আমার উদ্যোক্তা, ঘুরে দাঁড়ানোর গল্প
❤️বিসমিল্লাহির রাহমানির রাহিম❤️
🤝আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ 🤝
আমার উদ্যোক্তা, ঘুরে দাঁড়ানোর গল্প সকলকেই একটু সময় নিয়ে পড়ার জন্য অনুরোধ রইল।
আপনারা সবাই কেমন আছেন আশা করি মহান রবের অশেষ রহমতে অনেক ভাল আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া' অনেক ভাল আছি আমি প্রথমেই হৃদয়ের গভীর থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি আমাদের সকলের প্রিয় মেন্টর স্পিকার শিক্ষক জনাব #ইকবাল_বাহার_জাহিদ_স্যারকে স্যারের অক্লান্ত পরিশ্রমে দিয়েছেন আমাদেরকে পাঁচ লক্ষ পরিবারের একটি মিলনমেলার ফাউন্ডেশন
নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন আমাদেরকে উপহার দিয়েছে।
জীবনের কিছু হেলেদুলে সফল অ-সফল বাধাগ্রস্থ গল্প জীবনের বাস্তব কঠিন সত্য নিয়ে আমার নিজের বলার মত একটা উদ্যোক্তা ঘুরে দাঁড়ানোর গল্প।
কৈশোর কাল জীবনে অত্যন্ত ভয়ঙ্কর ও গুরুত্বপূর্ণ কাল যা মানুষকে হাসাতে পারে মানুষকে কাঁদাতে পারে কিন্তু আমার স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া আমার স্বপ্ন ছিল নিজেকে কঠিন ভাবে গড়ে তোলা ছোটকাল থেকেই পড়াশোনা খুব ফাঁকিবাজ ছিলাম কিন্তু বাবার স্বপ্ন পূরণ করার সিদ্ধান্ত নিয়ে ফেললাম বাবা ছিলেন একজন ডাক্তার বাবার স্বপ্ন ছিল ছেলে বড় হয়ে সমাজের জন্য কাজ করে যাবে মানুষের কল্যাণে কাজ করবে সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য বাবা আমাকে কঠিন এক মেসেজ দিয়েছিলেন।
তোমাকে কঠোর হতে হবে তোমাকে পরিশ্রম করতে হবে তুমি নিজেকে প্রতিষ্ঠাতা করতে হলে সুশিক্ষা অর্জন করতে হবে।
বাবার এই কথা যখন অন্তরে গেঁথে নিলাম তখন আর আমাকে ঘুমাতে বাবার এই কথাগুলো আজও আমার মনে পড়ে।
#আমি যখন ছোট ছিলাম যুবক ছিলেন বাবা সেদিন ঠিকই আসবে ফিরে যায় কিত আজ ভাবা!!
পড়াশোনা শুরু করলাম সুন্দর করেই বাবার কথা মেনেই এসএসসি পরীক্ষা দিয়ে পড়ালেখার পাশাপাশি ছোট্ট একটি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকেই কিছু কাজ শুরু করে দেই তখন বাংলাদেশ নতুন মোবাইল ফোন এর একটি দোকান দিয়েছি 2000 সালের জানুয়ারি মাসে আলহামদুলিল্লাহ খুব ভালই কেটে গেল ভালোই চাহিদা ছিল।
পরে আমার বড় ভাইকে সেই প্রতিষ্ঠান দিয়ে আমি পড়া লেখায় একটু মনোযোগ দিয়েছি ভাই সুন্দর করেই ব্যবসা-বাণিজ্য গুছিয়ে নিলেন উনার নিজের মত করে উনি ছোট্ট একটি ফার্মেসি দিয়েছেন পাশাপাশি ফোন ফ্যাক্সের ব্যবসা টা ভালই জমজমাট হয়েছে
