বেশিরভাগই আমি লান্চের পর থেকে রাত্র দশ টা পর্যন্ত ডিওটি করি।
বিছমিল্লাহী রাহমানির রাহিম
🌹🌹এগিয়ে যাওয়ার গল্প🌹🌹
ফ্যামিলি ষ্টোর, Family store
__________________________________________________
আমার প্রিয় স্যারের একটা সেশনে বলা আছে 🌹যে ৯-৫ টা ভুলে যেতে হবে।🌹
__________________________________________________
🌹🌹ঠিক এমনি একটি ছোট্ট গল্প🌹🌹
__________________________________________________
আজ থেকে প্রাই এক বছর আগে থেকে আমি ৯-৫ ভুলে গিয়ে শুরু করি চাকরির পাশাপাশি ছোট্ট একটা উদ্যোগ......
আমার চাকরির পাশাপাশি টুকটাক সবজি
ব্যাবসা শুরু করি মালদ্বীপ, কেপিটাল সিটি মালে।
আমি জোর দিয়ে দরলাম যে আমি চাকরির পাশাপাশি এই ছোট ব্যাবসা টি করেই যাবো।
আর এই চিন্তাটি এই প্লাটফর্ম To Be an Entrepreneur নিজের বলার মত একটা গল্প Foundation ও Iqbal Bahar Zahid স্যার থেকে ৯০ দিন প্রশিক্ষণ নিয়ে পাওয়া।
__________________________________________________
বেশিরভাগই আমি লান্চের পর থেকে রাত্র দশ টা পর্যন্ত ডিওটি করি। আমি এরি মধ্যে তিন টাইম আধা ঘন্টা করে সময় পাই।১২ঘন্টার মধ্যে দেড় ঘন্টা। আর এই সময়টা কে আমি আমার কাজে লাগাতে চেয়েছি। সেই সময়টা ই
আমার জীবন কে বদলে দিয়েছে।
__________________________________________________
মালদ্বীপ এখনো আছি এখান থেকেই কিনে নিলাম দেশে একটি দোকানের জায়গা তারপর আস্তে আস্তে শুরু করলাম দোকান তৈরীর কাজ,এইভাবে কাজ করতে করতে লেগে গেলো তিনটি মাস।এরি পাশাপাশি দোকানের পিচনে করে নিলাম আর ও ছয়টি রুম যা প্রতি রুমে একটা ছোট ফ্যামিলি থাকা সম্ভব। এইভাবে চলে গেলো আর ও একটি মাস। তারপরে ১৭দিনের পর
৫ ফ্যামিলি একে একে আসতে শুরু করলো
রুম ভাড়া নেওয়ার জন্য।পরে তাদের সাথে আলাপ করে ৫ রুম ভাড়া হয়ে গেলো আলহামদুলিল্লাহ্। বাকি রইল দোকান ও ১ রুম রেখে দিলাম। এইভাবে চলে গেলো ৪৫দিন।এর পরে আস্তে আস্তে করে দোকানের দ্রব তুলে নিলাম। বাকী এক রুমকে বানিয়ে দিলাম দোকানের গোডাউন , সেই গোডাউন মাল রেখে ফুল করে ফেললাম আলহামদুলিল্লাহ্। তারপরে শুরু হল আরেক
নতুন জীবন প্রতিদিন বিক্রি হচ্ছে, খুচরা ও পাইকারি, অসংখ্য যা আশার চেয়ে অনেক বেশী আলহামদুলিল্লাহ্।
__________________________________________________
আমাদের বাড়ির সামনে একটা পুকুর বেশী বড় না তবে আমাদের সংসারের মাছের চাহিদা পুরন করতে সক্ষম, পুকুর টা সংস্কার করে মাছ চাষ করতে শুরু করে দিয়েছে.
পুকুরের পার ঘেসে একটা ছোট মুরগীর ঘড় করে সেখানে ৪০ টা দেশী মুরগী তুলেছিলাম এখনা থেকে সংসারে ডিম ও মুরগীর মাংসের চাহিদা পুরুন হয় ইনশাআল্লাহ।
এ সন্মান এই ফাউন্ডেশন এই পাওয়া আমাকে অনুপেরনা যোগানো হাজারো ভালো মানুষের....
একটা সময় শুধু চাকরি নিয়েই পরে থাকতাম.
এখন চাকরির পাশাপাশি নিজের ব্যাবসা ও আমার বিদেশের জব এর পাশাপাশি আমার সবজির ব্যাবসা অত্যান্ত ভালো চলতেছে।
ইনশাল্লাহ । আর কিছুদিনের মধ্যেই আমার দেশের দোকানে পাশাপাশি চাকরি হবে...
