উদ্যোগক্তা জীবনে আসার গল্প
উদ্যোগক্তা জীবনে আসার গল্প
💦জীবন নাটকের চেয়েও নাটকীয় 💦 কখন কোন রুপ নিবে তা ধরা মুশকিল।আজ ভালো আছি কাল হয়ত এমন না থাকতে পারি।বাস্তবতা এমনই।এই বাস্তবতা সবাই সহজ এ মানতে পারে না।তাই ধৈর্য হারা হয়ে পড়ে।যারা পারে তারাই এক দিন সফল হয়।মানুষের জীবন সিনেমাকেও হার মানায়।
🇧🇩আত্মবিশ্বাসঃসবার আগে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে। সব কাজে বলতে হবে যে আমি পারব।আল্লাহ উপর তাওয়াক্কুল করে শুরু করতে হবে।স্যার তো বলেছেন সাহস কর, শুরু কর,,লেগে থাক সফলতা আসবেই।
আমি যখন উচ্চমাধ্যমিকে পড়ি তখনও আমার মাথায় চিন্তা ছিল না যে আমি নিজে কিছু করব।পরিবারে যখন অভাব দেখি।তখন বুজতে পারছি যে কিছু করা দরকার।পরিবারের পাশে দাঁড়ানো দরকার।
💠শুরু করার অনুপ্রেরণা 💠
সব থেকে কঠিন কাজ হচ্ছে শুরু করা।যে কোনো কিছু শুরু করতেই আমরা বেশি ভাবি।সমাজ পরিবার সবাই কি বলবে এই চিন্তায় হয়তো অনেকে শুরুই করে না।লোকে কি বলবে।আমিও এক দিন ভাবছি লোকে কি বলবে।একটা শিক্ষিত মেয়ে মানুষ এর কাথাঁ সেইলাই করে এখন,,ফ্রেন্ড রা বলবে এতো পড়া লেখা করে কি করছে একজন মানুষের কাথাঁ সেলায় করে।আমিও ভাবতাম।আরে ভাই এসব ভাবলে আপনার কোনো লাভ হবে না।আপনি এক বেলা না খেয়ে থাকলে কেউ এসে জিজ্ঞেস করবে না খাইছো? কিছু করতে যান ঠিকই কথা শুনাবে।তবে সবাই কিন্তুু এক না যারা কাজ করে সম্মান করে তারা অনুপ্রেরণা দেই।
২০২০ সাল থেকে দেশে করোনা।মানুষের কত খারাপ অবস্থা।এই সময়ে যদি নিজে কিছু করতে পারতাম তাহলে কত ভালো হতো।এর আগে থেকে নিজেরদের জন্য বেবি কাঁথা সেলাই করি।কারণ পড়া লেখা নাই।বসে থাকতেও ভালো লাগে না।তখন মা মেয়ে মিলে কাথাঁ সেলাই করা শুরু করি।লজ্জায় কেউরে দেখায়তাম না কি ভাব্বে।এক দিন এক জনে দেখছে ওনার পছন্দ হইছে।কাথাঁ গুলা উনি নিয়ে গেছে।এর পর ২০২১ সাল তাও করোনার জন্য স্কুল বন্ধ একটা যে বাচ্চা পড়াব তা পাচ্ছি না।তখন আমার খুব ভালো একটা বন্ধু আমাকে পরামর্শ দেই,,,
👉বন্ধুঃকিরে তাহামিনা। কেমন আছিস?
👉আমিঃআলহামদুলিল্লাহ।তবে মন ভালো নেই।
👉বন্ধুঃ কেনো? কি হইছে।
👉আমিঃ আর কত বসে থাকব।পড়াশোনা নাই।ভালো লাগে না।
👉বন্ধুঃ তুই তো অনলাইনে কাজ শুরু করতে পারিস।এই করোনায় কত মেয়ে উদ্যোগক্তা হয়ে গেছে খবর রাখিস তুই?
👉আমিঃ কি বলচ অনলাইনে কি করমু।এগুলা সত্যনি? আর কি নিয়া কাজ করমু।কে নিব আমার থেকে।কেমনে করমু।
👉বন্ধুঃআসলেই তুই বোকা।মানুষ কে বিশ্বাস করবি।আর তুই তো হাতের কাজ পারিস।ঐটা নিয়া শুরু কর।আমি তোকে সাহায্য করব।
👉আমিঃ বিশ্বাস করি।বাট কে নিব আমার থেকে আর সবাইকে বলব কি ভাবে। কি ভাব্বে আমার ফ্রেন্ড রা।পরিবারে কেউ শুনলে কি ভাব্বে🤔
👉বন্ধুঃশুন তুই একা না। অনেক বড় লোক ঘরের মেয়ে আছে যারা আজ অনলাইক বিজনেস করে অনেক কিছু করতেছে।
আমি তোকে একটা ফেইজ খুলে দিব।তুই ওখানে তোর ফ্রেন্ড দের এড করবি।বলবি যে আমার ফেইজ।কারন প্রচারেই প্রসার।প্রচার না করলে কেউ চিনবে না।চিনলেই তো কিনবে।
👉আমিঃ ভালো বলছিস।আমি চিন্তা করে দেখি।
অনেক দিন সময় নি চিন্তা করি।মার সাথে শেয়ার করি।মাও সাড়া দেই।তখন আমি আমার ফ্রেন্ড কে বলে ফেইজ খুলি।অনলাইন বেবি কাঁথা হাউজ।
🌿🌿নিজের বলার মত গল্প গ্রুপে আসার গল্প🌿🌿
আমি পেইজ খুলছি ঠিকই। কিন্তুু সময় দিতাম না।পোস্ট করি কেউ কোনো সাড়া দেই না।হাল ছেড়ে দিছি। ভাবতেছি হবে না।অন্য চিন্তা করতেছিলাম।হঠাৎ এক দিন Utv live এর একটা ভিডিও দেখি।খুব অনুপ্রাণিত হয়।এই গ্রুপের সাথে জয়েন হই।রেজিষ্ট্রেশন করায়।আবার স্বপ্ন দেখি আমি এক জন সফল উদ্যোগক্তা হব ইনশাআল্লাহ।আগে আমার পেইজে ১০০ এর নিচে সদস্য ছিল।আলহামদুলিল্লাহ এই গ্রুপে এসে এখন অনেক সদস্য হয়েছে।
🌿🌿এই গ্রুপ থেকে কি শিখছি,,,,কি পেয়েছি🌿🌿
🌷এই গ্রুপে এসে আমাদের সবার প্রিয় ইকবাল বাহার স্যার এর শিক্ষায় আমি এখন স্বপ্ন দেখতে শিখে গেছি।যে স্বপ্ন আমাকে ঘুমাতে দেই না।একজন সফল উদ্যোগক্তা হওয়ার স্বপ্ন আমাকে প্রতিনিয়ত তাড়া করে।স্যার এর সেশন গুলো পড়ে অনেক অনুপ্রেরণা পাচ্ছি যা আমি কোনো গ্রুপে পাই নাই।আমি নিজেকে অনেক ধন্য মনে করি কারন আমি স্যার এর এক জন আজীবন ছাত্রী।
🌿কি ভাবে একজন ভালো মানুষ হওয়া যায় তা প্রতিনিয়ত শিখছি
🌿এই গ্রুপ থেকে অনেক আপু ভাইয়া কে পেয়েছি।কি ভাবে মানুষ কে সাহায্য করতে হবে উনারা তার জলন্ত উদাহরণ।
🌿এই গ্রুপে এসে একটা ভালো মানুষ এর পরিবার পেয়েছি।যাদের থেকে পজিটিভিটির শিক্ষায় পাই প্রতি দিন।
🌿নিজেকে একজন সৎ ও ভালো মানুষ হওয়ার অঅনুপ্রেরণা পেয়েছি।
এই গ্রুপ থেকে কি শিখছি,,কি পেয়েছি তা লিখে শেষ হবে না।শুধু বলতে পারি আলহামদুলিল্লাহ যা পেয়েছি সবই আল্লাহর রহমত ও মা-বাবার দোয়ায় পেয়েছি।
🍁🍁এখন আমার জীবনে একটাই লক্ষ্য বাবা মার স্বপ্ন পূরণের পাশাপাশি একজন সফল উদ্যোগক্তা হিসেবে সবার সামনে নিজেকে পরিচিত করব এবং নিজের জেলাকে এগিয়ে নিতে সাহায্য করব ইনশাআল্লাহ।
🤲🤲সবাই সবার জন্য দোয়া করব।
লিখায় ভুল হলে ক্ষমার দৃষ্টি তে দেখবেন।
"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৫৬৩
Date:- ৩০/০৬/২০২১
🌱নামঃতাহামিনা
☘️ব্যাচঃ১৪
🌿রেজিষ্ট্রেশনঃ৬৬৩৯৩
🍁জেলাঃ লক্ষ্মীপুর
🌹কমিউটি ভলেন্টিয়ার