পড়ালেখা করতে অনেকটা সময় ব্যয় করে ফেললাম চলে আসি মালয়েশিয়া 2003 সালে এখানেই পড়ালেখা প্র্যাকটিক্যালি রাসায়নিক নিয়ে কাজ করা খুব আনন্দের সাথে কেটে গেল!!! হঠাৎ দুঃসংবাদ বাবা চলে গেলেন না ফেরার দেশে আমাকে একা রেখে মনকে কাঁদিয়ে হতাশ হয়ে কাজ শুরু করে দিলাম একটি প্রতিষ্ঠান।
তারপর থেকেই আমার কেমিক্যালস নিয়ে অনেক স্বপ্ন শুরু হয়ে গেল কঠিন এক যুদ্ধ নিজেকে গঠন করতে হবে।
আমার প্রথম উদ্যোক্তা জীবন শুরু হয় ২০০৭ সাল জুন মাসের ১০ তারিখ আমার জন্মদিন ছিল হাজার ১৯৮৩ সালের জুন মাসের ১০তারিখ
আমার প্রিয় বন্ধু স্বপ্ন দেখিয়ে ছিলেন আপনার জন্মদিনে আমাদের কোম্পানির শুভ উদ্বোধন হবে কোম্পানির আপনার জন্মদিনে কোম্পানি উৎসর্গ করবো কিন্তু করেছি জীবনে প্রথম বাংলাদেশে উদ্যোক্তা পাও ফেলেছি ইউনিক প্রোডাক্ট নিয়ে বাজারে চলে এসেছি টয়েলেট্রিজ কেমিক্যালস ও ডিটারজেন্ট পাউডার ইত্যাদি।
কিন্তু দুই বছর চালানোর পর হঠাৎ করেই নিজের পার্টনার আমাকে একটি রেড সিগনাল দিয়ে চলে গেলেন নিজের মতো করে যদিও সেটা আমার কন্ট্রোলের বাইরে ছিল সেজন্যই আমি হেরে গেলাম ভেঙ্গে পড়লাম সাহস দেওয়ার মত কেউ ছিলনা আমার পাশে ৬ লক্ষ টাকা লস করে ফেললাম নিজের যে টেকনোলজি অর্জন করেছি ফর্মুলেশন অর্জন করেছি সব কিছু নিয়ে পার্টনার ভেঙ্গে গেল পার্টনার আলাদা হয়ে নিজের বিজনেস রান করা শুরু করলো আমি এখন হতাশ হয়ে'দিশেহারা হয়ে গেলাম কি করব কি হলো আমার ভবিষ্যৎ পরিকল্পনা।
তখন হঠাৎ করে ভাবতে শুরু করলাম আমাকে এখানে ভেঙ্গে গেলে হবে না আমি তার থেকে আরো কিছু বেশি করে দেখাইতে হবে ২০১১ সাল চলে আসলাম বাংলাদেশ গেলাম ছোট ভাইকে নিয়ে মার্কেট অবজারভেশন করলাম হঠাৎ করে দেখলাম আমাদের পণ্য ব্যাপক চাহিদা ৫০০০ টাকা দিয়ে আবার শুরু করলাম নিজের ইচ্ছা ছিল সে হয়তো যাবে না হলে আসবে ছোট ভাইকে কঠিন অবস্থায় শিখে ফেললাম ফর্মুলেশন দিয়ে বাজারজাত করার জন্য ডিটারজেন্ট পাউডার সর্বপ্রথম একটি প্রোডাক্ট দিয়ে আমার প্রতিষ্ঠান অগ্রযাত্রা শুরু হয় ২০১১ সালের প্রথম সপ্তাহে আস্তে আস্তে কাজ শুরু করলাম করতে করতে চালানটি আবারও শেষ হয়ে গেল হতাশ হয়ে গেলাম চিন্তা করলাম কি হবে ছোট ভাই হঠাৎ করে বললো ভাইয়া আমার পক্ষে সম্ভব না এত কষ্ট করার আমাকে প্রবাসী নিয়ে যাও আমি সেখানে একসাথে থেকে কাজ করব আমি তাকে সাহস দিল যে তোমাকে কঠিন হতে হবে অবশ্যই আমাদের পণ্য চলবে যেহেতু আমাদের গুণগত মানসম্পন্ন প্রোডাক্ট তারপর ছোট ভাই বলল আমাকে দিয়ে হবে না আমি এখানে এত কষ্ট করতে পারবো না আমি তাকে বললাম কষ্ট করলে একদিন ফলা ফল অবশ্যই পাইবা কিন্তু সে পেয়েছে।
