চলার পথে অনেকের অনেক কটু কথা শুনেছি
গত বছর লকডাউন থেকে 👉 এ বছর লকডাউন
আলহামদুলিল্লাহ ☺️
এই একবছর আমার জীবনে অনেক পরিবর্তন এসেছে।
ছয় মাসের ছেলেকে নিয়ে যে উদ্যাক্তা হবার লড়াইয়ে নেমেছিলাম তার অনেকটাই আজ এগিয়ে গেছে।
আমি সবসময় চাইতাম আমার নিজের একটা পরিচয় হোক,আমাকে আমার কাজের জন্য মানুষ চিনুক।
যার জন্য গত এক বছর ৯-৫টা ভুলে কাজ করে গেছি। বিশ্রাম জিনিস টা কি সেটাও অনেক সময় ভুলে গেছিলাম।এমন দিন গেছে যে ২৪ ঘন্টার মধ্যে ২০/২১ ঘন্টাই কাজ করে গেছি।
লক্ষ্য ছিলো একটাই আমাকে যেভাবেই হোক কাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। কোন বাধা-বিপত্তি যেন আমাকে থামাতে না পারে।
চলার পথে অনেকের অনেক কটু কথা শুনেছি, অনেক সময় বাধাগ্রস্ত ও হয়েছি কিন্তু আমার পরিবারের অনুপ্রেরণা আর নিজের মনোবলের জোরে সবকিছুকে পিছনে ফেলে এসেছি।
আমি কাজ শুরু করার প্রথম মাসে সেল ছিলো ৪০০০০ হাজার টাকা।আর গতমাসে আমার উদ্যোক্তা জীবনের সর্বোচ্চ সেল ছিল ৩লাখ ৩১হাজার টাকা।আমি মনে করি আমার জন্য এটি একটি অভাবনীয় একটি সাফল্য।
নিজের পরিবার সামলিয়ে ও যে নিজের উদ্যোগকে এগিয়ে তার মূল মন্ত্র এ প্লাটফর্ম থেকেই শিখেছি।
তাই আন্তরিক ভাবে কৃতজ্ঞতা জানাই প্রিয় মেন্টর Iqbal Bahar Zahid স্যার এর প্রতি।এতো সুন্দর একটা প্লাটফর্ম তৈরি করার জন্য।
ভালবাসা রইল এ গ্রুপের ভাইবোন দের প্রতি যারা বিভিন্ন সময়ে সহযোগিতা করেছেন।
পরিশেষে,সবাই আমার জন্য দোয়া করবেন যেন সৎভাবে আমার কাজকে নিয়ে এগিয়ে যেতে পারি।
"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৫৬৫
Date:- ২/০৭/২০২১
আমি জান্নাতুল ফিরদাউস
হবিগঞ্জ এর মেয়ে।
রেজিস্ট্রেশন নাম্বার:৩৪১০
ব্যাচ :৭ম
ক্যাম্পাস এম্বাসেডর লালমাটিয়া মহিলা কলেজ।
পেইজ: অপরাজিতা
পেইজ লিংক:
https://www.facebook.com/Oporajita24/