আমিই হবো এই পৃথিবীর সেরা নায়ক।
আমিই হবো এই পৃথিবীর সেরা নায়ক।
🌹🌹🌹
আসসালামু আলাইকুম,
শুরুতেই শুকরিয়া আদায় করছি মহান আল্লাহর প্রতি যিনি আমাদের এই সুন্দর পৃথিবীতে এখনো সুস্থ রেখেছেন।কৃতজ্ঞতা এই শতাব্দীর সেরা আবিষ্কার, লাখো তরজনের নয়নের মনি আমাদের প্রিয় মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি।অনেক ভালোবাসা প্রিয় শুভাকাঙ্ক্ষী ভাই বোনের প্রতি যাদের ভালোবাসায় আমি সিক্ত।
🌹🌹🌹
প্রতিটি মানুষ নিজেকে সফলতার চূড়ায় দেখতে চায়।নিজের প্রশংসা, নিজের উন্নতি অর্থাৎ আত্নউন্নয়ন সবাইকে আনন্দিত করে।হৃদয়ের মাঝে প্রশান্তি এনে দেয়।নিজেকে তখন পৃথিবীর সব থেকে সুখী মানুষ মনে হয় যখন নিজের সাথে ভালো কিছু ঘটে,নিজের সফলতা, অর্জন বৃদ্ধি পায়।
🌹🌹🌹
প্রতিটি শিশু জন্মের পরে তার মা বাবাকে চিনে না।তাকে শিক্ষা দেয়া হয় এটা তার মা, এটা তার বাবা।কিছুদিন পরেই সে বুঝে নেয় তার মা,বাবাকে।পর্যায়ক্রমে আশে পাশের সব কিছু তার মধ্যে সহজ ব্যাপার হয়ে যায়।এছাড়া জন্মের পর আমাদের মাঝে সব কিছুই অচেনা মনে হয় এই ধরেন রঙের কথাই ভাবেন লাল,নীল,সবুজ,হলুদ এই রঙ গুলো আমাদের ছোট বেলায় অচেনা ছিল কিন্তু মা,বাবা আমাদের যখন ধরে ধরে শিখিয়েছেন এটা লালা, এটা নীল তখন আমরা বিশ্বাস করতে শিখেছি।
🌹🌹🌹
এজন্য জন্মের পর কেউ শিখে আসে না, টাকা পয়সাও নিয়ে আস না।নিজেকে প্রতিনিয়ত শিক্ষা অর্জন করতে হয়।ঠিক তেমনি প্রতিটি মানুষ স্বপ্নবাজ হয় না,তাদের মধ্যে সুপ্ত প্রতিভা লুকিয়ে আছে কিন্তু তারা পাচ্ছে না কোন সুযোগ, প্রকাশ করার মাধ্যমে,পাচ্ছে না আইডিয়া এসব কিছুর জন্য অনেকের আর সামনের পথগুলো অতিক্রম করা হয় না।তাদের প্রতিভা তাদের মাঝেই লুকায়িত থকে।
🌹🌹🌹
ছোট বেলায় আমাদের মাঝে বুঝে না বুঝে অনেক স্বপ্ন কাজ করে।যেমন আমার ইচ্ছা ছিলো কম্পিউটার ইঞ্জিনিয়ার হবো।অনেকের স্বপ্ন ছিলো শিক্ষক হবে,কেউ ডাক্তার,কেউ পুলিশ,কেউ ব্যাবসায়ী ।কিন্তু বড় হওয়ার সাথে সাথে আমাদের এই স্বপ্ন গুলো সঠিক গাইডের অভাবে স্বপ্ন ভেঙে যায়।আমাদের চিন্তা চেতনা ভিন্ন রুপ ধারন করে।
🌹🌹🌹
কিন্তু আমাদের প্রিয় মেন্টর এমন এক পরিবার গঠন করলেন যেখানে স্বপ্নহীন মানুষ কে স্বপ্নবাজ করে তোলেন তার আদর্শ শিক্ষা দিয়ে।প্রিয় স্যার জনাব ইকবাল বাহার জাহিদ এর শিক্ষা নিয়ে সবাই স্বপ্ন দেখার সাথে সাথে স্বপ্নগুলোকে বাস্তবে রুপান্তর করছেন।তাদের মধ্যে তৈরি হচ্ছে এনার্জি, যে এনার্জি তাদের কাজে সফল হতে সাহস করে।সকলেই স্যারের প্রিয় স্লোগান স্বপ্ন দেখুন,সাহস করুন,শুরু করুন এবং লেগে থাকুন সফলতা আসবেই হৃদয়ে ধারন করে নিজে থেকে করার চেষ্টা করছেন।নিজের পরিচয় তৈরি করছেন।
🌹🌹🌹
বাংলাদেশের তরুন প্রজন্ম যখন হতাশায় ডুবছিলো,পাচ্ছিলো না কোন নিজে থেকে কিছু করার আইডিয়া তখন আমাদের মেন্টর বাংলাদেশের ৬৪ জেলা থেকে ১৬৪ জন নিয়ে ২০১৮ সালে ১ জানুয়ারি এই পরিবার গঠন করেন।দেশের ছেলে মেয়েরা খুজে পায় নিজেদের আইডিয়া গুলোকে,স্বপ্নগুলোকে বাস্তবে রুপান্তর করার হাতিয়ার। শুরু হয় এখান থেকে প্রতিক্ষন নেওয়া।নিজেদের দক্ষতাকে বৃদ্ধি করার মিশন।
🌹🌹🌹
হয়তো অপেক্ষা করছিলো তরুন প্রজন্ম এই মানুষটার জন্য।বাংলার ইতিহাসে এই রকম উদ্যোগ আর কেউ নেয় নি এর আগে।রেকর্ড গড়লেন আমাদের প্রিয় মেন্টর জনাব, ইকবাল বাহার জাহিদ স্যার।
🌹🌹🌹
আমরা অনেকেই সিনেমা দেখতে যাই,একজন লুঙ্গি পড়া ছেলেটা সিনেমায় কাটানো সময়টা নিজেকে হিরোই ভাবে,তার মতো হতে চায়।এর মানে হচ্ছে আপনি নিজেকে সব সময় ভালো অবস্থানে দেখতে চান,নিজের প্রসংশা চান।আর এরই নাম হচ্ছে স্বপ্ন।আর স্বপ্নবাজ মানুষই এমন হয়।নতুনত্বের খোজে তারা ঘুরে বেড়ায়।নতুন আবিষ্কার তাদের মনকে নাড়া দিয়ে যায়।আমিই হবো আসল হিরো এটা বিরাজ করে।
🌹🌹🌹
আসল আয়ক তারাই যারা নিজে কিছু করে এবং অপরকে কিছু করার সুযোগ করে দেয়।আমাদের প্রিয় মেন্টর নিজের কর্মসংস্থান নিজে তৈরি করে আশে পাশের ৮-১০ জন মানুষের কর্মসংস্থান তৈরি করার জন্য বলেছেন।জীবনে অন্তত ১ জন মানুষের ভাগ্য পরিবর্তন, কর্মসংস্থান করতে পারলেও সেটা হবে জীবনের সেরা একটা অর্জন।আদ এই অর্জন ভালোকাজ হিসেবে গন্য হয়ে থাকে।
🌹🌹🌹
একমাত্র ভালো মানুষ হতে পারলেই জীবন স্বার্থক।ভালো মানুষ হয়ে মৃত্যু বরন করলেই কোন দুঃখ নেই।ভালো মনের মানুষরাই পৃথিবীর বুকে দাগ কেটে যান,এই সুন্দর পৃথিবী তাকে কখনো ভুলে না।
🌹🌹🌹
আমাদের প্রিয় মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যার আমার চোখে দেখা একজন ভালোমানুষ, ভলেন্টিয়ারন,শিক্ষক,যার শিক্ষা অনেক কার্যকর ভূমিকা পালন করে জীবন বদলে দিতে।
"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৫৪৭
Date:- ১০/০৬/২০২১
তারুন্যের মানিকগঞ্জ জেলা টিম
সুমন আহমেদ হৃদয়
রেজিষ্ট্রেশন টিম মেম্বার
টপ ২০ ক্লাবের সদস্য
ব্যাচ-৩য়
রেজি-৪২১২
জেলা-মানিকগঞ্জ
উপজেলা অ্যাম্বাসেডর শিবালয়