গল্পে_গল্পে_সেল_পোস্ট
#গল্পে_গল্পে_সেল_পোস্ট
আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার ভালোমানুষগণ আশা করি সকলেই ভালো আছেন৷
আপনাদের সকল ভালোবাসায় আমিও ভালো ও সুস্থ আছি আলহামদুলিল্লাহ।
কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান রাব্বুল আলামিনের প্রতি যার অশেষ নেয়ামত ভক্ষণ করার তৌফিক আমাকে দিয়েছে। কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি। কেননা, তার অশেষ পরিশ্রমের এই ফাউন্ডেশনে আজ আমি একজন ভলান্টিয়ার হওয়ার সুযোগ পেয়েছি৷ তিনি আমাদেরকে মাঝ মাঠের খেলোয়ার উপাধি দিয়েছে তাই তার কাছে আমি চির কৃতজ্ঞ৷ আমি সর্বদা তার সুস্বাস্থ্য ও সুস্থতা কামনা করছি৷ আল্লাহ তাকে সর্বদা ভালো ও সুন্দর রাখুক। আমিন।
গল্পে গল্পেও যে সেল পোস্ট দেওয়া যায় সেই বিষয়টাই আমার জানা ছিলো না। প্রিয় ফাউন্ডেশনে এসে জানতে পারলাম বিষয়টা। চেষ্টা করে দেখি পারি কিনা৷
ঠাকুরগাও-এর জেসমিন। বাবার টাকার অভাব নেই। মেয়েটার বয়স বেড়ে যাচ্ছে পড়াশুনাও শেষ। বাবার এতো অর্থ-সম্পদ মেয়েকে চাকরি করতে দেয়নি৷ বংশ মর্যাদা টাকা পয়সা কোনোটার কমতি নাই৷ এতো কিছুর পরও বিয়ে হয়না। কত মানুষ কত কথা বলে। মান-ইজ্জত এর ভয়ে জেসমিন এর বাবা গ্রাম থেকে দূরে থাকা শুরু করলো। জেসমিন আর তার মা গ্রামেই থাকতো। বাবা দূরে একটা ব্যবসা করতো। জেসমিনের সমস্যা একটাই তার গালের মেসতা৷ অনেক টাকা পয়সা খরচ করেও কোনো উন্নতি হয়নি। সমস্যা দিনে দিনে বাড়তে লাগলো। মুখের চামড়া কুচকে যাচ্ছিলো৷ অন্যদিকে চিন্তায় চিন্তায় মাথার চুলও পড়ে যাচ্ছিল ।
হঠাৎ আজ এশা ( জেসমিনের বান্ধবী) আসলো জেসমিনদের বাড়ি । এশা এসএসসি পরীক্ষার পর ঢাকায় চলে আসে৷ ঢাকায় একটা কলেজ থেকে এইচএসসি পাশ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হতে অনার্স, মাষ্টার্স শেষ করে একটা মন্ত্রণালয়ে চাকরি নিয়েছে। এশা তার অফিসের এক কলিগকেই বিয়ে করেছে। অনেক সুন্দর আর হ্যান্ডসাম এশার স্বামী। এশা প্রায়ই জেসমিনের সাথে তার স্বামীকে নিয়ে গল্প করে৷ জেসমিন নির্বাক হয়ে শুধু শোনে৷ লজ্জায় নিজের বিয়ে না হওয়ার কারণ বলতে পারেনা। সামনা--সামনি না হলে এ কথা বলাও যায় না৷ হঠাৎ হঠাৎ এশা বাড়িতে আসে। এসে বেশি সময় থাকতেও পারেনা৷ এবার লকডাউনে অফিস বন্ধ দিয়ে ফেলেছে৷ তাই দেড়ি না করে৷ ঈদ করতে বাড়িতে চলে এসেছে৷ আজ যখন এশা জেসমিনদের বাড়িতে আসলো তখন জেসমিন বাড়ির উঠোনে মন খারাপ করে বসে আছে।
এশা - কিরে, জেসমিন কি হইছে তোর৷ মন খারাপ নাকি। নাক-মুখ এভাবে শুকনা লাগছে কেনো।
জেসমিন- নারে, কিছু না। বাড়িতে আসছিস কবে৷
এশা - এইতো ১৩ দিন হলো।
জেসমিন - ভালোই, ১৩ দিন পর বুঝি আমার কথা মনে পড়লো৷
এশা - নারে, এসেই তো তোর দুলাভাইয়ের শরীর খারাপ। আসবো কি করে বল?
জেসমিন - কেনো রে, কি হয়েছে দুলাভাইয়ের?
এশা - ঐতো, আবহাওয়া চেঞ্জ হইছে তো তাই একটু জ্বর, পেট খারাপ এগুলোই।
জেসমিন - এখন, কি অবস্থারে?
এশা - এখন একটু ভালো বলেই তো আসতে পারলাম। তারপর তোর কি খবর বলতো? এভাবে আর কতদিন থাকবি?
জেসমিন - আমার আর খবর? এখন মরলেই বাঁচি। আমি তো এখন জীবিত লাশ হয়ে আছি। আমি চাইলেই কি কিছু পারি?
এশা - কেনোরে কি হয়েছে আমাকে একটু বলতো৷
জেসমিন - আমাকে দেখ৷ আমি কি আগের মতো আছি? আচ্ছা বলতো? যখন তুই আর আমি স্কুলে যেতাম তখন, কম ছেলে কি আমাদের পিছনে ঘুরেছে? তোর কথা বাদই দিলাম৷ আমাকেও তো কম মানুষ পছন্দ করতো না৷ কিন্তু, দেখ তুই আমি একই বয়সের৷ তোর বিয়ের বয়স তিন বছর হয়ে গেলো৷ আর আমি এখনো বিয়েই করতে পারিনি৷
এশা - হুম ( দীর্ঘশ্বাস)............
জেসমিন - বাবা রাস্তায় বের হলেই মানুষ নানান কথা বলে৷ তাই,বাবা লজ্জায় আমাদের থেকে একটু দূরে থাকে৷ দূরে একটা ব্যবসা করে। সপ্তাহ একদিন আসে৷ মাঝে মাঝে আসেও না৷
এশা - হুম ( দীর্ঘশ্বাস)............
জেসমিন - দেখ আমার গালের মেসতাগুলো যাচ্ছেই না৷ আর মাথার চুলগুলোও পড়ে যাচ্ছে। আমি অনেক ভাবেই চেষ্টা করছি। দিন দিন সমস্যা বাড়ছে। আমি এভাবে পাগল হয়ে যাচ্ছি। আমার বুঝি আত্মহত্যা করতে হবে। এই অপবাদ নিয়ে আমি বেঁচে থাকতে চাই না। যারাই দেখতে আসে৷ আমাকে দেখেই চলে যায়। পড়ে বলে মেয়ের তো বয়স অনেক। কি করবো আমি বলতে পারিস৷
এশা - ও তাহলে এই সমস্যা বুঝি? তোর সমস্যা যদি আমি শেষ করে দিতে পারি৷ আমাকে কি দিবি বল?
জেসমিন - তুই যা চাস৷
এশা - আচ্ছা মনে রাখিস৷ তাহলে শোন, তুই কি সজনে পাতা চিনিস?
জেসমিন - হ্যাঁ, চিনিতো৷ স্কুল থেকে আসতে রাস্তার পাশে জঙ্গলটাতে আছেতো গাছটা৷ তোর মনে আছে তো৷
এশা - হ্যাঁরে হ্যাঁ, ঠিক ধরেছিস৷ তুই কি পারবি সেখান থেকে অনেকগুলো পাতা আনতে?
জেসমিন - কেনোরে সেগুলো খাওয়াবি নাকি?
এশা - কেনো খেলে মরে যাবি নাকি? এমনিতে তো মরতেই চাচ্ছিস৷ আমি না হয় শেষ চেষ্টাটুকু করিয়ে মারি৷
জেসমিন - নারে, তুই তো সব জানিস আমি আর মা বাড়িতে একা তাছাড়া আমার কোনো ছোট বা বড় ভাইও নাই৷ বাবাও কবে না কবে আসবে তার কোনো ঠিক ঠিকানা নাই৷ তুই বাদ দে এগুলো৷
এশা - তাহলে এক কাজ করতে পারিস৷ দাড়া! দাড়া!! আজ তো মঙ্গলবার৷
জেসমিন - মঙ্গলবার তো কি হয়েছে?
এশা - তোকে আমি গতমাসে একটা গ্রুপের কথা বলেছিলাম তোর মনে আছে? ।
জেসমিন - হ্যাঁ, মনে আছে। নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন - গ্রুপ৷
এশা - হ্যাঁ, ঠিক ধরেছিস৷ ওখানে আজকে হাটবার৷
জেসমিন - হাটবার মানে?
এশা - হ্যাঁ, হাটবার। অনলাইনে এই প্রথম এই প্লাটফর্মেই প্রতি মঙ্গলবার অনলাইন হাট বসে। হাটে সবাই তাদের নিজ নিজ পন্য বিক্রি করে। আর মজার বিষয় হলো৷ এই হাটবারে সবচেয়ে বেশি যে বিক্রি করতে পারে৷ তাকে সেরা বিক্রেতা ঘোষনা করা হয়৷ তাছাড়া যে সবচেয়ে বেশি ক্রয় করতে পারে? তাকে সেরা ক্রেতা ঘোষনা করা হয় আর পুরষ্কারও দেওয়া হয়৷
জেসমিন - কি বলিস?
এশা - হ্যাঁ, আর সেখানে একটা আপু আছে এই সজনে পাতার গুড়ো বিক্রি করে৷ মেঘলা সুলতানা আপু৷ ওটাকে মরিঙ্গা বলা হয়৷
জেসমিন - তাহলে, দেখনা কিছু করা যায় কিনা আমার জন্য? আর আমাকে রেজিষ্ট্রেশন করিয়ে দে প্লিজ৷
এশা - আচ্ছা, দাড়া এখনই তোকে অর্ডার করে দেই৷ আর তোকে রেজিষ্ট্রেশনও করিয়ে দেই।জেসমিন - আল্লাহর কাছে প্রার্থনা করি এবার যেনো কিছু একটা হয়। তোকে যে কি বলে ধন্যবাদ দিবো।
এশা - ধন্যবাদ দেওয়া লাগবে না৷ তোর জামাইকে দুলাভাই ডাকতে দিলেই হবে।
জেসমিন - যা! শয়তান।
( হা হা হা হা হা হা হা হা হা হা) দুজনে একসাথে হেসে উঠলো৷
প্রিয় আপুরা ও ভাইয়ারা আজকের হাটে আপনাদের সবার প্রিয় মরিঙ্গা আপু মরিঙ্গা নিয়ে চলে এসেছি আপনাদের স্বাস্থ্যের পাশাপাশি ত্বক ও চুলের সমস্ত সমস্যা দূর করে আরও সুন্দর আরও প্রাণবন্ত করতে🥰
ভিটামিন এ, ভিটামিন বি, রাইবোফ্লাভিন, ফোলেট এবং অ্যাসকরবিক অ্যাসিড, ভিটামিন সি, ক্যালসিয়াম, পটাসিয়াম, প্রোটিন সহ নানা উপকারে ভরপুর এই সজনে বা মরিঙ্গা পাউডার আপনার ত্বক ও চুলের কিভাবে উপকার করবে একবার চোখ বুলিয়ে নিন🥰
🌿চুলের যত্নে সজনে পাতাঃ
✅সজনে পাতা অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদানে ভরপুর, যা মাথার ত্বককে পরিষ্কার রাখতে সাহায্য করে
✅এটি মাথার ত্বকে আর্দ্রতা ধরে রাখে এবং স্ক্যাল্পের শুস্কভাব দূর করে
✅সজনে পাতায় থাকা হাইড্রেটিং এবং ডিটক্সিফাইং উপাদান চুলের বৃদ্ধি ত্বরান্বিত করে
✅এতে রয়েছে প্রোটিন যা চুলকে ভিতর থেকে মজবুত ও শক্ত করে
✅ভেষজ গুনাগুণ সম্পন্ন এই মরিঙ্গা পাউডার চুলের খুশকি দূর করে ও চুলের সমস্ত সমস্যা দূর করে👍
🌿ত্বকের যত্নে সজনে পাতাঃ
✅বয়সের ছাপ এবং পিগমেন্টেশন দূর করতে সাহায্য করে
✅ব্রণ বা পিম্পল প্রতিরোধ করতে দারুণভাবে সহায়ক
✅এতে থাকা ভিটামিন সি ত্বকের রং উজ্জ্বল করে
✅সজনে পাতার ব্যবহারে ত্বকের প্রয়োজনীয় প্রোটিন তৈরি হয়, যা পোরের সমস্যা সমাধানে কাজ করে
✅ত্বকের আর্দ্রতা বজায় রাখে এবং শুস্কভাব দূর করে ও ত্বকের সমস্ত সমস্যা দূর করে👍
"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৫৬২
Date:- ২৯/০৬/২০২১
🌿আমি সুলতানা
🌿কমিউনিটি ভলেন্টিয়ার
🌿জেলাঃ বাগেরহাট
🌿ব্যাচ নংঃ ১৩
🌿রেজিস্ট্রেশন নংঃ ৫৮৬০২
🌿কাজ করছিঃ মরিঙ্গা, মেহেদি, নিম, থানকুনি, ভৃঙ্গরাজ পাউডার, নিম তেল, রাজশাহীর বিখ্যাত আম, মধু, কালোজিরার তেল, কাজুবাদাম, মহিলাদের গার্মেন্টস পণ্য ও ত্বীন ফল নিয়ে🌿