আমার জীবনে গুরুত্বপূর্ণ মানুষগুলোর মতো একজন হয়ে গেছেন
আসসালামুআাইকুম।
মহান আল্লাহর নামে শুরু করলাম।
আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ্য আছেন।
আমি অনেক অসুস্থ্য কিন্তু তারপরেও লিখতে বসলাম। কারণ আমার কষ্টের ১বছর পূর্ণ হয়েছে। আজ আপনাদের সেই গল্পটা শুনাবো 🥰।
প্রথমে নিজের পরিচয়টা দিয়ে নেই।
আমি আকলিমা আখিঁ। কিশোরগঞ্জ জেলার ভৈরবে বসবাস করি। পড়াশোনা করছি নরসিংদী সরকারি কলেজে। অনার্স ২য় বর্ষ অর্থনীতি নিয়ে আছি। করোনার জন্য বিগত ২বছর যাবৎ একই ক্লাসে ঝুলে আছি।🙄
ছোট থেকে স্বপ্ন ছিল বড় হয়ে ডাক্তার হবো। কিন্তু বাবা মার টাকা খরচ করলেও ঝুটেনি মেডিক্যালে চান্স 😒। ডিপ্রেশনে পড়ে আর ঠিক মতো পড়াশোনা করা হয়নি। মিলেনি কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের দেখা। ইচ্ছা না থাকা শর্তেও জাতীয় কলেজে পড়াশোনা করছি এখন 😒। খুচোট খেতে খেতে অবশেষে হয়ে গেলাম একজন নারী উদ্যােক্তা 😍😍।
গত বছর ২৫জুন ২০২০ এই তারিখে আমার উদ্যােক্তা জীবন শুরু হয়। শুরুটা খুব কঠিন ছিল। একে একে সবই বললো। গল্প শুরু করার আগে কিছু মানুষের নাম উল্লেখ্য করতে চাই। যে মানুষ গুলো আমার জীবনে না থাকলে হয়তো আজ আমি যা, তা থাকতাম না।
প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার শিক্ষক জনাব Iqbal Bahar Zahid স্যারের প্রতি। স্যার আমাদের এই ভালো মানুষের প্লাটফর্ম দিয়েছেন, দিয়েছেন বিভিন্ন সুযোগ সুবিধা। আমাদের মতো ভেঙ্গে পড়া মানুষদের আবার ঘুরে দাঁড়াতে শিখিয়েছেন। আপনার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ স্যার, আপনার উছিলায় আজ আমি একজন উদ্যােক্তা। যারা কোনো দিন আমাকে চিনতো না, আজ তাদের মধ্যে অনেকে Aklima Akhi নামে এই মানুষটাকে চিনে, ভালোবাসে, দোয়া করে। সব আল্লাহর দান আপনার উছিলা আর আমার সৎ প্রচেষ্টার ফল। আলহামদুলিল্লাহ 🥰
আমাকে এই সুন্দর প্লাটফর্মে যুক্ত করেছেন Thafssi Khanam আপু (আমার আপন বড় বোন) সে না থাকলে এতো দিনে হয়তো জানতামই না To Be an Entrepreneur নিজের বলার মত একটা গল্প Foundation বলে কিছু আছে। আপুর প্রতি শুকরিয়া আদায় করছি।
আমাকে বিজনেস আইডিয়া দিয়ে, আমার জীবনে গুরুত্বপূর্ণ মানুষগুলোর মতো একজন হয়ে গেছেন Mahmuda Khan আপু। আপুর সাথে কথা বলে আমি কি নিয়ে কাজ করবো আর কিভাবে শুরু করবো সে সম্পর্কে জানতে পারি। অনেক ভালোবাসা রইল আপু ❤️❤️।
আমাকে সেলে করতে সাহায্য করছে Halema Tuj Snigdha আপু। যার কথা না বললে নিজেকে অপরাধী মনে হবে। ভালোবাসি আপু 😘।
এছাড়াও ভৈরব থেকে, ভৈরবের প্রতিনিধিগণ বিশেষ করে Ajijul Hoque Kakon মামা, Md Moniruzzaman মামা প্রতিনিয়ত সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন। শুকরিয়া মামা।
#উদ্যােক্তা_জীবনের_সূচনা👇👇
