা কেউবা অধ্যায়নরত শিক্ষার্থী হিসেবে এখনো আছেন স্কুল কলেজের মধ্যে তারপরও আমরা সবাই আজকে এই প্রিয় ফাউন্ডেশনে যুক্ত হয়েছি শুধুমাত্র শিক্ষা চর্চার জন্যে তাহলে অনেকের প্রশ্ন হতে পারে এখানেই কি শিক্ষা শেখায় যে মানুষ শিক্ষিত হওয়ার পরও শিক্ষার জন্য এখানে এসেছে? চমৎকার একটি উত্তর হচ্ছে আমরা স্বশিক্ষায় শিক্ষিত হতে চাই তার জন্য দরকার একাডেমিক শিক্ষার পাশাপাশি বিভিন্ন টেকনিক্যাল ও প্রাকটিক্যাল শিক্ষা ফাউন্ডেশন থেকে আমরা পাচ্ছি যৌথ শিক্ষা সব ধরনের শিক্ষা এখানে আছে শুধু আমাদেরকে চর্চার মাধ্যমে অর্জন করে নিতে হবে তারই একটি অধ্যায় হচ্ছে প্রিয় ফাউন্ডেশন এর "স্টাটাস অফ দ্যা ডে"।
নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনে যুক্ত হওয়ার পরে যখন দেখলাম সবাই বড় বড় পোষ্ট লিখে, তখন আমি ও লেখার চেষ্টা করতাম, তবে বড় পোষ্ট লিখতে পারতাম না। তাই নিজের কাছে নিজেকে ছোট মনে হতো। তবে যাদের পোষ্ট বড় দেখতাম, তা মনোযোগ দিয়ে পড়তাম।এবং চেষ্টা করতাম এ-ই লেখার বিষয়বস্তু কি, তা উপস্থাপন কিভাবে করছে।
আমিও লেখতে পারি।
""সমস্যা থেকে পালিয়ে কোন সমাধানের নয়
বরং সমস্যার মোকাবেলা করেই সমাধান"""
যখন SOD লিস্টে নিজের নাম দেখেছি, মনের ভিতর কি যে এক আনন্দ পেয়েছি,তা শুধ অনুভব করার বিষয়, লিখে প্রকাশ করার মতো নয়। সকলে আমার পোষ্টে অভিনন্দন জানাচ্ছে, কেউ কেউ ইনবক্সে অভিনন্দন জানাচ্ছে। জীবনে যখন প্রথম SSC পরীক্ষার রেজাল্ট পেয়ে আনন্দে আত্মহারা হয়েছি,। ঠিক তেমনি আমার লেখা স্ট্যাটাস অফ দা ডে (SOD) হওয়াতে তেমনি আনন্দ পেয়েছি।সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার একটি লেখা ৬৪ জেলা এবং বিশ্বের ৫০ টিকে দেশের প্রভাশি বাংলাদেশিরা পড়ে লাইক কমেন্ট করে উৎসাহ দিচ্ছে।যখন সেই লেখাটি SOD হয় তখন অন্য রকম ফিলিংস নিজের ভিতর কাজ করে।
তখন মহা আনন্দে আত্নহারা হয়ে পরি। মুহুর্তেই চোখের কোনে এক পষলা বৃস্টি বয়ে যায়। এ যেন আনন্দের অস্রু। আসলে কিছু কিছু মনের ভিতর অনুভুতি থাকে যা ভাষায় প্রকাশ করার মত না। আমার জীবনে এই রকম আর কোন দিন এত আনন্দিত হয়েছি বলে আমার মনে পড়ে না।মনে হলো সাড়া পৃথিবীর আনন্দ আল্লাহ আমাকে দিয়েছেন।কেবলই মনে হচ্ছিল দূর আকাশের চাঁদ টা মনে হয় জয় করে এনেছি।আমি এখন পর্যন্ত ১বার SOD হয়েছি,প্রতিদিন রাত ১০ টায় অপেক্ষায় থাকি কখন স্ট্যাটাস অফ দ্যা ডে (SOD) ঘোষনা করবে। যখন SOD ঘোষনা হয় সকলকে অভিনন্দন জানাতে ব্যস্ত থাকি।আমি নিজেই স্ট্যাটাস অফ দ্যা ডে হওয়ার মাধ্যমে কমিউনিটি ভলেন্টিয়ার এবং পরবর্তীতে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন এর স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার সুযোগ পাচ্ছি। নিয়মিত পোস্ট করার জন্যই আমাকে অনেকেই এখন চেনেন। প্রিয় স্যারের এই পদক্ষেপ সত্যি অনেক প্রশংসনীয়।অবশেষে প্রিয় স্যার এবং সকল দায়িত্ব প্রাপ্ত ভাই বোনদের প্রতি রইল শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা।
স্ট্যাটাস অব দ্যা ডে"- ৪৯৯
Date:- ৩০/০৩/২০২১
নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশান
আমি --- শান্তা মোর্শেদা
কমিউনিটি ভলান্টিয়ার
ব্যাচ নং -- ১১তম
রেজিস্ট্রেশন নং ২৭৯০৫
উপজেলা - কাঠালিয়া
জেলা - ঝালকাঠি বরিশাল
ব্লাড গ্রুপ -- B+
বর্তমান অবস্থান
লেবানন বৈরুত।।