এইখানে ঘরের প্রয়োজনীয় সব কিছু পাওয়া যাচ্ছে
❤আজকে আমাদের সাপ্তাহিক অনলাইন হাট❤
❤গল্পে গল্পে সেল পোস্ট ❤
আসসালামু আলাইকুম
__________প্রথমে শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তায়ালার। যিনি এই করোনার কঠিন পরিস্থিতিতে আমাদের সুস্থ এবং স্বাভাবিক রেখেছেন।
তারপর কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের প্রিয় মেন্টর জনাব Iqbal Bahar Zahid স্যার এর প্রতি। যার উদ্যোগে আজ এতো বড় একটি ভালোমানুষের প্লাটফর্ম তৈরি হয়েছে |
এবং যার অনুপ্রেরণায় লাখো তরুণ তরুণী নিজের মনে স্বপ্নের জাল বুনেছে |
এবং নিজের পায়ে দারানোর চেষ্টা করছে। এতো ভালো এবং মানবিক মানুষদের প্লাটফর্ম আর দুইটি নেই |
স্যার এর প্রতিটি সেশন থেকে প্রতিনিয়ত শিখে যাচ্ছি এবং অনুপ্রাণিত হয়ে আমিও স্বপ্ন দেখি নিজের পায়ে দারানোর, নিজের মা পরিবার পরিজন এর জন্য কিছু করার এবং দেশ এবং সমাজের জন্য কিছু করার যদি আল্লাহ পাক সহায় থাকে |
আমার বউ কে বললাম চলো বাজার করতে যাই ,বউ বললো করোনার মধ্যে কোথায় বাজার করতে যাবে,আমি বললাম আমি সেই হাটে বাজার করবো,যে হাট রোদ বৃষ্টি করোনা তে বন্ধ হইনা,বউ বললো কোথায় তোমাদের হাট, আমি বললাম আসো দেখাই আমাদের হাট,যে হাটে তুমি পাবে গাড়ি থেকে শুরু করে পিন প্রজন্ত,যাহা অন্য কোথাও পাবে না,বউ আমাকে বললো তাই|
এই হাট কে তৈরি করেছে,আমি বললাম আমাদের প্রিয় স্যার #ইকবাল বাহার জাহিদ স্যার যিনি আমাদের এই সুবিশাল হাট তৈরি করে দিয়েছেন |বউ কে বললাম মোবাইল টা নিয়ে আসো বাজার করা শুরু করি,বউ বললো মোবাইল এ কিভাবে বাজার করবে,আমি বললাম আমাদের বাজার হয় অনলাইনে আমরা অনলাইনে এ বেচাকেনা করি,বউ আমাকে বললো খুব ভালো তো তোমাদের বাজার,
এইখানে ঘরের প্রয়োজনীয় সব কিছু পাওয়া যাচ্ছে তাহলে আমরা কেন বাজারে গিয়ে করুণা সংক্রমণ কাঁধে নিয়ে ভিড় জমাবো বউ এর কথা আজকে থেকে আমরা অনলাইনে বেচাকেনা করব এবং কিনবো মানুষকে উৎসাহ দেবো|
আমি বললাম কি লাগবে তোমার বাজার থেকে,আমাকে বললো,
খাঁটি সরিষার তেল
খাঁটি ঘি
ভালো চানাচুর
আমি বললাম চলো Rupok Ibrahimkhalil ভাইয়ের মারওয়া তে যাই,বউ বললো খাঁটি হবে তো,আমি বললাম আমাদের স্যার আমাদের কে শিক্ষা দিয়েছেন,আমরা ভালো জিনিস বিক্রি করি,আমরা সবাই কমিটমেন্ট রক্ষা করে চলি,আমরা সবাই ভালো মানুষ,বউ আমাকে বললো আলহামদুলিল্লাহ ভালো মানুষের থেকে জিনিস কিনতে কোনো ভয় নাই,তাহলে আমি আরও জিনিস কিনবো,
আমি বললাম বলো আর কি নিবে,আমাকে বললো তোমাদের হাটে কি বিছানার চাদর পাওয়া যাই,আমি বললাম জী পাওয়া যাই|
ভালো মানের বিছানার চাদর তুমি Nelufa Yeasmin আপুর Nelushopnohat এর কাছে পাবে,যার অনেক রিপিট কাস্টমার আছে,এবং আপুর কাছে আরও আছে,লুঙ্গি,গামচা,কুশি কাটার ড্রেস |
আমার মা শুনে বললো বাবা তোমরা মোবাইলে কি
কিনাকাটা করছো,আমার বউ বললো ওই যে আপনার ছেলে যেই অনলাইনে ব্যবসা করে
To Be an Entrepreneur নিজের বলার মত একটা গল্প Foundation সেখান থেকে কেনাকাটা করছি |
আমি বললাম মা আমরা মোবাইল এ বাজার করছি,মা বললো বাবা আমার জন্য সুপারি নিতে পারবে,আমি বললাম মা অবশ্যই নিতে পারবো,
আমাদের J M Faruk ভাই আছেন ওনার কাছে থেকে নিতে পারবো,মা বললো আর কি বিক্রি করে ওনি আমি বললাম মা ভালো নারিকেল বিক্রি করেন প্রিয় ভাই|
মা বললো বাবা তোমার দোকান টা কোথায় আমি মাকে বললাম এইতো মা, @Hafsa-হাফসা লিখলে চলে আসবে আমাদের দোকান টা,
আমাদের আইটেম গুলো
🌹কুশি কাটার ড্রেস
🌹6মাস থেকে 10বছরের প্রজন্ত
🌹কুশি কাটার 0থেকে 2বছরের বাবুদের জুতা,সেন্ডেল
🌹কুশি কাটার শুধু গোল গলা
🌹কুশি কাটার হাফ বডি
🌹কুশি কাটার কুশন কভার
🌹কুশি কাটার টেবিল ম্যাট
🌹বড় দের হাতের কাজের 3পিচ্ প্রি অর্ডার নেওয়া হয়
🌹কুশি কাটার বড় দের ড্রেস এর অর্ডার নেওয়া হয়
আমরা কি কি বিক্রি করি এখানে দেখাবে|
❤আমাদের এই অনলাইন হাট এর নিয়ম অনেক ভালো কাস্টমারকে ভালো মাল দিতে হবে, লাভ কম করতে হবে, প্রোডাক্টটের মান ঠিক রাখতে হবে,কমিটমেন্ট ঠিক রাখতে হবে,আমরা পণ্য বিক্রি করি না আমরা বিক্রি করি বিশ্বাস |প্রিয় মেন্টর ইকবাল বাহার জাহিদ স্যার ❤❤
আলহামদুলিল্লাহ,
মা বাবা দোয়া করছেন বলেই আজকে আপনাদের সবাইর সাথে পরিচিত হতে পারতেছি
লাখো কোটি শুকরিয়া আদায় করছি মহান "আল্লাহর" দরবারে।
কৃতজ্ঞতা প্রকাশ করছি ফাউন্ডেশন এর অগনিত ভাই বোনদের প্রতি যারা আমাকে অনেক ভালবাসা দিচ্ছেন
'নিজে বলার মতো একটা গল্প ফাউন্ডেশনে' সম্মানিত প্রতিষ্ঠাতা জনাব "ইকবাল বাহার জাহিদ" স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এতো সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য।
শুভেচ্ছান্তে:-*
হাসানুল হক
গর্বিত ভলান্টিয়ার
রেজিস্ট্রেশন টীম মেম্বার
24/7 লাইভ সাপোর্ট টীম মেম্বার
ব্যাচ 13
রেজিস্ট্রেশন :51453
জেলা :কুষ্টিয়া
যোগাযোগ :01324324727
পেইজ লিংক:
-https://www.facebook.com/hafsabd4u/
❤ড্রেস এর নিচে খুচরা মূল্য দেওয়া আছে ❤