আরে প্রিয়া যে কেমন আছিস?তোর এতদিন পর আমাদের কথা মনে পড়লো।
-----------------------গল্পে গল্পে সেল পোস্ট-----------------
💞💞নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন এ আজ স্যার পোস্ট করেছেন ২০০ জন নারী উদ্যাগত্তাকে ৫০,০০০ টাকা দেওয়া হবে। পোস্টটি দেখে খুব ভালো লাগছিলো। হঠাৎ করে আম্মু বলতেছে আজ খবরে দেখেছিস করোনায় ১১২ জন মারা গেছে😢।মনটা খুব খারাপ হয়ে গেলো। আসলেই দিন দিন মহামারীর তীব্রতা বেড়েই চলেছে তার উপর অনেক মানুষ মারা যাচ্ছে।অনেক মানুষ না খেয়ে কষ্টে দিন কাটাচ্ছে।অনেক দিন বান্ধুবীদের সাথে কথা হয় না।তাই মন ভালো করার জন্য গ্রুপে কল দিলাম।টিং টিং টিং টিং
☘️তানিয়াঃ আরে প্রিয়া যে কেমন আছিস?তোর এতদিন পর আমাদের কথা মনে পড়লো।
🌿শান্তাঃযাক অনেকদিন পর আড্ডা দিবো ভালোই লাগছে।
🙋♀️আমিঃআলহামদুলিল্লাহ ভালো আছি। তোরা কেমন আছিস সবাই?
☘️তানিয়াঃআমি ভালো আছি। তবে আমার মেয়েটা খুব রেগে আছে আমার উপর।
🌿শান্তাঃকেন মারছিস মেয়েটাকে?তোর তো আবার রাগ বেশি।
☘️তানিয়াঃনা রে মারি নি।আসলে সামনে ঈদ। লকডাউনে সব মার্কেট বন্ধ।কিন্তু ও এগুলো শুনতেই চাচ্ছে না।ওকে নতুন ড্রেস এনে দিতেই হবে বলে রাগ করে বসে আছে।
🙋♀️আমিঃএটার জন্য আম্মুটা রাগ করেছে।আচ্ছা ঠিক আছে আম্মুটাকে এইবার আমি নিজেই একটা ড্রেস দিবো।
☘️তানিয়াঃতুই ড্রেস দিবি কই থেকে তোদের ওখানে কি মার্কেট খোলা?তাহলে আমি তোর ভাইয়ের জন্য ২ টা পাঞ্জাবী আনতান।
🌿শান্তাঃতানিয়া তুই দেখি প্রিয়ার কোনো খোঁজেই রাখিস না।তুই জানোস না প্রিয়া মহিলাদের হিজাব,খিমার সেট,কুমিল্লার খাদি পাঞ্জাবি, থ্রি পিস, বেবি ড্রেস ও কসমেটিকস নিয়ে ব্যাবসা করে।আবার ওর নিজের একটা অনলাইন পেজ ও আছে👇👇👇👇👇👇
https://www.facebook.com/JHANARASULTAN007
আমি মাঝে মাঝে দেখি ও ওর পেজে পোস্ট করে।খুচরা ও পাইকারি দুইভাবেই বিক্রি করে। অনেকেই নেয় দেখি।
☘️তানিয়াঃও মা তাই নাকি।যাক ভালোই হলো আমি প্রিয়ার কাছ থেকে ঈদের সব কিছু কিনতে পারব।আমার মেয়ের মুখে হাসি ফুটেছে পাশ থেকে আমাদের সব কথা শুনছিলো। আচ্ছা আমার শাশুড়ি ও মার জন্য ২ টা শাড়ী লাগবে? প্রিয়া তুমি কি ব্যাবস্থা করে দিতে পারবি?
🙋♀️আমিঃসরি রে আম্মু ডাকছিলো তাই তোদের সব কথা শুনতে পাই নি।হ্যাঁ তানিয়া শাড়ি দেওয়া যাবে।আমার চিনা কিছু আপু আছে---------
১।Lipi akter
২।Jannatun Naime
৩।@Farjana yeasmin
৪।@Sweety akter kadiza
তারা শাড়ি নিয়ে ব্যাবসা করেন।আমি তাদের থেকে কিছু শাড়ির ছবি নিয়ে তোকে পাঠাবো।
🌿শান্তাঃআচ্ছা প্রিয়া তোকে অনেক দিন ধরে একটা কথা জিজ্ঞেস করবো কিন্তু মনে থাকে না।প্রায় দেখি তুই একটা গ্রুপের সেল পোস্ট করিস এটা কিসের গ্রুপ রে?
