খুব বেশি মনে পরে মা তোমাকে
বিসমিল্লাহির রাহমানুর রাহিম
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ
💖❤শুরুতেই মহান আল্লাহ তাআলার নিকট সীমাহীন শুকরিয়া আদায় করছি কারণ মহান করুণাময় আজও আমাদেরকে তার এই-সুন্দর ধরণীর বুকে সুস্থ রেখে তার সমস্ত নেয়ামত ভোগ করার সুযোগ দিয়ে রেখেছেন। শুকরিয়া আদায় করি তার দরবারে। আলহামদুলিল্লাহ
গভীর শ্রদ্ধার সাথে সালাম ভালোবাসা প্রিয় মেন্টর শিক্ষক জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি। প্রাণ প্রিয় স্যারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি,।যার বদৌলতে পেয়েছি আমরা নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন।
ইকবাল বাহার জাহিদ-স্যার
❤💖একজন ম্যাজিক ম্যান _হঠাৎ করে কেউ শক্ত হতে পারে না, মানুষ শক্ত হয় আঘাতে... খুব বেশি আঘাত পেলে মানুষ চুপ হয়ে শক্ত হয়ে যায়... কথায় আছে অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর যে কোনো কিছুই ভেঙে গেলে হয়তো নতুন একটা কিনে আনা যায়, কিংবা জোড়া লাগিয়েও চালানো যায়... কিন্তু মন ভেঙে গেলে সেটা নতুন কিনে আনাও যায় না আবার জোড়া লাগিয়ে চলাও যায় না... সারাজীবন ভাঙা মন নিয়েই চালিয়ে যেতে হয় !!
.
❤ প্রিয় শিক্ষকের অনুপ্রেরণা❤
💖❤🏝🏝আপনি আমাদের মনের অনুভূতি কে জাগিয়ে তুলেছেন,,প্রাণপ্রিয় মেন্টর ইকবাল বাহার জাহিদ স্যার।আপনি বলেছেন.... আমাদের বাবা মাকে প্রতিদিন সালাম দিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন প্রিয়, স্যার. লজ্জা শরম ভুলে গিয়ে বাবা মাকে ভালবাসি বলতে... আমাদের প্লাটফর্মে অনেক ভাই-বোন আছে যাদের মা আছে বাবা নেই,,বাবা আছে মা নেই,, আজকের সেশন তাদের চোখেরপাতা লোনা পানি দিয়ে ভিজে যায়। আমি বিগত পাঁচটি বছর ধরে আমার মায়ের মুখ খানি দেখার সৌভাগ্য হয়নি। প্রবাসে থাকার কারণে শুধু মার সাথে ফোনে কথা বলি। ফোনে কথা বলতে গেলে মা বলে শুরুতেই বাবা তুমি কি খাইছো তুমি কি করতেছ। কতদিন ধরে মাকে দেখি না একটা কথাই বলবো অনেক ভালোবাসি মা তোমাকে,। আমি শুধু এইটুকুই বলবো যাঁরা মা বাবাকে অবহেলা করে তাদের মতো হতভাগা,, দুর্ভাগা এ পৃথিবীতে আর কেহই নাই। মা"" তোমাকে খুব মিস করি।মা তোমাকে খুব ভালবাসী আমি।
পৃথিবীর সবচেয়ে দামি শব্দ মা❤💖
পৃথিবীতে সেরা শব্দ মা,মায়ের সাথে কখনো কারো তুলনা হয়না,এ পৃথিবীতে একজন ব্যক্তি আছে নিঃস্বার্থভাবে শুধু দিয়ে যায় কিছুই নেয় না সেই ব্যক্তিটি হল মা।পাহাড় সমান ব্যাথা বুকের মধ্যে চাপা দিয়ে হাসিমুখে মা আমাকে কোলে তুলে নিয়েছেন। আমি যখন মায়ের গর্ভে আসি প্রথম চার ওপাঁচ মাস আস্তে আস্তে বড় হতে থাকি। তখন মা কোন খাবার খেতে পারত না। রাত দিন সব সময় কষ্ট পেত। যেত টুকু খেতে পারেন তাও বুমি করে বাহির করে দিত। অসহ্য যন্ত্রণা ধারণ করেও মা কোনদিন উহ শব্দটি করেনি আমাদের সামনে পরের চার মাস যখন বড় হতে থাকি তখন মায়ের পেটে আস্তে আস্তে লড়াচড়া করতে থাকি। কোনো কোনো সময় মায়ের পেটে লাথি মারার কারনে মা দাঁড়ানো অবস্থা থেকে বসে পড়তো। ব্যাথা সহ্য করতে না পেরে বিছানায় শুয়ে এপিঠ-ওপিঠ করতো।
দশ মাস পর যখন এই পৃথিবীতে আসার সময় হয়।তখন শুরু হয় মায়ের অনেক কষ্ট ও ব্যাথা একটা মানুষের নির্ধারিত আছে। কতটুকু ব্যাথা সহ্য করতে পারবে।
❤ মায়ের তুলনা শুধুই মা ❤
সন্তান প্রসবের ব্যাথা নিয়ে বড় বড়চিকিৎসা বিজ্ঞানীরা বলেন একটা মানুষ সর্বোচ্চ
