সৎ নিষ্ঠা সাথে সত্যের পথে কাজ করে অল্প কিছুদিন বেঁচে থাকার নামই জীবন।
আমার জীবনের সফলতা শিক্ষনীয় গল্প
আপনাদের অতি মূল্যবান সময় দিয়ে পড়ার অনুরোধ করলাম।
পরম করুনাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং বিশ্ব মহামারী মধ্যেও আমাদেরকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন পৃথিবীতে সবচেয়ে মূল্যবান নেয়ামত হচ্ছে সুস্থতা মূল্যবান সম্পদ হচ্ছে সময় । আল্লাহতালা সুস্থ রেখেছেন রেখেছেন এই জন্য
শুকরিয়া আদায় করি।
আলহামদুলিল্লাহ।
শুরুতেই আমি শ্রদ্ধার সাথে স্বরন করছি, আমার প্রিয় প্লাটফর্ম "#নিজের_বলার_মতো_একটা_গল্প_______ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আমাদের সকলের শ্রদ্ধেয় প্রিয় মেন্টর, প্রিয় শিক্ষক, #জনাব_ইকবাল_বাহার_জাহিদ_স্যারকে যার অক্লান্ত পরিশ্রমের আমরা এতো সুন্দর একটা প্লাটফর্ম পেয়েছি।
যার শিক্ষায় শিক্ষিত হয়ে নিজের ছোট ছোট অপূর্ণ স্বপ্নগুলো বাস্তবায়ন করার সাহস করছি। যেই প্রিয় মানুষটির দেখানো পথ আমরা তরুনরা অনুস্বরন করছি। সেই প্রিয় মানুষটির প্রতি আমার অনেক অনেক ভালেবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি-----------
সকলের প্রতি সম্মান ও ভালোবাসার রেখে স্বরন করছি, আমাদের প্রিয় প্লাটফর্মের সাথে যুক্ত সম্মানিত ৫ লক্ষ সহযোদ্ধা, ও সহপাঠী যারা আছেন তাদের সবাইকে। যারা শত কর্ম ব্যস্ততার মাঝে থেকে ও কিছু সময় দিয়ে এই প্লাটফর্মের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। সকলের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা ও দোয়া রইলো। সবাই যেন ভালো মানুষের পাশাপাশি একজন সফল উদ্যোক্ত হতে পারেন____________
সন্মানিত প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই ? আশা করছি আপনারা যার, যার অবস্থানে কর্ম ব্যাস্ততার মাঝেও সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ__________
#আমার_জীবন_থেকে_নেয়া_একটি_গল্প
চাকরির জন্য ঢাকাতে আশা______
আমি খুব ছোট থেকেই জীবিকার জন্য কাজের সন্ধানে ঢাকাতে অবস্থান ♦️করি আমি ছোট থেকেই একটু একটু ♦️করে যুদ্ধ করতে শিখেছি জীবিকার ♦️তাগিদে অনেক সময় অনেক কষ্ট 🥵করতে হয়েছে।
♦️এর থেকে দুই-একটা কথা আপনাদের সাথে লেখার চেষ্টা করলাম।
♦️আপনারা যে যেখান থেকে আমার
জীবনের বাস্তব শিক্ষনীয় গল্প
আপনাদের অতি মূল্যবান সময় দিয়ে পড়ার অনুরোধ করলাম।
♦️আমি ছোট তখন থেকে আমাদের
পরিবারে অনেক কষ্ট ছিল।
♦️অনেক অভাব ছিল সেজন্য নিয়মিত লেখাপড়া করতে পারিনি আমার ♦️বাবা-মা আমাকে অনেক ভালবাসত আমিও বাবা-মাকে অনেক ♦️ভালবাসতাম। আমার ছোট ভাই বোন তিন জন আর আমি ।আমার যখন তেরো বছর বয়স। তখন থেকেই আমি কর্মজীবনে শুরু করি।
