স্বপন দেখি, যেন তারা কার আশে ফেরে আমার ভাঙা খাঁচার চার পাশে
বিসমিল্লাহির রাহমানির রাহিম
লেখাটা পড়ার জন্য সকলের প্রতি অনুরোধ রইল।
💞💞শৈশব এর সেই দিনগুলি💞💞
❤️❤️আমার ছোট চোখ দুটি যদি হয় অতীতের স্বপ্ন ধরে রাখার দূরবীন, তাহলে আমার ছোট বেলার প্রতিটি মুহূর্ত, প্রতিটি দিন সেই অতীতের স্বপ্ন ধরে রাখা সারি সারি করে সাজানো একেকটা মহা মূল্যবান শো পিস। আমার বুকের ভেতরের শ্বাস-প্রশ্বাসের যন্ত্রটা যদি হয় পৃথিবীর সর্বোচ্চ গুদাম, তাইতো সেখানে সারি বেঁধে সাজানো পণ্যের বস্তার মত আছে আমার ছেলেবেলার সেই সু- মধুর সময় আনন্দঘন মুহূর্ত দিনগুলি।
👉👉শৈশব প্রত্যেকের জীবনের মধুর একটি সময়। শৈশব জীবনের দিন গুলি ছিল দুরন্তপনা, দুষ্টামি আর সারাদিন ছোটাছুটি করে দৌড়ে বেড়ানোর এক অন্যতম মুহূর্ত। আমার শৈশব যেন আজও আমাকে ডাকে বলে আয়-ফিরে আয়। সত্যিই আজও বার বার ফিরে যেতে মন চায় ফেলে আসা সেই শৈশবের দিন গুলিতে। মনে পড়ে অবাধে ঘুরে ফেরা আর খেলে বেড়ানো সেই সব দিনগুলির কথা। আপনিও হয়তবা শৈশব শব্দটি পড়েই স্মৃতির পাতায় হাতড়াতে শুরু করেছেন ফেলে আসা সোনালি দিনগুলোকে।
💖💖শৈশবের সকালবেলাঃ
আমার শৈশব কেটেছে মা বাবার মাঝখানে শুয়ে ঘুমিয়ে।সকাল বেলা ্য় মায়ের ডাকে ঘুম ভাঙ্গা। রোজ রোজ ভোরে উঠে মক্তবে পড়তে যাওয়া। ফিরে এসে মায়ের হাতের বানানো নাস্তা খেয়ে স্কুলে না যাওয়ার বায়না করেও অবশেষে নানার বাড়ীর লোভ দেখিয়ে স্কুলে পাঠানো।এ যেন প্রতিদিনের রুটিন।
❤️❤️শৈশবের কিছু দুরন্তপনাঃ
মনে পড়ে শৈশবের সেই লাটিম ঘোরানো, ঘুড়ি ওড়ানো ও মাঠে-মাঠে ছোটা ধুলো-মাখা রোদ্দুর, আর কুয়াশামাখা রাতে ঝিঁঝিঁ'র সঙ্গীত আসর।সকাল বিকাল মাঠে ঘাঠে হই হুল্লোড় করে কেটে যেত সারা বেলা।
👉নৌকার পাল তুলে নদীর বুকে ভেসে যাওয়ার সেই স্মৃতি আজও মনে করিয়ে দেয় আমার ছেলেবেলাকে। নদীর বুকে সাঁতারকাটা, মাছধরা, পিছল খাওয়া, ভেলায় চড়ে নদী পার, ডিগবাজি খাওয়ার মতো অনেক মজার খেলায় চোখ লাল করে সন্ধার সময় বাড়ি ফেরার দৃশ্য আজও মনের মাঝ উকি মারে।
মনেপড়ে, শৈশবের লুকোচুরি, কুতকুত, বউভাত, দাড়িয়াবান্দা, মার্বেল, গোল্লাছুট, কানামাছি ও গুটি খেলার কথা। এখনো খেলতে ইচ্ছে করে.....
