ইচ্ছা থাকলে উপায় হয়
ইচ্ছা থাকলে উপায় হয়
🍂আমার পরিচয়টা দেই।আমি স্বপ্না আক্তার। জেলা জয়পুরহাট। বর্তমান অবস্থান টাঙ্গাইল।আমরা একভাই এক বোন।আমি ম্যানেজমেন্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট করেছি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে
🍂জীবনে বাস্তবতা কখনো দেখিনি।একমাত্র মেয়ে ছিলাম তাই চাওয়ার আগেই সব কিছু পেয়েছি।চাকুরিজীবী পরিবারে জন্ম হওয়ায় স্বাভাবিক ভাবেই আমার ও ইচ্ছে ছিল পড়ালেখা শেষ করে ভাল কোন চাকুরি করার।
🌾🌾অনার্স কমপ্লিট করার পর যখন জবের জন্য প্রিপারেশন নিব তখন হঠাৎ করেই বিয়ে হয়ে গেল।
🍂বিয়ের পর চলে গেলাম স্বামীর সাথে ব্যস্ততম শহর ঢাকায়।এত দিন কখনো বাস্তবতা কি জিনিস দেখিনি এইবার বাস্তবতার সম্মুখিন হলাম।
🍂সবাই হয়তো ভাববেন আমার হাজবেন্ডের অভাবি সংসার তাই বাস্তবতার সম্মুখীন হয়েছি।কিন্তু না?এই বার সীদ্ধান্ত নিলাম জবের জন্য পড়াশোনা করব।ভাগ্য করে অনেক ভাল পরিবার আর হাজবেন্ড পেয়েছিলাম তাড়া আমার সব সীদ্ধান্তে আমার পাশে থেকে সাপোর্ট করেছে।
💦মেয়েরা সাধারনত বিয়ের আগে স্বাধীন থাকে।আর আমার ক্ষেত্রে সম্পূর্ণ বিপরিত আমি বিয়ের পরে স্বাধীন হয়েছি🧖♀️
👩💻👨🎓এইবার বি.সি.এস (Bcs)এর জন্য একটা ঢাকার সব থেকে ভাল কোচিং এ ভর্তি হলাম। শুরু হল জীবনের সব থেকে কঠিন সময়।সংসারের কাজ শেষ করে কোচিং করে পড়ালেখা প্লাস মাস্টার্স এর পড়ালেখা।সব দিক সামলাতে আমার টাইমের অভাব হয়ে যায়।আর একটা কথ বলা হয় নি আমি ম্যানেজমেন্ট বিষয়ে অনার্স শেষ করেছি।দুই দিকের পড়াশোনা সামলাতে গিয়ে ভেবেছিলাম মাস্টার্সের রেজাল্ট মনে হয় খারাপ করব। যাই হোক ডিপার্টমেন্টে আমি প্রথম বিভাগ (1st class)পেয়ে ৩য় হলাম।জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে।
🏃♀️🏃♀️এইবার জব পাওয়ার লড়াইয়ে নেমে পরলাম।এর মধ্যে আমার খুব ইচ্ছে ছিল সি এ(C.A) করার কিন্ত আমার মা কিছুতেই রাজি হল না।বলে আমি কি সারা জীবন শুধু পড়ালেখায় করব।অনেক পড়েছি আর পরতে হবে না।তার পর পি এস সির আন্ডারে পরীক্ষা গুলো দিতে শুরু করলাম এই টার্গেট নিয়ে 1st class কোন জবের জন্য একটাতে যখন রিটেনে টিকি মনের মধ্যে আশার জন্ম হয় এইটা মনে হয় হবে তার পর মন দিয়ে সংসার টা করব কিন্ত ভাইভা থেকে আউট হয়ে যাই।আমি কখনো ভাবতেই পারিনি আমার জব হবে না।এক সময় ক্লান্ত হয়ে পরলাম।সে সময় আমার মনের😔😔 অবস্থা বুঝাতে পারব না।মানসিকভাবে ভেঙ্গে 🙃পড়ি।
হতাশার🤦♀️🙆♀️ মধ্যে তলিয়ে গেলাম কিছুতেই মেনে নিতে পারছিলাম না।জীবনের ৩০ টা বছর শুধু বইয়ের মধ্যেই কাটালাম। ফলাফল জিরো।সুপার ফ্লপ হয়ে গেলাম। আমার হাজবেন্ড আমাকে অনেক শান্তনা দেয় পড়াশোনায় আমি খুব ভাল শুধু জব করতে হবে তার কোন মানে নেই অন্যকিছু তো করতে পারি।
সেই থেকে আমি ভাবতে🤔 থাকি কিছু একটা করব।কিন্ত কিভাবে শুরু করব কি করব?