তা আমার জন্য অনেক কষ্টদায়ক ছিল। আমার যখন লেখাপড়া খেলাধুলার করার বয়স। তখন আমি জীবিকার তাগিদে কর্মজীবনে যোগদি।
আমি আমার পরিবারের বড় ছেলে ছিলনা জার কারণ পরিবারের একমাত্র বাবার উপার্জনে আমাদের পড়ালেখা এবং আমাদের পরিবারের সংসার চালানো কষ্টকর ছিল। তাই নিজে লেখাপড়া বিসর্জন দিয়ে শিশু শ্রমিকের খাতায় নাম লিখলাম।
আমি বাবা-মাকে অনেক ভালোবাসি আমি একা কোথাও থাকেনি বাবা-মাকে ছাড়া। তাই যখন আমি ঢাকাতে আসি তখন আমার অনেক কষ্ট হয়েছিল। কিছুই করার ছিলনা।
কষ্টের মাঝেও সহ্য করে ধৈর্য ধরে ঢাকাতে অবস্থান করি______
#আমার_জীবনের_প্রথম_চাকরি___________
ঢাকাতে লাইব্রেরীতে একটি দোকানে চাকরি হয়----
আমার একপর্যায়ে একটা বইয়ের দোকানে চাকরি হয় লাইব্রেরীতে এভাবে চলতে থাকে অনেক দিন।
আমি নিউমার্কেটে একটি বইয়ের দোকানে চাকরি করতাম এই অবস্থায় টিচার এবং ভাল মানুষের সাথে পরিচয় হয় সে সুবাদে শিক্ষা যে একটি আলো সে আলো আমি অনুভব করতে শুরু করি
কারণ এখানে সব সময় কিছু ভালো মানুষের আনাগোনা ছিল আসা যাওয়া ছিল।
আমি টাকা-পয়সার সম্পদ শিক্ষার পার্থক্যটা বুঝতে পারি_____________
আমি বুঝতে পারি টাকা হলে সম্পদশালী হওয়া যায়। শিক্ষা ছাড়া প্রকৃত সম্মান পাওয়া যায় না।
শিক্ষার বিকল্প পৃথিবীতে কোন কিছুই হতে পারে না।
অনেক সম্মান অর্জন করা যায় কিন্তু টাকা দিয়ে, প্রকৃত সম্মান পাওয়া যায় না। শিক্ষা ও সম্মান টাকা দিয়ে কিনা যায় না। আমি যখন বুঝতে পারি যে এক জন মানুষ টাকা হলে সম্পদশালী হওয়া যায়।
ধোনির সম্পদশালী শিক্ষা মান মর্যাদা এক নয়। একজন সু-শিক্ষিত টাকার অলা মানুষের মূল্য অনেক অনেক গুণ বেশি।
তাই আবার সিদ্ধান্ত নিলাম লেখাপড়া করবো। কিন্তু আমার জন্য অনেক কষ্টদায়ক ছিল।
আবার লেখাপড়া করার সিদ্ধান্ত নিলাম________
আমি যেহেতু লাইব্রেরীতে চাকরি করছিলাম। বই এর সাথে সম্পর্ক সে জন্য আবার লেখা পড়ার আগ্রহ জাগল। স্কুলে ভর্তি হলাম চাকরির পাশাপাশি আবার লেখাপড়া শুরু করি। আমি ঠিকমত ক্লাস করতে পারিনি। আমি স্যারদেরকে কনভেন্স করে।
আমি লেখাপড়া চালিয়ে গেলাম। আমি যখন দশম শ্রেণীতে রেজিস্ট্রেশন করব আমার কাছে কোনো টাকা ছিল না।
আমি ভাবছি হয়তো আমার পরীক্ষা দেওয়া হবে না কিন্তু আমার আম্মু অনেক কষ্ট করে টাকা জোগাড় করে আমার হাতে দেয় এবং ফরম ফিলাপ
করি। আমার ইচ্ছা শক্তি ছিল। মা বাবার দোয়া ছিল। আমার আম্মু বলল তুমি পরীক্ষা দাও আমি তোমার জন্য দোয়া করি।
তুমি ভালো রেজাল্ট করবে আলহামদুলিল্লাহ পরীক্ষা দিলাম। সম্মানজনক রেজাল্ট করলাম।
এভাবে চলতে থাকে লেখাপড়া আর চাকরি।
চাকরির পাশাপাশি ব্যবসা করার স্বপ্ন দেখতে থাকি।