👉👉এখনকার ছেলেমেয়েরা হয়তবা সেসব খেলার নামই শুনেনি। তারা বাহিরের প্রকৃতিকে দেখার সুযোগ কখোনো খুজে না।
আমরা পৃথিবীর সকল নিয়মকে ভেঙ্গে দিয়ে খেলার মাঠে নিজেদের মত নিয়ম বানাতাম।
আজ বড্ড মিছ করি খেলার মাঠের সেইসকল বন্ধুদের।
💞একটা বল কেনার জন্য বিশ জনের থেকে চাদা তুলতাম। আর আজ হাজারও বল কিনতে পারি কিন্তু বিশজন বন্ধুকে আর একসাথে পাই না।
💖💖❤️শৈশবের উৎসবের দিনগুলি যেন ছিল সবচেয়ে আনন্দের। উৎসবকে কেন্দ্র করে পেয়ে যেতাম নতুনজামা। সেকি আনন্দ। ঈদের দিনগুলিতে নতুন জামা গায়ে দিয়ে বন্ধুদের বলে বেড়ানো "" দেখ বাবা আমাকে কত সুন্দর জামা কিনে দিয়েছে।""
তোর থেকে অনেক সুন্দর। আসলে নতুন জামার যে আনন্দ ছিল আজ হাজারটা নতুন জামায় তার ছিটেফোটা আনন্দ নেই।
বৈশাখ মাস এলে শুরু হত হালখাতা। আহা! বাবার সাথে গেলই মিস্টি পাওয়া যেত সে এক পরম আনন্দ।
❤️❤️💖💞শৈশবের প্রিয় জায়গা ছিল বিদ্যালয়।যদিও প্রিয় তবুও মায়ের বকুনি না খেলে যাওয়া হত না। অর্ধেক রাস্তা এগিয়ে দিয়ে আসত "মা ".। তারপর ক্লাসের আগে হৈ-হুল্লোড় করে খেলাধূলা। স্যারদের আদর ভালবাসা ও কড়া শাসনের মধ্য দিয়ে কেটে যেত বিদ্যালয়ের সেই দিনগুলি।স্কুল শেষে দৌড়ে বাড়ি ফেরা।
বৃষ্টির দিনগুলো ছিল স্কুল জীবনের সেরা স্মৃতি।
🌹🌹প্রতিটি মানুষের শৈশবে স্বপ্ন থাকে বড় হয়ে আমি ডাক্তার হব, শিক্ষক হব।
আমারও সে রকম স্বপ্ন ছিল।কিন্তু বাস্তবতার কাছে সেই স্বপ্ন স্থান পায়নি।
স্বপ্নকে জলাঞ্জলি দিয়ে চলে এসেছি প্রবাস নামের জেল খানায়।
এখানে এসে বাস্তবকে আরও সামনে থেকে দেখার সুযোগ পেয়েছি।সবচেয়ে বড় যে জিনিসটা পেয়েছি তা হল আবার স্বপ্ন দেখার সুযোগ।
প্রবাসে বসেই সন্ধান পেয়েছি ভালবাসার ও ভাললাগার গ্রুপ "" নিজের বলার মত একটি গল্প ""
পেয়েছি প্রিয় শিক্ষক।
আপনারা হয়ত জানেন আমি কার কথা বলছি।তিনি আর কেউ নন। আমাদের শ্রদ্ধেয় জনাব "ইকবাল বাহার জাহিদ "" স্যার।
🌹🌹স্যারের ৯০ দিনের শিক্ষা বুকে ধারন করে আজ আমি আবার স্বপ্ন দেখতে শুরু করেছি। কাজ করছি স্যারের কথাগুলে অন্তরে গেঁথে।
আরও পেয়েছি ভালবাসার অনেক ভাইবোন।
ইনশাআল্লাহ প্রিয় স্যারের দোয়া ও ভালবাসা নিয়ে আমার নতুন স্বপ্ন উদ্যোক্তা হওয়ার জন্য কাজ করে যেতে চাই।
সেই স্বপ্ন দেখা থেকেই শুরু করেছি @শ্রেষ্ঠ বাজার লিমিটেড।
সর্বোপরি আমি বলতে চাই,
আমার শৈশব ছিল বাঁধাহীন দুরন্তপনার অপুর্ব এক মুহুর্ত। বয়সের ভারে এখন যখন প্রাণ ভরে শ্বাস নিতে কষ্ট হয় তখন মনে পড়ে আমার প্রিয় সেই শৈশবের কথা। বার বার ফিরে যেতে ইচ্ছে করে প্রিয় সেই শৈশবে। কিন্তু যে সময় চলে যায় তা কালের গর্ভে হারিয়ে যায় যা শত চেষ্টা করেও ফিরিয়ে আনা সম্ভব না । তাইতো শৈশবের স্বপ্নটা শুধু স্মৃতি হয়েই সঞ্চিত রয় চিরকাল।
তাইতো বলতে ইচ্ছে হয়------
------
৷৷৷ দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না-------
সেইযে আমার নানা রঙের দিনগুলি ।
কান্নাহাসির বাঁধন তারা সইল না---------
সেই-যে আমার নানা রঙের দিনগুলি ।।
,
আমার প্রানের গানের ভাষা
শিখবে তারা ছিল আশা--------
উরে গেল,,,,, সকল কথা কইল না--------
সেই-যে আমার নানা রঙের দিনগুলি ।।
,
★★★স্বপন দেখি, যেন তারা কার আশে
ফেরে আমার ভাঙা খাঁচার চার পাশে-----
সেই-যে আমার নানা রঙের দিনগুলি ।★★★
এত বেদন হয় কি ফাঁকি ।
ওরা কি সব ছায়ার পাখি ।
আকাশ- পারে কিছুই কি গো বইল না---------
সেই-যে আমার নানা রঙের দিনগুলি ।।
"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৫৪৫
Date:- ০৭/০৬/২০২১
শুভেচ্ছান্তে,
মোহাম্মদ এম আলী
✔️কমিউনিটি ভলান্টিয়ার
✔️রেজিস্টেশন টিম মেম্বার
✔️ব্যাচ ১২
✔️রেজিঃ৩৬১০৫
✔️জেলা টাংগাইল
✔️বর্তমান আল কাছিম সৌদি আরব