এই সময় থেকে আমাদের সতর্ক হতে হবে সকল পদক্ষেপ গ্রহণ করতে
আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো ও সুস্থ আছেন।
সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাই আমাদের সকলের প্রিয় মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যারকে যিনি এতো সুন্দর একটি প্লাটফর্ম আমাদের জন্য উৎসর্গ করেছেন। তার সাথে সাথে কৃতজ্ঞতা জানাই এই গ্রুপের সবাইকে যারা প্রতিনিয়ত তাদের পোস্ট এর মাধ্যমে
নতুনদের উৎসাহিত করছেন এবং তাদের জীবনের
সফলতার গল্প বলে আমাদের জীবনে সফলতার গল্প তৈরি করতে সাহায্য করছেন।💚
আমি গ্রুপে আসার পর পরিচিতি পোস্ট ছাড়া আর কোনো পোস্ট করিনি। তার কারণ হলো আমি ছোট। আমি এবার এসএসসি পরীক্ষার্থী। বয়সে ছোট বলে পোস্ট করতে ভয় পেতাম। তাই এতোদিন পোস্ট না করে আপনাদের সকলের পোস্ট থেকে শেখার চেষ্টা করেছি। স্যার বলেছেন স্টুডেন্ট লাইফ হলো একটি সঠিক সময়। এই সময় থেকে আমরা চেষ্টা করলে আমরা সহজেই সফল হতে পারবো। প্রয়োজন শুধু স্যার এর সকল অনুশীলন মেনে চলা।এই সময় থেকে আমাদের সতর্ক হতে হবে সকল পদক্ষেপ গ্রহণ করতে। ইনশাআল্লাহ আমিও স্যারের প্রতিটি কথা নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করছি। আমি আমার মায়ের মতো একজন ভালো মানুষ হতে চাই। আমি আমার মায়ের মতো একজন সংগ্রামী নারী হতে চাই। আমি আমার মায়ের মতো সফল হতে চাই। আমি একজন আদর্শ সন্তান হতে চাই। আমার মায়ের পাশে দাড়াতে চাই। একদম ছোটবেলা থেকেই দেখে আসছি আমার মাকে প্রতিনিয়ত সংগ্রাম করতে। আমার মা একাই ঘরে বাহিরে সবদিক সামলায়। আমার মায়ের ছোট্ট একটা বিজনেস (পার্লার) আছে। তার সাথে সাথে তিনি একজন শিক্ষিকা। বাহিরের সকল কাজ সামলিয়ে তিনি বাসায় ও একজন আদর্শ মা। আমার মায়ের সবদিক সামালাতে অনেক কষ্ট হয় যদিও তিনি কখনো তা আমাদের বুঝতে দেয় না। তাই আমি চাই আমার মায়ের পাশে শক্তি হয়ে দাড়াতে। আমার মায়ের মতো করে ঘরে বাহিরে সবদিক সামলিয়ে একজন সফল মানুষ হতে যা দেখে আমার মায়ের আমাকে নিয়ে গর্ব হয় এবং তার অক্লান্ত পরিশ্রম সার্থক হয়। আমি আমার মাকে দেখে বলতে পারি একজন নারী সব যে সব পারে। আমার জীবনে আমার মা একজন Idol.আপনারা সকলে আমার মায়ের( উম্মে কুলসুম কেয়া) জন্য করবেন তিনি যাতে সবসময় সুস্থ থাকে। পৃথিবীর সকল মা সুস্থ থাকুক সকলকে আল্লাহ নেক হায়াত দান করুক।
আপনারা সকলে আমার জন্য ও দোয়া করবেন যাতে আমি আমার মায়ের পাশে শক্তি হয়ে দাড়াতে পারি।❤️
স্ট্যাটাস অব দ্যা ডে"- ৪৯১
Date:- ১৮/০৩/২০২১
নামঃ কাসিমাতুন সুবাত মাহি
১৩ তম ব্যাচ
রেজি নংঃ৫৫৪২৩
জেলাঃচট্টগ্রাম
অবস্থান-চট্টগ্রাম