🙋♀️আমিঃএটা নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন যেখানে রেজিষ্ট্রেশন করে আজীবনের জন্য সদস্য পাওয়া যায়।
🌿শান্তা ঃতাই নাকি। রেজিষ্ট্রেশন করতে কি টাকা লাগে?একটু খুলে বলতো?
🙋♀️আমিঃনা রে কোনো টাকা লাগে না আচ্ছা।তোকে একটু খুলেই বলি।
🙋♀️আমিঃআসলে ফেসবুকে "নিজের বলার মতো একটা গল্প " আছে।এখানে শুধু ক্রয়-বিক্রয় হয় না,এখানে বিভিন্ন মানবিক কাজ ও করা হয়।শীতের সময় গরিবদের শীতবস্ত্র বিতরন 😃করা হয়েছে।যে কোনো প্রয়োজনে এই গ্রুপের ভাই-বোনদের পাশে পাওয়া যায়। সবচেয়ে বড়😄 কথা এই গ্রুপে মেয়েদের স্বাবলম্বী🧍♀️করার জন্য যা যা করা দরকার সব এই গ্রুপে করা হয় এবং মেয়েদের যথাযথ সম্মান দেওয়া হয়।
🌿শান্তাঃকি বলিস?এতো উপকারি গ্রুপ।এই গ্রুপের কাজ কি😊 বলতো?
🙋♀️আমিঃ আমরা এই গ্রুপে প্রতি মঙগলবার হাটে আসতে পারি।আমি কিনতেও পারব আবার বিক্রিও করতে পারব। 👉👉নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের মাধ্যমে ভালো মানুষ হতে পারবে।অনেকগুলো ভাই-বোন পাওয়া যাবে। তোরা জানোস,👉👉এই গ্রুপে আমাদের দেওয়ার মতো কিছুই নেই,তবে নেওয়ার মতো অনেক কিছুই আছে। এই গ্রুপ থেকে আমরা যা যা শিখতে পারি-------------👇👇👇
💢এই গ্রুপে ৯০ দিন ধরে এক একটা ব্যাচ করে ৯০ টি স্কেল শিখানো হয়।আর এই প্রতিটি ব্যাচে ৯০ দিনের ব্যাচে থাকে ৩৫৮ টি কন্টেন্ট। উদ্যাগত্তা বিষয়ক প্রশিক্ষণসহ ১০ টি স্কিলস শেখানোর অনলাইন প্রশিক্ষণ কর্মশালায় টানা ৯০ দিনের প্রতিটি ব্যাচে মোট ৩৫৮ টি সেশন দিয়ে বিনামূল্যে অর্থাৎ ফ্রি ছাড়া ট্রেনিং করানো হয়।
১|প্রতি ব্যাচে টানা ৯০ দিনে ৯০ টি সেশন হয়।
২|প্রতি ব্যাচে ৯০ দিনে ৯০ টি ভিডিও সেশন হয়।
৩|প্রতি ব্যাচে ৯০ দিনে ৯০ টি প্রতিদিন "নিজের সাথে কথা বলা নিয়ে সেশন হয়।
৪|প্রতি ব্যাচে ২৫ টি লাইভ শো(ঘুরে দাঁড়ানোর গল্প) নিয়ে Utv Live-এ সফল উদ্যোগত্তা হয়ে উঠার গল্প শুনানো হয়।
৫|প্রতি ব্যাচে ১২ টি বেসিক আইসিটি ক্লাস নেওয়া হয়।
৬|প্রতি ব্যাচে ১২ টি ইংরেজি ক্লাস নেওয়া হয় ও শিখানো হয়।
৭|প্রতি ব্যাচে ৮ টি বেসিক অ্যাকাউন্টিং ক্লাস নেওয়া হয়।
৮|প্রতি ব্যাচে ৩০ দিনের প্রজেন্টেশন ও কমিউনিকেশন স্কিলস শেখানো হয়।
৯|সারাদেশে ৫,০০০০০ তরুন-তরুনীদের প্রশিক্ষণ প্রদান ৬৪ জেলায় ও ৫০ টি দেশে ১৪০০ টি মিট আপ আয়োজন করে ১০৬১ দিন টানা অনলাইন প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করে ইতিহাসে ৭৫০০ উদ্যাগত্তা তৈরি হয়েছে।
👉👉তাছাড়া ,এখানে ✍️লেখা ভালো হলে স্ট্যাটাস অফ দা ডে নির্বাচন করা হয়। এতে করে লেখার✍️আগ্রহ আরও বেড়ে যায়।
🌿শান্তাঃএত কিছু একটা গ্রুপ থেকে কি😱 করে সম্ভব?
