একটি মেয়ের জীবন কাহিনী
👉একটি মেয়ের জীবন কাহিনী 😊😭😭
আসসালামু আলাইকুম
মহান আল্লাহ্ তা'আলার নাম নিয়ে আমার ছোট জীবনের কিছু সুখ -দুঃখ এর গল্প আজ আপনাদের শুনাবো..........
তার আগে অনেক ভালোবাসা আর শ্রদ্ধা জানাচ্ছি আমার ছোট জীবনের মোড় ঘুরার নতুন এক রচয়িতা শ্রদ্বেয় জনাব ইকবাল বাহার জাহিদ স্যার এবং গ্রুপের সকল বড় ভাই ও আপুদের ♥...
♥অনেক ভালোবাসা জানাচ্ছি আমার নতুন জীবনের শুরু যার হাত ধরে আমার ভালোবাসার মানুষ এবং আমার বাবা -মা, দাদু আমার ভাই পাড়া প্রতিবেশি আত্বীয় সবাইকে
আমার শিশুকাল
আহহা মায়ের কোলে জান্নাতের ছায়ায় বেড়ে উঠা প্রত্যকটা মানুষের শিশুকাল কেমন হতে পারে বলার ভাষা রাখেনা...
বাবা মায়ের ভালোবাসায় বেড়ে উঠেছি এক-পা দু-পা করে..বয়সের সাথে সাথে চলে গেলো শিশুকাল..
★স্কুল জীবনের কিছু কথা:-প্রথম যেদিন স্কুলে ভর্তি হয়েছি সেদিন আমার জীবনের অন্যতম একটি মনে রাখার দিন।শ্রদ্বেয় শিক্ষক মহোদয় আমাকে অনেক প্রশ্ন করলেন তার মধ্য একটি হলো একটি কবিতা বলতে হবে।
আমার বাবার শিখানো একটি কবিতা হরহর করে বলেছিলা তখন কবিতাটার মানে বুঝতাম না।
"বাবুই পাখিরে ডাকি, বলিছে চড়াই,
"কুড়ে ঘরে থাকি করো শিল্পের বড়াই,
আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে
তুমি কতো কষ্ট পাও রোদ,বৃষ্টি, ঝড়ে।"
বাবুই হাসিয়া কহে,"সন্দেহ কি তায়?
কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়
পাকা হোক তবু ভাই পরেরও বাসা
নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা।" __ রজনীকান্ত সেন__
স্যার অনেক খুশি হয়ে মাথায় হাত বুলিয়ে অনেক দুয়া করেছিলেন।
পড়াশোনায় মোটামুটি ভালো ছিলাম।
ইচ্ছে ছিলো অন্যসব বান্ধবিদের মতো খুলনা সিটি কলেজে ভর্তি হবো।ভাগ্যর পরিহাস রেজাল্ট ভালো হলেও আব্বার এক কথা মেয়েকে পরিবার এর বাইরে থাকতে দিবেনা।
★বয়সটা ছিলো তখন রাগ অভিমান এর।কেনো দিবেনা?? ভর্তি হলাম গফরগাঁও মহিলা কলেজ এ।
নতুন স্বপ্ন ভার্সিটিতে আমাকে দূরে কোথাও যেতে হবে, সবাই কত আনন্দ মজা করে পরিবার এর বাইরে গিয়ে আমি সামান্য পিকনিক এ একা যাইতে পারিনা।
তার উপর আশে পাশের অনেক বাধা।
