একটু খেয়াল করলে আমরা দেখতে পাই আমাদের আত্মীয় বন্ধুদের মধ্যে যারা বুদ্ধিমান তারা নিশ্চয় বসে নেই
জীবনের এই অবারিত সময়ে হয়তো কিছু মানুষ আনন্দ-বিনোদন, ফেসবুক, চ্যাটিং আর টিকটক ভিডিও বানানো এবং ঘুমানো নিয়ে ব্যাস্ত। আর কিছু মানুষ হয়তো তাদের নিজেদের সফলতার পথে কিছুটা সবার চেয়ে এগিয়ে যেতে নতুন ভাবে নিজেদের তৈরি করতে ব্যাস্ত। একটু অবসর সময় পেলে আমরা হয়তো চিন্তা করি কিভাবে ঘুরতে যাওয়া যায় কিংবা কোনো ভালো রেস্টুরেন্টে বসে গল্প করা যায় ঠিক ঐ সময় কিছু মানুষ পুরো পৃথিবী জয় করার স্বপ্ন দেখছে তারা তৈরি করতেছে নিজের স্বপ্নের ব্যাবসায়িক প্ল্যান এবং নেমে পড়ছে স্বপ্নের প্ল্যানকে বাস্তবায়নের যুদ্ধে।
____ভুল___ ভাবনা ____
^^^-- হয়তো আমি কখনো ভাবছি ভ দুর__সবাই আমার মত বাজে ভাবে বাজে কাজে সময় নষ্ট করছে কিংবা বসে আছে । এইরকমটা ভাবলে বুঝে নিতে হবে আমি এখনো পৃথিবীর অনেক বাইরে আছিএবং আমার চিন্তা চেতনা এখানো সেই পুরোনো দিনেই রয়ে গেছ,বছর আগের দিনের মানুষের মতন,দেন পরিবর্তন হয়েছে মানুষ পাল্টে গেছে,এখন মানুষ উড়োজাহাজ বানায় বিমান বানায় বানায়,এখন মানুষ চাঁদে ভ্রমণ করে আমরা জানি হাতের আঙুল ৫টা সমান না। আর তাইতো সবাই জীবনে সফলতাও পায় না আর সেটার এক মাত্র কারন নিজের কর্মফল,নিজের অক্ষমতা নিজস্বতা,__
______আমার থেকে অন্য কেউ এগিয়ে _____
^^^--একটু খেয়াল করলে আমরা দেখতে পাই আমাদের আত্মীয় বন্ধুদের মধ্যে যারা বুদ্ধিমান তারা নিশ্চয় বসে নেই আমার মত ঘুম ফেসবুক আর টিকটক ভিডিও নিয়ে। তারা নিজেদের সবার চেয়ে একধাপ এগিয়ে রাখার জন্য হয়তো দরজা জানালা বন্ধ করে রাত দিন জ্ঞানের সাগরে সাঁতার কাঁটছে আর সেই সমুদ্রের গভীরতা কতটুকু বুঝার চেষ্টা করছে আর নিজেদের দক্ষ ও অবিজ্ঞ করে তুলছে।তারা সফলতার পিছনে ছুটছে,অলসতা কাটিয়ে তারা নিজেদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলার প্রচেষ্টা চালাচ্ছে__
______কিছু ___চমক _____
^^^-- সফলতার পাওয়ারন জন্য আকাংখিত যারা তারা সবাইকে অবাক করে ও চমকিয়ে দিতে চায় নিজেদের কে পরিবর্তন করে। তারা তাদের সময়কে গুরুত্ব দিচ্ছে। তারা জানে একটা মানুষ তার স্বপ্নের সমান বড়,প্রতিটি মানুষের ভিতর লুকিয়ে আছে অজানা প্রতিভা,সেই প্রতিবাদ মানুষের মাঝে তৈরি করে আলাদা সফলতার জগতের মূল রহস্য তারা পরিশ্রম করে,বিভিন্ন ভাবে জ্ঞান অর্জিত করে,নানান ধরনের উদ্যেক্তা জীবনী লেখনিও বই পড়ে,আবার কেউ চাকরির পড়া পড়ে, কেউ ব্যবসা-বাণিজ্য নিয়ে চর্চা করছে,এভাবে কেউ না কেউ নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছ নিয়ে তুমুল গতিতে। তারা মনে করে এটায় তাদের সুযোগ সবার থেকে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার। আর এই সুযোগকেই কাজে লাগিয়ে যাচ্ছে অনবরত।