দেশে চলছে করোনা মাহামারী, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। বাসায় বন্দি জীবন পাড় করছি। Youtube দেখে নতুন নতুন রান্না শিখা,রান্না করা,নাটক,সিনেমা দেখা, ফ্রেন্ডের সাথে অনলাইন আড্ডা যেনো আমার নিত্যদিনের সঙ্গী হয়ে যাই 🥱🥱। এইভাবে বেশ কিছু দিন পার হয়ে যাই। এর মধ্যে Thafssi Khanam আপু কানের কাছে সারাক্ষণ ঘেনঘেন করতো একটা গ্রুপ। আমাকোও এড করে। কি আছে এই গ্রুপে!🙄 শুরুতে আমার মুখটা এমন পেচার মতো হয়ে যেতো গ্রুপের কথা শুনলে। আপুর চাপাচাপিতে রেজিস্টেশন করতে রাজি হয়। রেজিস্টেশন করতে গিয়ে Mahmuda Khan সাথে পরিচয়। আপুটা খুব মিষ্টিভাষায় আমার সাথে করা বলে। আমারও ভালো লাগে। পরে আপু আমাকে কয়েকটা ম্যাসেন্জার গ্রুপে জয়েন করে দেয়। সবার কাজকর্ম দেখছি, শুনছি, ভালোই লাগছে। একদিন তাদের জুম মিটিংয়ে জয়েন করি, আর ঐদিনই সিদ্ধান্ত নেই উদ্যােক্তা হবার 🥰
#কি_নিয়ে_কাজ_করেছি👇👇
আমার পরিচিত একজন ভাইয়া ইনপোর্টের কাজ করে। ওনারা বিদেশি কসমেটিক্স, স্কিন কেয়ার প্রোডাক্ট, মেকআপ আইটেম এইসব নিয়ে কাজ করে। ভাইয়ার সাথে কথা বলে ঠিক করে নেয়, আমি ওনার কাছ থেকে প্রোডাক্ট আনবো। আলহামদুলিল্লাহ ওনিও আমাকে সাহায্য করবে বলে শিকার করেন। শুরুর দিকে কসমেটিক্স, স্কিন কেয়ার আর মেকআপ নিয়ে কাজ করলেও সময়ের সাথে সাথে আমার উদ্যােগের সাথে অারো অনেক কিছু যুক্ত হয়।
খেজুরের গুড়, চিংড়ী মগজ,পায়ের মাংস,মাথার মাংস,বিভিন্ন রকমের পিঠা, বোখরার নিকাব সেল করি। আমার তৈরি মাছ পিঠা ভৈরবে পিঠা উৎসবে ১ম স্থান অধিকার করে। আর ঐদিন আমার বাবা আমার পাশে ছিল 😍🥰। এমন কি আমার সাথে উৎসবে পিঠাও সেল করেছেন। একজন মেয়ের জন্য এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে 😍😍। আআলহামদুলিল্লাহ ❤️
#কষ্টের_শুরু
উদ্যােক্তা জীবনের সূচনা হলেও আমার কাছে মূলধন ছিল না। ছিল না পরিবারের কারোর সাপোর্ট, সহযোগিতা।
আমি মধ্যবিত্ত সুনামধন্য ইসলামিক পরিবারের মেয়ে হওয়াতে সমস্যাটা বেশি হয়েছে। বাবা, মা বড় বোন, দুলাভাইরা কেউ রাজি না। সবার একটাই কথা পড়াশোনা করো ঠিকমতে। পড়াশোনা শেষ হলে চাকরি করো, সমস্যা নেই কিন্তু এইসব করা যাবে না। যদি এইসব করো তাহলে তোমাকে বিয়ে দিতে পারবো না। তুমি কি চাও মানুষ তোমার জন্য আমাদের উপর আঙ্গুল তুলক? 😥😥 মানুষ বলবে অমুকের মেয়ে ঘরে ঘরে ঘুরে জিনিস বিক্রি করে 😑। আরো কত কথা 🥺। কিন্তু আমি মন স্থির করে ফেলেছি, উদ্যােক্তা আমি হবোই।
তখন আমার একমাত্র সাপোর্ট Thafssi Khanam আপু আমার সাথে দাঁড়িয়েছিল। আপুর একটা কথা এখনো মনে পড়ে --- তুই শুরু করে দেয়, যদি তুই সফল হতে পারিস তাহলে দেখবি সবাই তুকে সাপোর্ট করবে, তুর পাশে থাকবে, তুরে নিয়ে গর্ব করবে। তুকে লক্ষ্য স্থির করে ভালোভাবে কাজ চালিয়ে যেতে হবে। নিয়মিত গ্রুপ, স্যারের সেশন আর স্যারের দিকনির্দেশনা গুলো ফলো করবি। তাহলে তুই সফল হতে পারবি। 🥰
#মূলধন: 👇👇