🍂এর মধ্যে আমার ১ম সন্তান আমার মেয়ের জন্ম হল অনেকটা খারাপ লাগা কমে গেল কিন্ত আমি মেনে নিতে পারছিলাম না এভাবে ঘরে বসে বসে থাকতে বোরিং হয়ে যাই😌
😌😌এর মধ্যে দেশে করোনা মহামারী শুরু ঘর বন্দি জীবন খারাপ লাগার পরিমান আরো বেড়ে গেল।
🍂তখন বাহিরে যাওয়া বন্ধ প্রয়োজনীয় জিনিস অনলাইনে কেনাকাটা করতে করতে আমার মাথায় ১ম আইডিয়া চলে এল। এখন সমস্যা হল কি নিয়ে কাজ শুরু করব।আমি গুড়াঁ মসলা সাধারনত বাসায় খাওয়ার জন্য নিজেই বানাতাম।তাই সে বিষয়ে আমার দক্ষতা আছে তাই ভাবলাম মানুষ ভাল জিনিস পাবে।আর আমিই প্রথম মনে হয় (আমার সিগনেচার পন্য) ঝালমুড়ি মসলা শুধুমাত্র অনলাইনে এনেছি।আগে অন্য কাউকে দেখিনি এই পন্য অনলাইনে সেল করতে।আমার মসলার অনেক সুনাম রয়েছে।
🖋️🖋️কিন্তু বিপদে পরে গেলাম।যেহেতু আমি নিজেই সব মসলা প্রসেসিং করতাম আর আমার মেয়ের বয়স মাত্র ৯ মাস তখন কাজ টা অনেক কঠিন হয়ে গেল।মেয়ে যখন ঘুমায় তখন মরিচের বোটা ফেলাই।জামাই চাকরি করায় ও তেমন হেল্প করতে পারে না।তাই যেহেতু আমি টাঙ্গাইলে থাকি তাই তাঁতের শাড়ি,থ্রি-পিস নিয়ে ও কাজ শুরু করলাম।
🍂এখন কাজের জন্য তো নিজেকে রেডি করলাম কিন্তু এখন আমার একটা প্লাটফর্ম দরকার।তখন আমার ফেসবুকের এক ভাই Nazmul Hasan আমাকে #নিজের_বলার_মতো_একটা_গল্প_ফাউন্ডেশন এর কথা বলল তখন আমি জয়েন করলাম।১১ তম ব্যাচের শেষের দিকে এসে রেজিস্ট্রেশন নিজে নিজে করে ফেল্লাম।
🍂প্রিয় স্যার Iqbal Bahar Zahid স্যারের সেশন গুলো পরতাম।আমার জীবনের সঠিক উদ্দেশ যেন ফিরে পেলাম।নিজের প্রতি আত্মবিশাসটা বেড়ে গেল।ঝুকি নিয়ে সাহস করে শুরু করলাম।তার ফল আজ আমার সামনে।প্রিয় স্যারের কথাটা আজ মনের মধ্যে নাড়া দেয়-সাহস করুন,শুরু করুন,লেগে থাকুন
---------ইকবাল বাহার জাহিদ স্যার
🍂আজ আমি ভাবি যা হয় ভালোর জন্যই হয়।আমি চাকুরির থেকে উদ্যোগক্তা হিসেবেই আত্বতৃপ্তিটা বেশি অনুভব করি।আমি নিজেও জানতাম না আমার মধ্যে এত প্রতিভা লুকিয়ে আছে।নিজেকে চিনতে পেরেছি আজকে।