২ বছর কষ্ট করার পর ২০১৩ সাল কঠিন অবস্থা দেশে ব্যাপক চাহিদা বেড়ে গেল এখন হঠাৎ করে আরও দশটি পণ্য নতুন অন্তর্ভুক্ত করা হলো প্রিয় স্যারের শ্লোগান আমরা রিপিট কাস্টমার খুঁজবো সত্যিই অসাধারণ কথা স্যারের যখন আমরা ডিটারজেন্ট পাউডার দিয়ে বাজারে ব্যাপক জনপ্রিয় হয়ে গেছি দশটি প্রোডাক্ট আমি যে অন্তর্ভুক্ত করলাম সেই সাথে সাথে দশ'টি প্রোডাক্ট নতুন আসার পর কাস্টমারের কাছে একটি ম্যাসেজ পাঠিয়ে দিলাম আমি নতুন করে হ্যান্ডওয়াশ টয়লেট ক্লিনার ডিশ ওয়াশ ফ্লোর ক্লিনার ও ইত্যাদি সংযুক্ত করেছি তখন প্রিয় কাস্টমার বলল ভাইয়া আপনার প্রোডাক্ট গুলো অনেক ভাল আমাদেরকে আপনার প্রোডাক্ট গুলো পৌছে দিন আমরা ভালো করে আপনাকে মার্কেটিং করে দিবো তখন তাদের কথায়।
আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত ১১ টি পণ্য নিয়ে শুরু করলাম শুরু করতে করতে এসিটি ব্র্যান্ড ব্যাপক চাহিদা ও জনপ্রিয় হয়ে গেল নিজের চালান বেশি হয়ে গেল তখন চিন্তা করলাম আরো কিছু প্রোডাক্ট অন্তর্ভুক্ত করি একে একে অন্তর্ভুক্ত করতে করতে এখন অল কেমিক্যাল টেকনোলজি লিমিটেড ১৪৭ টি পণ্য নিয়ে সারা বাংলাদেশ বাজারজাত করছে সারা বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা নিয়ে গুণগত মান সম্মত প্রোডাক্টা
#মনে রাখবেন এটি একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান এ প্রতিষ্ঠান থেকে সকল টয়েলেট্রিজ কসমেটিক ইন্ডাস্ট্রিজ হাউজহোল্ড ক্লিনার ইত্যাদি উৎপাদন করা হয় আপনার প্রয়োজনে আমরা প্রস্তুত
তারপর 2019 সালের জানুয়ারি মাস হঠাৎ ফেসবুকে দেখতে পেলাম একটি নিজের বলার মত গল্প ফাউন্ডেশন উদ্যোক্তা প্ল্যাটফর্ম ভালো মানসিক টর্চার প্ল্যাটফর্ম স্যার এর প্রত্যেকটি সেশন আমি ফলো করতাম অনেক ব্যাস্ত থাকতাম সেজন্য কিভাবে রেজিস্ট্রেশন করে সে বিষয়ে কখনো দেখিনি কিন্তু প্রত্যেকটি সেশন করার চিন্তা করেছি চেষ্টা করেছি প্রত্যেকটি পোস্ট করেছি প্রায় এক বছর ধরে শুধু ফলো দিয়ে রেখেছি।
সেখান থেকে দেখতে পাইলাম অনেক ভালো মানসিক চর্চা।