কলেজ লাইফে কলেজের ফাস্ট গার্ল ছিলাম,সব ভালো ছিলো। কিন্তু আমি ভাবতাম পড়াশোনা শেষ করে ভালো বড় চাকরি করব। ভাগ্য আমার বিপক্ষে তাই পড়াশোনা শেষ করার আগেই আমার বিয়ে ঠিক হলো। অনার্স পরীক্ষার একমাস আগে আমার কাবিন করে বিয়ে হলো।এক সময় আমি স্বপ্ন দেখতাম বড় চাকরি করব, ধুমধাম করে চৌদ্দগ্রাম খাইয়ে, অনেক সেজেগুজে আমি বৌ হব। কিন্তু সে আশায় বালি। বৌ সাজা আর ভাগ্যে জুটলো না। জীবনের স্বপ্নগুলো বাস্তবতায় রূপ ধারণ করতে শুরু করল।
অনার্স এ প্রথম শ্রেণীতে পাশ করলাম। তারপর মাস্টার্স এ ভর্তি হলাম। ইচ্ছে ছিলো এমপিল করে পিএইচডি করব।স্বপ্ন আমার মনের মধ্যে ছিল কিন্তু আমি মাস্টার্স এ তের মার্ক কম পেয়ে দ্বিতীয় বিভাগে পাশ করলাম কোলে ছোট দুটি বাচ্চা নিয়ে। তারপর ভাবলাম একটা ভালো চাকরি করি কিন্তু শশুর বাড়ি কেউ চাকরির পড়ায় সাহায্য করলো না।সে স্বপ্নটি ও বাদ দিতে হলো।
জীবনের মর্মান্তিক ঘটনা ঘটে এবার আমার ভাগ্যে। আমি বড় ধরনের অসুস্থতার সম্মুখীন হয়।দেশ এবং দেশের বাইরে চিকিৎসার জন্য ছোটাছুটি। দুই বার দুটি মেজর অপারেশন হয় আমার মাত্র ৮ মাসের ব্যবধানে। আমি রিম্পা ইনজেকশন দেখলে ভয় পেতাম।অন্য কাউকে দেয়া ও দেখতে পারতাম না। সেই আমার জীবনে দুটি সিজার ও দুটি মেজর অপারেশন হয়েছে আমার।শুধু ছোট দুটি বাচ্চাদের কথা ভেবে চিকিৎসার জন্য ছোটাছুটি।যদি আমি মরে যায় ওরা এত ছোট যে মার আদর থেকে বঞ্ছিত হবে ওরা। জীবনের চরম পরিহাস আমি যখন সুস্থ হতে পারি নি আমার শশুর বাড়ির সবাই বলতে শুরু করল আমি নাকি দেশের বাইরে গিয়ে ভূল করেছি। জানিনা ভাগ্যে শেষ পর্যন্ত কি আছে।সবাই দোয়া করবেন আমার জন্য আমার বাচ্চাদের কথা ভেবে।
এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে
এ বয়স কাঁপে বেদনায় থরোথর।
"হে মোর জীবন,আর এ কাব্য নয়
এবার কঠিন,কঠোর গদ্য আনো,
পদ লালিত্য ঝংকার মুছে যাক
গদ্যর কড়া হাতুড়ীকে আজ আনো।
প্রয়োজন নাই কবিতার স্নিগ্ধতা -
কবিতা তুমায় দিলাম আজিকে ছুটি,
পূর্ণিমার চাঁদ যেনো ঝলসানো রুটি"_
"সব ঠাঁই মোরা ঘর আছে,আমি
সেই ঘর মরি খুঁজিয়া
দেশে দেশে মোর দেশ আছে,আমি
সেই দেশ লব খুঁজিয়া "
যে দেশে যে ঘরেই সে যাকনা কেনো,সেখানেই সে অপরের আত্নীয় হয়ে উঠে।
নিজের মধ্য সবসময় কিছু করার একটা ইচ্ছে কাজ করতো।ভেবেছিলাম বিয়ে হয়ে গেলো মানেই সব শেষ..
♣কিন্তু না..সবে শুরু মাত্র..
