আমার জ্ঞান হওয়ার পর থেকেই নিজের ভিতরে একটা স্বপ্ন কাজ করতো
আজ আমি সবাইকে একটা স্বপ্নবাজ ছেলের গল্প শোনাবো, আশা করছি সবাই গল্পটা দুই মিনিট সময় নিয়ে পড়বেন!!!
চলুন তাহলে গল্পটা শুরু করি।।।।।⤵️
বিসমিল্লাহির রহমানুর রাহিম।
"আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু।
"সকল প্রশংসা মহান রব্বুল আলামীনের দরবারে,
শুরুতেই শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামীনের দরবারে এই করুণাময় সময় আজও আমাকে তার এই সুন্দর ধরণীর বুকে সুস্থ-সুন্দর রেখে তার সমস্ত নেয়ামত ভোগ করার সুযোগ দিয়ে রেখেছেন।
বর্তমান বাংলাদেশের ৬৪টি জেলা ও বিশ্বের ৫০ টি দেশেরও বেশি মানুষের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন সীমাহীন ক্রান্তিলগ্নে জীবন্ত কিংবদন্তি,
বিভীষিকাময় অন্ধকার জীবনের আলোকবর্তিকা, অসংখ্য তরুণ তরুণীর জীবনের অক্সিজেন, সুকোমল মেধার অধিকারী,, সৎ নিষ্ঠা ও উদার এবং সমাজের নিবেদিতপ্রাণ জনাব Iqbal Bahar Zahid স্যারের প্রতি আমি আমার বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
সাথে সাথে প্রিয় প্ল্যাটফর্মের প্রিয় ভাই ও বোনদের কে জানাচ্ছি আমার হৃদয়ের গহীন থেকে একরাশ ভালোবাসা।
লাখো তরুণ তরুণীর এক অনন্য অনুভূতির নাম হচ্ছে Young Entrepreneurs "নিজের বলার মতো একটা গল্প" ফাউন্ডেশন। মানুষ গড়ার এই পাঠশালা থেকে শিক্ষা গ্রহণ করে লাখো তরুণ তরুণী আজ প্রয়াস পেয়েছে সুন্দর সবুজ বাংলাদেশ গড়ার। সাহস ও শক্তি পেয়েছে নিজের জীবনকে অন্ধকার থেকে উজ্জ্বল আলোতে প্রতিষ্ঠিত করার। এই প্লাটফর্ম থেকে শিক্ষা নিয়ে হাজারো তরুণ-তরুণী তাদের হৃদয়কে ব্যাপক পরিবর্তন সাধন করতে সক্ষম হয়েছে আর তাদেরই মাঝে আমিও একজন।
#আমার_গল্প
———————-
আমার জ্ঞান হওয়ার পর থেকেই নিজের ভিতরে একটা স্বপ্ন কাজ করতো যে আমি একদিন অনেক বড় একজন মানুষ হবো ,দেশের এবং আমার আশেপাশের মানুষের জন্য কাজ করবো আমার দ্বারা মানুষ যাতে ভালো হয় সে কাজগুলো আমি করব আমি অনেক বিজনেসের পার্টনারশিপ হবো এবং নিজের একটা প্রতিষ্ঠান গড়ে তুলবো যে প্রতিষ্ঠানের মাধ্যমে এবং আমার সততার মাধ্যমে আমাকে আমার আশেপাশের মানুষ এবং সারা বাংলাদেশের মানুষ চিনবে,
আমি সব সময় স্বপ্ন দেখতে ভালোবাসি কিন্তু সেটা ছোট নয় অনেক বড় বড় স্বপ্ন ,আর আমার এই স্বপ্নের কথা আমার মা শুনে সব সময় বলতো বাবা স্বপ্ন দেখা ভালো কিন্তু স্বপ্ন পূরণ করতে অনেক কাঠখড় পেরোতে হয় ,মা সব সময় আমার স্বপ্নের গল্প শুনে হাঁসতো আর বলতো আমি দোয়া করি আমার ছেলের স্বপ্ন যেন একদিন পূরণ হয়, আমি মাকে সবসময় বলতাম মা আমি এটা করব ,ওইটা করব মা আমার কথা শুনে বলতো বাবা পড়াশোনাটা আগে শেষ করো তারপর তুমি তোমার স্বপ্ন পূরণের জন্য কাজ করো,
এভাবেই কাটতে থাকে আমার স্বপ্নময় দিনগুলো..
