বার বার চেষ্টা করে ও ব্যর্থ হতে লাগলাম কারণ
আসসালামু আলাইকুম
প্রথমে মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি যিনি কোরোনার এই মহামারিতে এখন পর্যন্ত আমাকে সুস্থ রেখেছেন ,_আলহামদুলিল্লাহ
কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় মেন্টর Iqbal Bahar Zahid স্যারের প্রতি ۔যার অক্লান্ত পরিশ্রমে আজ হাজারো লক্ষ তরুণ তরুণী স্বপ্ন দেখে কিছু করার উদ্যোক্তা হয়ে নিজেকে স্বাবলম্বী করার নিজেকে প্রতিষ্ঠিত করার ,
স্যালুট প্রিয় স্যার কে যার কারণে আজ আমি ও উদ্যোক্তা এই কথা টি বলতে পারি ,
আমার উদ্যোক্তা হওয়ার গল্প বলতে গেলে একটু পিছনে ফিরে যেতে হবে ,
প্রবাসে দীর্গ সময় ধরে অবস্থান করতেছি কিন্তূ চাকুরীর পাশ্বা পাশ্বি কিছু করার প্রবল ইচ্ছে ছিল সবসময় ,
_অনেকবার বার চেষ্টা ও করেছিলাম কারো মাধ্যম দিয়ে দেশে কিছু একটা অবস্থান তৈরী করে প্রবাস জীবন টাকে টা টা বাই বাই করে চলে যাবো ۔কারণ প্রবাস নামের এই অঘোষিত জেল খানায় মোটেই ভালোলাগেনা ۔
কিন্তূ বার বার চেষ্টা করে ও ব্যর্থ হতে লাগলাম কারণ বিশ্বাসের মর্যাদা কেউ দিতে পারলোনা একান্ত আপনজন এমন কাও কে দিয়ে ও চেষ্টা করে পরে মূলধন ও হারিয়েছি ,
আবার বন্ধু বান্ধব এর মাধ্যমে চেষ্টা করে মূলধনের সাথে সাথে সম্পর্ক টা নষ্ট হয়েছে , সবাই নিজের স্বার্থটাকেই প্রাধান্য দিয়েছে ۔
তাই বার বার হেরে গিয়ে অনেক হতাশায় নিমর্জিত হয়ে গিয়ে ছিলাম ,
বুজি উঠতে পারছিলাম না কি করবো ۔
এরই মাঝে একদিন হটাৎ অনেকটাই কাকতলীয় ভাবে যুক্ত হয়েগেলাম নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন এ ۔
যখন যুক্ত হলাম তখন আসলেই এই ফাউন্ডেশন সমন্ধে কিছুই জানতাম না ۔ভাবলাম অন্য আরো আট দশ টা গুরুপের মতোই এটা তেমন কিছু হবে ۔
তাই অনেকটাই অনিয়মিত মাঝে মাঝে পোস্ট গুলো ও সেশন গুলো পড়তাম ۔
মাঝে মধ্যে অনেকের সাথে কথা হতো যাদের সাথেই কথা হতো তাদের আচরণে মুগ্ধ হতাম সবাই অনেক আন্তরিক ছিল যে কোন বিষয়ে প্রশ্ন করলে খুব সুন্দর করে বুজিয়ে বলতেন ,_সবাইকে অনেক পজেটিভ বন্ধুসুলভ পেয়েছি ۔
এই সব দেখেই আস্তে আস্তে ভালো লাগতে শুরু করল এক সময় নিয়মিত পোস্ট ও সেশন পড়তে লাগলাম ,
এক সময় নিজের মধ্যে লুকিয়ে থাকা সেই স্বপ্ন / ইচ্ছে আবারো দানা বাঁধতে শুরু করল ۔নিজের মনোবল আগের থেকে আরো বেশী শক্ত হলো ۔
প্রিয় স্যারের এই সেশন গুলো আমাকে দারুন উজ্জীবিত করেছে নিজেকে আবার নতুন ভাবে আবিষ্কার করলাম ,۔আমাকে কিছু করতে হবে আমি হার মানতে পারিনা ۔
আমার জীবনের অসুম্পূর্ণ স্বপ্ন টাকে অবশ্যই পূর্ণতা দিতে হবে ,_
তাই ফাউন্ডেশনে সবাইর সাথে পরিচয় বাড়ানোর জন্যই এই ফাউন্ডেশনে সময় দিতে শুরু করি এক সময় অনেকেরই সাথে পরিচয় হয় ,একটা ভালো সম্পর্ক গড়ে উঠে ,তাদের মধ্যে যাদের নাম উল্ল্যেখ না করলেই নয় তারা হলেন আমার বর্তমান বিজনিজ পাটনার ۔ইঞ্জিনিয়ার Yakub Khondaker ۔ও এই ফাউন্ডেশন এর সবচেয়ে পরিচিত মুখ Cm Hasan ভাই ۔তাদের হাত ধরেই আমরা এই ফাউন্ডেশনের কয়জন মিলেই প্রতিষ্ঠা করলাম আমাদের অনেক দিনের স্বপ্নের প্রতিষ্ঠান ۔
আমাদের প্রিয় স্যারের হাতেই উদ্ভোধন হয় আমাদের এই প্রতিষ্ঠান টি ۔
আজ এই অল্পসময়ের ব্যবধানে আমাদের প্রতিষ্ঠান টি কাতারের সবাইর মন জয় করে নিতে সক্ষম হয়েছে ۔
আমরা এরই মধ্যে ১০০+ লোকের কর্ম সংস্থান করতে সক্ষম হয়েছি ۔
এই সব কিছুর কৃতিত্বের দাবিদার জনাব ইকবাল বাহার জাহিদ স্যার
তিনি যদি এই ফাউন্ডেশন / পরিবার টি গড়ে না তুলতেন তাহলে আমার মতো অনেকেরই স্বপ্ন স্বপ্নই রয়েই যেত
কারণ আমাদের প্রতিষ্ঠানের যাদের সাথে বিজনিজ শুরু করেছি কেও আমার পূর্বেকার পরিচিতি ছিল না , পরিচয় টা হয়ে ফাউন্ডেশনের মাধ্যমেই ۔পরিচয় থেকে সম্পর্ক টা আরো গবির হয় একে অন্য কে জেনে বুজেই শুরু করি আমাদের পথ চলা ۔۔
সত্যিই স্যার আপনাকে স্যালুট যে খানে আজ সবাই নিজেকে নিয়ে ব্যস্ত ۔সেখানে আপনীই একমাত্র ব্যক্তি যে কিনা হাজার হাজার বেকার জনগোষ্ঠীর স্বার্থে নিজের শ্রম অর্থ ও সময় সব কিছু বিলিয়ে দিয়েছেন মানুষের কল্যানে ,
ধন্যবাদ সবাইকে কষ্ট করে লিখা টি পড়ার জন্য
স্ট্যাটাস অব দ্যা ডে"- ৫৫৯
Date:- ২৬/০৬/২০২১
ধন্যবাদান্তে :
ইকবাল হোসেন
মডারেটর & কান্ট্রি এম্বেসেডর কাতার
৮ম / ৬০৯৬
ফেনী জেলা
উদ্যোক্তা : Trade Mark Group