#জীবনে_চলার_পথ_টা_সহজ_না_তবে_ঘুরে_দাঁড়ানোর_চেষ্টা #পারে_সফলতার_গল্প_তৈরি_করতে।
#জীবনে_চলার_পথ_টা_সহজ_না_তবে_ঘুরে_দাঁড়ানোর_চেষ্টা #পারে_সফলতার_গল্প_তৈরি_করতে।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি আলামিন
🤲____________ শুকরিয়া আদায় করছি মহান সৃষ্টিকর্তার নিকট। যিনি আজও আমাদেরকে সুস্থ-সুন্দর রেখে তার ই সৃষ্টি অনন্য অপূর্ব প্রকৃতির বিমুগ্ধ সৌন্দর্য লীলা ভোগ করার তৌফিক দান করেছেন। আমার বাবা মার প্রতি কৃতজ্ঞ তাদের কারনে পৃথিবীতে আসতে পেরে ছি। যারা পরম আদর স্নেহ দিয়ে শিক্ষা দিয়ে সঠিক মানুষ করে গড়ে তোলেছেন।
🌺________________পরক্ষণেই নিজের বলার মত একটা গল্প গ্রুপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও কর্ণধার, অন্ধকার কবলিত তরুন-তরুনীর আলোর দিশারী, সমাজের নিবেদিতপ্রাণ আমার ঘুরে দাঁড়ানোর প্রাধান সাহস ও অনুপ্রেরণা কারি
জনাব Iqbal Bahar Zahid স্যারের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।প্রিয় এই গ্রুপের সকল সহযোদ্ধাদের কে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।
🌺_______________নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশনের সকল ভাই বোন আমরা সবাই যেন এক আত্মার বন্ধনে এক ই খাঁচার মধ্যে বন্দী।এই গ্রুপের পরস্পর পরস্পরের মধ্যে এই মধুর বন্ধন সমাজে এবং তথা দেশের অন্য কোন সংগঠনে বিরল।
🌺__________________প্রিয় এই প্ল্যাটফর্মের ভাইবোনদের মধ্যে আত্মার এই নিবিড় সম্পর্ক চির অটুট রাখার জন্য এবং ভালো মানুষের এই বিশাল পাঠশালার শিক্ষায় দিক্ষিত হয়ে আমরা কেহই সামান্যতম কার্পন্য করিনা একে অপরের ভালকাজে ভূয়শী প্রশংসা করতে এবং বিপদে-আপদে একে অপরের পাশে দাঁড়াতে। প্রিয় স্যারের আদর্শ শিক্ষা কে নিজের জীবনে বাস্তবায়িত করার লক্ষ্যে আমি আজ তুলে ধরবো আমার ঘুড়ে দাঁড়াবার কথা।
🌺_________________ আমি সাথী আক্তার ছোট বেলা থেকে স্বপ্ন দেখতাম শিক্ষক হবো।সবচেয়ে বেশি পছন্দ করতাম শিক্ষকতা পেশা কে। বাংলায় অর্নাস ও মাস্টার্স শেষ করে খন্ডকালীন শিক্ষক হিসেবে নিয়োজিত ছিলাম দীর্ঘদিন দিন।খুব খুশি ও ভালো লাগতো শিক্ষকতা করতে। কিন্তু সে খুশি বেশি দিন ধরে রাখতে পারি নাই। আমার প্রথম কন্যা সন্তান গর্ভে আসার পর চাকরি থেকে মেটারনিটি লিভ নিলাম ৬ মাসের জন্য। মেয়ে হবার পর নানা ঝামেলায় ছুটি বাড়িয়ে ১ বছর পর্যন্ত চাকরিটা আটকে রাখি কিন্তু অবশেষে শেষ রক্ষা হলো না আর চাকরিতে ব্যাক করতে পারলাম না।কারণ বেবি ছোট বাসায় নিজের আপন কেউ থাকার মতো ছিলো না যে আমার বেবি টা কে দেখবে।তাই আর চাকরি করা হলো না।স্বপ্ন ভাঙ্গা জীবন নিয়ে চলতে থাকি দীর্ঘ ২০১৬ সাল থেকে বর্তমান ঘর বন্দী জীবন।