এসএসসি পরীক্ষার পরে আমি আমার সেই স্বপ্নের কথা ভুলে যায় আর মাঝে মাঝে যদিও সেই স্বপ্নের কথা মনে পড়তো তাহলে নিজে নিজেই ভাবতাম হয়তো আমাকে দিয়ে এই স্বপ্ন কখনোই পূরণ হবে না আমি কখনই কোন কিছু করতে পারবো না এধরনের মন মানসিকতা আমার ভিতরে চলে আসে,
ইন্টারমিডিয়েট শেষ করে অনার্সে আমার যখন পড়াশোনা চলতেছে ,মা একদিন হঠাৎ করে আমাকে প্রশ্ন করল কিরে বাবা তুই তো আগে তোর স্বপ্নের গল্প আমাকে শোনাতি অনেক বছর হয়ে গেল তোর সেই স্বপ্নের গল্প আমাকে তো আর এখন শোনাও না স্বপ্ন কি দেখা ভুলে গেলি, মার এই কথা শুনে আমি সত্যি বললাম হ্যাঁ মা আমি এখন আর আগের সেই স্বপ্ন দেখিনা কেন যেন সে স্বপ্ন দেখা আমি ভুলে গিয়েছি মা আমার কথা শুনে মুচকি হেসে দিয়ে শুধু একটা কথা বললো বাবা স্বপ্ন দেখা কখনো ভুলে যেও না তাহলে জীবনে কোন কিছুই করতে পারবে না, মায়ের এই কথা শুনে হয়তো কিছু সময়ের জন্য মনে হয়েছিল কাজ টা আমি ভালো করিনি স্বপ্ন দেখা আমি কেন ভুলে গেলাম ,আমি স্বপ্ন দেখবো আমার জন্য আমার ভবিষ্যতের জন্য ,
দুই-একদিন মায়ের এই কথা ভেবে ভেবে সময় পার করলাম এরপর আবারও ভুলে গেলাম সেই স্বপ্নের কথাগুলো এভাবেই চলতে থাকে আমার দিনের পর দিন আর আমি ভেবে নিয়েছি আমার দারা সত্যি কিছু হবে না,
হঠাৎ করেই ২০১৬ সালের ২৮ শে ফেব্রুয়ারি পরিবারের সমস্যার কারণে আমি প্রবাসে পাড়ি জমায়, প্রবাসে আসার পরে প্রথম অবস্থায় আমার অনেক কষ্ট হয় অনেক কষ্টে দিন পার করি আমি ,ধীরে ধীরে প্রবাসের জীবনের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য চেষ্টা করি , এই ভাবেই কেটে যায় প্রবাস জীবনের ৩ বছর ,
এরই মাঝে আলহামদুলিল্লাহ আমার ভালো একটা কোম্পানিতে চাকরি হয় এবং কি আমার ভালো সময় আসতে শুরু করে, তার মাঝে পরিচয় হয় আমাদের বাহরাইনের কান্ট্রি এম্বাসেডর Yeasin Arafat ভাইয়ের সাথে,ভাইয়ের সাথে অনেকদিন যাবত আমার চলাফেরা, তো আমি একদিন হঠাৎ করেই ভাইকে বলছিলাম ভাই আসেন আমরা এখানে কই একজন মিলে কিছু একটা করি ,আমরা একসাথে তিনজন ঘুরতাম আমি ইয়াসিন ভাই এবং রাসেল ভাই আমরা তিনজন একসাথেই বেশির ভাগ সময় থাকতাম, হটাৎ করে একদিন আমি বলি ২জনকে যে আমরা কিছু একটা করি এখানে কোন একটা রেস্টুরেন্ট বা কোন একটা মোবাইল শপ দেই তো ভাই এই কথা শুনে আমাকে এবং রাসেল ভাই কে উদ্দেশ্য করে বললো ভাই সেটা তো অবশ্যই করা যায় কিন্তু তার আগে তো ব্যবসা করার আইডিয়া এবং ব্যবসা কিভাবে করবেন সে আইডিয়াটা দরকার আপনি তো চাকরি করেন ব্যবসায়ী আইডি আপনার ওই ভাবে নেই , তখন ভাই বললো আমাদের একটা অনলাইন প্লাটফর্ম আছে যেটার নাম হচ্ছে Young Entrepreneurs "নিজের বলার মতো একটা গল্প" ফাউন্ডেশন এইখানে কিভাবে একজন ভালো মানুষ হওয়া যায় কিভাবে একজন উদ্যোক্তা হওয়া যায় এই বিষয়ে
