গল্পে গল্পে সেল পোস্ট ও গুরে দাড়ানোর গল্প।
গল্পে গল্পে সেল পোস্ট ও গুরে দাড়ানোর গল্প।
বার বার ফোনটা বেজেই যাচ্ছে রিছিভ করতে ইচ্ছে করছে না শাপলার, শাপলার মনটা খুব খারাপ,কারন মনির বিদেশ থেকে ফিরত এসেছে,অনেক টাকা লোন করে বিদেশে গিয়েছিলো৷ এজেন্সি থেকে যেভাবে বলছিলো তাদের কথা কাজে কোন মিল ছিলনা,আকামা পাইনি,,কাজ পাইনি,,বাড়ি থেকে টাকা নিয়ে খেতে হয়েছে,তাই বাইরে কাজ করতে গিয়ে পুলিশের হাতে ধরা খেয়ে মনির দেশে চলে আসে।
জ্বি হ্যা এই গল্পের নায়ক মনির। যে অনেক স্বপ্ন নিয়ে গিয়েছিলো সিংগাপুর। তার স্বপ্ন স্বপ্নই রইয়ে গেলো।
বিরক্তি নিয়ে শাপলা ফোনটা রিছিভ করলো
ওই পাশ থেকে শাপলার মা বলে কেমন আছিস রে মা?
শাপলা- ভাল নেই মা,বাসায় কোন বাজার নেই,চাল,ডাল কিছুই নেই,,।
মা- এভাবে আর কত দিন চলবি? জামাইকে বল একটা কিছু করতে।
শাপলা - কি করবে মা সেতো চেষ্টা করছে,আর এই করোনার মধ্যে ত তেমন কিছু করার ও থাকেনা।
মা - তোদের যেই টাকা দিয়েছিলাম মনির বিদেশ যাওয়ার সময় সেই টাকা গুলো অন্য মানুষের থেকে এনে দিয়েছিলাম, এখন মানুষ ত বিভিন্ন কথা শুনাচ্ছে,
তোর বাবা আমার সাথে রাগারাগি করে।
শাপলা- মা শুনো সময় এমন থাকবেনা,,এক সময় ঠিক হয়ে যাবে আর তোমাদের টাকাও মনির ফেরত দিবে।
মা - তাই যেন হয়।আয় আমাদের বাড়িতে জামাইকে নিয়ে,,কত মাস হয়ে গেলো মনির আমাদের বাড়িতে আসেনা।
শাপলা - তোমাদের জামাই জাবেনা মা,তোমাদের টাকা পরিশোধ করেই তোমাদের বাড়িতে যাবে,
মা- দোয়া করি আল্লাহ যেন তদের সহায় হোন।।রাখি ভাল থাকিস।
মায়ের সাথে কথা শেষ করতে করতেই মনির অনেক বাজার করে বাসায় এসেছে,,
শাপলা- এই তুমি কি চাকরি পেয়েছো নাকি?
মনির - না গ,,
শাপলা - তাহলে এত কিছু কিনলে টাকা পেলে কোথায়?
মনির- পেয়েছি এক বন্ধুর থেকে নিয়েছি।
শাপলা- কোন বন্ধু?
মনির - তুমি চিনবেনা।
শাপলা - আচ্ছা চিনতে হবেনা,বাবা অনেক সকালে বের হয়েছে এখন দুপুর হয়েগেছে বাবা কল দিবো তোমার ফোনটা দাও ত প্লিজ।।
মনির- একটু অভিনয় করে বলছে O my god,,ফোনটা ত কোথায় ফেলে দিয়েছি,,,,
শাপলা- কি বলছো এই সব?? ফোন কোথায় হারালে??
মনির- জানিনা কোথায় যেন পরে গিয়েছে।
শাপলা- তুমি মিথ্যে বলছো,,তুমি আমার মাথা হাত রেখে বলো ফোন তুমি বিক্রী করে দিয়েছো কিনা।বলো প্লিজ??
মনির - আর কিছু না বলে হাউমাউ করে কাদতে শুরু করলো,,,মনিরের কান্না দেখে শাপলাও কান্না শুরু করলো।দুজনেই কাদছে,আর মনির বলছে দেখো আজ কত দিন হল তোমাকে কোন প্রকার বাজার করে দেইনা,,ঘরে চাল নেই সেটাও আমি জানি,কি করবো বলো, তোমার ওই মুখের দিকে তাকালে এখন আমার আর ভাল লাগেনা,তোমার মুখটা যে শুকিয়ে গেছে,,জানি আমার জন্য তুমি তোমার মা বাবার কাছে অনেক কথা শুনো,,কিন্তু কি করবো বলো৷ আমার জিবনটা এমন হবে সেটা কখনই ভাবিনি,তোমাকে আমি খুব ভালবাসি তোমার কষ্ট আমার আর সহ্য হয়না। তাই মোবাইল বিক্রী করে তোমার জন্য বাজার করে এনেছি।এখন আমার মোবাইল দরকার নেই। কাদতে কাদতে মনির এই কথা গুলো বল্লো।।শাপলাও কাদছে,,এবার শাপলা একটু শক্ত হলো
শাপলা - না তোমার মোবাইল বিক্রী করবেনা,,আমি যানি মোবাইল টা তোমার অনেক শখের,,(শাপলা তার কানের চুলটা খুলে দিয়ে)বললো এই নাও এটা বিক্রী করে মোবাইলের টাকা দিয়ে মোবাইল নিয়ে আসো।
আমি আর কোন কথা শুনবোনা।
মনির - না আমি পারবোনা,,তোমার এই দুলটা অনেক পছন্দের,৷ এটা আমি বিক্রী করতে পারবোনা,।
শাপলা- তুমি যদি এটা না কর তাহলে আমার মরা মুখ দেখবে।
মনির - শাপলাকে একটা থাপ্পর মেরে বুকে টেনে নিয়ে বলছে তুই জানিস তকে আমি কত ভালবাসি,তুই আমার পৃথিবী,তকে ছাড়া আমি কিভাবে বাচবো?? তুই ত আমার বাচার অক্সিজেন।
শাপলা - তাহলে আমার কথা রাখো এই দুল্টা বিক্রী করে মোবাইল টা ফিরত নিয়ে আসো।
মনির- তর কাছে আমি সব সময় হেরে যাই,,তবে কথা দিচ্ছি এমন অনেক গুলো দুল তকে কিনে দিবো আমি দেখিস।
শাপলা- আচ্ছা বাবা দিও, এখন যাও লক্ষি ছেলের মত মোবাইল টা নিয়ে আসো।
মনির-যাচ্ছি পাগলি আজকে বেশি বেশি রান্না করো এক সাথে অনেক মজা করে খাবো।
মনির বাজারে গিয়ে দুল বিক্রি করে মোবাইল টা ফেরত নিল,আসার সময় এক ছোট ভাই Faruk Hossain এর সাথে দেখা।ফারুক সালাম দিয়ে জিজ্ঞাসা করলো মনির ভাই কেমন আছেন?
মনির - ভাল নাই ভাইয়া,,দেখলে ত বিদেশ থেকে টাকা পয়সা লস করে চলে আসলাম, এখনও কিছুই করতে পারছিনা,,কি করবো বুঝতেও পারছিনা,
ফারুক- মনির ভাই এক কাজ করেনা আপনি ত কৃষির উপর ডিপ্লোমা করা আছে আপনি একটা দেশি মুরগির খামার করেন।
মনির -আমি ত কিছুই জানিনা এখন সব কিছু ভুলে গিয়েছি।
ফারুক- ভাইয়া আমি আপনাকে একটা গ্রুপের নাম বলি সেখানে #ইকবাল_বাহার_জাহিদ স্যার সবাইকে ফ্রিতে উদ্যোক্তা হবার ট্রেনিং দেয়,,এবং ভাল মানুষ হবার কথা বলে,,আরো অনকে কিছু ভাইয়া,,
মনির- কি বলো ভাইয়া,,গ্রুপের নাম কি?? আর আমার দ্বারা এখন কোন ট্রেনিং করা সম্ভব না,আমার হাতে ট্রেনিং করার মত কোন টাকা নেই।
ফারুক - ভাইয়া গ্রুপের নাম হলো #নিজের_বলার_মতো_একটা_গল্প_ফাউন্ডেশন
এই গ্রুপে ট্রেনিং নেওয়ার জন্য কোন প্রকার টাকা লাগেনা,,আচ্ছা ভাইয়া আপনি ফেসবুকে খুজলেই পাবেন,,,পরে কথা হবে।।ভাল থাকেন,,কিছু না বুঝলে আমাকে কল দিয়েন,আর হ্যা ভাইয়া রেজিষ্ট্রেশন করে নিবেন প্লিজ।।কিভাবে কি করতে হবে আমি আপনাকে মেসেঞ্জারে দিয়ে দিবো।।আল্লাহ হাফেয।
মনির - ওকে ভাইয়া আমাকে একটু বুঝিয়ে দিও,,আল্লাহ হাফেয।
বাসায় এসে খেতে খেতে শাপলাকে সব কিছু বললো ফারুক যা বলেছে,খাওয়া দাওয়া শেষ করেই শাপলা নিয়েই ফোন নিয়ে খুজতে লাগলো,সে শাপলা অনেক গুলো গ্রুপ দেখতে পেলো কেমন একটা জামেলায় পরে গেলো এত গুলো গ্রুপের মধ্যে আসল কোনটা??
এই প্রশ্নটা মনে বার বার আসছে।পরে মনির কে ডাকলো এই শুনো
মনির - কি বলো,,
শাপলা-দেখতো নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন নামের কত গুল গ্রুপ এখন কিভাবে বুঝবো কোনটা আসল,
মনির - আচ্ছা ফারুক একটা লোকের নাম বলেছিলো #ইকবাল_বাহার জাহিদ স্যার নাকি,তাকে দিয়ে ইউটিউবে খুজে দেখো,,
শাপলা- তুমিও আসোনা প্লিজ।।
খুজতে খুজতে অনেক গুলো ভিডিও পেলো ইকবাল বাহার জাহিদ স্যারের ভিডিও গুলো দেখেই
তাদের মনে জাহিদ স্যারের জন্য একটা ভালবাসা তৈরি হয়ে গেলো,,সেখান থেকেই অরিজিনাল গ্রুপের সন্ধান পেলো,,রেজিষ্ট্রেশন টাও উভয় করে নিলো। এবার তারা দুজন মিলে প্রতিদিন ক্লাস গুলো করছে,,স্যারের বানী গুলো তাদের মনে সাহস জুগিয়ে দিল
স্বপ্ন দেখুন।।।।।সাহস করুন।।।।।শুরু করুক।।।।লেগে থাকুন।।। সফলতা আসবেই এই বানীকে বুকে ধরেই মনির ও শাপলা গরে তুলে জান্না এগ্রো প্রজেক্ট নামের দেশিও মুরগির খামার,অনেকেই ভেবেছিলো শুরুতে আমি লস করবো,আমি অনেক বার এই কথাটা শুনেছি যে প্রথমেই না বুঝে কিছু করলে তাতে লসের সম্ভাবনা বেশি থাকে এটা সত্যি কথা,,কিন্তু এই নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশনে #আমরা_সবাই_খামারী গ্রুও আছে সেখানে অনেক ভাই আছে যারা অভিজ্ঞ তাদের থেকে সব সময় সাপোর্ট পেয়েছি তাই আমি কোন সমস্যা হয়নি।
আজকে আমি আমি শাপলার সেই কানের দুল কিনে দিয়েছি,,শোধ করেছি শুশুর বাড়ির টাকা।এবং এটার সব কিছুই সম্ভব হয়েছে প্রিয় Iqbal Bahar Zahid স্যারের জন্য।
জান্নাত এগ্রো আপনাদের দিচ্ছে খাটি বেশি মুরগির নিশ্চয়তা।। ভেজাল বিহীন ও প্রাকৃতিক পালন করা হয় জান্নাত এগ্রো প্রজেক্ট এর মুরোগ ও মুরগী গুলো,,,একদিনের বাচ্চা এনে লালন পালন করা হয়।।
প্রতি মোরগ এর লাইভ ওয়েট কেজি ৫০০৳
মুরগি -৪৮০৳
নিতে আগ্রহী হলে যোগাযোগ করুন
মনির মন-০১৮১৩৩৭১৫০৩
কেরানীগঞ্জ, ঢাকা
প্ররিশেষে বলতে ভাই মনির ও শাপলার জন্য দোয়া করবেন তারা যেন এই ভালবাসা নিয়ে সারা জীবন এক সাথে থাকতে পারে।।
করে করে সময় নষ্ট করে পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞ।।ভাল থাকবেন সুস্থ থাকবেন।আল্লাহ হাফেয।
স্ট্যাটাস অব দ্যা ডে"- ৫৬২
Date:- ২৯/০৬/২০২১
ধন্যবাদান্তে।
আমি
Proud Member Of
#NIJER_BOLAR_MOTO_EKTA_GOLPO
#FOUNDATION
😎😎Monir Mon
❣️❣️Zone Ambassador Keraniganj
🌹🌹Member Of Registration Team
🌺🌺Member Of Top20 Club
🌼🌼Community Volunteer
🌹🌹Batch No-11th
🌺🌺Registration No-20978
🌹🌹Mobile reporter of doinik bisso manchitro potrika,
🌹🌹Lead Instructor Of Bismillah Technical Training N Testing Institute
National Skill Development Council,
🌹🌹🌺Owner Of Jannat Agro Project