আমরা শুধু মাত্র প্রযুক্তির দিক দিয়ে উন্নত হচ্ছি
❤️গল্পে গল্পে সেল পোস্ট❤️❤️
আমরা শুধু মাত্র প্রযুক্তির দিক দিয়ে উন্নত হচ্ছি কিন্তু আমাদের মন মানসিকতা আজও উন্নত নয়।কি হয় মানুষকে শুধু মানুষ হিসেবে মূল্যায়ন করলে?আমরা কেউ তো পারফেক্ট না,তাহলে কেন অন্য একজনের দিকে আঙুল তুলে তাকে বলি তুমি পারফেক্ট না,তোমার এই এই সমস্যা কি করে বলি আমরা?নিজেদের সমস্যা গুলো আমাদের কাছে এতই ছোট?শুধু কি শারীরিক ভাবে ত্রুটি মুক্ত হওয়ায় পারফেক্ট??তাহলে আপনি আমি এখনো ভালো মানুষ হয়ে উঠতে পারিনি,যে মানুষ অন্য একজনকে মানুষ হিসেবে সম্মান দিতে পারে না,সে কখনো ভালো মানুষ হতেই পারেনা।
চলুন এক নিষ্ঠুর বাস্তবতার গল্প বলি আপনাদের কে আজ👉
✍️✍️আমার বান্ধবী নিম্মি-- বান্ধবী তুই কেমন আছিস?
আমার বান্ধবী প্রিয়া-- এইতো ভালো আছি তুই কেমন আছিস?অনেক দিন পর তোর সাথে দেখা হলো।কি খবর বল?দিন দিন তো আরো বেশি কিউট হয়ে যাচ্ছিস কি ব্যাপার?হুম?দুষ্টুমি করে বললো প্রিয়া🥰।
নিম্মি-- প্রিয়া তোর সব সময় দুষ্টুমি তাই না?আমার আর খবর,আছি ভালোই।তোর টা বল।শুনলাম বাসায় নাকি ঝামেলা শুরু করেছিস?
প্রিয়া-- খবর তাহলে বাতাসের গতিতে ছড়িয়ে পরেছে তাই না??আরে আম্মুর সাথে ঝগড়া,আম্মু সারাক্ষণ বিয়ে নিয়ে ঝামেলা করে।আমি যতোই বুঝাই কাজ হয়না,তাই ঝগড়া হয়েছে।বাদ দে এইসব,আম্মু এমন ই মানুষ একটা কিছু বললে সেটা নিয়ে ই পরে থাকে।
নিম্মি-- প্রিয়া বিয়েটা করে নে।অর্নাসে পড়াশোনা করছিস বিয়ের বয়স তো হয়েছে।তাহলে কেন এমন করছিস?আর আমাকে দেখ।আমি তো আমার মা বাবার বোঝা।
প্রিয়া-- নিম্মি তুই এটা কেমন কথা বলছিস?তোর মতো মেয়ের মুখে এমন কথা মানায়?তুই কত লক্ষী,কত গুণবতী,কিউট একটা মেয়ে।তুই তো কত্ত ভালো।আর তুই এমন করে বলছিস?আমি আর তুই তো একই।একই সাথে পড়াশোনা ও করছি দুজনে।তো?তুই বোঝা হবি কেন?