যখন খুব বেশি ডিপ্রেশন, চিন্তা,নিজের ব্যার্থতা গ্রাস করতে থাকে তখন এসে হাত ধরে আমার স্বামী♥
আমার ভিতর একটা প্রত্যায় কাজ করতে শুরু করে। আমার মনে হয় আমি কিছু একটা করব। আমি মরে গেলে ও যাতে করে আমার কাজটি বেঁচে থাকে আমার বাচ্চাদের ভবিষ্যত হিসাবে।
♣গ্রুপের সাথে পরিচয় :- বাসায় যখন একা বসে থাকতাম তখন বার বার মনে হতো কিছু একটা করবো।কি করব?কিভাবে করব? সব উল্টা পাল্টা মনে হতো।
হঠ্যাত আমি যুক্ত হই নিজের বলার মতো একটা গল্প গ্রুপে।
প্রথম প্রথম কিছুই বুঝতাম না।এইভাবে চলে যায় কয়েক মাস।
তারপর পরিচিতি- হতে লাগলাম কিছু মানুষদের সাথে।উনাদের কাছে জিজ্ঞেস করতে লাগলাম। আর গ্রুপের কিছু পোস্ট পড়তে লাগলাম।
পড়ে তেমন কিছু বুঝে উঠতে পারতাম না।
তারপর স্যার এর সেশন গুলা দেখা শুরু করলাম অল্প অল্প করে বুঝতে শিখতে লাগলাম।
তারপর রেজিস্টেশন করলাম।অনেকের সাহায্য নিয়ে।অনেক শ্রদ্বেয় বড় ভাই আপুদের ম্যাসেজ দিয়ে জানতে পারলাম।
তারপর দেখি আমাদের স্যার এর সাথে অনেকে নানান ক্রেস্ট নিয়ে ফটো তুলে নানান সফলতার কথা বলে।দারুন লোভ লাগতো ইসস আমিও যদি এমন একটা ক্রেস্ট পেতাম।
গ্রুপের সব নিয়ম কানুন ফলো করা শুরু করি।স্যারের লাইভ দেখি আর বার বার মুগ্ধ হই আমি।
উনি সবাইকে আগে ভালো মানুষ হওয়ার তাগিদ দিয়েছেন বারবার।
★ "জীবনের সবচেয়ে বড় অর্জন একজন ভালো মানুষ হওয়া"_
★যারা চালাকি করে তারা কোন সময় ভালো মানুষ হতে পারেনা।ভালো মানুষরা বুদ্ধিমত্তা হয়।।
❤️উদ্যোক্তা হওয়ার অনুপ্রেরণা :-
আমি যখন কিছু করব ভাবি তখন নানান প্রশ্ন ভীর করে।কি করব? কিভাবে করব! সকল উত্তর স্যারের সেশনে একটা একটা করে দেওয়া আছে।
♣ব্যবসার শুরু:-
★তোমার দ্বারা ব্যবসা হবেনা,পড়াশুনা কর আর চাকরি খুজো
★মেয়েরা ব্যবসার কি বুঝে!
★লস খেলে মজা বুঝবা,ঘরের কাজ করো।
পাশের লোকজন নানান গুজব ছড়ায়।শুধু তাদের বলব:-
আপনি ভেবেছেন শুরু করবেন,,,
👉কিন্তু বাস্তবে তা হয়নি
আপনি বলেছিলেন," আজ থেকে",,
👉কিন্তু বাস্তবে অনেক দিন পেরিয়েছে--
আপনি মনে করেছেন," দেখিয়ে দেব"
👉কিন্তু তা মিথ্যা ছিল--
আপনার মন বলেছে ,"আপনি পারবেন,"
👉কিন্তু শরীর বলেছে-" আরাম করো"--
কিছুটা আপনি এগিয়েছেন,,
তবে এখন মন বলছে ,"এটা সম্ভব নয়"--
ভেবেছেন আপনি ,"এখনো সময় আছে"--
👉তবে এভাবে কিন্তু একটি-দুটি করে বছর পেরিয়েছে--
কল্পনা করেছেন," আপনার স্বপ্ন সব সত্য হয়েছে,"
👉তবে বাস্তবতা কিন্তু আপনিই ভাল জানেন,,---
🌹মনে রাখা ভাল🌹
👉হবে না_ যদি না করেন!
👉পাবেন না, যদি না ধরেন!
👉চলে যাবে ,যদি ছেড়ে দেন!
👉ভেঙে যাবে, যদি ফেলে দেন!
👉হেরে যাবেন, যদি থেমে যান!
🤔করছি _করবো না,
🤔পারছি _পারবোনা,
🤔হবে _হবে না,
এসব এখন মোটেও ভাবার সময় নেই বরং শুরু করুন আজ এখন এই মুহূর্তে থেকে যদি আপনার স্বপ্ন থাকে সফলতা।
👉স্বপ্ন তাকে নিয়েই দেখুন, যে শুধু স্বপ্ন দেখায় না, বাস্তবায়ন ও করে। কিন্তু এমন কাউকে নিয়ে স্বপ্ন দেখবেন না, যে স্বপ্ন দেখিয়ে নিজেই হারিয়ে যায়।।
স্বপ্ন বড় দেখুন ।
নিজেকে বিশ্বাস করুন ।
সাহস করুন
শুরু করুন
লেগে থাকুন
সফলতা আসবেই ইনশাল্লাহ--
♣
"♠এই গ্রুপ থেকে পাওয়া:-
পাওয়া না পাওয়ার হিসেব মিলানো অতো সোজা!!
যার কাছ থেকে এতো পেয়েছি তার হিসেব মিলানোর সাধ্য নেই আমার।
ভালো মানুষ হওয়ার মন্ত্র আর অনুপ্রেরণা আমার মতো অনেক জ্ঞানপিপাসুকে জাগিয়ে তুলেছে।
প্রত্যকটা মানুষের সুপ্ত প্রতিভাকে জাগিয়ে তুলেছে এই গ্রুপ। পথ হারাকে পথ দেখিয়েছেন এই গ্রুপ।
পরিশেষে আবার ও ধন্যবাদ জানাচ্ছি আমাদের মেন্টর স্যারকি করব? কিভাবে করব! সকল উত্তর স্যারের সেশনে একটা একটা করে দেওয়া আছে।
★আশা ছাড়া কোন মানুষ নেই।আশাই মানুষের বেচে থাকার ভেলা।হতাস হবার দরকার নেই।।সময় নিলেই সময় ঠিক করে দেয় কখন কি হবে
♠
♣পরিশেষে আবার ও ধন্যবাদ জানাচ্ছি আমাদের মেন্টর Iqbal Bahar Zahid স্যার কে এবং গ্রুপের প্রত্যকটি মেম্বারদের। যারা এতটা ভালোবাসা দিয়ে আমাকে আপন করে নিয়েছেন।
এতোক্ষন ধর্য্য ধরে আমার লেখা পড়ার জন্য অনেক ধন্যবাদ এবং সবার প্রতি কৃতজ্ঞ।
♦প্রিয় সকল ভালোবাসার মানুষ
অনেক লিখেছি হয়তো লেখার মাঝে অনেক ভুল ত্রুটি হয়েছে আপনারা আমার ভুল গুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।।
মহান আল্লাহ্ তা'আলার কাছে প্রার্থনা করি গ্রুপের সকল ভাই বোনদের সফলতা এবং আমাদের সকলকে ভালোমানুষ হিসেবে কবুল করুন।(আমিন)
★ স্বপ্ন দেখুন ,সাহস করুন,শুরু করুন এবং লেগে থাকুন ,সাফল্য আসবেই:-
"স্বপ্ন সেটা নয় যা মানুষ ঘুমিয়ে দেখে,স্বপ্ন সেইটাই যা মানুষকে ঘুমুতে দেয়না"_।স্যারের এই মন্ত্র শুনার পর ,সত্যি বলতে আমি আর ঘুমুতে পারছিনা ।মনের মধ্য কথা টা বেজেই চলেছে,মনে হচ্ছে আমাকে আর হেরে যেতে দেবেনা।।পাগল করে তুলেছে আমায়,এখন আর ডিপ্রেশন কাজ করেনা।কাজ করে নতুন নতুন প্ল্যানিং কিভাবে জীবনের সাফল্য এসে ধরা দিবে।
আমিও শুধু এইটাই বলব "স্বপ্ন দেখুন সাহস করুন শুরু করুন এবং লেগে থাকুন"___ সাফল্য আপনা আপনি ধরা দিবেন. .হ্যা এইটাই সত্যি ।
আপনারা আমার পাশে থাকবেন,দুয়া করবেন যাতে আমি একজন ভালো মানুষ হতে পারি। ভালো মানুষ হলে অব্যশই ভালো ব্যবসায়ী হওয়া সম্ভব
স্ট্যাটাস অব দ্যা ডে"- ৫৫৯
Date:- ২৬/০৬/২০২১
☘️🌹🌿ফারহানা আক্তার রিম্পা
কমিউনিটি ভলান্টিয়ার
☘️☘️🌹🌿ব্যাচ নং 12
♥️🌺☘️🌿🌿রেজিস্ট্রেশন 43274
♥️💐🌺☘️🌹🌿উপজেলা ফকিরহাট
♥️💐🌻🌺☘️🌹🌿জেলা বাগেরহাট