সৌন্দর্য বৃদ্ধিতে জুয়েলারি একটা বিশেষ ভুমিকা পালন করে
একটা মিস্টি কাপলের বিবাহ বার্ষিকী উপলক্ষে
আসসালামু আলাইকুম। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি।
অনেকটা সৌভাগ্যক্রমেই আমি আমাদের এই প্রিয় প্লাটফর্মের সদস্য হতে পেরেছি।এত সুন্দর একটা প্লাটফর্ম তৈরীর জন্য আমাদের মেন্টর "ইকবাল বাহার জাহিদ " স্যার কে অসংখ্য ধন্যবাদ। আর যারা অক্লান্ত পরিশ্রমে এই প্লাটফর্ম টাকে এতসুন্দর করে গড়ে তুলছে তাদেরও আন্তরিক অভিনন্দন। আপনাদের পরিশ্রমের জন্যই তৈরী হচ্ছে হাজার হাজার সফল উদ্যোক্তা ও ব্যবসায়ী।
সকলের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা এবং ভালবাসা।
আমরা ২বোন আর ভাইয়া মিলে এবার একটা সুন্দর প্লান করেছি।আমাদের সবচেয়ে প্রিয় মানুষগুলোর বিশেষ একটা দিন আসতে চলছে।যদিও তারা কখনো এই দিনটাকে বিশেষ বলে গন্যই করেনি।এজন্য আমরা চাই এই বিশেষ দিনে বিশেষকিছু করে তাদের জীবনের এই দিনটাকে চিরস্মরণীয় করে রাখতে।আর এই বিশেষ দিনটি হলো বিবাহ বার্ষিকী।
আব্বু ও আম্মুর ৩০ তম বিবাহ বার্ষিকী।
চলছে করোনা পরিস্থিতি, বাইরে বেরোনো মুসকিল।কেনাকাটা করাটা আরো কঠিন।তাছারা আপুরা তো ঢাকায়,আর আমি গ্রামে।কিভাবে সবকিছু করবো ভেবেই পাচ্ছিনা।
হঠাৎ করে মনে হলো" আরে এত ভাবছি কেন?আমার সব মুসকিল আসান তো আমার এই প্লাটফর্ম ই।"নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন "
আমরা তো এখান থেকেই আমাদের কেনাকাটাগুলো করতে পারি?
হ্যা,এটাই সঠিক সিদ্ধান্ত? আপুও সহমত প্রকাশ করলেন।তারপর দুজনে মিলে শুরু করলাম আমাদের অনলাইন মার্কেটিং
আচ্ছা আগে তো এটা ভাবতে হবে,আমরা কি করতে চাই সেটা?
আপু বললো ২জনকে সুন্দর করে সাজিয়ে কেক কেটে ছোট করেই ঘরোয়াভাবে উৎযাপন করা যেতে পারে এই আয়োজন।
আর ২জনকে সাজানোর জন্য তো আছেই"নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন "
প্রথমে আসি আম্মুর শাড়ী নিয়ে।কিরকম শাড়ি দিবো সেটা নিয়ে অনেক কথার পর ঠিক করলাম জামদানী দিবো।আম্মুর আবার জামদানী খুব প্রিয়।
তাই জামদানীর জন্য নক করলাম আমাদের প্রাণপ্রিয় Runa Ahmed আপুনিকে।তার পেইজ "আকর্ষন" থেকে অনেক খুজে একটা শাড়ী সিলেক্ট করলাম।অর্ডার কনফার্ম করলাম।আপুনি জানালেন তিনি পাঠিয়ে দিবেন।
শাড়ীর সাথে চুড়ি না হলেকি চলে,বলুন তো?অবশ্যই না।তাই শুরু করলাম চুড়ির খোজ।আর পেয়েও গেলাম Jannatul Ferdous Naima আপুকে।আপুনির Evonik Trend পেইজ থেকে শাড়ীর সাথে মানানসই চুড়ির অর্ডারও কনফার্ম করলাম।