🙋♀️আমিঃহ্যাঁ রে ।এইটা সম্ভব হয়েছে শুধুমাত্র আমাদের সবার প্রিয় শিক্ষক, প্রিয় মেন্টর " Iqbal -Bahar-Zahid"স্যারের জন্য।
☘️তানিয়াঃতোর কেমন সেল হয় এই গ্রুপ থেকে?
🙋♀️আমি ঃআলহামদুলিল্লাহ। আমার ৬০℅সেল হয় শুধুমাত্র এই গ্রুপ থেকে।আর ৩০℅সেল হয় আমার ফেসবুক পেজ👇👇
https://www.facebook.com/JHANARASULTAN007/
থেকে।তোরা কি জানিস আমার এই পরিচিতি কি কারণে সবাই আমাকে এত বেশি😄 চিনে।
☘️তানিয়া ঃকি কারনে😌 রে?
🙋♀️আমিঃআমি এই গ্রুপে প্রতিদিন সেল পোস্ট দিই।অন্যান্য ভাই-বোনদের পোস্ট এ কমেন্ট করি।স্যার বলেছেন----"প্রচারেই প্রসার"।তাই আমি নিজের পরিচয়ের মাধ্যমে নিজের ব্যাবসার প্রচারণা করে যাচ্ছি।
☘️🌿শান্তা ও তানিয়াঃআমরা ও এই গ্রুপে রেজিষ্ট্রেশন করতে চাই।কি করে করতে পারি রে?
🙋♀️আমিঃএখন আমাদের গ্রুপের ১৪ তম ব্যাচ শুরু হয়েছে।আমি তোদের লিংক দিয়ে দিচ্ছি তোরা করে নিস আর না পারলে আমাকে বলিস আমি করে দিবো ইনশাআল্লাহ।
তাছাড়া আমাদের গ্রুপে রেজিষ্ট্রেশন টিম আছে যারা প্রতিনিয়ত অন্য ভাই-বোনদের রেজিষ্ট্রেশন করিয়ে দিচ্ছে।
আচ্ছা অনেক রাত হয়ে পড়ে আরেকদিন কথা হবে।
☘️🌿তানিয়া ও শান্তাঃআচ্ছা ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ তোকে আমাদের এই গ্রুপের সম্পর্কে বলার জন্য।না বললে জানতামেই না এত সুন্দর এক একটা গ্রুপ আছে তা ও আমাদের বাংলাদেশে।
🌿শান্তাঃআসলে আমার ও খুব ইচ্ছে করে নিজে একজন উদ্যাগত্তা হওয়ার।কিন্তু আমার কাছে বেশি টাকা নেই যে ব্যাবসা করব😢
🙋♀️আমিঃআমাদের স্যার সব সময় বলেন ------" ব্যাবসা করতে পুজি লাগে না"
তোর কাছে যতটুকু টাকা আছে তাই দিয়ে শুরু কর।তবে লেগে থাকতে হবে।ব্যাবসার সফলতা তখনেই সম্ভব যদি তুই লেগে থাকতে পারি।তোদের বলে এয়াখি আমি ব্যাবসা শুরু করেছিলাম মাত্র ৩০০০ টাকা দিয়ে।আলহামদুলিল্লাহ এখন আমার আয় অনেক বেশি।
🌿শান্তাঃযাক তোর কথায় সাহস পেলাম।ইনশাআল্লাহ আমি ও তাহলে ব্যাবসা শুরু করব।
🙋♀️আমিঃআচ্ছা আজ তাহলে রাখি অন্য দিন সময় করে আবার ফোন দিবো।
☘️🌿তানিয়া ও শান্তাঃআচ্ছা। ভালো থাকিস।
🙋♀️আমিঃফোন রেখে দিয়ে ভাবতে লাগলাম আমাদের মতো কত ভাই-বোন নতুন করে বাঁচতে শিখছে।নিজের প্রিয় গ্রুপের কথা অন্যদের কাছে বলতেও এখন অনেক ভালো লাগে।
👉কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় মেন্টর "Iqbal-Bahar-Zahid" স্যারের প্রতি।
"স্ট্যাটাস অব দ্যা ডে"-৫১৩
তারিখ :- ২০.০৪.২০২১
ধন্যবাদান্তে
আমি 🙋♀️নাসরিন আক্তার প্রিয়া
নিজের বলার মতো একটা গল্প প্লাটফর্ম-এর
গর্বিত সদস্য ও কমিউনিটি ভলেন্টিয়ার
👉👉ব্যাচঃ১১
✍️রেজিষ্ট্রেশন ঃ৩২৯২৫
🇧🇩জেলাঃরামগঞ্জ, লক্ষিপুর
👰বর্তমান অবস্থান ঃ ফরিদগঞ্জ,চাঁদপুর