নিম্মি-- তুই আমি কখনোই এক না প্রিয়া।আমার পায়ের সমস্যা টা আমাকে তোদের থেকে অনেক আলাদা করে দিয়েছে রে।আমি স্বাভাবিক ভাবে হাঁটতে পারিনা এটা কি খুব বেশি স্বাভাবিক?সবাই সব সময় আমাকে আলাদা চোখে দেখে,যেন আমি কোন ভিন গ্রহের কেউ।আর প্রতিদিন কেউ না কেউ মায়ের কাছে এসে বলে যায়,এমন মেয়েকে কি করে বিয়ে দিবেন?সারাজীবন ঘরেই রাখতে হবে। আরো অনেক কিছু রে।সেসব তুই বুঝবি না।
প্রিয়া-- কি বুঝবো না আমি?হুম?তোর পায়ে একটু সমস্যা এটা কি এমন আহামরি ব্যাপার?আমাদের এই আশেপাশের মানুষ গুলো আমাদের কে শান্তি তে কখনো থাকতে দিবে না।ঐ পাশের বাসার তনয়ার মা আন্টিটা এমন বলেছে তাই না?তার মেয়ে তো ইন্টারে ফেইল করলো সেটা কিছু না,সেখানে তুই গোল্ডেন পেয়ে পাস করলি,এখন ভালো একটা সাবজেক্টে অর্নাস করছিস,কত গুণ তোর সেগুলো কিছু না,ঐ মহিলা শুধু তোর পায়ের একটু সমস্যা সেটাই দেখলো তাই না?আর এমন মহিলার কথায় তুই মন খারাপ করিস?নিম্মি তুই খাঁটি সোনা।কারো উপর বোঝা না তুই।তুই তো এস এস সি পাস করার পর থেকে টিউশন করে নিজের খরচ নিজে জোগাড় করিস আমি তো সেটাও করিনা তাহলে তুই কি করে বোঝা?এইসব কথা আমার সামনে আর বলবি না তুই।
নিম্মি-- প্রিয়া তুই খুব ভালো রে।সব সময় আমাকে সার্পোট করিস,আমার পাশে সব সময় থাকছ তুই অনেক ভালো রে।
প্রিয়া-- হয়েছে অনেক ডায়ালগ।এইসব নিয়ে মন খারাপ করলে মাইর খাবি।সামনে তোর ব্রাইট ফিউচার।যখন তুই তোর স্বপ্ন টা পূরন করতে পারবি,অনেক বড় হবি জীবনে দেখবি তখন এই মানুষ গুলো ই তোকে স্যালুট করবে।তুই আমাদের সকলের গর্ব।তোর মতো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আমাদের বান্ধবী মহলে আর কে আছে?হুম?
নিম্মি-- হয়েছে হয়েছে এইবার পাম বেশি হয়ে যাচ্ছে😁।
প্রিয়া-- সত্যি কথা বললেই পাম।আর ঐ ঝামেলার মানুষ গুলো পঁচা পঁচা কথা বলে সেগুলোই ভালো তাই না??
যেই কারনে আসলাম সেটাই তো ভুলে গেছি।আমার কাজিনের জন্মদিন ৪দিন পরে,তার জন্য কি নিবো আমি কিছুই বুঝতে পারছি না।চল তোকে নিয়ে মার্কেটে যাব।তুই পছন্দ করে দিবি গিফট।
নিম্মি-- এখন?আর তোর কোন কাজিন?
প্রিয়া-- ঐ যে ভঙ্গি রানী সোহা।সারাদিন তো সাজুগুজু ছাড়া তার কাজ নেই।পিচ্চি একটা মেয়ে মাত্র কলেজে ভর্তি হলো আর তার কি পাকনা পাকনা কথা।আমাকে বলেছে গিফট পছন্দ না হলে নাকি আর আমাদের বাসায় আসবে না।ওরে ছাড়াও তো আবার ভালো লাগে না।সে কিন্তু তোকে খুব পছন্দ করে নিম্মি 🥰।
নিম্মি-- ও আচ্ছা সোহা।তো তার জন্য তুই সাজুগুজু ই কিনে দে।তার তো কত কি লাগে।🥰
প্রিয়া-- কি কিনবো আমি?আমি তো নাম ই বলতে পারিনা সব কিছুর যেগুলো সে বলে।
