গল্পে গল্পে সেল পোস্ট
🥰গল্পে গল্পে সেল পোস্ট🥰
চলছে বিয়ের সিজন।বিয়ে হবে আর প্রিয়ণিকার গহনা হবে না এটা কি হয়??একদম না🥰🥰।চলেন গল্প টা শুনে আসি।
✍️✍️আগামী সপ্তাহে বান্ধবীর বিয়ে ঠিক হয়েছে তাই সব বান্ধবী মিলে লাস্ট একটা পার্টি প্ল্যান করলো।একসাথে অনেক দিন ধরে সময় ও কাটানো হয়না,অনেক দিন দেখাও হয়না।অনেক কথা জমে আছে।আর যেহেতু সামনে বিয়ে তাই প্ল্যানিং ও আছে,সব কিছু চিন্তা করে তারা সিদ্ধান্ত নিলো একটা লাস্ট ব্যাচেলার পার্টি করবে🥰।
পার্টির সময় এবং জায়গা ফিক্সড করা হলো।তারা ৬জন আসবে।
তারপর তারিখ এবং সময় মতো সবাই চলে আসলো।অনেক দিন পর সবাই একসাথে অনেক খুশি সবাই।অনেক আড্ডা দিলো তারা।যার বিয়ে তাকে নিয়ে অনেক মজা করলো😁।কি কি করবে,কি কি অনুষ্ঠান হবে সব কিছু জেনে নিলো।কে কবে যাবে সেটাও বললো তারা।
৫জন সেইম ডিজাইনের শাড়ি পরবে বিয়েতে ঠিক করলো।এখন তারা শাড়ি কিনবে কিন্তু সমস্যা হলো সবাই মিলে একসাথে টাইম ম্যানেজ করে মার্কেটে গিয়ে সকলের পছন্দে কেনা সম্ভব নয়।কারন একজন যেতে পারলে অন্য জন পারবে না।আবার শাড়ি কেনা অনেক সময় সাধ্য ব্যাপার।সকলে মিলে চিন্তায় পরে গেলো।কি করা যায়??🤔🤔
তখন একজন বান্ধবী হঠাৎ করে বলে উঠলো আরে সহজ একটা ব্যাপার আমরা কত জটিল করে ফেললাম।অন্য একজন বললো এটা তোর সহজ মনে হচ্ছে?
বললো,হে অবশ্যই।কারন আমাদের কে যদি মার্কেটেই না যেতে হয়?যদি আমরা এখানে বসেই কিনে ফেলতে পারি?তাহলেও কি কঠিন?
এখানে বসে মানে?তুই কি বলছিস?
তুমি এখন কিছুই জানোনা দেখছি।নিজে তো সকল কিছু কিনো বাসায় বসে বসে তাহলে?আমরা অনলাইন থেকে কিনবো।আমরা এখন একসাথে বসে সবাই মিলে পছন্দ করবো।আর অর্ডার করে দিব যার যার ঠিকানা দিয়ে।সকলের পছন্দেও কেনা হবে আবার মার্কেটেও গিয়ে সময় নষ্ট করতে হবে না।হলো না সহজ?
তা ঠিক আছে।কিন্তু শাড়ি কি ভালো পাবো?বিয়েতে পরবো ভালো শাড়ি না হলে কেমন হবে বুঝতে পারতাছস?আর আমার পরিচিত কেউ নেই যে অনলাইনে শাড়ি নিয়ে কাজ করে।
তোরা কোন চিন্তা করিস না।আমি একটা প্লাটফর্ম এ যুক্ত আছি,#নিজের_বলার_মত_একটা_গল্প_ফাউন্ডেশন। সেখান থেকে চোখ বন্ধ করে জিনিস কিনতে পারবি।কোন অসুবিধা নাই।
কোন প্লাটফর্ম? আর তুই এতো নিশ্চিত কিভাবে??
