মায়ের কোল যে কত বড় জিনিস তা একজন যোগ্য সন্তান ছাড়া আর কেউ জানে না ।
মায়ের কোল যে কত বড় জিনিস তা একজন যোগ্য সন্তান ছাড়া আর কেউ জানে না । শত চিন্তা আপনার মাথায় একবার মায়ের কোলে মাথা রাখেন দেখবেন সব চিন্তা দূঢ় হয়ে যাবে। দুনিয়ার যেখানেই যান না কেন মায়ের কোলে যে শান্তি তা কোথাও খুজে পাবেন না ।
গভীর শ্রদ্ধার সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার প্রিয় স্যার প্রিয় শিক্ষক জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি। প্রাণ প্রিয় স্যারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি, যার বদৌলতে আমরা পেয়েছি """"নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন"""
আমার প্রিয় স্যার_জনাব ইকবাল বাহার _তরুণ ও উদ্যোক্তার কাছে এক অসাধারণ ব্যক্তিত্ব। স্যারের হাত ধরে তৈরি হয়েছে হাজারো উদ্যেক্তা। স্যারের হাতছানি ও পরামর্শতে অনেকে শূন্য থেকে পরিশ্রম করে হয়েছে একজন সফল উদ্যেক্তা। তিনি কাজ করেন নতুন প্রজন্মের স্বপ্ন নিয়ে, তিনি তরুনদের স্বপ্ন দেখান উদ্যেক্তা হওয়ার।তার অসাধারণ এক উক্তি “স্বপ্ন দেখুন, সাহস করুন,শুরু করুন,লেগে থাকুন, সাফলতা আসবেই”
এই উক্তি বদলে দিয়েছে অনেকের জীবন।।
ইকবাল বাহার স্যারের চিন্তার অনেকটা জায়গা জুড়িয়ে আছে তরুণ সমাজ।তিনি তরুণদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন কর্মশালা করেন যা সম্পূর্ণ ফ্রিতে।
স্যার Young Entrepreneurs “নিজের বলার মতো একটা গল্প” ফাউন্ডেশন গ্রুপে প্রতিদিন উদ্যোক্তাদের অনুপ্রাণিত করেন এবং বিভিন্ন দক্ষতা মূলক কর্মকান্ডের প্রোগ্রাম করেন।
তবে স্যারের একটা ভিডিও দেখছিলাম যেখানে স্যার বলেছিলেন স্যার যেটা আমাদের জন্য করছেন তার বিনিময় স্যার আমাদের কাছে কি চায়_
সেখানে স্যার বললেন ""আমার মৃত্যুর পরে আমার জন্য চোখের কোনা দিয়ে দু ফোটা পানি পড়বে শুধু এতোটুকূ"'😰😰
স্যার আমরা নতুন প্রজন্মের উদ্যোক্তারা সারা জীবন চির ঋণী হয়ে থাকবো আপনার কাছে । যার ঋণ শোধ করার মতো কোনো ক্ষমতা আমাদের কখনও হবেনা।।
______________আমি মোঃ কামাল হোসেন_ আমি সর্বপ্রথম 2014 সালে ডিস ও ইন্টারনেট নাইনের ব্যবসা শুরু করি। আমার শুরুতেই প্রায় 5 লক্ষ টাকার কাছাকাছি ইনভেস্ট করতে হয়েছিল। ব্যবসা শুরু করার এক বছরের ভিতর আমার এলাকায় এবং আমার ব্যবসায়িক এলাকায় নদী ভাঙ্গনে তলিয়ে গেল। এমন একটা অবস্থার সৃষ্টি হল যে গ্রামের মানুষ বেঁচে থাকাটাই অনেক কষ্টের সাধ্যর ব্যাপার হয়ে দাঁড়ায়। শত শত ঘরবাড়ি ভেঙে পড়লো ধনী-গরিব সবাই একসাথে রাস্তার উপরে মাসের পর মাস কাটাতে লাগলাম। বছর শেষে ভাঙ্গনের বাদ হতো কিন্তু কিছুদিনের ভিতরেই পুনরায় ওখান থেকে আবার বাঁধ ভেঙে যেত এভাবে প্রায় তিন বছর কেটে গেল।। খুব কষ্টের ভিতরে।
এছাড়া আমার ঘেরের ও মাছের আড়ৎ এর ব্যবসা ছিল কিন্তু সবকিছু তলিয়ে যাওয়াতে আড়ৎ এ ও মাছ হতো না । আর ঘেরের মাছ তো নদী ভাঙ্গনে নিয়ে গেল।।
আমার অবস্থা তখন খুবই করুন আমার জীবনের সবথেকে খারাপ সময়টা তখন পার হচ্ছিল।। ফ্যামিলির চাপ ও বেশ কিছু টাকা ঋণ হয়ে পড়েছিলাম সবকিছু মিলেই মনে হচ্ছিল আমাকে দিয়ে হয়তো আর কিছু হবে না।
তবে আমার ফ্যামিলি আমার কখনো আর্থিক সাপোর্ট করেনি তবুও তাদের চাপ টায় ছিল খুব বড় চাপ।।
আমার মা আমার জন্য খুব দোয়া করতো এবং আমাকে বলতো ধৈর্য ধরো সব ঠিক হয়ে যাবে ।।আমিও নিরুপায় ছিলাম কিছুই করার ছিলনা যেদিকে তাকাই শুধুই অন্ধকার।।
_______________2018 সালের শুরুর দিক থেকেই আস্তে আস্তে আমার অন্ধকার জীবনটা আলোর মুখ দেখতে শুরু করলো, আমি আবার নতুন করে ভাবতে শুরু করলাম আমার সব ব্যবসার সাইট থেকে ভালো প্রফিট আসতে শুরু হল।।
"আলহামদুলিল্লাহ" আমি খুব তাড়াতাড়ি আমার সমস্ত ঋণ শোধ করে ফেলি এবং আমি গাড়ি কিনে নিজের স্বপ্ন পূরণ করি আলহামদুল্লিহা ।।
________________2019 সালে আলহামদুলিল্লাহ নিজের আয় করা টাকা দিয়ে জমি ক্রয় করি , বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণ করি, সবকিছু মিলিয়ে মহান আল্লাহ পাক আমার খুব ভালো রেখেছেন।
আমার এই লেখাটিতে যদি কোন প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
শেষ কথা বলি__ আমি আজ নিজের বলার মত একটা গল্প গ্রুপ না পেতাম, তাহলে হয়তো আমি কখনো এভাবে লিখতে পারতাম না।।
আমি যতবারই স্যারের সেশন পড়ি ততোবারই অনুপ্রাণিত হই এবং আমার কনফিডেন্স লেভেল বাড়তে থাকে, সেই জায়গা থেকেই আজ আমি গল্প বা আমার জীবন কাহিনী লিখতে পেরেছি।
ধন্যবাদ প্রিয় স্যার কে, ধন্যবাদ গ্রুপের সকল ভাইয়া ও আপু দেরকে।
স্ট্যাটাস অব দ্যা ডে"- ৫৪৭
Date:- ১০/০৬/২০২১
ধন্যবাদান্তে
আমি মোঃ কামাল হোসেন
নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন এর গর্বিত সদস্য
ব্যাচ নাম্বার _13
রেজি নাম্বার_ 59523
জেলা খুলনা।