হারতে নয় জিততে শিখুন
✍ ✍️ হারতে নয় জিততে শিখুন ✍✍
👉 যখন চলতে চলতে হোঁচট খেয়ে পড়ে যাবেন, নিজেকে খুব অসহায় মনে হবে, এই বুঝি আমি হেরে গেলাম, আমাকে দিয়ে আর কিছু হবে না, আপনার এ নেগেটিভ চিন্তাধারই আপনার জন্য বড় বাধা হয়ে দাড়াবে। সহজ কাজকে তখন অনেক কঠিন মনে হবে। নেগেটিভ চিন্তা বাদ দিয়ে আপনাকে পজেটিভ চিন্তা করতে হবে, নিজেকে ভালবাসতে শিখুন, নিজের কাজকে ভালবাসুন, নিজের উপর বিশ্বাস রাখুন,যেখানে হোঁচট খেয়ে পড়ে যাবেন সেখান থেকেই উঠে দাড়ানোর চেষ্টা করুন, সব সময় জিততে হবে এ মানসিকতা আপনাকে পিছিয়ে দিবে। ক্রিকেট/ফুটবল খেলায় যেমন হার জিত থাকে একজন উদ্যোক্তার জীবনেও কখনো কখনো হার আর জিত থাকবে, আপনি কেন হারলেন এ ভুল গুলো সংশোধন করে নতুন করে শুরু করুন। ইনশাআল্লাহ সফলতাই আপনার কাছে ধরা দিবে।
👉 প্রিয় ইকবাল বাহার জাহিদ স্যারের বানী👈
👉 যে জিতবে সে বারবার পড়বে,
আবার উঠে দাঁড়াবে – বলবে আমি খেলবো,
যে পরার পর উঠে দাড়ানোর চেষ্টা করবে না,
সে কোন দিন জিতবে না 👈
একজন সফল উদ্যোক্তা হতে গেলে,অনেক সময় অনেক বাধার সম্মখিন হতে হয়, তাই বলে হাল ছেঁড়ে দিলে চলবে না, সব বাধাকে পিছনে ফেলে নিজেকে ঘুড়ে দাঁড়াতে হবে, আর যদি নিজের উপর বিশ্বাস রেখে ঘুড়ে দাঁড়াতে না পারেন কখনো আপনি সফল হতে পারবেন না।
👉 হতাশা 👈
👉 জীবনের পথ চলায় কোন না কোন সময় সবাই কে কোন এক সময় হতাশায় ভুগতে হয়। কখনো বিপদ, কখনো কারো সমালোচনার সম্মুখীন,কখনো কারো নিন্দা অপবাদ এ সব আপনাকে হতাশায় ডুবিয়ে রাখবে, কোন কাজে মনোযোগি হতে পারবেন না, তখন একটা খারাপ সময় অতিক্রম করতে হয়। আর এ খারাপ সময়টা এতোটাই শক্তিশালী মনে হয় যে আমরা পরিস্থিতির কাছে হার মেনে যাই। আর যখন হতাশা গ্রাস করে তখন নিজের উপর ও বিশ্বাস উঠে যায়।
🤦♀️ একটা সময় হতাশা আমাকে গ্রাস করে রেখেছিল। কোন কাজ আমার ভাল লাগতো না, এতো হতাশার মাঝেও একজন আমার পাশে সম সময় থেকেছে, সব সময় সাহস যুগিয়ে এসেছে। সে আর কেউ না আমার বেঁচে থাকার এক মাত্র অবলম্বন আমার ❤️ Husband ❤️
তার অনুপ্ররণাই আজ আমি হতাশা কাঠিয়ে আলোর পথে চলছি।
🤲 আল্লাহর কাছে লক্ষ কোটি বার শুকরিয়া আদায় করি, যে আমাকে এমন একটা জীবন সাথী দিয়েছে।
সে খুব সাদা মনের মানুষ, খুব ঠান্ডা একজন মানুষ
তার মনের ভিতর হিংসা কিনা বলতে কোন কিছু নেই।
সে সব সময় সবাইকে নিয়ে ভাল থাকতে চায়। এটাই তার অপরাধ। আজ তার সরলতার সুযোগ নিয়ে সুযোগ সন্ধানি কিছু স্বার্থপড় স্বার্থ হাসিল করে দূরে চলে গেছে। আজ কেউ আর তার পাশে নেই। তার একক প্রচেষ্টায় আমাদের ছোট পরিবারকে সে আগলে রেখেছে।
আমার Husband এতোটাই ভালমানুষ, কাউকে কোন কিছু বলতো না, সে নিজে কষ্ট করবে অন্যকে কষ্ট করতে দিবে না। তার এ সরলতার সুযোগ নিয়ে আমাকেউ নানান ভাবে খোটা দিত,অনেক রকম কথা শুনাতো। সব সময় মানসিক চাপে থাকতাম, হতাশা আমাকে গ্রাস করতো।
আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, এতো কিছুর পড় ও আমি ভেঙ্গে পরিনি, আমার Husband আমাকে ভেঙ্গে পড়তে দেয়নি। সব সময় পাশে থেকে সাহস জুগিয়ে গেছে।
কখনো ভাবিনি আমি একজন উদ্যোক্তা হবো,
সব সময় মানুষিক একটা চাপের ভিতর দিন রাত কেটে যেতো।
👍 সত্যি বলতে কি পাওয়ারফুল মানুষেরা সব সময় পাওয়ারফুল যায়গা থেকে ইঠে আসেনা,,,
নিজের চেষ্টায় আর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে নিজেকে পাওয়ারফুল যায়গায় দার করাতে সক্ষম হয়।
আর এই সপ্ন নিয়ে সামনের পথে চলতে চাই
ইনশাআল্লাহ,,
আল্লাহ রহমতে আমি ও এক দিন সফল হবো।
স্ট্যাটাস অব দ্যা ডে"- ৫৪৯
Date:- ১৩/০৬/২০২১
🌹নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশনের একজন গর্বিত সদস্য🌹
👉 মোছাঃ মেহেরুন জাকির
🌺 ব্যাচ-১১
✍️ রেজিষ্টেশন নং-৩২৮৩৯
💉 ব্লাড গ্রুপ- O+
🇧🇩 জেলা- বগুড়া
📲 আমার ব্যবসায়ীক ফেসবুক পেজ-https://www.facebook.com/Zulfa-Fashion-House-105770957993896/