সংসার সন্তান এগুলো নিয়ে এতো ব্যস্ত হয়ে পড়ি আমি ভুলে গেছি আমি পড়ালেখা জানি, আমার একটা স্বপ্ন ছিলো নিজের পরিচয় পরিচিত হবার।২০২০ সালে খোঁজ পাই আমার স্বপ্ন পূরনের নতুন শক্তি ও সাহস যোগানোর মতো একটা প্লাটফর্ম
#নিজের_বলার_মত_একটা_গল্প
আমি বুঝতে পারছি না কত টা পর্বতন আমি করতে পারছি নিজেকে আজ।দীর্ঘদিন ঘর বন্দী থাকার কারনে পড়া লেখাও মনে হচ্ছে ভুলে গেছি।
আমি এক সময় খেয়াল করলাম আমি বাংলা স্টুডেন্ট কিন্তু বাংলা বানান অনেক কনফিউশান চলে আসে এটা এভাবে হবে নাকি এভাবে হবে সঠিক বানান বের করতে অনেকটা সময় লাগছে।গ্রুপে জয়েন হয়ে বিষয় গুলো উপলব্ধি কতে পারলাম আরো অনেক বেশি।
🌺___________তখন আমি বাংলা এপ্যাস ব্যবহার সটিক ভাবে করতে পারছি না। আমি কিন্তু কম্পিউটার ১ বছরের কোর্স করছি টাইপিং ও গ্রাফিক্স ডিজাইনের উপর কিন্তু সেসব তো ভুলে গেছি প্যাকটিসের অভাবে।১৪ মিনিট টাইপিং স্প্রিডে কাজ করছি আমি স্কুলের কম্পিউটার সেকশনে কিছু দিন। সেখানে আমি ভুলে গেছি আমি বাংলা লিখতে পারছি না ফোন দিয়ে যুক্ত বর্ন লিখতে পারছি না।অনেক সমস্যা ফিল করলাম।
তারপর সিদ্ধান্ত নিলাম আমাকে আবার শুরু করতে হবে আমি যা পারি তা তো আবার করতে পারবো নতুন তো শিখবো অবশ্যই পরে বাংলা এপ্যাস নামিয়ে টাইপিং প্যাকটিস করতে লাগলাম। প্রথমে আমার ভাগিনার সাথে চ্যাট করি বাংলা যুক্ত বর্ন এড নিয়ে। আলহামদুলিল্লাহ এখন আবার আমি আমার অবস্থান দক্ষ করতে পেরেছি টাইপিং বিষয়ে।
🌺_____________গ্রুপে জয়েন হবার পর সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ালো আমার হাসবেন্ড সে কোন মতে আমাকে বিসনেজ, উদ্দ্যোক্তা হবার এ বিষয়ে সার্পোট করছে না।আমি হতাশাই ভুগতে লাগলাম কিছু কি আমি করতে পারবো না আমার জন্য। তারপর হাসবেন্ড সাথে একদিন বিনয়ের সাথে বললাম দেখ আমি দীর্ঘদিন ঘরে থেকে ঠিক মতো একটা মেসেজ লিখতে পারছি না। পড়ালেখা চর্চা না থাকার কারনে।
🌺_______________আমি গ্রুপে যুক্ত হয়ে এ বিষয়ে অনেক টা দক্ষ হচ্ছি আবার আমাদের স্যারের সেশন পড়ে অনেক সাথে কথা বলতে পেরে আমারো সময় ভালো কাটছে।অনেক কিছু শিখতে পারছি।এখানে সবাই ভালো মানুষ মেয়ে বলে কেউ কখন বিরক্ত করে না বরং বড় ভায়ের মতো গ্রুপের সব সমস্যা পাশে থাকে সবাই তাই আমি কাজ করতে চাই।তারপর আরেক টা বিষয় বললাম তাকে আল্লাহ পাক আমাদের ভালো রেখেছেন কিন্তু এরকম অনেক খারাপ সময় আসতে পারে। সব সময় সব কিছুর জন্য মেন্টাল ও শারিরীক প্রস্তুত থাকা দরকার।
অনেক সংসারে হাসবেন্ড কিছু হলে স্ত্রী হাল ধরেন তখন প্রিয় আপু ইনিয়া ইসলাম বৃষ্টি আপুর কথা জানতাম তাকে বলাম দেখ আপু কিভাবে তার মেয়েকে নিয়ে একা একা জীবন পার করছে অন্য কারো সহযোগিতা ছাড়া নিজের মেধা ও পরিশ্রম দ্বারা। তাই আমিও চাই নিজের মেধা দিয়ে সামনে অগ্রসর হতে। নিজেকে ঘরে ও পর্দার আড়ালে রেখে এখন অনেক মা বোন কাজ করছে।আমিও শিখতে চাই গ্রুপে সময় দিয়ে।
তখন আমার হাসবেন্ড কিছু টা নরম হলো এবং আমাকে বললো ঠিক আছে আমি তাহলে কিছু টাকা ড্রেস তুলে দেই সেগুলো নিয়ে কাজ করো তুমি ঘরে বসে আমার বাহিরে দৌড়া দৌড়ি পছন্দ না এটা ভালো করে জানো।তখন আমি বললাম ঠিক আছে আমি বাহিরে যাওয়ার দরকার নাই আমার বাহিরের সব কাজ তুমি করো আমি ঘরে বসে অনলাইনে করবো আগে শিখি। সেই সাথে আরো বললাম আমি এখন কোন টাকা খরচ করে ড্রেস তোলবো না অনেক দিন ঘরে জীবন কাটিয়ে অনেক কিছু এখন অজানা মনে হচ্ছে। তাই আগে আমি গ্রুপ থেকে স্যারের শিক্ষা গুলো নেই সবার সাথে বুঝি কিভাবে এগোনো যায়। তারপর সিদ্ধান্ত নিবো।
কিন্তু এতো দিন আমি কি করবো তখন আমি বলল আমি হোম মেইড ফুড, বার্থডে কেক কয়েক পদের খাবার পারি যা আমার পরিবারের জন্য নিয়মিত বানাই ও সিজনাল সব পদের আচার আলহামদুলিল্লাহ ভালো পারি।সেটা নিয়ে যাত্রা শুরু করি।এখন অনেকখন ফোনে বসে থাকলে কোন বাধা নিষেধ নাই।হাসবেন্ড সম্মতিটা আমার বড় একটি পাওয়া।
🌺___________তারপর অনলাইন যাত্রা শুরু করি।প্রিয় স্যারের কাছে কৃতজ্ঞতা শেষ নাই তার জন্য আমি নতুন করে নিজেকে তৈরী করতে পারছি।অনেক দিন বাহিরের জীবনের সাথে বিচ্ছিন্ন ছিলাম তার আরো একটা বড় কারণ আমার দুই মেয়ে আল্লাহ তায়লার ইচ্ছে খুব তারাতারি চলে আসে আমার জীবনে।ছোট ছোট দুই বেবি কে একা হাতে সামলে আমি খুব ক্লান্ত হয়ে পড়তাম তাই। বেশির ভাগ সময় নিজের বাসায় থাকতে পছন্দ করতাম। বেবিরা মাশা-আল্লাহ এখন বড় হচ্ছে আমার কষ্ট কিছু টা কমেছে আগের তোলনায়। বাচ্চাদের নিয়ে এতো ব্যস্ত সময় বার করছি কখনো একটা বয়ের পাতা উল্টে দেখার সুযোগ হয় নাই।আমার ঘরে বাংলা সাহিত্যের এতো এতো বই তারপর চোখ মেলে দেখতে পাই না সময়ের
অভাবে।
🌺__________ঘুড়ে দাড়ানোর গল্প টা এখান থেকে শুরু স্যার একটা উক্তি তে বলেছেন নিজেকে সময় দিন, নিজেকে ভালোবাসুন একদিন আপনার পরিবর্তন আপনি বিশ্বাস করতে পারবেন না।
আসলে তা আমার সাথে হয়েছে আমি আবার নিজেকে সবার সামনে উপস্থাপন করতে পারছি।প্রথমে ভয় হতো কথা বলতে এখন সাহস করে পথ চলা শুরু করছি। আলহামদুলিল্লাহ আমার জড়তা আমি কাটিয়ে উঠতে পেরেছি।ইনশাআল্লাহ সামনে আরো ভালো কিছু করবো।
প্রিয় স্যার আপনি জেনে খুশি হবেন আজ আমি অনেক বড় কিছু বা অনেক টাকা সেল না করলেও গত মে মাস থেকে জুন মাস পর্যন্ত ৮০০০ টাকা আমের আচার সেল করতে পেরেছি।টাকা টা সামান্য হলেও প্রাপ্তিটা আমার কাছে বিশাল।আরো বড় একটা খুশির কথা হলো আমার আচার প্রথম বার ১ কেজি আমের আচার ও ১ কেজি রসুনের আচার স্যাম্পল নিয়ে এখন সিলেটের এক ভাই ৪০ কেজি আমের টক ঝাল মিস্টি আচার অর্ডার করছে।
দূর্ভাগ্যবশত এখন কাঁচা আমের যোগান না থাকায় ২০ কেজি আমের আচার রেডি করছি ভায়ের জন্য। তার পাশাপাশি রসুনের আচারো নিবেন তিনি সারা বছর আমের আচার অর্ডার দেওয়ার পর রসুনের আচারের কাজ করবো ইনশাআল্লাহ।
এই সবটুকু কৃত্বিত আপনার প্রিয় স্যার।আমি কখনো ভাবি নাই আমি আবার নিজেকে নতুন ভাবে উপস্থাপন করতে পারবো।একমাত্র আপনার জন্য এই সাহস ও অনুপ্রেরণা পেলাম।নিজেকে আবার নতুন ভাবে উপলব্ধি করতে পারলাম।
এখন আলহামদুলিল্লাহ আমি আমার হোম মেইড ফুডের পাশা পাশি ড্রেস নিয়েও কাজ করছি আমার হাসবেন্ড আমাকে আর্থিক ভাবে ও মেন্টাল অনেক সার্পোট দেন। আপনার শিক্ষাকে ধারন করে স্বপ্ন পূরনের ইচ্ছে শক্তি আজ আমার ঘুড়ে দাড়ানোর গল্পের শুরু করে দিয়েছে প্রিয় স্যার আপনি আমার মতো অনেকের স্বপ্ন পূরনের স্বপ্ন গড়ার কারিগরি। আল্লাহ পাক আপনার নেক হায়াত দান করুন। আমি আপনার কাছে কৃতজ্ঞ দোয়া করবেন আমার জন্য। আমি থেমে থাকতে চাই না আপনার শিক্ষা নিয়ে। আরো উপরে উঠে চাই সফলতার গল্প বলতে চাই UTV লাইভে গিয়ে। দোয়া করবেন আমার জন্য স্যার যেন খুব তারাতারি আপনার সাথে দেখা করতে পারি। ইনশাআল্লাহ।
পরিশেষে ভালোলাগা ও ভালোবাসার গ্রুপের সবার কাছে আমি দোয়া চাই। আমি যেন আমার স্বপ্ন পূরন করতে পারি। সবার ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে পারি। দোয়া রইলো প্রিয় গ্রুপের সকল ভাই বোনদের জন্য। আল্লাহ পাক সবাইকে হেফাজতে রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন। আমিন
স্ট্যাটাস অব দ্যা ডে"- ৫৫৯
Date:- ২৬/০৬/২০২১
ধন্যবাদান্তে🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
_________________________________
নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেনের গর্বিত সদস্য
✳️আমি সাথী আক্তার
✳️কমিউনিটি ভলান্টিয়ার
✳️রেজিষ্ট্রেশন টিম মেম্বার
🛑ব্লাড মেনেজমেন্ট টিম মেম্বার
✳️ব্যাচঃ১২
✳️রেজিঃ৩৭৯৫৫
✳️জেলাঃ মুন্সিগঞ্জ ও পটুয়াখালী
✳️বর্তমান অবস্থান মিরপুর
✳️কেরানীগঞ্জ জোন মেম্বার
✳️আমার পেইজঃ👇👇👇