গল্পের☘ ছলে 🍀ক্রয়-বিক্রয় 🍀
🍀বিসমিল্লাহির রাহমানির রাহিম,,,
🍀হাট বার 🍀হাট বার 🍀 হাট বার,🍀
🍀গল্পের☘ ছলে 🍀ক্রয়-বিক্রয় 🍀
☘"আসসালামু আলাইকুম"☘
🍀আমি শুকরিয়া আদায় করি ঐ মহান আল্লাহর দরবারে যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং এই মহামারি করোনার মধ্যে দিয়ে সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ,,
🍀 আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের প্রাণ প্রিয় শিক্ষক, মেন্টর জনাব #ইকবাল বাহার জাহিদ স্যারকে। তিনি তার অক্লান্ত পরিশ্রমে মাধ্যমে আমাদের মাঝে সুন্দর একটি প্লাটফর্ম তৈরী করে দিয়েছেন।
🍀বাংলাদেশে এই প্রথম “নিজের বলার মতো 🍀একটি গল্প ফাউন্ডেশন” এর "সাপ্তাহিক অনলাইন হাট"
🍀নিজেদের পণ্য কিনে হোন ধন্য"
প্রতি মঙ্গলবার, সকাল ৯ টা থেকে রাত ৯ টা টানা ১২ ঘণ্টা।
আমরাই ক্রেতা আমরাই বিক্রেতা এই বাক্য প্রতিনিয়ত আমরাই হচ্ছি নিজেদের ক্রেতা-বিক্রেতা।
আর ঈদ উপলক্ষে বিশাল আয়োজন ৭ দিনের হাটবার। আলহামদুলিল্লাহ
🍀আমাদের পরিবারের সমস্ত কেনাকাটা হোক নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের অনলাইন হাট থেকে,কি নেই আমাদের হাটে???আমাদের ফাউন্ডেশনের প্রায় সবাই একজন ভালো মানুষ, আমরা বুক ফুলিয়ে আমাদের পরিচিত দেই।
🍀ছাই থেকে শুরু করে স্বর্ণ পর্যন্ত,দৈনন্দিন জীবনের যাবতীয় প্রয়োজনীয় জিনিস,পাওয়া যাচ্ছে আমাদের অনলাইন হাটে,,আসুন আমরা ক্রয় করে আমাদের প্রয়োজন মেটায়,বিক্রয়দের মনে উৎসহ জায়গায়।,পণ্য কিনে নিজেকে ব্রান্ডিং করি।
🌿🌿আজকে আমি গল্প বলবো অফলাইনের সেলে🌹🌹
গল্প গ্রুপে যুক্ত হওয়ার পর থেকেই সকলের সাথে একটা চমৎকার নেটওয়ার্কিং গড়ে তুলেছি বা তুলতেছি কারন আমি বুঝতে শিখেছি কি করে নিজের ব্রান্ডিং ও মার্কেটিং করতে হয়।
তাই কয়েকদিন আগে বাচ্চার স্কুলের এক ভাবি কে ফোন দিলাম সাধারন আলপচারিতার জন্যে কথাপোকথন তুলে ধরলাম।
আমিঃ কেমন আছেন,ভাবি?
ভাবিঃ জি,আলহামদুলিল্লাহ ভালো। আপনি?
আমিঃ আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি।
ভাবিঃ এতদিন পর কল দিলেন?
আমিঃ না,ভাবি একটু গ্রুপে সময় দিচ্ছিলাম জেলা সেশন চর্চা নিয়ে, তাছাড়া আমাদের গ্রুপে অনলাইনে ঈদ হাট শুরু হয়েছে তাই একটু সময় দিচ্ছি গ্রুপকে।
ভাবি:- আপনাদের গ্রুপে অনেক উদ্যোগতা দেখে ভালোই লাগছে খারাপ না ইকবাল স্যার দারুন দারুন কাজ করছে। নতুন নতুন উদ্যোগতাও তৈরী করছেন
আচ্ছা ভাবী আপনাদের উদ্যোগতা সংখ্যা কতজন হবে?
আমি :- ৫০০০০ ছাড়িয়েছে, আপনি জানেন ইতিমধ্যে আমিও উদ্যোগতা হিসাবে আত্ম প্রকাশ করছি।
ভাবী :- আপনে তো করবেন করবেন বলেছিলেন কবে & কিভাবে?
আমি:- আসলে ভাবি আমি ছোট একটা উদ্যোগ শুরু করেছি থ্রিপিস নিয়ে কাজ করছি।
ভাবিঃতাই নাকি। বর্তমান পরিস্থিতি তে এতো বড় সাহস পেলেন কিভাবে & কোথায় এত থ্রিপিস সেল দিবেন?
আমিঃ ভাবী জানেন আমি সর্বোচ্চটা দিয়ে গ্রুপে সময় দিচ্ছি আর গ্রুপে আমাদের আজীবন সদস্য সংখ্যা ২৮০০০০ এর অধিক এরা সবাই রেডিমেট ক্রেতা-বিক্রেতা। তাছাড়া এখন ৭দিনের ঈদ হাট বসেছে মানে উদ্যোগতাদের মেলা। তাই চিন্তা কম তুমি তো ভাবী গ্রুপে সময় দিতে চাও না। একটু করে সময় দেও।
ভাবী :- আমাদের শপিং কি হবে জানি না তোমার ভাই খুব সতর্ক করতেছে কোভিড-১৯ নিয়ে, তবে একটা কথা তোমার থ্রী-পিচ গুলো দেখাও না কয়েকটা পিক ইনবক্সে বা ইমুতে দাও আমি দেখি। তবে সুতির কালেকশন থাকলে আমাকে কয়েকটা ছবি দিও।
আমি :- ঠিক আছে,আমি ইমুতে পাঠাচ্ছি। কিছু পাকিস্তানি ও ইন্ডিয়ান সুতি থ্রিপিস আছে,অনেক সফ্ট। পিউরের ওড়না আছে দুইটার সাথে, আরগুলো সুতির ওড়না।
ভাবিঃআচ্ছা পিউরের ওড়নার গুলো কত?
আমিঃ১৪৫০ টাকা
ভাবিঃজামগুলোতো অনেক সুন্দর। তাহলে লাল রংয়ের টা আমার জন্য রাখিয়েন। আমি কালকে আসব।
ওকে।
আমিঃ ঠিক আছে ভাবি।
আলহামদুলিল্লাহ একটা কনফার্ম হইল।
এইভাবে আপনাদের কাছে পৌঁছে যাবে আমার পণ্য সমূহ সেই সাথে ঈদের আনন্দ উপভোগ করুন আমার প্রতিষ্ঠানেরর সাথে।
ফেসবুক পেইজ :-
https://www.facebook.com/Fashion-Style-106197278220572/
🌿🌿 সেল পোস্ট🌿🌿
পাকিস্তানি লোন উইথ ডিজিটাল প্রিন্ট
খুবই আরামদায়ক সুতি থ্রিপিস।ঈদের দিন সকালে প্রথম চয়েস হতে সুতি থ্রিপিস গুলো।
খুচরা মূল্যঃ ১০০০- ১৫০০ টাকা
"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৫২৫
Date:- ০৪/০৫/২০২১
খাদিজা আকতার
ব্যাচ ১২
রেজিষ্ট্রেশন নং৪৮৯০৪
কমিনিউটি ভলান্টিয়ার
রায়পুর,লক্ষ্মীপুর।