( ৪৫ *)ইউনিট ব্যাথা সহ্য করতে পারে। এর উপরে হলে হয়তো সে মারা যাবে আর না হলে অজ্ঞান হয়ে পড়বে। যখন মা আমাকে প্রসাব করে, তখন তার ব্যাথা হয়,( ৬৩ )ইউনিটের মত। যা আমাদের দেহের (২০৬)টি হাড়ের মধ্যে =২০টি হাড় এক সাথে ভেঙ্গে গেলে যে ব্যাথা অনুভব হয়। এতো টুকু ব্যাথা সহ্য করে করে মা আমাদেরকে এই পৃথিবীতে আলোর মুখ দেখান
মায়ের ঋণ কিভাব শোধ করবো আমি। আমার গায়ের চামড়া দিয়ে মায়ের পায়ের জুতা তৈরি করে দিলে ও তার এই ঋণ এক বিন্দু পরিমানও শোধ হবে না।
------খুব বেশি মনে পরে মা তোমাকে -------
মা তোমাকে আজ খুব বেশি মনে পরে।মা আমি তোমাকে অনেক বেশী ভালবাসি সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। যানো মা আমি আজ বড্ড একা। নিজেকে অনেক অসহায় মনে হয়। মা তোমাকে ছাড়া প্রবাসী অনেক অসহায় আমি। মা কতো দিন তোমায় সামনাসামনি ডাকিনা। যানো মা অনেক ইচ্ছে করে সবার মতো তোমার কাছে থেকে মা বলে ডাকতে। মা কেউ আমাকে জিজ্ঞেস করে না আমি কেমন আছি।সবাই দেখে আমি অনেক ভালো আছি, কিন্তু আমি ভালো নেই মা।যানি সবার কাছে আমি অনেক বড়ো হয়ে গেছি কিন্তু মা আমি তোমার কাছে এখন সেই ছোট খোকাবাবু টায় আছি। মা তোমার মত কেউ ভাত বেড়ে ডেকে বলে না খেতে আয় অনেক কষ্ট হয় মা তোমাকে ছাড়া দূর প্রবাসে অনেক মিস করি মা তোমাকে যেটা লেখার মাধ্যমে বা বলে বুঝানো যাবে না।
❤❤ মা তুমি সেরা তুমি শ্রেষ্ঠ💖💖
আমার জীবনের প্রথম শিক্ষক আমার মা।যে নাকি আমাকে বলতে শিখিয়েছেন হাত ধরে চলতে শিখিয়েছেন। মানুষের মতো মানুষ হতে শিখিয়েছেন।ছোটবেলায় অনেক কষ্ট দিতাম মাকে। যেসময় আমার বয়স 6 মাস বা 8 মাস আমি বিছানায় প্রস্রাব করে দিতাম সে প্রশ্রাব পরিষ্কার করতো আবার প্রস্রাব করতাম আবারো পরিস্কার করতো। যে সময় পুরো জায়গাটা প্রস্রাবে ভিজে যেত আমার মা ভিজা জায়গায় শুয়ে আমাকে তার বুকে শোয়াতো। ছোটবেলায় দেখেছি কত কষ্টই না করতো আমার জন্য। আমি একটা ভুল করলে আমার ভুলের জন্য আমার মাকে কথা শোনাতো। নিজে না খেয়ে আমাদের মুখে খাবার তুলে দিতেন। তিনি সর্বদা আমাদেরকে নিয়ে ভাবতেন।তার জীবনের শখ-আহ্লাদ বলতে আমরাই ছিলাম সব। প্রত্যেকটা মায়ের কাছে তার সন্তান সেরা আমাকে যদি কেউ কিছু বলতো আমার মা তার সাথে কখনো কথা বলতো না।আমার মা সর্বদা বলতো আমার ছেলে সেরা। এই মাকে আমরা কতই না কষ্ট দেয়। মা আমাদের জন্য কত বড় একটা নেয়ামত তা আমরা বুঝতে চায় না।
মা হলো পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত।
পরিশেষে একটি কথাই বলবো আমার শরীরের চামড়া দিয়ে মায়ের জন্য যদি আমি জুতা তৈরি করে দেই।তাও মায়ের ঋণ শোধ হবে না। সকলের কাছে একটি অনুরোধ। কেউ মা কে কষ্ট দিবেন না। মা একজনি পাবেন ও একবারই পাবেন।
ভালো থাকুক পৃথিবীর সকল মায়েরা💖❤💖💖
🤲🤲রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা🤲🤲
প্রত্যেকের মায়ের জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইলো
"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৫৪৫
Date:- ০৭/০৬/২০২১
ধন্যবাদন্তে
মোহাম্মদ মেহেদী হাসান
কমিউনিটি ভলান্টিয়ার
টপ টেন সদস্য
১২তম/৪৮১১৯
তারুণ্যের মানিকগঞ্জ
লেবানন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা
ফাউন্ডারঃ এমএফ ফ্যাশন স্টোর এন্ড টেলিকম
নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন