একটা সময় হতাশা আর ডিপ্রেশন আমাকে গ্রাস করে ফেলছিল।
সন্মানিত প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি আপনারা যার যার অবস্থানে কর্ম ব্যাস্ততার মাঝেও সবাই আল্লাহর রহমতে ভালো আছেন।
আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ।
💠💠💠💠💠💠💠💠💠💠💠💠💠💠💠
আমি আজকে আপনাদের সাথে আমার বাস্তব জীবনের গল্প থেকে কিছু কথা শেয়ার করবো। আশা করছি একটু সময় নিয়ে পড়বেন।
হয়তো অনেকেই আমাকে চিনেন না। আমি পলি মজুমদার, কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলায় আমার বাসা।
আমরা পাঁচ বোন এক ভাই। ভাই বোনদের মাঝে আমি বড়, আর ভাই আমাদের পাঁচ বোনের ছোট।আমার ভাইটা শারীরিক ভাবে অসুস্থ, হাটা চলা করতে পারে না😔😔😔
আমার বাবা একজন ক্ষুদ্র ব্যবসায়ী।
আমার পরিবারের সদস্য সংখ্যা ৮ জন। সবার দায়িত্ব বাবা একাই পালন করেন।
আমাদের পরিবারে এক মাএ উপার্জনকারী ব্যাক্তি হচ্ছেন আমার বাবা।
বাবা উনার এই ক্ষুদ্র ব্যবসা দিয়ে সবার ভরন পোষণ করতে রীতিমতো হিমশিম খেতে হতো । ফ্যামিলিতে ৮ জন সদস্যকে ভরণপোষণ করা বেশ কষ্ট হতো, এখন ও হচ্ছে। শত কষ্টের মাঝে ও বাবা আমাদের লেখা পড়ায় কোনো বেঘাত ঘটতে দেননি।
বাবার সামন্য উপার্জন দিয়ে আমরা পাঁচ বোনই লেখা পড়া করেছি, এখনও করছি এটা আল্লাহর রহমত বলতে পারেন।
🏵️🏵️🏵️🏵🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️
আমার মা একজন গৃহিণী। বাবার উপার্জন সিমিত হলে ও মা পরিবারে সকল সন্তনদেরকে ভালোবাসা দিয়ে সব কিছু সুন্দর ভাবে ম্যানেজ করে নিয়েছেন।
এই ভাবে মোটামুটি কষ্ট করেই পড়ালেখা করে আসছিলাম।
কুমিল্লা আমার বড় খালার বাসা সেখানে থেকে আমি ডিগ্রি কমপ্লিট করি, ডিগ্রিতে পড়া কালিন সময়ে আমার জীবনে নেমে আসে এক অন্ধকার অধ্যায়😢মানে আমার বিয়ে 😢😢
পারিবারিক ভাবে দেখা শোনার মাধ্যমে বিয়ে হয়।
আমার বিয়ে টা হয় ২০১৬ সালে,
কিন্তু আমার সাংসারিক জীবন মাএ একদিনের হয়।বৌ-ভাত এর দিন আমি আমাদের বাড়িতে আসি,
তারপর আর যাওয়া হয়নি বরের বাড়িতে।
এটা নিয়ে অনেক ঝামেলা হয়। তারা বিভিন্ন দরনের মিথ্যে অভিযোগ করেন আমার পরিবারের বিরুদ্ধে, আমি কালো এইটাই ছিল তাদের বড় অভিযোগ। এইটা নিয়ে আনেক ঝামেলা পোহাতে হয়েছে আমাদের কে😢😢😢
অনেক কষ্টের হলে ও সত্য আমি কালো বলে সম্পর্কটা একদিনেই ভেঙ্গে যায়,, পরিশেষে আমাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়।
আমি অনেকটা এলোমেলো হয়ে যাই, এলো মেলো হওয়াররি কথা। বিধাতার কাছে প্রশ্ন ছিলো কেন আমাকে কালো রং দিয়ে পৃথিবীতে পাঠালে আল্লাহ। সব মানুষ তো তুমি তৈরী করে দুনিয়াতে পাঠাও। কালো বলে কি আমি মানুষ না।
আমার চারপাশ অন্ধকার হয়ে আসে 😭 নিজের কাছেই প্রশ্ন করি কেন এমন হলো ? তার সঠিক এন্সার পাই না।