তারপর সিদ্ধান্ত নিলাম ইকবাল বাহার জাহিদ স্যার সারা বাংলাদেশের যদি মানুষের সাথে ভালবাসায় জড়িয়ে পড়ে আমি কেন পারব না আমিও শুরু করলাম পরিত্যক্ত উদ্যোক্তা যারা রয়েছে উদ্যোক্তা জীবনে দর্শক খেয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তাদেরকে খুঁজে বাইর করা তাদের প্রতিষ্ঠান প্রডাক উৎপাদন করে দেওয়া তাদেরকে সুপরামর্শ দেওয়ার তাদেরকে র মেটেরিয়াল দিয়ে সহযোগিতা করা তাদেরকে মার্কেটিং বিষয়ে নতুন আইডিয়া দেওয়া এই কাজ শুরু করে ফেললাম আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত 30 টির অধিক প্রতিষ্ঠানকে আমারা অল কেমিক্যাল টেকনোলজি থেকে সহযোগিতা করে তাদের ব্র্যান্ডকে ব্র্যান্ডিং করে দিয়েছি এখন তারা বাংলাদেশে সফল উদ্যোক্তা ইনশাল্লাহ এভাবেই আমাদের প্রচেষ্টা চালিয়ে যাবো।
সবাই আমাদের জন্য দোয়া করবেন
স্বাস্থ্যসুরক্ষা প্রতিদিন এসিটি
পণ্য সাথে নিন আলহামদুলিল্লাহ এখন প্রত্যেক মাসে আমাদের সেলস আসতেছে ১০ লক্ষ থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত সবাই দোয়া করবেন আমার প্রতিষ্ঠানের জন্য একদিন আরো সুন্দর ভালো উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে বাংলাদেশের ভাবমূর্তি আমরা রক্ষা করতে পারবো আমরা চাই বাংলাদেশ সকল প্রয়োজনীয় পণ্য উৎপাদিত হোক আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা উদ্যোক্তাদের সর্বোচ্চ সহযোগিতা করে থাকি যা আপনার প্রয়োজনীয়
সর্বশেষ যে কথা না বললেই নয় তাহলো আমাদের প্রিয় শিক্ষক প্রিয় মেন্টর আমাদের সকলের প্রিয় স্যার জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি আমি কৃতজ্ঞতা স্যার আজকে আপনি আমাদেরকে এই প্রিয় ফাউন্ডেশন তৈরি দিয়েছেন বলেই আমি আমার জীবনের উদ্যোক্তা গল্প সবার সাথে শেয়ার করতে পেরেছি আল্লাহ তাআলা আপনাকে সহ আপনার পরিবারের সবাইকে সুস্থ রাখুক ভাল রাখুক নিরাপদে রাখুন স্যার আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।
সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া রইল বর্তমান প্যানডেমিক করোনাভাইরাস সারা বিশ্বে এখন আতঙ্কের নাম সে নামটি শুনলেই মনের মধ্যে একটা ভয়াবহতা সৃষ্টি হয় তাই সবাইকে বলব স্বাস্থ্যবিধি মেনে চলুন সামাজিক দূরত্ব বজায় রাখুন মুখে মাক্স পরিধান করুন অকারণে বাহিরে ঘুরাঘুরি করবেন না সবার জন্য অনেক দোয়া রইল আল্লাহ যেন সবাইকে এই মহামারী থেকে রক্ষা করেন।
স্ট্যাটাস অব দ্যা ডে"- ৫৬০
Date:- ২৭/০৬/২০২১
ধন্যবাদন্তেঃ
অল কেমিক্যাল টেকনোলজি লিমিটেড
স্বত্বাধিকারী ,ব্যবস্থাপনা
মোহাম্মদ নয়ন হোসাইন
জেলাঃ চাঁদপুর ,উপজেলা মতলব দক্ষিণ
বর্তমান অবস্থান মালয়েশিয়া
পেশা শিল্প রসায়ন
ব্যাচ নং ১১
রেজিস্ট্রেশন ২৯৭১৭
আমাদের ফেসবুক পেজ
https://www.facebook.com/All-Chemicals-Technology-1426972934074134/