___এ প্লাটফর্ম _থেকে_ অনেক_ কিছু _শিখেছি__
^^^--️প্রিয় স্যার থেকে শিখছি কিভাবে নিজের আত্মবিশ্বাস বাড়ানো যায়,, আমরা সবাই সমান মানুষ সমান ক্ষমতার অধিকারী,, আমাদের দ্বারা জগতে সকল কঠিন কাজে সফল হওয়া সম্ভব যদি আমরা তা নিজে বিশ্বাস করি,,এই আত্মবিশ্বাস আপনি যখনি বুঝতে পারবেন যে আপনার ধারাই সম্ভব,, আপনি পারবে,, আর আপনার জন্মই হয়েছে সফল হওয়ার জন্য,, দেখবেন আপনাকে আর কেউ ঠেকিয়ে রাখতে পারবেনা,, এ বিশ্বাসটা নিজের ভিতরে জালিয়ে তুলতে হবে,, এই প্ল্যাটফর্মের শিক্ষায় শিক্ষিত হয়ে নেগেটিভ কে পরিহার করে পজেটিভ কে বুকের মাঝে ধারণ করার অসাধারণ শক্তির সাথে মোলাকাত করতে পেরেছি,একটা ক্ষেত্রে মাথা খাটিয়ে কাজ করার শক্তি পেয়েছি।
^^^--লজ্জা ও সংকোচের প্রাচীর ভেঙ্গে চুরমার করে শত্রুকে আপন করে বুকে টেনে নিতে শিখেছি অযোগ্য মানুষের হাত ধরে সামনের দিকে টেনে নেওয়া উৎসাহ পেয়েছি,বাবা মাকে প্রকাশ্যে বলতে শিখেছি,তোমাদেরকে খুব ভালোবাসি,সব সময় তোমাদের কথাই ভাবি, সরাসরি প্রকাশ্যে এই বলার মধ্যে কত যে পরম আনন্দ নিহিত তা ভাষায় প্রকাশ করা একেবারেই বিরল। প্রত্যেকটি সন্তানের জন্য বাবা-মা হচ্ছে জান্নাত। আর সেই জান্নাত কে ভালবাসা দিয়ে জয় করতে সক্ষম হয়েছি প্রিয় এই প্ল্যাটফর্মের আদর্শ শিক্ষায় শিক্ষিত হয়ে,,প্রিয় স্যারের শিক্ষায় দীক্ষা লাভ করে ভালো মানুষ হয়ে,সফলতার পথ ধরে চলতে শিখেছি,হাজার সমস্যার মাঝে ছোট ছোট সমাধান খোঁজে বের করার কৌশিক শিখেছি,বিনয়ী নম্র ও ভদ্র ব্যবহারকে হৃদয়ে ধারণ করে চার পাশের মানুষগুলোর ভালোবাসা অর্জন করে সফলতার কঠিন দ্বার অতি সহজভাবে উম্মুক্ত করে এই মানুষগুলোর হৃদয়ে মৃত্যুর পরেও বেঁচে থাকার চিরঞ্জীব সম্পর্কের সাথে আলিঙ্গন করার সৌভাগ্য হয়েছে।
^^^--প্রিয় এই প্লাটফর্মের ছাত্র হয়ে পেয়েছি একটি ভালো মানুষের বিশাল পরিবার যুক্ত হতে পেরেছি একটি চমৎকার বড় মাপের নেটওয়ার্কের সাথে। যা জীবনের জন্য অতি অপরিহার্য,যা দৈনন্দিন জীবনের প্রত্যেকটি কাজে আসবে।এই প্ল্যাটফর্মের ভাই বোনদের শ্রদ্ধা সম্মান ও ভালোবাসায় প্রতিমুহূর্তে হচ্ছি মুগ্ধ বিমোহিত ও আনন্দিত। চারপাশের মানুষগুলোর ভালোবাসা পাওয়া,এর চেয়ে বড় প্রাপ্তি মানুষের জন্য আর কি হতে পারে!এখানে যুক্ত হয়ে দুচোখ ভরে দেখতে পেরেছি মন দিয়ে অনুভব করতে পেরেছি প্রিয় স্যার এর ইউ টিভি লাইভ এর মাধ্যমে অনেক বড় বড় গুনী জনদের সাথে। প্রতিনিয়ত তাদের কথা শুনছি আর শিখছি সাথে সাথে হৃদয়ে ধারণ করার চেষ্টা করছি,চেষ্টা করছি তাদের দেখানো দিকনির্দেশনা মত চলে নিজের জীবনটা আরেকটু সুন্দর পর্যায়ে নিয়ে যেতে।
^^^--প্রানের প্রিয় এই প্লাটফর্ম থেকেই শিখছি বেশি মুনাফার মন মানসিকতা পরিহার করে মানবিক ব্যবসা,বিনা খরচেনিজেকে চমৎকারভাবে ব্র্যান্ডিং করার সুযোগ পাচ্ছি এই প্ল্যাটফর্মের মহান শিক্ষকের মহৎ শিক্ষায় শিক্ষিত হয়ে অন্যের ভালো কাজের প্রশংসা করতে শিখেছি,,সমাজের দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর মন মানসিকতা তৈরির শিক্ষা অর্জন করেছি এই প্ল্যাটফর্ম থেকে। শিখেছি ভলান্টিয়ারিং এর মতো মানবিক কাজ,,হিংসাকে চিরতরে হৃদয় থেকে বিতাড়িত করার আদর্শিক শিক্ষার সাথে মধুময় আলিঙ্গন করার সৌভাগ্য হয়েছে এই প্ল্যাটফর্মের কারণে,,মূলধন ছাড়া ব্যবসা করার সাহস সঞ্চিত হয়েছে, এই প্রিয় স্যারের শিক্ষা থেকে। অল্পপুঁজিতে কিভাবে ব্যবসা করা যায়, কিভাবে পার্টনারশিপ নির্বাচিত করতে হয়, সব ই শিখেছি নিজের বলার মত একটা গল্প গ্রুপ ফাউন্ডেশন থেকে।
^^^--নিজে একা বাঁচার নাম জীবন নয় মহৎ শিক্ষা অর্জন করেছি প্রিয় এই প্লাটফর্ম থেকে।
শুদ্ধ ভাষায় কথা বলার উপকারিতা জানতে পেরেছি এখান থেকেই,আমাকে দিয়েই হবে ,আমিই পারবো ইনশাআল্লাহ এই মন্ত্রটি হৃদয়ে পুঞ্জিভূত করে রাখার কৌশল শিখেছি প্রিয় এই প্লাটফর্ম থেকে,,জিতবে ,না হয় শিখবে,হারবে না কখনো -----জীবনে সফলতার জন্য এই অমূল্য বাণী হৃদয়স্থ করার অপূর্ব সক্ষমতা অর্জন করেছি এই প্ল্যাটফর্ম থেকে,,আমাদের কলুষিত সমাজের চারপাশের মানুষগুলোর অহেতুক সমালোচনার গণ্ডি উপেক্ষা করে জীবনকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই সুন্দর শিক্ষা অর্জন করেছি প্রিয় এই পারফর্ম থেকেই।
কোন কথার সাথে সাথে জবাব না দিয়ে একটু সময় নিয়ে জবাব দেওয়ার সু কৌশল অবলম্বন করার শিক্ষা পেয়েছি। পেয়েছি মুখে জবাব না দিয়ে কাজের মাধ্যমে জবাব দেওয়ার পরম সু শিক্ষা,,হৃদয় উজাড় করে কাজকে ভালোবেসে করতে হবে। ভালবাসার কাজে কোনো ক্লান্তি নেই। এতদিনে তাও শিখে গেছি। সর্বোপরি এখানে পেয়েছি এমন একজন উদার মহৎ মহান মেধাবী সমাজের নিবেদিতপ্রাণ, অন্ধকারের আলোকবর্তিকা, অসহায় মানুষদের অতন্দ্র প্রহরী,
_______অবশেষে _______
এই প্ল্যাটফর্ম থেকে আমরা এতো দিনে অনেক গুলো সেশান,, অনেক ইভেন্ট পেয়েছি যা একজন মানুষ কে একজন সফল উদ্যোক্তা হতে,, আর অন্য কিছুর প্রয়োজন নাই,, তবে সবাই সমান শিখতে পারবেনা, আমি, আপনি কতোটুকু শিখেছি সেটা আমরা নিজেরাই জানি,, স্যারের এ অক্লান্ত পরিশ্রম ফলে আমরা নিজেকে কতোটুকু পরিবর্তন করতে পেরেছি,, সেটা আমরা আমাদের নিজেকে প্রশ্ন করলে জানতে পারবো, তাছাড়া আমাদের প্রিয় প্লাটফর্মে অ্যাক্টিভিটি থেকেই বুজতে পারিসাথে সবার সাথে আমাদের কতটা ব্রান্ডিং আমরা সবার সাথে কতটা অপরিচিত,নিজেকে প্রশ্ন করলেই খুঁজে পাই
স্ট্যাটাস অব দ্যা ডে"- ৪৮৪
Date:- ১৫/০৩/২০২১
রেজিস্ট্রেশন নাম্বার ৫৩২৮৭
ব্যাচঃ১৩
থানাঃকোম্পানীগঞ্জ
জেলাঃনোয়াখালী
বর্তমান লেবানন প্রবাসী একজন রেমিটেন্স যোদ্ধা