আচ্ছা যাইহোক বাস চলতে থাকলো
অনেক টা পথ আসার পর, বাসে উঠলাম
শাড়িগুলো পাশের সিটে রেখে শান্তিতে একটু বসলাম।
ও মা পিছনে তাকাতে দেখি একটা মেয়ে বাসে বসে সাজগোছ করতেছে। একটু কৌতুহল নিয়ে তাকালাম, ভাবলাম হায়রে মেয়েদের জীবন সংসারের কাজ করতে করতে নিজের একটু যত্ন নেয়ার ও সময় পায় না। আচ্ছা যাইহোক কৌতুহল বলে কথা মেয়েটার সাথে কথা বলতে হবে, তো যে চিন্তা সে কাজ সামনে এগিয়ে মেয়েটাকে উদেশ্য করে কথা বলতে দেখি ওমা এটা তো আমাদের নিঝুম আমিন আপা🙈🙈🙈
জিজ্ঞেস করলাম কি ব্যাপার তুমি বাসে কেন সাজতেছো তো সে বলব আরে আপু বল না হাটে হাঁচ্ছিতো বাসা থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি তাই একটু সাজতে পারলাম না।
তাই ভাবলাম হাঁটে যখন নিজেরে কসমেটিক নিয়ে যাচ্ছি, তো একটু নিজে সেজেনি এ আর কি।
#নিঝুম আমিন আপুর #বিভোর কিন্তু দেশি বিদেশি অনেক মানসম্মত কসমেটিক পাওয়া যায় নিতে ভুলবেন না কিন্তু 💕💕
আচ্ছা যাইহোক বাস চলতে থাকলো আমরা দুজন বেশ গল্প করতে করতে হাঁটে আসতেছি, একটু দুর আসার পর গাড়ি দাঁড়িয়ে পড়ল,ভাবলাম কি ব্যাপার গাড়ি থামলো কেন।
নেমে দেখি খাবার বিরতি।
আচ্ছা যাইহোক পেটে ও বেশ খিদে দুজনে নেমে একটা রেস্তোরাঁ গিয়ে বসলাম।
ওমা একি কান্ড ওখানে দেখি Nowshin Taranum কে। কাছে গিয়ে বললাম কি ব্যাপার তুমি হাটে না গিয়ে এখানে কি কর বলল আপু আসলে গাড়িতে যাত্রা বিরতি দিল তাই হাটে যে খাবার গুলো নিয়ে যাচ্ছি তার থেকে একটু খেয়ে নিলাম। পেট ভরা না থাকলে কি আর হাটে গিয়ে শান্তি লাগবে।
Nowshin Taranum কিন্তু অনেক ভালো ভালো খাবার নিয়ে ও কাজ করে, খেতে ভুলবেন না কিন্তু 💓💓
আচ্ছা ভালো হলো নওশিনের থেকে আমি আর নিঝুম একটু খাবার খেয়ে নিলাম আমাদের পয়সাটাও বেঁচে গেলো😆😆
যাক এবার তিনজন গিয়ে বাসে উঠে বসলাম।
যথারীতি বাস এসে গন্তব্য পৌঁছাল। আমরা নেমে ৩ জন আবার হাঁটা দিলাম ৫১ তম হাঁটের উদ্দেশ্য।
একটু দূর এসে দেখলাম খুব পরিচিত একটা আপুকে, কাছে গিয়ে দেখি এতো আর কেহ নয় আমাদের ইনায়া ইসলাম বৃষ্টি আপু।
জানতে চাইলাম আপু কি ব্যাপার হাঁটে না গিয়ে এখানে কেন।
বলে পাগলি আর বলিস সকালে যে #শখের ড্রেস
ড্রেস পড়ে #লাইভ করছিলাম সেটা চেঞ্জ করতে ভুলে গেছি।
সকাল থেকে বৃষ্টি, যদি আর ও বাড়ে ড্রেস টাতো নষ্ট হয়ে যাবে।
তো বললাম এখন কি করবে বলল আমাদের হাঁটে মেয়েদের জন্য যে বিশ্রামাগার আছে সেখানে ভাবছি চেঞ্জ করে নিব।
তো বললাম চল যাই,দেরি হয়ে যাচ্ছে। আপু #শখের হাটে কিন্তু অনেক ভালো মানের শাড়ি,ড্রেস আছে।
গেলাম ৪ জন বিশ্রামাগারে গিয়ে আমিও এ সুযোগে নিঝুমের কসমেটিক দিয়ে একটু সেজে নিলাম🤪🤪
চল চল কত দেরি হয়ে গেছে
আজ আমরা আসছি ৫১ তম অনলাইন হাটে।
আজ আমি আসছি কিছু টাঙ্গাইলের শাড়ি নিয়ে।
এ শাড়িগুলো আমার থেকে পাইকারি ও খুচরো নিতে পারবেন আপনারা
প্রতিটি শাড়ির খুচরো মূল্য ৭৫০ টাকা মাত্র।
আর পাইকারি নিতে চাইলে ইনবক্সে নক দিবেন।
আশা করছি আজকের হাটবার আমাদের সবার জন্য আনন্দঘন হবে।
ধন্যবাদ
প্রিয় মেন্টর
শুভকামনা প্রিয় প্লার্টফমের সকলের জন্য।
স্ট্যাটাস অব দ্যা ডে"- ৫৫০
Date:- ১৫/০৬/২০২১
আমি
সুর্বনা রানী দেবী
কমিউনিটি ভলেন্টিয়ার
৩য়/১৪৯০৪
বাণিজ্যিক শহর
চট্টগ্রাম থেকে
ওনার অফ স্বনির্ভর
ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন।
Shonirvhor - স্বনির্ভর