আমি ১০০% নিশ্চিত,কারন সেটা হলো একমাত্র প্লাটফর্ম যেটা ভালো মানুষের ব্র্যান্ড।সবাই ভালো মানুষ।কেউ কাউকে কখনো ঠকায় না।আমাদের সকলের প্রিয় মেন্টর জনাব Iqbal Bahar Zahid স্যারের শিক্ষা নিয়ে সবাই সততার সাথে বিজনেস করে।নিজেদের কে ভালো মানুষ হিসেবে তৈরি করার জন্য সব সময় ভালো মানুষ হওয়ার চর্চা করে।আমি সেই প্লাটফর্ম এর একজন শিক্ষার্থী।সেখানে আরো অনেক কিছু শেখানো হয়।সকল কিছু পাবি।আর সব কিছু ফ্রিতে,আমাদের স্যার কোন টাকা নেয় না কখনো কারো কাছ থেকে।এই সময়ে এমন মানুষ ও আছে,আর সেই মানুষ হলো আমাদের প্রিয় মেন্টর।।
ওকে তাহলে তাই হোক।আর তুই এমন একটা প্লাটফর্ম এ যুক্ত আমাদের কে বলছিস নাকে?আমাকেও যুক্ত করে দে।এইভাবে সবাই যুক্ত হলো।
তারপর তারা সবাই মিলে প্লাটফর্ম থেকে শাড়ি পছন্দ করা শুরু করলো।
অবশেষে দারুণ একটা শাড়ি তারা সিলেক্ট করলো,যেটা সকলের পছন্দ হয়েছে।শাড়ি তো হলো তখন একজন বলে বসলো আর গহনা?গহনা ছাড়া শাড়ি পরা তো লবন বিহীন তরকারির মতো।
আবার তাদের সেই বান্ধবী বলে উঠলো,আমার গলার মালা টা দেখ তো?কুর্তির সাথে কেমন মানিয়েছে??
সবাই বললো খুব সুন্দর হয়েছে,অনেক ভালো মানিয়েছে।।সবাই প্রশংসা করলো।
তখন সে বললো এটা কিন্তু হাতের তৈরি।
এটা শুনে সবাই অবাক হলো।কারন একদম বুঝা যায় না এটা হাতের তৈরি। এতো নিখুঁত।
তখন বললো এটাও আমি আমাদের প্লাটফর্ম থেকে নিয়েছি।আমাদের প্লাটফর্মে একটা আপু আছে তার গহনা গুলো দারুণ।কোয়ালিটি খুব ভালো আর আপুটা একদম সীমিত দাম রাখে।আকাশ ছোঁয়া দাম বলেও না।অনেক ভালো গহনা গুলো।সবাই এখন চিনে আপুর প্রিয়ণিকা কে।। আমরা চাইলে আপুর থেকে কাস্টমাইজ করে গহনা নিতে পারি।তোরা কি বলিছ?
ওকে আগে দেখি।আপুর পেইজ নাম?
আপুর নাম হলো Hijab Imtiaz Sayma আর পেইজ হলো প্রিয়ণিকা-prionika ।
বাহ আপুর নাম যেমন আনকমন আর সুন্দর ❤️ পেইজ নামও তো তেমনই ইউনিক আর সুন্দর 🥰।
হে ঠিক বসেছিস।আর পেইজে দেখ গহনা গুলো আরো অনেক বেশি সুন্দর।
সবাই মিলে পেইজ ঘুরে দেখার পর সবাই সন্তুষ্ট।সকলের খুব ভালো লেগেছে।তখন তারা একটা ডিজাইন পছন্দ করলো,প্রিয়ণিকা'র #সুনয়না।দাম দেখে অবাক🤔,এতো সুন্দর আর গর্জিয়াস গহনা মাত্র ৫৫০টাকা!!🙄।কেমনে সম্ভব???
হে সম্ভব,শুধু মাত্র প্রিয়ণিকা তে সম্ভব 😍😍।
ডিজাইন, দাম সকল কিছুই পছন্দ হলো,একদম মনের মতো😍।তাই দেরি না করে সবাই মিলে তাদের শাড়ির কালারে তারা কাস্টমাইজ অর্ডার দিয়ে দিলো।মুহূর্তেই সকল সমস্যা সমাধান এবং সবাই খুশি।🥰।সবাই খুশি খুশি মন নিয়ে বাসায় চলে গেলো এবং বিয়ের জন্য প্রস্তুতি শুরু।সামনে বিয়ে একটু তো রূপচর্চায় নজর দিতে হবে😊🤪😁।
"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৫৩৪
Date:- ১৯/০৫/২০২১
আমি হিজাব ইমতিয়াজ সায়মা
ক্যাম্পাস এম্বাসেডর
ব্যাচ-১২
রেজি-৩৮২৮২
জেলা-ময়মনসিংহ
কাজ করছি হাতের তৈরি গহনা নিয়ে
পেইজ---- প্রিয়ণিকা
#প্রিয়কে_সাজাই_প্রিয়ণিকা