একটা সময় হতাশা আর ডিপ্রেশন আমাকে গ্রাস করে ফেলছিল। কি করবো বুঝে উঠতে পারছিলাম না। অন্ধকার জীবন থেকে নিজেকে মুক্ত করতে ভাবলাম। এই ভাবে ধুকে ধুকে মৃর্তুর চেয়ে,,, যুদ্ধ করে বেচে থাকা শ্রেয়। জীবনটাই একটা যুদ্ধ ক্ষেএ এই যুদ্ধে আমাকে জয়ী হতেই হবে।
পরে সরকারি ভাবে নেশেনাল সার্ভিস প্রোকলপ নামের একটা প্রজেক্ট থেকে ২০১৭ সালে প্রশিক্ষন নেই,,, সেখানে প্রশিক্ষণ নিয়ে ২ বছর মেয়াদে একটা বিদ্যালয়ে শিক্ষকতা করি,
জবটা করি শুধু মাএ নিজেকে ডিপ্রেশন থেকে বের করে নিয়ে আসার জন্য।
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰
প্রিয় বন্ধুরা আপনার অনেকেই অবগত আছেন আমাদের সমাজের মানুষ গুলো কেমন। একটা মেয়ের আমার মতো হলে সে বুঝতে পারবে। অন্য কেউ বুঝবেনা। এই সমাজের কিছু মানুষের নানা কঠু কথা আমাকে শুনতে হয়েছে।
এখনও শুনতে হচ্ছে 😭 যদিও এই ঘটনায় আমার বা আমার পরিবারের কোনো দোষ ছিলোনা। কথায় বলে না ভালো কাজ করলে ভালো কাজের প্রশংসা করার মানুষ পাওয়া যায় না। কিন্তু অন্যায় করলে কোন একটা দুষ্টু টি দেখলে আঙ্গুর তুলে কঠু কথা বলার মানুষের অভাব হয় না।
আচ্ছা আপনারাই বলুন আমি কালো,,, সেটা কি আমার দোষ ? জানি এই প্রশ্নের এন্সার সবারই জানা।
যাই হোক যেই জব টা করতাম সেই জবের মেয়াদ ছিলো ২ বছরের। ২ বছর পর আমি অন্য একটা বিদ্যালয়ে জয়েন্ট করি।
ভাগ্যের কি পরিহাস এই করোনার ভাইরাসের কারনে বিদ্যালয় ও এখন বন্ধ। বিদ্যালয় বন্ধ থাকার কারনে আমি আর্থিক ভাবে আরো অনেকটা কষ্টে পড়ে যাই, বাবার ব্যবসা ও ১ বছর বন্ধ থাকে। কি করবো কিছুই বুঝে উঠতে পরছিলাম না
তখন নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের সন্ধান পাই, প্লাটফর্ম যুক্ত হয়ে প্রিয় মেন্টর জনাম ইকবাল বাহার জাহিদ স্যারের পোষ্ট করা প্রতি দিনের সেশন গুলো ফলো করতাম,,,
পড়তে ভালো লাগতো।
✅তার মধ্যে সব শেষ চেয়ে বেশি স্যারের এই শ্লোগানটা আমার মনে দাগ কেটে যায়,,,,।
👉🔹স্বপ্ন দেখুন, সাহস করুন,
শুরু করুন লেগে থাকুন,,,
সাফল্য আসবেই🥰🥰
ঠিক সাহস করেই অনলাইন বিজনেসটা শুরু করেছি।আমি এখন কাজ করছি শাড়ি ও থ্রিপিছ নিয়ে।
স্বপ্ন দেখছি একদিন নিজের একটি প্রতিষ্ঠান হবে।নিজের বলার মত একটি গল্প তৈরি হবে।
আপনাদেন সহযোগিতা ও সাপোর্ট কামনা করছি।
ভুলত্রুটি গুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
স্ট্যাটাস অব দ্যা ডে"- ৫৫৯
Date:- ২৬/০৬/২০২১
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
আমি
🍀পলি মজুমদার
🍀🍀নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশনের একজন গর্বিত ভলেন্টিয়ার
🍀🍀🍀উপজেলাঃনাঙ্গলকোট
🍀🍀🍀🍀জেলাঃকুমিল্লা
🍀🍀🍀🍀🍀ব্যাচঃ১২
🍀🍀🍀🍀🍀🍀রেজিষ্ট্রেশনঃ৪৪৮২১
🍀🍀🍀🍀🍀🍀🍀ফাউন্ডারঃ Poly Fashion world
https://www.facebook.com/polyfashionworld/