SOD শব্দের অর্থ হলো স্টাটাস অব দা ডে " অথচ এর সমন্ধে আমি কিছুই বুঝতাম না!
আসসালামু আলাইকুম।
আলহামদুলিল্লাহ আজ আমাদের প্রিয় প্লাটফর্ম এর ৫০০ তম SOD ডে
"SOD শব্দের অর্থ হলো স্টাটাস অব দা ডে " অথচ এর সমন্ধে আমি কিছুই বুঝতাম না!
আমার ঠিক মনে আছে, সেদিন ১৭/০৬/২০২১ আমি হঠাৎ চিন্তা করলাম আমার উদোক্তা জীবনী লিখবো! প্রতিদিন সবার সুন্দর সুন্দর পোস্ট দেখে লিখতে মন চাইতো!
তারিই ধারাবাহিকতায় লেখা।
পোস্ট টি এপ্রুব হবার পর থেকে শুরু হলো অনেকের সুন্দর সুন্দর কমেন্ট। সেগুলোর উত্তর দিতে দিতে আমার সারাদিন ই প্রায় বিজি ছিলাম। রাত ৯ টার পর কেউ একজন আমাকে ইনবক্সে জানালেন আমার লেখটি নাকিSOD হয়েছে!
অনেক অভিনন্দন আসতে শুরু হলো। শেষে Cm Hasan ভাই আমাকে ভলেন্টিয়ার গ্রুপে এড করে দিলেন এবং অভিনন্দন জানালেন। সেখানে ও দেখি সবাই অভিনন্দন জানাচ্ছেন।
কমিউনিটি ভলেন্টিয়ার হওয়ার পরও আরও অনেক বেশি ভালবাসার সৃষ্টি হয়।
এভাবেই আমার এত বেশি ভালো লাগলো, যে লেখার আগ্রহ বেড়ে গেলো।
আমি তারপর থেকে পরপর এবং ৩ মাস মান্হ অব দা সেরাও হয়েছি।কয়েকবার পুরস্কার ও পেয়েছি।
"চরকা " ফ্যাশন Jakeya Moon এবং স্যারের লেখা বইগুলো উপহার পেয়েছি।
আমার আগ্রহ বেড়ে গেলো, তাই আমি লেখায় মনোনিবেশ করলাম। আমি মোট ২৭ তম বার সম্ভবত স্টাটাস অব দা ডে হয়েছি।
আমার তাতে কি লাভ হয়েছে,
১.আমি এখন নিজের মতো করে গল্প লিখতে পারি।
২.লেখার প্রতি অনেক আগ্রহী হয়েছি।
৩.অনেক বানান ও শব্দ ঠিক হয়েছে।
৪.ভালো ভলেন্টিয়ারিং শিখেছি।
৫. আজ প্রায় ৪.৫ লাখের পরিবারের সকল ভাই বোনদের সাথে পরিচিত হতে পেরেছি।
৬.বিশাল বড় নেটওয়ার্ক পেয়েছি।
৭.বই লেখার জন্য চিন্তা ভাবনা করছি, ভবিষ্যত পরিকল্পনা।
আমি প্রতি দিন সবার পোস্ট গুলো কম বেশি দেখি, পড়ি তবে সময়ের অভাবে সব গুলোতে কমেন্ট করতে পারি না। আমার মতে নতুনদের অবশ্যই এগিয়ে আসতে হবে। তাই আপনারা নিজেকে ব্র্যাডিং করার বড় সুযোগ পেতে পারেন। তাই চেষ্টা করুন হয়ে যাবে।
বিজনেস এ নেটওয়ার্ক তৈরী করার চেষ্টা করবেন এবং একমাত্র সম্ভব ভলেন্টিয়ারিং এর মাধ্যমে।
আমাদের এই প্লাটফর্ম আমাদের শ্রদ্ধেয় মেন্টরের এই পদক্ষেপ অনেক বড় আমাদের জন্য। তাই সব সময়ই প্রিয় মেন্টর জনাব Iqbal Bahar Zahid স্যারকে শ্রদ্ধা ও সম্মান জানাই।
গ্রুপের সকল ভাই ও বোনেদের প্রতি ভালবাসা।
স্ট্যাটাস অব দ্যা ডে"-- ৫০০
Date:- ৩০/০৩/২০২১
জ্যোৎস্না বেগম
ব্যাচ ৮ ম
রেজিষ্ট্রেশন নম্বর ৬৩২৪
জোন এম্বাসাডর উত্তরা।
জেলা সিরাজগঞ্জ
বর্তমান উত্তরা
ব্যবসা ঃ একাত্তর সোর্সিং লিমিটেড বায়িং হাউজ