📝📝আমি আজ মাসে মিনিমাম এক লাখের ও বেশি টাকা ঘরে বসে আয় করছি ভাবতেই যেন স্বপ্নের মত লাগে।ঈদে আমি ২ লাখ টাকা প্লাট সেল করি শুধুমাত্র অনলাইনে।আমার অফলাইনে সেল নেই বল্লেই চলে যা হয় সবই এই প্লাটফর্মে।এত কম সময়ে সবার এতটা বিশ্বাস ও ভালবাসা পাব ভাবতেই পারিনি।
🏝️এতো কিছু সম্ভব হয়েছে শুধুমাত্র প্রিয় স্যারের জন্য। আজ সংসার বাচ্চা সব কিছু ঠিক রেখে আমি এগিয়ে যাচ্ছি আমার স্বপ্ন পূরনের পথে।আমি আশাবাদী আমার নিজের একটা রেস্টুরেন্ট হবে একটা শো রুম হবে যেখানে শুধু দেশীয় পন্য শোভাবর্ধন করবে।আর হ্যা আমি কিন্তু খুব ভাল ফাস্টফুড বানাতে পারি।আর এসবের মসলা গুলো আমার নিজের রেসিপি।
✅✅আজ ৮ মাস প্রিয় প্লাটফর্মের সাথে আছি। যেখানে ১ম মাসে ১৯০৩০ টাকা সেল করি,২য় মাসে ৩০০০০+,৩য় মাসেই লাখপতি হওয়ার সৌভাগ্য অর্জন হয়।যেখানে আমি ৩০২০ টাকা দিয়ে ৫টা শাড়ি কিনে আর ৬০০০ টাকার মসলা নিয়ে কাজ শুরু করেছিলাম সেখানে আজ আমার মূলধন ৫০০০০০ টাকা প্লাস।
🌄🌄যেখানে আমি ভাবতাম আমার দ্বাড়া আর কিছুই হবে না।সেখানে আজ আমার দেখে আমার বন্ধু, বান্ধবী, আত্বীয় সজন অনেকেই উদ্যোগক্তা হবার ইচ্ছাপোষন করছে আবার অনেকেই কাজ শুরু করেছে।
🍂প্রিয় স্যারে প্রতি কিভাবে কৃতজ্ঞতা জানাব সেটা প্রকাশের ভাষা নেই।আজ আপনার জন্য আমার মত হাজারো মেয়ে নিজের প্রতিভাকে খুজে পেয়েছে এই প্লাটফর্মে এসে।নিজের আত্তবিশ্বাস ফিরে পেয়েছে।এখন হাজারো তরুন চাকুরি করব না চাকুরি দেব এই আত্ব প্রত্যয় নিয়ে নিজেকে তৈরী করছে।প্রিয় স্যার আপনাকে জানাই লাখ কোটি শুকরিয়া।আল্লাহ আপনাকে সুস্থ্য রাখুক এই দোয়া করি।এখানেই আমার লিখার ইতি টানলাম।
"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৫৬৩
Date:- ৩০/০৬/২০২১
আমি স্বপ্না আক্তার
জেলা-জয়পুরহাট
বর্তমান অবস্থান - টাঈাইল
ব্যাচ-১১তম
রেজিষ্ট্রেশন নং-৩২৬৪১
কাজ করছি
🌹নিজেদের ফসলের হলুদ গুঁড়া নিয়ে
🌹মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া
🌹মাংসের স্পেশাল গরম মসলা
🌹চাট/চটপটি মসলা
🌹ঝালমুড়ি মসলা
🌹টাঈাইলের শাড়ী ও থ্রি পিচ নিয়ে
স্বত্বাধিকারী- রন্ধন & কুঞ্জবিতান