সময় দিন, সময় একদিন পরিস্থিতি বদলে দিবে
💢স্বপ্ন দেখুন সাহস করুন শুরু করুন এবং লেগে থাকুন সাফল্য আসবেই💢
💢ইকবাল বাহার জাহিদ স্যার💢
স্বপ্ন কাকে বলে?
পারিভাষিক অর্থে স্বপ্ন বলতে বুঝায় যা মানুষ ঘুমিয়ে নয় বরং যা মানুষের ঘুম কেড়ে নেয় তাকে স্বপ্ন বলে।
আমরা স্বপ্ন বলতে বুঝি, আমাদের পথ চলার পাথেয়, বেঁচে থাকার একমাত্র অবলম্বন।
দিন রাত এক করে দিয়ে মানুষ কঠিন থেকে কঠিন পরিশ্রম করে নিজের স্বপ্ন পূরণ করতে।
কেউ কেউ পাড়ি জমিয়েছেন দেশ পরিবার ছেড়ে বিদেশের মাটিতে।
মূল লক্ষ্য একটাই নিজের মনের গহীনে লালন করা স্বপ্ন পূরণ করা৷
ঠিক সেভাবে আমিও একজন স্বপ্নবাজ তরুণ।
ছুটে চলেছি নিজের স্বপ্ন পূরণের অঙ্গিকার নিয়ে।
আজকে আপনাদের শুনাবো আমার স্বপ্ন পূরণের ইতিহাস। শূন্য থেকে শুরু করে আজ পর্যন্ত আমার অর্জন।
👉প্রথমেই আলোচনা করবো Young Entrepreneurs "নিজের বলার মতো একটা গল্প" ফাউন্ডেশন এর সাথে আমার পরিচয় এবং পথচলা
২০২০ সালের শুরুর দিকে আমার সাথে পরিচয় হয় নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশনের। শুরুর দিকে আমি গ্রুপে তেমন একটা সময় দিতাম না। হয়তো তখন আমি গ্রুপ সম্পর্কে এতোটা অবগত ছিলাম না৷
সেই থেকে এখন পর্যন্ত আমি গ্রুপের সাথে যুক্ত রয়েছি ওতোপ্রোতো ভাবে।
প্রতিদিন সময় করে কয়েকবার প্রিয় স্যারের সেশন গুলো পড়া। সফল উদ্দোক্তাদের গল্প পড়া৷
আর নিজের স্বপ্ন পূরণে সাহস অর্জন করা। এভাবেই চলছে প্রিয় প্লাটফর্মে আমার পথচলা।
👉যা অর্জন করলামঃ-
আমি কি অর্জন করলাম তা হয়তো বলে বা লিখে প্রকাশ করা সম্ভব হবেনা।
💢💢 আমার প্রথম অর্জন Iqbal Bahar Zahid sir এর মতো একজন অবিভাবক।
💢💢 এমন কিছু সম্পর্ক যা শুধু মাত্র আল্লাহর জন্য। এ সম্পর্ক গুলো তে নেই কোন চাওয়া নেই কোন সার্থ৷ 💢
Abdul Karim Munna
Babar Uddin
M A Karim
Nasrin Sultana
Mohammad Rasel ভাই সহ পুরো নোয়াখালী জেলা টিম।
Jahangir Ahmed
Cm Hasan
Mahbub Hasan
Mohammad Rajul Chand
সহ অনেকের সাথেই এমন একটা সু সম্পর্ক তৈরী হয়েছে যা প্রকাশ করার মতো না৷
Jamshed Hossain Bappy
Md Abu Saleh Md Abul Khair Younus Talukdar Redwan Ahmad Abu Taher এদের কথা তো না বললেই নয়। কুরআন শিখি কাফেলার কার্যক্রম নিয়ে এই ভাইদের সাথে সু সম্পর্ক গড়ে উঠা।
Jasmine Akther Jui Shathi Akter Shirin Sultana Sabina Opi আরো এমন অনেকেই আছেন যাদের সাথে আমার সম্পর্ক এ গ্রুপের মাধ্যমে।
অনেকের নাম এ মেনশন করা যাচ্ছেনা।
💢 গ্রুপ এ আমি পেয়েছি কুরআনের খেদমত করার এক সুবর্ণ সুযোগ। প্রিয় স্যারের সহযোগিতায় আমরা শেখাচ্ছি পবিত্র কুরআন মাজিদ।💢
💢উদ্দোক্তা হিসেবে আমার পথ চলাঃ-
প্রথমেই আমি বাংলাদেশে শুরু করি প্রাকৃতিক চাকের মধু নিয়ে কাজ।
আমি নিজে যখন মধু নিয়ে ধোকা খাই তখন থেকেই মধু নিয়ে কাজ করার।
কিন্তু যখন প্রিয় স্যারের একটা পোস্ট বারবার নজরে ভাসতে লাগলো যে আপনি এমন কিছু শুরু করুন যাতে আপনার এলাকায় একটা সমস্যার সমাধান হবে।
নোয়াখালী তে মধুর উৎপাদন খুবই কম। তাই মানুষ মানুষ খাঁটি এবং নির্ভেজাল মধু পায়না বললেই চলে।
তাই আমি নিজেই মধু সংগ্রহ করা শুরু করে দিলাম। গ্রামে গ্রামে হেঁটে হেঁটে মধু সংগ্রহ করতে লাগলাম।
কিন্তু একজন প্রবাসী হওয়ায় বেশিদিন দেশে থাকা সম্ভব হয়নি৷
আবার পাড়ি জমালাম সৌদি আরব।
কিন্তু এখানে ও আমি বসে নেই৷
প্রিয় স্যারের আরেকটি গুরুত্বপূর্ণ সেশন এর উপর আলম করতে শুরু করলাম।
স্যার বলেছেন নিজেকে প্রতিষ্ঠিত করতে চাকরি অথবা পড়ালেখার পাশাপাশি একজন পার্টটাইম উদ্দোক্তা হতে।
তাই আমিও শুরু করে দিলাম আল্লাহর উপর পূর্ণাঙ্গ বিশ্বাস নিয়ে।
প্রথমে আমি শুরু করি সবজি নিয়ে কিন্তু আমার কাছে গাড়ি না থাকায় সবজির ব্যাবসা টা দীর্ঘায়িত করা সম্ভব হয়নি।
তখন আমি বড়দের সাথে পরামর্শ করা শুরু করলাম।
এবং শুরু করলাম কাপড়ের ব্যাবসা।
এখানে এভাবে ব্যাবসা করা অবৈধ তাই খুবই সতর্কতার সাথে কাজ করতে হয়৷
তাই আমি একজায়গায় অনেক্ষন বসে না থেকে কাপড়ের কার্টন টা নিয়ে ঘুরে বেড়াই ভিলায় ভিলায়, মসজিদে মসজিদে।
আলহামদুলিল্লাহ। প্রথম পর্যায়ে সেল নিয়ে হতাশা থাকলেও পরবর্তীতে পরিস্থিতি উন্নতির দিকে শুরু করে।
প্রিয় স্যারের সেই মহামূল্যবান বানী টি আমাকে উৎসাহিত করে
💢সময় দিন, সময় একদিন পরিস্থিতি বদলে দিবে💢
আলহামদুলিল্লাহ এখন প্রতিদিন গড়ে প্রায় ৩০০ রিয়াল বিক্রি করছি। মাত্র ৪৫/৬০ মিনিটে।
গত দুইমাসে আমি আমার মাসিক ২০০ রিয়াল বাড়ি ভাড়া, ১১৫ রিয়াল নেট বিল দিয়ে প্রায় ২০০০ রিয়ালের মতো টাকা শুধু লভ্যাংশ আয় করি। আলহামদুলিল্লাহ।
এ অর্জন থেকেই নোয়াখালী জেলা টিমের মানবিক ফান্ড এ আমি ১০০ রিয়াল অনুদান দেই।
আর আমার এ অর্জনের পুরো ক্রেডিট টা যায় প্রিয় স্যারের প্রতি৷
এই ছিলো সংক্ষিপ্ত আকারে আমার সফলতার গল্প৷
পরিশেষে প্রিয় স্যারের সর্বাঙ্গীণ সফলতা কামনা করি। এবং অন্তরের অন্তস্তল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করছি।
শুনছিলেন সফলতার গল্প। কষ্ট করে শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে ধন্যবাদ ।
স্ট্যাটাস অব দ্যা ডে"- ৫৪১**
Date:- ০২/০৬/২০২১
উদ্দোক্তাঃ-
মোঃ কামরুল হাসান রাসেল।
কমিউনিটি ভলেন্টিয়ার
প্রশিক্ষকঃ- এসো কুরআন শিখি
ব্যাচঃ-১১ তম
রেজিষ্ট্রেশন নাম্বার ২৯২৭৪.
উপজেলা চাটখিল
জেলা নোয়াখালী
Owner of পণ্যসম্ভার সুপার শপ & মাহদী মধু ঘর