শেখানো হয় ,এরপর ভাই আমাদের এই গ্রুপের বিষয়ে সবকিছু বুঝিয়ে বললো ভাইয়ের কথা গুলো শুনে আমাদের দুইজনের অনেক ভালো লাগলো এবং তাৎক্ষণিকভাবে আমাদেরকে রেজিস্ট্রেশন করিয়ে দিলো ২০২০জানুয়ারি ১তারিখে আমি ৯ম ব্যাচে রেজিস্ট্রেশন করি , এরপর থেকে গ্রুপ ফলো করি গ্রুপে স্যারের ৯০ দিনের সেশন কমপ্লিট করি ধীরে ধীরে এই গ্রুপের প্রতি আমার ভালোবাসা ভালোলাগা কাজ করা শুরু করে এবং কি সেই ছোটবেলায় যে স্বপ্ন আমি দেখতাম মাঝে আমি যে স্বপ্ন দেখা ভুলে গিয়েছিলাম ঠিক সেই স্বপ্ন দেখা আবার শুরু করলাম এবং অটোমেটিকলি চোখ বুজলেই আমার সেই স্বপ্ন আমার চোখের সামনে ভাসতে থাকে, তখন আমি নিজের সাথে নিজে কথা বলি কে বলছে আমি পারবো না কে বলছে আমার দারা কিছু হবে না আমি সবকিছু করতে পারব আমার স্বপ্নকে পূরণ করতে পারবো আর বলি পারবো না কেনো আমার পাশে যে আছে
#নিজের_বলার_মতো_একটা_গল্প যেটা কিনা আমার একটা পরিবার, আর এই পরিবারের এক একজন সদ্যস আগামী দিনের এক এক টা সৈনিক,আর আমিও এদের মতো একজন সৈনিক,
স্যার বলেছেন ধৈর্য ধরে প্রতিটি পোস্ট, লাইভ, ভিডিও ও হোমওয়ার্ক করার জন্য।
স্যার আরও বলেছেন "আপনারা সবাই মিলে আগে শিখুন, তারপর বিজনেস করে এগিয়ে যাবেন। আমিও আপনাদের সবার সেই গল্প শোনার জন্য অপেক্ষা করছি, একটু সময় লাগলে না হয় লাগুক।
তবে এটা নিশ্চিত করে বলতে পারি, ইনশাল্লাহ আগামী ৯০ দিন পর আপনাদের সবার নিজের প্রতি বিশ্বাস, সাহস ও স্বপ্ন ভিন্ন মাত্রা পাবে এবং শুরু হবে বদলে যাওয়া একজন আপনি""
স্যারের সেই কথা নিজের ভেতর ধারণ করে সেই ৯ম ব্যাচ থেকে শুরু করে আজকে এই ১৪তম ব্যাচ পর্যন্ত আমি লেগে আছি আমার এই পরিবারের সাথে,স্যার আর একটা কথা সব সময় বলেন ⤵️
স্বপ্ন দেখুন
সাহস করুন
শুরু করুন
লেগে থাকুন
সফলতা আসবেই ইনশাআল্লাহ
স্যারের সেই কথায় স্বপ্ন আর সাহস নিয়ে আমরা পাঁচজন মিলে শুরু করতে যাচ্ছি Dana Shop ও Dana Courier নামে একটা প্রতিষ্ঠান,
আমি এই পরিবারের সাথে থেকে আমি শিখতে পেরেছি কিভাবে ভাঙ্গা স্বপ্ন আবার দেখা শুরু করা যায় ঘুরে দাঁড়ানো যায় আর বলা যায় আমি পারবো আমার দ্বারা হবে ,আমি এই পরিবারের শিক্ষা নিয়ে আমার সেই ছোটবেলার স্বপ্নকে এখন আমি পূরণ করতে পারছি ,আমাদের এই ৫ জনের জন্য সবার কাছে দোয়াপ্রার্থী, আর এই স্বপ্নবাজ ছেলেটার জন্য দোয়া করবেন এই ছেলেটা যেন তার এই স্বপ্নগুলো পূরণ করতে পারে এবং আবারও সে দেশে ফিরে যেনো তার মাকে এই স্বপ্নের কথা শোনাতে পারে।।।
সবাই ভাল থাকুন সুস্থ থাকুন, আজকের মত এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাই কে আমার গল্পটা পড়ার জন্য।।
আমার পেজ লিং
Like my pages
https://www.facebook.com/DANASHOPBD/
"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৫৩৮
Date:- ২৬/০৫/২০২১
আমি______________
রাজিব ইসলাম
সেচ্ছাসেবক
রেজিস্ট্রেশন টিম মেম্বার ও
ব্লাড ডোনেশন টিম মেম্বার
ব্যাচঃ ৯ম
রেজি নাম্বারঃ ৯৭৪৪
জেলা: ফরিদপুর
বর্তমান অবস্থান: বাহারাইন
Gmail-rajibislam705@gmail.com