বেঁচে থাকুক আমাদের ঐতিহ্য আমাদের হাত ধরে।
📢📢গল্পে-গল্পে ❤️সেল- পোস্ট📢📢
❤❤ বিসমিল্লাহির রাহমানির রাহীম ❤️❤️
🌷🌷 আসসালামু আলাইকুম 🌷🌷
❤️কেমন আছেন এই পরিবারের সকল ভাই ও আপুরা সকলের সুস্বাস্থ্য কামনা করি। এই অসুস্থ পৃথিবীতে আমরা সুস্থ্য জীবন পেয়েছি তাই এই প্লাটফর্মের সকল ভাই-আপুদের জন্য দোয়া করি আল্লাহতালা সকলকে নেক হায়াত দান করুক ।
💕💕আমীন সুম্মা আমীন💕💕
💓💓কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় মেন্টর জনাব Iqbal Bahar Zahid স্যারের প্রতি। যার প্রচেষ্টায় আমরা পেয়েছি সুন্দর একটা প্লাটফর্ম। যেখানে প্রতিদিন তৈরি হচ্ছে নতুন নতুন উদ্যোক্তা ভালো মানুষ, একটি সুশীল উদ্যোক্তা সমাজ ও পরিবেশ। যার অনুপ্রেরণায় নিজের উদ্যোগ নেওয়ার সাহস পেয়েছি।
💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
👉আমি আজকে আমার প্রাণ প্রিয় ভাইয়া এবং আপুদের সামনে তুলে ধরবো,
মাটির পাত্রে পানি পান করার উপকারিতা।
🏺🏺প্লাস্টিক বা কাচের বোতলের চাইতে মাটির পাত্রে পানি রাখা উপকারী। মাটির কলসে পানি সংরক্ষণ করার বিষয়টা এখন খুব একটা চোখে পড়ে না। বরং প্লাস্টিক বা কাচের বোতল বেশি ব্যবহার করা হয়। তবে মাটির পাত্রে খাবার পানি রাখায় রয়েছে নানান উপকারী দিক।
👉👉স্বাস্থ্য-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে মাটির পাত্রে পানি পান ও সংরক্ষণের বিভিন্ন উপকারিতা সম্পর্কে জানানো হলো।
🏺🏺বিপাক বাড়ায়: প্লাস্টিকের পরিবর্তে মাটির গ্লাস বা পাত্রে পানি পান করা হলে তা টেস্টোস্টেরনের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। মাটি প্রাকৃতিকভাবে পানি ঠাণ্ডা রাখে। ফলে তা শরীরের বিপাক বাড়াতে সাহায্য করে।
🍹🍹প্রাকৃতিকভাবে ঠাণ্ডা পানি: কাদা-মাটিতে থাকে অণুবীক্ষণিক ছোট ছোট ছিদ্র। ফলে এই কাদা-মাটির তৈরি পাত্রে পানি রাখা হলে বাষ্পীভবন ঘটে। আর এই প্রক্রিয়ায় পানি ঠাণ্ডা হয়।
🌲পরিবেশ বান্ধব: প্লাস্টিকের বোতলের চেয়ে মাটির পাত্র বেশি ভালো হওয়া অন্যতম কারণ, এটা পরিবেশ বান্ধব। এছাড়াও কাচের বোতলের চেয়ে মাটির বোতল ব্যবহার করা সাশ্রয়ী।
🌳প্রাকৃতিক ক্ষার: মাটি প্রাকৃতিক ক্ষার সমৃদ্ধ এবং তা যখন পানির অম্লতার সংস্পর্শে আসে তখন তা পিএইচ’য়ের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। পানির সুষম পিএইচ বা অম্ল-ক্ষার নিয়ন্ত্রণে রেখে গ্যাসের ব্যথা থেকে রক্ষা পেতে সাহায্য করে।
💕আরোগ্য লাভ: খনিজ উপাদান এবং ইলেক্ট্রম্যাগনেটিক শক্তিতে সমৃদ্ধ থাকে কাদা-মাটি। তাই মাটির পাত্রে পানি সংরক্ষণ করা হলে তা পানির আরোগ্য ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
🌻নিজস্ব ঐতিহ্য পরিত্যাগ করা উচিৎ নয়।
পৃথিবীর প্রতিটি দেশই তার ঐতিহ্য - সংস্কৃতি নিয়েই আধুনিকতার দিকে ধাবিত হয়েছে। এ অবস্থায় অন্যান্য সভ্যজাতির মতো বাংঙ্গালিদের ও উচিৎ মাটির তৈজসপত্র তৈরির ধারাটির সুরক্ষা আবশ্যক করা।
🌹ঐতিহ্য আমাদের তাই দায়িত্ব আমাদের 🌹
🍀আর তাই মাটির ঐতিহ্য এর🏺হাত ধরেই হোক ঐতিহ্য রক্ষার প্রতিশ্রুতি।
তাই তো মাটির ঐতিহ্য আপনাদের কাছে অঙ্গীকারবদ্ধ দেশের ঐতিহ্য কে গোটা দেশের মানুষের কাছে পৌঁছে দিতে।
❤️আপনাদের সবার দোয়া ও শুভ কামনা চাই, আমার প্রচেষ্টা বাস্তবায়নে আপনারাই আমার একমাত্র ভরসা।
💕বেঁচে থাকুক আমাদের ঐতিহ্য আমাদের হাত ধরে।
"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৫৪১**
Date:- ০২/০৬/২০২১
😍😍😍😍ধন্যবাদ সবাইকে 😍😍😍
👱♀️আমি নাসরীন সিদ্দিকী নদী
🌹ব্যাচ-দশম
🌹🌹 রেজিষ্ট্রেশন নং- ২০৫০৯
🌹🌹🌹 কমিউনিটি ভলান্টিয়ার
,🌹🌹🌹🌹 জেলা- মানিকগঞ্জ
🌹🌹🌹🌹🌹উপজেলা- সিংগাইর
🌹🌹🌹🌹🌹🌹পেইজ লিংক- https://www.facebook.com/মাটির-ঐতিহ্য-106068934489584/