প্রথম ব্যবসার সূচনা------------
ব্যবসা করতে গেলে কিছু টাকার প্রয়োজন হয়। আমার কাছে কোন টাকা না থাকার কারণে সাহস পাইনি। আমার ক্ষুদ্র অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এক বড় ভাইয়ের সাথে ব্যবসা শুরু করি।
বিদেশি ডাক্তারি বই উৎপাদন করি-----------
উৎপাদন করতাম হিউম্যান এনাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, হিস্টলজি,
এই ধরনের কিছু বই উৎপাদন করেছি।
ডাক্তারদের সহযোগিতা নিয়ে আমাদের আন্ডারে প্রায় সাত-আট ডাক্তার কাজ করতো একজন গ্রাফিক্স ডিজাইনার।
এবং কম্পিউটারে প্রোগ্রামের উপর একজন প্রোগ্রামার ছিল।
বাংলাদেশের সবচেয়ে বড় প্রেসে আমরা এগুলা ছাপাখানায় উৎপাদন করতাম।
আলহামদুলিল্লাহ হাটি হাটি পাপা করে তিন বছর অতিবাহিত হয় সফল ভাবে। সফলতা মুখ দেখতে পাই।
এভাবে মা-বাবার-খেদমত ভাই-বোনদের লেখাপড়া এবং পরিবারকে সাজানোর জন্য যা কিছু লাগে আমার সাধ্যমত আমি চালিয়ে গিয়েছি।
যে তো আমি পরিবারের বড় ছেলে দশ বছর আমার পরিশ্রম এবং পারিশ্রমিক দিয়ে ভাই বোনদের লেখাপড়া করাই বোনদেরকে বিয়ে দিয়ে একটি সুন্দর সুখের সংসার চলছিল।
আমার ব্যবসার সাথের যে বড় ভাই ব্যবসায়ীক পার্টনার ছিল। শেয়ার বাজারে অনেক টাকা ইনভেস্ট করছিল।
ঝড়ের মত শেয়ার বাজার কেলেঙ্কারির ঘটনা শেয়ার বাজার ধস নেমে। 40 লক্ষ টাকা মত লস হয়।
এবং 20 লাখ টাকার মতন ঋণ হয়ে যায়।
পরবর্তীতে আমাদের যে ব্যবসাটা ছিল ওই ব্যবসাটা ছোট করি এক সময় আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছিল। আমাকে পুরো ব্যবসার দায়িত্ব দিয়ে উনি এক সময় বিদেশে চলে যায়।
যে তো আমি অনেক দিনের অভিজ্ঞ
ছিলাম এবং সবকিছু আমার জানা ছিল মার্কেটিং এবং উৎপাদন দুটি আমি পারদর্শী ছিলাম অনেক ডাক্তারের সাথে আমার পরিচিত ছিল এবং একজন গ্রাফিক্স ডিজাইনার আমার পরিচিত ছিল , বই উৎপাদন পদ্ধতি আমার জানা ছিল তাই
আমি তিল তিল করে আবার ব্যবসাটাকে অনেক কষ্টে পরিচালনা করছিলাম। অনেক শ্রম মেধা দিয়ে তিন বছরে আমার ব্যবসার মূলধন প্রায় ২৫ লক্ষ টাকার মতো হয়।
আমি খুব ভালো ভাবে সফল ভাবে আমার ব্যবসা পরিচালনা করছিলাম কিন্তু কিছু শকুনের নজর লাগে আমার ব্যবসার উপরে।
কিছু মানুষ রুপি লোভী মানুষ। মানুষ নামের শয়তান আমার ব্যবসা কে ধ্বংস করার জন্য উঠেপড়ে লাগে। যেহেতু আমি বিদেশি ডাক্তারি বইয়ের উৎপাদন করতাম সেহুতু রাজনীতিক দাপট খাটিয়ে আমার ব্যবসা ক্ষতিগ্রস্ত করে। একপর্যায়ে আমাকে জিম্মি করে এবং প্রাণনাশের হুমকি দেয়।
বয়স কম থাকার কারণে রাজনৈতিক এবং প্রশাসনিক কোন অভিজ্ঞতা না থাকার কারণে আমার ব্যবসাকে আত্মসাৎ করে। আমি জীবনের মায়া নিয়ে। রাজনীতিক দাপটের কাছে হার মেনে যাই। এক সময় আমি নিঃস্ব হয়ে যাই। তখন কিছু টাকা ঋণ হয়ে যাই। টাকার টেনশন ঋণের চাপ এবং ফ্যামিলি থেকে অনেক অবহেলা আমার জন্য অনেক কষ্টকর ছিল।
গুরুজনে বলেন বিপদের সময় ধৈর্য ধরতে হয়।
ধৈর্য এবং সাহস নিয়ে সবার সাথে আস্তে আস্তে এগিয়ে যেতে থাকি।
ব্যবসা করতে গিয়ে মানুষের কাছে অনেক টাকা পাইতাম। ব্যবসা না থাকার কারণে কোন টাকা পাইনি অনেক টাকা মেরে দিয়েছে। আবার ব্যবসা থাকায়
অবস্থায় মানুষ আমার কাছে কিছু টাকা পাইতো। ওই টাকার জন্য সব সময় একটা চাপের মুখে থাকতাম।
কিছুদিন বেকার থাকার পর একটা চাকরি পাই প্রাইভেট কোম্পানিতে পাশাপাশি কিছু পার্ট টাইম ব্যবসা করি। মানুষের ঋণ ক্লিয়ার করি।
আলহামদুলিল্লাহ
আল্লাহ সাহায্য থাকলে সবকিছুই সম্ভব।
যারা আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছিল এবং আমার ব্যবসা ধ্বংস করেছিল আত্মসাৎ করেছিল তাদের মধ্যে অনেকে আজ পৃথিবীতে নাই।
আল্লাহর অশেষ রহমতে মা বাবার দোয়ায় আমি এখনো ভালো ভাবে বেঁচে আছি। আলহামদুলিল্লাহ।
সৎ নিষ্ঠা সাথে সত্যের পথে কাজ করে অল্প কিছুদিন বেঁচে থাকার নামই জীবন।
সততার সাথে শ্রম দিলে কখনোই ♦️
বিফলে যায়না-----------------
#নিজের_বলার_মতো_একটি_গল্প__________ফাউন্ডেশন
কেএর প্রতিষ্ঠাতা আমার শিক্ষক মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যার আমাদেরকে এত সুন্দর একটা প্লাটফর্ম উপহার দিয়েছেন যার কারণে আমরা একটি ভালো মানুষের প্ল্যাটফর্ম পেয়েছি। পেয়েছি ২৫ হাজারেরও বেশি
তরুণ-তরুণী উদ্যোক্তা সৃষ্টি হয়েছে।
এবং প্রত্যেকদিন নতুন নতুন ব্যবসায়ী এবং উদ্যোক্তা উদ্বোধন করতেছেন
জিনি উদ্যোক্তা তৈরি করার কারিগ এবং ফেসবুক ভিত্তিক পৃথিবীতে একমাত্র ব্যক্তি যে অনলাইন ভিত্তিক কর্মমুখী শিক্ষায় ও ভালো মানুষের ব্র্যান্ড, তৈরি করার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। সাথে সাথে বাংলাদেশের আনাচে-কানাচে গরীব অসহায় এতিম মানুষের পাশে দাড়িয়ে মানবিক কাজ করে যাচ্ছেন।
এবং শিক্ষা দিচ্ছেন কিভাবে মানবিক কাজ করতে হয়। স্বেচ্ছাসেবক কাজ করতে হয়। রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচাতে হয়। একজন সফল ভালো মানুষ হওয়ার জন্য শিক্ষা দিচ্ছেন।
আমাদের প্রিয় মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যার খুব অল্প সময়ে লক্ষ লক্ষ তরুন তরুণীদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। তেমনি ভাবে মাত্র 1000 দিনে প্রতিদিন অনলাইন ভিত্তিক কর্মমুখী শিক্ষা
11 টি গুরুত্বপূর্ণ ইস্কিল নিয়ে অনলাইনে মধ্যে শিক্ষা দিয়ে ওয়ার্ল্ড বুক অব রেকর্ডে স্থান করে নিয়েছেন নিজের নাম ও "নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশন" এর সুনাম অর্জন করেছেন।