এরপর আসে জুয়েলারির কথা।জুয়েলারি ছাড়া সাজটাই তো অসম্পূর্ণ থেকে যাবে।সৌন্দর্য বৃদ্ধিতে জুয়েলারি একটা বিশেষ ভুমিকা পালন করে।তাই জুয়েলারির জন্য নক করলাম Hijab Imtiaz Sayma আপুকে।তার পেইজ প্রিয়নিকা থেকে খুজে পেলামনা গয়না,তাই আপুকে বললাম নতুন করে একসেট গয়না বানিয়ে দিতে আম্মুর জন্য।আপুনি স্বাচ্ছন্দ্যে রাজী হলেন।বললেন সময় মত ডেলিভারি পেয়ে যাবো।
জুতার কথাটাও ভুললে চলবেনা কিন্তু? আপুনির কথায় মনে হলো,সওিই তো,সবই নতুন দিচ্ছি, তাহলে জুটাতা নয় কেন?জুতোও নতুনই হবে।
চলে গেলাম নাবিলা রহমান আপুনির "নাবিলা ক্রাফ্ট এন্ড ক্রিয়েশন পেইজে।অনেক খুজে আম্মুর জন্য নিয়ে নিলাম জুতা।
আচ্ছা সবইতো হলো,এবার একটা মেহেদী হলে কেমন হয়?মেহেদী রাঙা হাতে যখন কেকটা কাটবে,কি অসাধারণ দুর্লভ মুহুর্ত তৈরী হবে তখন,ভাবতেই আনন্দে পুলকিত হচ্ছে মনে।
অতঃপর মেহেদীর জন্য নক করলাম Md Ariful Islam ভাইয়াকে। তার পেইজ সহজ কেনাকাটা থেকে নিয়ে নিলাম মেহেদী।
এবার আসি আব্বুর কাছে।
আব্বুর জন্য শুরুতে পাঞ্জাবি দরকার।চলে গেলাম আখতারুজ্জামান সিদ্দিকী ঢাকা ভাইয়ার নিকট।তার পাঞ্জাবি কালেকশন থেকে আম্মুর শাড়ীর সাথে ম্যাচ করে পাঞ্জাবি নিলাম ১টা।অর্ডার কনফার্ম করলে বসলাম কিছুক্ষণ।
এরপর ভাবলাম,আব্বুর জন্যওতো ১জোড়া জুতা কিনা দরকার।আর জুতা তো এই ভাইয়ার থেকেই পেতে পারি।আখতারুজ্জামান সিদ্দিকি ঢাকা ভাইয়ার থেকে জুতার অর্ডারটাও কনফার্ম করলাম।
২জনের জন্যই কেনাকাটা শেষ করলাম।সবগুলো হাতে পেয়েই কাংখিত দিনে এই ২জনকে সাজাবো নিজের মত করেই। চিরস্মরণীয় করে রাখবো এই দিনটা।
সবই তো হলো, এবার খাওয়া দাওয়ার টপিকে আসি।একটা কেক তো মাস্ট বি দরকার।তখনই মনে পরলা পপি শামিমা পপি শামিমা খন্দকার আপুর কথা।
আপুকে এই বেক আইটেমগুলো নিয়েই কাজ করেন।আপুকে জানালাম সবটা,আপুনি একটা স্পেশাল কেক করে দিবে বলে জানালো।
উফ,সবকাজ শেষ।কতটা সহজেই ঘরে বসেই সবকাজ শেষ করলাম বলুন তো।আর আপনারা কি বলবেন?আমিই বলছি,নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন থাকলে সবকিছুই সহজ।আর কি চাই???
নিজ টাকায় নিজ প্লাটফর্ম থেকে কেনা জিনিসপত্র দিয়ে প্রিয় এই ২টি মানুষকে সাজাবো এটাই আমার পরম আনন্দের। কোন একদিন সওিই এসব সওি করবো আমি।এই লেখাটাকে বাস্তবে রূপ দেবো একদিন ইনশাআল্লাহ।
সকল মা বাবার প্রতি রইলো শ্রদ্ধা ও ভালবাসা। আর সবাই আমার আব্বু আম্মুর জন্যও দোয়া করবেন।ওরা যেন দীর্ঘজীবি হয়।আমিন
স্ট্যাটাস অব দ্যা ডে"- ৫৩৬
Date:- ২৩/০৫/২০২১
সকলের দোয়া ও ভালবাসা প্রার্থী
সোনিয়া সালমান
ব্যাচ নংঃ১৩
রেজিষ্ট্রেশন নংঃ৫৭২১৪
কমিউনিটি ভলান্টিয়ার
কেরানীগঞ্জ জোনে
নবাবগঞ্জ, ঢাকা