তখন আমার কাছে জমানো ৩০০০ টাকা ছিল। এই টাকা দিয়ে বিজনেস শুরু করি। প্রথমে প্রি-অর্ডার নেই। এরপরে প্রোডাক্ট আনি। নিজে গিয়ে প্রোডাক্ট ডেলিভারি দিয়ে আসি। তখনো বাসায় কেউ জানতো না। আমি ভৈরবের মেয়ে হলেও ভৈরব শহরটা তখনো আমার কাছে নতুন। ভালো করে কিছু চিনতাম না। অনেক কষ্ট হতো, গরমের মধ্যে বোখরা পড়ে হেটেহেটে প্রোডাক্ট ডেলিভারি দিয়েছি। ভাবতেও অভাক লাগতো, যে মেয়েকে তখনো মা ভাত মেখে খাইয়ে দিতো সেই মেয়ে এতো কষ্ট করছে, তাও আবার উদ্যােক্তা হবার জন্য 🙂। আসলে কষ্ট না করলে সুখ আসে না। আমি তখন হারেহারে বুঝতে পারছিলাম।
#পরিবারের_সাপোর্ট :🥰🥰
আমার কাছে সবচেয়ে বড় পাওয়া ছিল আমার পরিবারের সাপোর্ট 🥰। ধীরে ধীরে ভালোই কাজ করছি। আলহামদুলিল্লাহ ১মাসে ভালো একটা ইনকাম চলে আসে। চারদিক থেকে সাড়া আসতে থাকে প্রোডাক্টের। কাজের প্রতি আমার আগ্রহ দিন দিন বেড়ে যাচ্ছে। আমার একাগ্রতা দেখে আস্তে আস্তে বাবা, মা আমার কাজে সাহায্য করতে থাকে 🥰। তাদের একটাই কথা শালীনতার মধ্যে থেকে কাজ করো সমস্যা নেই, আর তোমার কাজের মধ্যে যেন সততা থাকে। কখনো কাউকে ঠকাবে না। আমিও আআলহামদুলিল্লাহ বলে সব মেনে নেয়, 🤩।
#উদ্যােক্তা_জীবনের_ইনকাম
আলহামদুলিল্লাহ গত এক বছরে আমার মোট ইনকাম ৫লাখ ৪০ হাজার ৮৬০ টাকা। মাসিক গড় ইনকাম ৪২,৪০৩.৩ টাকা আলহামদুলিল্লাহ । আমার মতো কলেজ পড়ুয়া একজন ছাত্রী চাকরি করে মাসে এই টাকা ইনকাম করতে পারবে না। আমার রবের কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। 🤲🤲
#উদ্যােক্তা_জীবনে_পাওয়া :👇👇
উদ্যােক্তা জীবনে যা পেয়েছি সারারাত লিখলেও শেষ হবে না। আকলিমা আখিঁ নামে এখন যতজন মানুষ আমাকে চিনে,ভালোবাসে তা শুধু সম্ভব হয়েছে এই উদ্যােক্তা জীবনে পা রাখার বদৌলতে। ছোট্ট করে একটা গল্প বলি -- বোনের ছেলেকে নিয়ে দাঁতের ডাক্তারের কাছে যাই। গিয়ে দেখি ওনার বউ আমার কাস্টমার 😍। ভাইয়ার চেম্বারে একজন লোক বসা ছিল, আমার মুখ নিকাব করা ছিল প্রথমে চিনতে পারেনি, পরে আমার নাম শুনে বলতেছে আপনি সেই আকলিমা আখিঁ না? বললাম জ্বি ভাইয়া।ওনি বললো আপনার কাছ থেকে চিংড়ী মগজ নিয়েছি আমি। চিনতে পেরেছেন?
বললাম - জ্বি ভাইয়া, ভালো আছেন?
তখন ডাক্তার ভাইয়াকে ইশারা করে ওনি বললো, আপুকে চিনিস? ওনি অনলাইনে ভালো বিজনেস করছে। 😍 ওনার জিনিসগুলো অনেক ভালো।
ডাক্তার ভাই বললো, তুই আমাকে আসছিস ওনাকে চিনাইতে, আমার বউ ২দিন আগেও ওনার কাছ থেকে ১০হাজার টাকার শপিং করেছে 😃।
ওনাদের কথোপকথন দেখে নিজের প্রতি কেমন জানি একটা অনুভূতি হচ্ছিল। অর্জন মানে মনে হয় এইটাই।
অনেক লম্বা হয়ে গেছে। আর লম্বা করবো না। আসলে ১বছরের কত কি হয়ে গেলো, সব লিখে শেষ করা যাবে না। এতো ধৈর্য ধরে পড়ার সময় কার আছে বলেন 😁। আমার মতো অলস মানুষের কমতি নেই দুনিয়াতে 🥱।
সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আমার স্বপ্নগুলো যেনো পূরণ করতে পারি দোয়া করবেন।
Iqbal Bahar Zahid স্যার আপনার উছিলায় আমার জীবনে বলার মতো একটা গল্প তৈরি হয়েছে। অনেক অনেক শুকরিয়া স্যার।
স্ট্যাটাস অব দ্যা ডে"- ৫৫৯
Date:- ২৬/০৬/২০২১
আকলিমা আখিঁ
কমিউনিটি ভলান্টিয়ার
ব্যাচ:১০ম
রেজি:১৭৩২৩
ভৈরব,কিশোরগঞ্জ
স্বত্বাধিকারী: