ইন্টারনেট জগতে প্রবেশে আমার বেশ কিছু বোকামিঃঃ
ইন্টারনেট জগতে প্রবেশে আমার বেশ কিছু বোকামিঃঃ
আসসালামু আলাইকুম। মহান আল্লাহ এর নিকট শুকরিয়া তিনি আমাদের সুস্থ রেখেছেন।কেননা সুস্থতা আল্লাহর দেয়া সবচেয়ে বড় নিয়ামত।
প্রিয় প্লাটফর্ম এর সকলের সুস্থতা কামনা রাখি সবসময়ই।বিশেষ করে আমাদের মেন্টর ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি।আল্লাহ তাকে দীর্ঘজীবি করুক।
ইন্টারনেট আমাদের জীবনের আশির্বাদ সরুপ হয়েই এসেছিলো।কিন্তু যে কোন জিনিসেরই ২টো দিক থাকে।একটা ভালো একটা খারাপ।খারাপটা শুরুতে সামনে না আসলেও ধীরে ধীরে সেটা প্রকাশিত হয়।
যাই হোক।মূল টপিকে আসি।আমরা যে কোন কিছুই একদম শুরুর দিকে করার সময় এমন কিছু ভুল/অপারগতাসম্পুর্ণ কাজ করে থাকি যা পরে ভাবতে গেলেই মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে।আমাদের বোকামি গুলোতে আমরাই মজা পাই পরবর্তীতে।ইন্টারনেট জগতে প্রবেশকালিন কিছু মজাদার বোকামোর কথাই সেয়ার করবো আজ সকলের সাথে,
২০১১সাল,হাতে নতুন ফোন,যদিও বাটন তবুও ক্যামেরা ছিলো।এতেই ভিষণ খুশি আমি।গ্রামের মানুষ তখন ইন্টারনেট নামক বস্তুর নাম শুনলেও সেটা খায় না মাথায় দেয় সেটা বুঝতো না।হাতে গোনা কয়েকজন বড়লোক শিক্ষিত মানুষজন ছাড়া তেমন কেউই জানতো না।
তখন আমার কাজিনের মাধ্যমে জানতে পারি ইন্টারনেট সম্পর্কে। টুকটাক জেনেই ইউটিউব এ ভিডিও দেখা শুরু করেছিলাম।২০টাকার Mbকিনে ১টা মুভি দেখতে পারতাম পুরো।এতেই বেজায় খুশি আমি।আমার বাটন ফোনেই মুভি দেখা চলতো তখন।
তখনও আমি কেবল Mbকিনেই নেট ব্যবহার করতাম।Gb বলতে কিছু আছে সেটাও জানতাম না।নামই শুনিনি।তাই Mb কিনেই ভিডিও ও গান শুনতাম।একদিন আইডিয়া এলো,প্রতিদিন Mb কিনে গান শোনার চেয়ে গানগুলো ডাউনলোড করে নিলে কেমন হয়?ডাউনলোড থাকলে Mbছারাও শোনা যাবে।
কিন্তু ডাউনলোড কিভাবে করে,কোথা থেকে করে,কিছুই তো জানিনা।পুরো রাত ফোন নিয়ে ঘাটাঘাটি করেও পেলাম না।কিভাবে করবো,ভাবতে ভাবতে ভোরেই ঘুমিয়ে পরি।সকালে ঘুম থেকে জেগেই ৯কিলোমিটার দুরে উপজেলা মার্কেটে গিয়ে কম্পিউটার দোকানে গিয়ে জানতে চাই,মোবাইল দিয়ে গান বা ভিডিও ডাউনলোড করবো কিভাবে?
তারা আমাকে একটা লিংক ফোনে সেভ করে দেয়,আর বলে এটা থেকেই ডাউনলোড করতে পারবো।
বাসায় এসে তো মহা খুশি।শুরু হলো ডাউনলোড করার পালা।অনেক অনেক গান ডাউনলোড করতাম আর শুনতাম তখন।
একদিন বিদেশ থেকে এক কাজিন ফোন করে বললো,ইন্টারনেটের মাধ্যমে সহজের কথা বলা যায়,কোন টাকা লাগেনা।ইন্টারনেট সংযোগ দিলেই হয় শুধু।আমি তো আরো খুশি।তখন কম্পিউটারে Skype এর সময় ছিলো।দেখতাম Skype তে কথা বলে প্রবাসিদের সাথে।
এবার আমার ফোনেও কথা বলতে পারবো।ভাইয়া বললো Fring নামে একটা এপ্স আছে।সেটা ফোনে ডাউনলোড করতে হবে।
কিন্তু এ্যাপ কিভাবে ডাউনলোড করে?লিংক থেকে তো গান ডাউনলোড হতো,এ্যাপ তো হয় না,এবার উপায়?
আবার গেলাম সেই দোকানে,কেননা আমাদের উপজেলায় তখন একটা মাত্রই কম্পিউটারের দোকান ছিলো।তো দোকানে গিয়ে বলার পর তারা ফোনে Fring এ্যাপ ডুকিয়ে দিলো।বাড়ি চলে আসলাম।ভাইয়াকে জানালাম,বললো 1gb নেট কিনতে,তারপর Fring চালু করে ফোন করতে।
কিন্তু 1gbনেট কিভাবে কিনবো?এটা তো জানিনা।
আমি তো Mbনেট কিনতে পারি।gbনেট কেমন সেটাই তো জানিনা।আবার গেলাম সেই দোকানে।
দোকানি এবার আমাকে দেখে হাসতে লাগলো।আমি বিব্রতবোধ করলেও মুখে বললাম আমি ইন্টারনেট কিনতে চাই 1gb.দোকানি হয়তো ঠিকমত শোনেনি,তাই আবার প্রশ্ন করলো আমায়,কত Mb নেট কিনবেন?
আমি বললাম Mb নেট নয়,আমি Gb নেট কিনতে চাই।দোকানি আর কিছু বললো না,আমার ফোনটা নিয়ে নিলো,প্রায় আধাঘন্টা আমার ফোনটা টিপে তারপর বললো হয়ে গেছে।আমি ভাবলাম gb নেট কিনাটা অনেক কঠিন,তাইতো এত সময় লাগলো।Mb নেট তো কোড দিলেই কিনা হয়ে যায়।ভাবতে ভাবতেই বাসায় চলে আসলাম।
(অবশ্য এখন মনে পরলেই চরম হাসি পায় এই বিষয়টা নিয়ে।লোকটা ফ্রীতে আমার ফোনটা টিপলো,আমি বুঝতেই পারলাম না।😄😄😄)
যাই হোক,Fring দিয়ে কথা বলতাম ভাইয়ার সাথে।কিন্তু আমার গান ডাউনলোড করা,সেটা তো বন্ধ হলে চলবেনা।গান/ভিডিও ডাউনলোডের সময় Mbকিনে নিতাম।(তখন আমার মতে Mb নেট দিয়ে গান/ভিডিও দেখা বা ডাউনলোড করা যায়,আর gb নেট দিয়া Fring. Call করা যায় শুধু😄😄😄)
আবার কাস্টমার কেয়ারে ফোন দিলে সিরিয়ালে অপেক্ষা করে জানতে চাইতাম,Mb নেট আর Gb নেট একসাথে এক মোবাইলে চালালে কোন সমস্যা হবে কিনা।(ঠিক কি পরিমানে বোকা ছিলাম তখন)
এরপর শুনলাম ফেসবুকের কথা।সকলের সাথে আড্ডা দেয়া,মজা করা এসবই নাকি হয় ফেসবুকে।যেহেতু নেট ব্যবহারই করি তাহলে ফেসবুক কেন নয়?
কিন্ত ফেসবুক একাউন্ট খুলবে কিভাবে?
আবার গেলাম সেই দোকানে,তখন ২০১২ সালের জানুয়ারী মাস ছিলো।কড়া শীতে কাপতে কাপতে গিয়ে বলি একটা ফেসবুক একাউন্ট খুলে দিতে।তারা বললো জিমেইল একাউন্ট খুলতে হবে আগে,২০০টাকা লাগবে।সাতপাঁচ না ভেবেই রাজি হয়ে গেলাম।২০০টাকা দিয়েই করে নিলাম আমার সাধের ফেসবুক আইডি।
একটানা ৪ বছর ব্যবহার করেছিলাম জিমেইল টা।পরে অনেকেই আমি নিজে একাউন্ট করে দিয়েছি তার হিসাব নাই,তবুও সেই জিমেইল খুলার কথা মনে পরলে আজও হাসি।ভাবী সামান্য একটা কাজে তখন ২০০টাকা ব্যয় করেছি আমি।
এরপরে অবশ্য ভাইয়া বিদেশ থেকে স্মার্টফোন/টাচস্ক্রীন ফোন দিয়েছিলেন। তখন নিজের একাউন্ট নিজেই করেছি।Fring এর বদলে Tango ডাউনলোড করেছিলাম।তখন মোটামুটি সবকিছুই শিখে গেছিলাম।আস্তে আস্তে গুগল এর সাহায্যে ইন্টারনেট সম্পর্কে অনেককিছুই জেনেছি যার দৌলতে পরে আর কখনোই ইন্টারনেট সমস্যায় কারো কাছে যেতে হয়নি।
চলমান জীবনের সাথে তাল মিলিয়ে চলতে চলতে আমরা অনেকটাই এগিয়ে গেছি ইন্টারনেট জগতে। কিন্তু সেই পুরনো শুরুর দিকের কথাগুলো মনে পরলে এখনো হাসি পায়।সঠিক জ্ঞান না থাকলে কতটা বোকা থাকি আমরা।
"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৫৪১**
Date:- ০২/০৬/২০২১
সেরকমি বোকা একটা মেয়ে আমি😃😃😃
নামঃ সোনিয়া সালমান
ব্যাচ নংঃ১৩
রেজিষ্ট্রেশন নংঃ৫৭২১৪
কমিউনিটি ভলান্টিয়ার
কেরানীগঞ্জ জোন
নবাবগঞ্জ, ঢাকা