নিম্মি-- আরে চাপ নিচ্ছিস কেন?আমি তোকে সল্যুশন দেই।তুই তার জন্য একটা সুন্দর গহনার সেট নিয়ে যা,সে তো আবার এগুলো খুব পছন্দ করে।দেখবি খুশি হবে।শাড়ি পরে পরে দেখি দুই দিন পর পর ফেইসবুকে ছবি দে।😁।তোর বোনটা কিউট আছে কিন্তু 🥰
প্রিয়া-- এটাই তো সমস্যা।সে সুন্দরী তার উপর এতো সাজে,আমার বিরক্ত লাগে।আচ্ছা গহনা ই কিনি তাহলে চল।
নিম্মি-- বেশি দূরে যেতে হবে না।সায়মার বাসায় চল সেখান থেকে নিব।
প্রিয়া-- ওর বাসায় কোথায় পাব?আর আমি গেলে আমাকে মাইর দিবে রে,আমাকে কতদিন বলছে কল দিয়ে বাসায় যেতে কিন্তু আমি যেতে পারিনি।সেখানে যাওয়া যাবে না।
নিম্মি-- আরে আমার সাথে চল কিচ্ছু করবে না।আর সে গহনা নিয়ে বিজনেস করে,দারুণ দারুণ গহনা বানায় ওর থেকেই নিয়ে যা।
প্রিয়া-- আমি তো জানতাম ই না রে।তাহলে ওর থেকেই নিয়ে যাই।তুই আমাকে দেখিস পিটনা দিলে।😆
নিম্মি-- আচ্ছা আমি দেখবো।চল তুই।ধারা আমি হিজাব টা পরে যাই।
প্রিয়া-- তারাতাড়ি কর।
নিম্মি-- আমি রেডি💁♀️
প্রিয়া-- ওয়াও কাঠ গোলাপ হিজাব পিন?এটা কি সুন্দর রে।আমাকে দিয়ে দে।কয় থেকে কিনেছিস এটা?আমিও কিনবো।আমার কাঠ গোলাপ খুব ভালো লাগে।
নিম্মি-- এটা গিফট আমার।এটা দেওয়া যাবে না।তবে যেখানে যাব সেখানে পেয়ে যাবি,মানে হলো এটা সায়মার থেকে গিফট পেয়েছি।তুই ও নিয়ে আসবি একটা😍।আর ওর পেইজে দেখিস কি সুন্দর সুন্দর গহনা।সার্চ দে।নাম প্রিয়ণিকা-prionika
প্রিয়া-- ওয়াও এতো সুন্দর বানাতে পারে?আমি তো কয়েকটা নিব।আমার খুব প্রিয়।পেইজে লাইক,ফলো ডান,এখন সব দেখতে পারবো আমি।
তাড়াতাড়ি চল আরো দেখবো।
নিম্মি-- চল চল🚶♀️🚶♀️।
💙💜🤎🖤❤️
সায়মা -- এতোদিন পর আপনারা?আজ কি বার?আজ কয় তারিখ?
নিম্মি-- মজা নেও না?আগেই বলি প্রিয়াকে মারবি না।ভয়ে আসতে চাচ্ছিলো না।আমি ধরে নিয়ে আসছি।
সায়মা-- উনি তাহলে উকিল নিয়ে আসছে এতোদিন পর।কতবার বলেছি জিজ্ঞেস কর তারে।
প্রিয়া-- দোস্ত আমি সরি।এই কান ধরলাম।আমি আসবো আসবো করে আসা হয়নি রে।
সায়মা-- আচ্ছা হয়েছে।এখন বস তোরা,আমি তোদের জন্য নাস্তা রেডি করি।আম্মু নেই একাই করতে হবে।
নিম্মি-- মাপ চাই,তোর রান্না খেতে চাই না😆
প্রিয়া-- আমিও🤣
সায়মা-- আবার শুরু করলি?😡
নিম্মি-- প্রিয়া-- আচ্ছা আচ্ছা সরি আর মজা করবো না।বস তুই।পরে খাওয়া যাবে।এখন কথা বলি।কতদিন পর দেখা।তোর খবর বল?
সায়মা -- আমার খবর তো ভালোই।সব মিলিয়ে সব ভালো।তোদের?প্রিয়া না আসলেই কি,তার খবর সব রাখি আমি।সে কি কি করে সব জানি😉।
নিম্মি-- আচ্ছা তুই প্রিয়ার পেছনে লাগিস না।প্রিয়া তো জানতোই না তুই গহনা বানাতে পারিস আমি তারে নিয়ে আসছি।সোহার জন্য গহনা নিবে।আর কাঠ গোলাপ ও নিবে নিজের জন্য।
প্রিয়া-- হারামি আমাকে বলিছ নি কেন?