এবং চারজন এই পর্যন্ত চাকরি করতেছে।
উদ্দোক্তা হওয়ার পথে চলছি আর সেদিন আর বেশী দূরে নয়। সেইদিন যেন অন্ততপক্ষে ২০জনের কর্ম সংস্থান করতে পারি।আমার জন্য আপনারা দোয়া করবেন।
যখন বিদেশ থেকে দেশে গিয়েছিলাম আমি আমার প্রতিষ্ঠান কে দার করাবার জন্য।
তখন আমার সাথে অনেকেই বলেছে যে বিদেশে কিছু করতে পারেনাই আর এখন দেশে ব্যাবসায়িক হবে, আর বন্ধু দের সময় কম দিতে থাকি তখন অনেকেই ঠাট্টা করে বলতো ব্যাবসা করবে, দেখেছি, কতো দেখলাম,পুরাণ পাগলে চলতে পারেনা আবার নতুন পাগলের আমদানি, এমনকি পাশের পুরাতন ব্যাবসায়িরা কত ধরণ এর বাজে বাজে মন্তব্য করেছে তা বলা বাহুল্যপূর্ণ, এর এখন আশেপাশের ব্যাবসায়িরা ও আমার কাষ্টমার। আরো কতো সমালোচনা তখন আমার কিন্তুু ভালই লাগেছে..... স্যার বলেছে নিজের মধ্যে পরিবর্তন আসলেই তো সমালোচনা হবে...
মানে আমার পরিবর্তন হচ্ছে এই ভেবে।
আনন্দের বিষয় হচ্ছে.
__________________________________________________
তখন যারা আমার ঠাট্টা করতো তারা এখন আমার দোকানের ক্রয় করে নিয়ে ভালো রিভিউ দিচ্ছে...
হ্যা আর যারা তখন আমাকে কটাক্ষ করে বলতো, মসকরা করতো তাদের আমি ধন্যবাদ জানাই কারন...
আজ আমি একজন নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন এর গর্বিত সদস্য ও কমিউনিটি ভলেন্টিয়ার। হিসেবে আমার নাম উঠেছে ফাউন্ডেশন এর খাতাই ইনশাল্লাহ।
একদিন সফল উদ্দোক্তা হয়ে..
__________________________________________________
নাম লেখাতে চাই সফল উদ্যোক্তা দের লিষ্টে....
এবং এই নামে" ফ্যামিলি লিমিটেড "নিষ্ঠার সাথে প্রতিদিন ভালবেসে যাবে সকলকেই....!
আমি তৈরী করতে চাই নিজের বলার মত একটা গল্প... যা রেখে যেতে চাই আমার ছেলের জন্য....
আর এই গুরে দারানো, একটা গল্প, যা সম্বব হয়েছে শুধু আমার প্রিয় স্যার এর অনুপেরনা শিক্ষা আর হাজারো ভালো মানুষের ভালবাসায়...
সেলুট প্রিয় স্যার আপনাকে.....
আমি আগে সকাল বিছানাই ঘুমাতাম...
আমার ছেলেও আমার সাথে ঘুমাতো...
এখন আমি মালদ্বীপ আছি আর আমার ছেলে দেশের ব্যাবসা পরিচালনা করেছেন। বিদেশে বসেই ছেলেকে স্যার এর আইডিয়া কে কাজে লাগাচ্ছি, এবং আমার ছেলেকে ও এই ফাউন্ডেশন রেজিঃ করে দিয়েছি বর্তমানে আমার ছেলে অনার্স লেখা পড়া করছে ও আমার মেয়ে আই এ সেগেন্ডিয়ারে লেখাপড়া করছে।সবাই আমার ছেলে ও মেয়ের জন্য দোয়া করবেন।
আমি অনুভব করছি আমি একটু একটু করে সফলতার পথেই এগুচ্ছি....
যখন আমি ফ্যামিলি ষ্টোর নামক প্রতিষ্ঠানে সামনে দারাই তখন এই মন্টা ভড়ে যায়।
ইনশাআল্লাহ আর বেশী দূরে নয় উদ্দোক্তা হওয়ার
অতিশিগ্রহি প্রবাসের ইতি টানবো।
আলহামদুলিল্লাহ....
"কাজ কে ভালবাসি.....
"তাই মুখে সফলতার হাঁসি.....
উদ্দোক্তা হওয়ার বীজ টাকে অন্তরে ধারন করেছি
আমি স্বপ্নের বীজ টাও বপন করবো ইনশাআল্লাহ।
আমার স্বপ্নের বীজ এখন অংকুরিত..
একদিন উর্দমুখি হয়ে পুস্ফুটিত হবে আমি বিশ্বাস করি।
৯-৫ টা ভুলে প্রিয় মেন্টর ইকবাল বাহার জাহিদ স্যারএর সেশন ঘুম থেকে ওঠে ঘুমানোর আগ পর্যন্ত কাজের প্রেমে পড়ে থাকার শিক্ষা নিয়ে
চাকরির পাশাপাশি ছোট পরিসরে শুরু করা আমার এই ফ্যামিলি ষ্টোর প্রতিষ্ঠানের সাথে ফোনের মাধ্যমেই সময় দিয়ে যাচ্ছি অবিরত নিয়মিত।
দোয়া করবেন আমার প্রাণপ্রিয় ভাইবোন
একদিন যেনো এই ফ্যামিলি ষ্টোর থেকে ফ্যামিলি লিমিটেড পরিনিত করতে পারি।
সবার সুসাস্থ্যতা ও দির্গ্যয়ো কামনা করছি।
স্ট্যাটাস অব দ্যা ডে"- ৫৫৮
Date:- ২৫/০৬/২০২১
____________________________________________________________________________________________________
আমি মোঃ মোতালেব
কমিউনিটি ভলেন্টিয়ার
দশম ব্যাচঃ
রেজিঃ ১৫৩৪৯
জিলাঃ মৌলভীবাজার
বর্তমানে অবস্থান মালদ্বীপ একজন রেমিটেন্স যোদ্ধা।