আলহামদুলিল্লাহ।
আমি একজন এই প্ল্যাটফর্ম সদস্য হতে পেরে নিজেকে গর্ববোধ করছি।
আমি এই প্লাটফর্ম কে অনেক আগের থেকেই ফলো করি আমার ভালো লাগার কারণে। আমি 12 তম ব্যাচ থেকে রেজিস্ট্রেশন করে এই প্লাটফর্মে নিয়মিত। আমি সব সময় স্যারের মূল্যবান শিক্ষা নিয়ে আমার জীবনকে সাজাতে চাই ।
#স্বপ্ন_দেখি_খুব_কাছ_থেকে_আমার______প্রিয়_শিক্ষক_সেরা_শিক্ষক_মেন্টর__জনাব_ইকবাল_বাহার_জাহিদ_স্যারকে
#একটু_দেখার_জন্য_অপেক্ষায়_আছিআমি_জানিনা_কখন_আমি_সেই________সুযোগটুকু_পাব
আমি এ প্লাটফর্মে জার মধ্যমে রেজিস্ট্রেশন করি । আমাদের প্রিয় মেন্টর ইকবাল বাহার জাহিদ স্যার অনুপ্রেরণায় আমি একটুও করে এত সুন্দর একটা প্লাটফর্ম পেয়েছি। জেসমিন আক্তার যুই আপু রেজিস্ট্রেশন থেকে শুরু করে পরিচয় পর্ব প্রোফাইল পিকচার প্রোফাইল সেটিং সবকিছু উনি আমাকে শিখিয়েছেন প্রিয় শ্রদ্ধেয় Jasmine Akther Jui আপু অনেক সুন্দর করে ভালোবাসা দিয়ে আমাকে রেজিস্ট্রেশন করেছেন এবং সবসময় আমার খবর রাখেন। আমি আপুর দীর্ঘ সুস্থতা কামনা করি।
আমার শ্রদ্ধেয় স্যার এর দোয়া ও ভালোবাসা নিয়ে একটি ব্যবসা শুরু করব।
ইতিমধ্যে আমরা একটি বিজনেস পেজ।
তৈরি করেছি যার নাম বাইপাস সপ আমি চাই সততার সাথে কঠোর পরিশ্রমের মাধ্যমে আমার বিজনেস শুরু করব। ইনশাআল্লাহ সবাই সহযোগিতা নিয়ে এগিয়ে জাবো।
আমার অগোছালো জীবনের গল্প আপনাদের মূল্যবান সময় দিয়ে পুরো গল্পটা পড়েছেন। আপনাদের কাছে আমি চির ঋণী এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সব সময় আপনাদের ভালোবাসা পাবো। এই আশা ব্যক্ত করে আজকে বিদায় নিলাম। লেখাতে কোন ভুল ভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
সর্বশেষ আমাদের প্রিয় মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের দীর্ঘ আয়ু সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনা করছি এবং আমাদের এই প্ল্যাটফর্মের প্রথম থেকে এই পর্যন্ত সকল সম্মানিত সদস্যদের সুস্বাস্থ্য দীর্ঘ আয়ু ও নেক হায়াত কামনা করছি।
আল্লাহ হাফেজ।।
"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৫০৩
Date:- ০৬/০৪/২০২১
আমার পরিচয়
নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশনের এর গর্বিত কমিউনিটি ভলান্টিয়ার
একজন উদ্যেক্তা
একজন ভালো মানুষ
#মোঃমাহবুব_আলম
"নিজের বলার মতো একটা গল্প" ফাউন্ডেশনের একজন কমিউনিটি ভলেন্টিয়ার,
#বর্তমানে_ধানমন্ডি_জোনে
🇧🇩 জেলা - চাঁদপুর
🏣উপজেলা :শাহরাস্তি
💉 ব্লাড গ্রুপ - বি পজিটিভ
,🖋️ ব্যাচ নাম্বার - ১২
✍️রেজিষ্ট্রেশন নাম্বার - ৩৮৩৮৫
mahabubalam12387@gmail.com
☎️ফোন নাম্বার - ০১৭৪০৫৪৮৮১৩
যোগাযোগ ০১৮৮৬০৫৮৮১৩