সায়মা-- তোমাকে কতদিন আসতে বলেছি আমি?আসছিলা?আসলে তো দেখতেই পারতা।
নিম্মি-- থামবি তোরা?এখন যা গহনা দে সোহার জন্য।আর কাঠ গোলাপ আছে?
সায়মা-- না রে সেগুলো তো শেষ।তবে প্রিয়া আমি তোকে বানিয়ে দিব।ধারা কয়েকটা নতুন সেট আছে সেগুলো দেখাই।
প্রিয়া-- দোস্ত কোনটা রেখে কোনটা নিব? সব গুলো ই তো সুন্দর❤️।
নিম্মি-- সোহা গলায় কিছু পরতে পছন্দ করেনা মনে হয়,আমি তাকে মালা খুব কম পরতে দেখি।তুই এই কান টানা,টিকলি,পায়েল,আংটি এই সেট নে।ওর পছন্দ হবে।
প্রিয়া-- ওকে তাহলে এটা দে সোহার জন্য।আর আমাকেও এমন একটা পায়েল দে,খুব ভালো লাগছে আমার।❤️
সায়মা-- আচ্ছা আমি প্যাক করে দিচ্ছি।
প্রিয়া-- তোর কাছে একটা বিচার দেই।আমাদের নিম্মি রানী তো দিনদিন অধপতনে যাচ্ছে।সে মানুষের কথায় এখন কষ্ট পায়।সে নাকি বোঝা,ঐ যে তনয়ার আম্মা বলেছে।আর এদের কথায় সে এখন কান্না করে।
নিম্মি-- থাক না প্রিয়া এসব কথা।যা বলেছে সত্যি ই তো বলছে।
সায়মা -- নিম্মি মানুষের কথায় তুই এখনও কষ্ট পাস?যারা তোকে নিয়ে মন্দ বলে তাদের দিকে একবার তাকা।তারাই বলে যারা তোর চাইতে খারাপ অবস্থানে আছে।তনয়া তো ফেইল করেছে,আর তার মা তোকে খারাপ কথা বলেছে তাহলে ভাব?
যাদের কাজ নাই তারা তোকে নিয়ে এমন বলে।যারা আসলে মানুষকে মানুষ হিসেবে সম্মান দিতে জানে না তারা এমন বলে,যারা মনে করে তারা পারফেক্ট, নিজের দোষ যারা দেখেও দেখে না তারা এমন বলে,আর এই মানুষের কথায় তুই কষ্ট পাস?এটা কিন্তু ঠিক না।তুই কত কোয়ালিফাইড মেয়ে,কত গুণ তোর,তুই নিজের খরচ ও নিজে চালাস তো কেউ তোকে নিয়ে মন্দ বললো না কি সেটা নিয়ে কেন ভাবিস?তারা তোর ২ পয়সার কাজে আসে?তাহলে?
নিম্মি-- আচ্ছা আমি আর মন খারাপ করবো না।তোরা সবাই আমার পাশে আছিস আমি আর মন খারাপ করবো না।আমি অনেক বড় হবো জীবনে, সবাইকে দেখিয়ে দিব আমিও পারি,আমি কোন অংশে কম নয়,শারীরিক একটা ত্রুটি দিয়ে মানুষকে জাজ করা যায় না আমি প্রমান করে দিব।
প্রিয়া-সায়মা-- এই হলো আমাদের নিম্মির মতো কথা।❤️❤️
তারপর ৩ বান্ধবী মিলে গল্প চলতে থাকলো।✍️✍️
"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৫২৮
Date:- ০৭/০৫/২০২১
__________________
হিজাব ইমতিয়াজ সায়মা
ক্যাম্পাস এম্বাসেডর
ব্যাচ-১২
রেজি-৩৮২৮২
জেলা-ময়মনসিংহ
কাজ করছি হাতের তৈরি গহনা নিয়ে
পেইজ---- প্রিয়ণিকা
#প্রিয়কে_সাজাই_প্রিয়ণিকা